গ্লোবাল ইন্স্যুরেন্স পরিচালকের শেয়ার ক্রয় ঘোষণা

global-smbdস্টকমার্কেট ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি গ্লোবাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের একজন উদ্দ্যোক্তা পরিচালক শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

শওকত রেজা নামে কোম্পানিটির এই উদ্দ্যোক্তা ৫০ হাজার শেয়ার ক্রয় করেবন। এই পরিচালক এসব শেয়ার চলমান বাজার দরে পাবলিক মার্কেট হতে ক্রয় করবেন।

তিনি ঘোষণা ৩০ কার্য দিবসের মধ্যে এসব শেয়ার ক্রয় সম্পন্ন করবেন বলে কোম্পানিটি জানিয়েছ।

স্টকমার্কেটবিডি.কম/সোনিয়া

২ ঘন্টায় ডিএসইতে লেনদেন ৪৫৩, সিএসইতে ২২ কোটি

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের মিশ্র প্রবণতায় চলছে লেনদেন। প্রথম ২ ঘন্টায় দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ৪৫৩ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার। আর একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে ২২ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার। তবে সিএসইতে মূল্য সূচক কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসই সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর ১২টা ৩৭ মিনিট পর্যন্ত দেশের প্রধান শেয়ারবাজার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৩.১৭ পয়েন্ট কমে ৫৯০০ পয়েন্টে অবস্থান করছে। স্টক ডিএসই-৩০ সূচক ১.৪২ পয়েন্ট কমে ২১২৩ পয়েন্টে অবস্থান করছে। আর আর ডিএসই শরিয়াহ সূচক ১.৫১ বেড়ে ১৩১০ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে এসময় লেনদেন ৪৫৩ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার। ডিএসইতে লেনদেনকৃত ৩২৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার এ সময়ে দর বেড়েছে ১৩৬টির, কমেছে ১২৭টির ও অপরিবর্তিত ছিল ৬০টির দর।

এদিকে দেশের আরেক শেয়ারবাজার সিএসইতে সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৪৭.৭১ পয়েন্ট কমে ১৮ হাজার ৩০০ পয়েন্টে অবস্থান করছে। এসময় লেনদেন হয়েছে ২২ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার। সিএসইতে এ সময়ে লেনদেনকৃত ২২০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারদর বেড়েছে ৮২টির, কমেছে ১০৫টির ও অপরিবর্তিত ছিল ৩৩টির দর।

স্টকমার্কেটকবিডি.কম/এমএ/মোদক.

প্রাইম লাইফ ইন্স্যুরেন্সের ১ম প্রান্তিক তহবিল ও হিসাব সংখ্যা প্রকাশ

prime-insurance-logo-mm-230x155স্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি প্রাইম লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড মোট তহবিল ও হিসাব নম্বরের সংখ্যা প্রকাশ করেছে। চলতি বছরের প্রথম প্রান্তিকে বিমাটির ৭৬৪ কোটি ৩১ লাখ ৫০ হাজার টাকার উপরে তহবিল দাঁড়িয়েছে। মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসই জানায়, চলতি ২০১৭ সালের জানুয়ারি হতে মার্চ পর্যন্ত বীমাটির মোট তহবিল দাঁড়িয়েছে ৭৬৪ কোটি ৩১ লাখ ৫০ হাজার টাকা। আগের বছর একই সময় এই তহবিল ছিল ৭২৯ কোটি ৯৪ লাখ ১০ হাজার টাকার বেশি।

এসময় বিমাটির রিভিনিউ হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে ৩১ কোটি ২৩ লাখ ২০ হাজার, যা গত বছর একই সময়ে ছিল ২৮ কোটি ৩৩ লাখ ৪০ হাজার ।

স্টকমার্কেটবিডি.কম/এম/মোদক.

প্রাইম লাইফ ইন্স্যুরেন্সের অর্ধবার্ষিক তহবিল ও হিসাব সংখ্যা প্রকাশ

prime-insurance-logo-mm-230x155স্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি প্রাইম লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড মোট তহবিল ও হিসাব  সংখ্যা প্রকাশ করেছে। চলতি বছরের প্রথম ৬ মাসে বিমাটির ৭৫৩ কোটি ৩৩ লাখ ৮০ হাজার টাকার উপরে তহবিল দাঁড়িয়েছে। মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসই জানায়, চলতি ২০১৭ সালের এপ্রিল হতে জুন পর্যন্ত বীমাটির মোট তহবিল দাঁড়িয়েছে ৭৫৩ কোটি ৩৩ লাখ ৮০ হাজার টাকা। আগের বছর একই সময় এই তহবিল ছিল ৭১৯ কোটি ৬৩ লাখ ৪০ হাজার টাকার বেশি।

এসময় বিমাটির রিভিনিউ হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে ১০ কোটি ৯৭ লাখ ৮০ হাজার, যা গত বছর একই সময়ে ছিল ১০ কোটি ৩০ লাখ ৭০ হাজার ।

জানুয়ারি হতে জুন পর্যন্ত বীমাটির মোট তহবিল দাঁড়িয়েছে ৭৫৩ কোটি ৩৩ লাখ ৮০ হাজার টাকা। আগের বছর একই সময় এই তহবিল ছিল ৭১৯ কোটি ৬৩ লাখ ৪০ হাজার টাকার বেশি।

অর্ধবার্ষিকীতে বিমাটির রিভিনিউ হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে ৪২ কোটি ১ লাখ, যা গত বছর একই সময়ে ছিল ৩৮ কোটি ৬৪ লাখ ১০ হাজার ।

স্টকমার্কেটবিডি.কম/এম/মোদক.

সোনার বাংলা ইন্স্যুরেন্সের তিন উদ্দ্যোক্তা পরিচালকের শেয়ার ক্রয় ঘোষণা

sonar-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি সোনার বাংলা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের তিন উদ্দ্যোক্তা পরিচালক শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

নার্গিস আখতার, মো. সামসুল হক ও মো. রুহুল আমিন নামে কোম্পানিটির এই তিন উদ্দ্যোক্তা পরিচালক শেয়ার ক্রয় করবেন। তাদের ক্রয় শেয়ার সংখ্যা যথাক্রমে ৫০ হাজার, ১ লাখ ২৪ হাজার ৬৩৬টি ও ২ লাখ ।

এই পরিচালকরা এসব শেয়ার চলমান বাজার দরে পাবলিক মার্কেট হতে ক্রয় করবেন।

তারা ঘোষণা ৩০ কার্য দিবসের মধ্যে এসব শেয়ার ক্রয় সম্পন্ন করবেন বলে কোম্পানিটি জানিয়েছ।

স্টকমার্কেটবিডি.কম/সোনিয়া

সোনার বাংলা ইন্স্যুরেন্স করপোরেট পরিচালকের শেয়ার ক্রয় ঘোষণা

sonar-smbdস্টকমার্কেট ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি সোনার বাংলা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের এক করপোরেট পরিচালক শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছে। মঙ্গলবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

মডার্ন ওয়াশিং এন্ড ডাইনিং লিমিটেড নামে কোম্পানিটির এই করপোরেট পরিচালক ২ লাখ ৫০ হাজার শেয়ার ক্রয় করবে। এই পরিচালক এসব শেয়ার চলমান বাজার দরে পাবলিক মার্কেট হতে ক্রয় করবে।

করপোরেট পরিচালক ঘোষণা ৩০ কার্য দিবসের মধ্যে এসব শেয়ার ক্রয় সম্পন্ন করবে বলে কোম্পানিটি জানিয়েছ।

স্টকমার্কেটবিডি.কম/সোনিয়া

নদার্ন জুট ম্যানুফ্যাকচারিংয়ের দর বাড়ার কারণ নেই

northern-juteস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত পাট খাতের কোম্পানি নদার্ন জুট ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের সাম্প্রতিক সময়ে শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে। ৭ আগস্ট দর বাড়ার কারণ জানতে চাইলে কোম্পানিটির পক্ষ থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ কথা জানানো হয়েছে। মঙ্গলবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

জানা যায়, গত ৩১ জুলাই শেয়ার দর ছিল ৫০০.১৪ টাকা। গত ৮ আগস্ট  সর্বশেষ তা ৬১৫.১০ টাকার উপরে লেনদেন হয়েছে।

কোম্পানিটির শেয়ারের এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই। তবে দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোন তথ্য কি তা জানতে চায় ডিএসই।

এ সময় নদার্ন জুট ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্প্রতি শেয়ারটির দর বৃদ্ধির পেছনে মূল্য সংবেদনশীল অপ্রকাশিত কোন তথ্য তাদের কাছে নেই।

স্টকমার্কেটবিডি.কম/এম/মোদক.

বিবিএস ক্যাবলসের মূল্য সংবেদনশীল তথ্য নেই

BBS-2(1)স্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বিবিএস ক্যাবলস লিমিটেডের সাম্প্রতিক সময়ে শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে। ২ আগস্ট দর বাড়ার কারণ জানতে চাইলে কোম্পানিটির পক্ষ থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ কথা জানানো হয়েছে। মঙ্গলবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

জানা যায়, গত ৩১ জুলাই শেয়ার দর ছিল ৯০.৩০ টাকা। গত ৮ আগস্ট  সর্বশেষ তা ১০০.৩০ টাকার উপরে লেনদেন হয়েছে।

কোম্পানিটির শেয়ারের এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই। তবে দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোন তথ্য কি তা জানতে চায় ডিএসই।

এ সময় বিবিএস ক্যাবলস লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্প্রতি শেয়ারটির দর বৃদ্ধির পেছনে মূল্য সংবেদনশীল অপ্রকাশিত কোন তথ্য তাদের কাছে নেই। উল্লেখ্য, গত ৩১ জুলাই বিবিএস ক্যাবলস দেশের দুই শেয়ারবাজারে লেনদেন শুরু করে। লেনদেন শুরুর পর থেকে কোম্পানির শেয়ার অনেক বেশি দরে লেনদেন হচ্ছে।

স্টকমার্কেটবিডি.কম/এম/মোদক.

প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা

primস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, গতকাল অনুষ্ঠিত বোর্ড সভায় ৩১ ডিসেম্বর ২০১৬ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে এই লভ্যাংশ দিয়েছে বিমাটির পরিচালনা বোর্ড।

আগামী ১৯ অক্টোবর বিমার বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। আর রেকর্ড ডেট নির্ধারণ হয়েছে ৩০ আগষ্ট।

আগের বছর ২০১৫ সালেও এই বিমা শেয়ারহোল্ডারদেরকে ২০ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দেয়।

স্টকমার্কেটবিডি.কম/মোদক

বিডি ল্যাম্পসের ৩০% লভ্যাংশ ঘোষণা

bdlams-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বিডি ল্যাম্পস বাংলাদেশ লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য ৩০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, গতকাল অনুষ্ঠিত বোর্ড সভায় ৩১ ডিসেম্বর ২০১৬ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে এই লভ্যাংশ দিয়েছে কোম্পানির পরিচালনা বোর্ড।

আগামী ১২ সেপ্টেম্বর কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। আর রেকর্ড ডেট নির্ধারণ হয়েছে ২৯ আগষ্ট।

গত বছর কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৭.০৭ টাকা। আর শেয়ার প্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ৯৩.৭১ টাকা।

আগের বছর ২০১৫ সালেও এই কোম্পানি শেয়ারহোল্ডারদেরকে ২০ শতাংশ নগদ লভ্যাংশ দেয়।

স্টকমার্কেটবিডি.কম/মোদক