জুলাইয়ে খাদ্য ও খাদ্য বহির্ভূত খাতে মূল্যস্ফীতি কমেছে

bbsবিশেষ প্রতিবেদক :

গত জুলাই মাসে খাদ্য ও খাদ্য বহির্ভূত-উভয় খাতেই মূল্যস্ফীতি কমেছে। জুলাই মাসে মাসওয়ারিভিত্তিতে মূল্যস্ফীতি হয়েছে ৫ দশমিক ৫৭ শতাংশ। যা আগের মাসের চেয়ে কিছুটা কম। গত জুন মাসে মূল্যস্ফীতি ছিল ৫ দশমিক ৯৪ শতাংশ।

আজ বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভাশেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের মূল্যস্ফীতির হালনাগাদ তথ্য দেন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) মূল্যস্ফীতির তথ্য হালনাগাদ করে থাকে।

মূল্যস্ফীতি কমে যাওয়ার কারণ হিসেবে পরিকল্পনামন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে অনেক পণ্যের দাম কমেছে। মে মাসে সয়াবিন তেলের দাম ছিল প্রতি টন ৭১৪ মার্কিন ডলার। জুন মাসে তা কমে দাঁড়ায় ৭০৫ ডলার। আবার মে মাসে চিনির দাম প্রতি টন ৩৪৬ ডলার; জুন মাসে ৩০৩ ডলার। তবে চালের দাম কিছুটা বেড়েছে। মে মাসে চালের টনের দাম ছিল ৪০৩ ডলার, জুনে তা বেড়ে দাঁড়ায় ৪৪৫ ডলার। ভবিষ্যতে আন্তর্জাতিক বাজারে এসব পণ্যের দাম আরও কমবে বলে তিনি মনে করেন।

মূল্যস্ফীতি গণনায় চালের দামই মুখ্য, তাহলে মূল্যস্ফীতি কমল কীভাবে?—এমন প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী বলেন, ঢাকা শহরে চালের দাম বাড়ে। গ্রামে চালের দাম বাড়ে না। গ্রামের মানুষ ১০ টাকায় চালও পায়।

বিবিএসের তথ্য উপাত্ত অনুযায়ী, গত জুলাই মাসে খাদ্য ও খাদ্য বহির্ভূত-উভয় খাতেই মূল্যস্ফীতি কমেছে। গত জুলাই মাসে খাদ্য খাতে মূল্যস্ফীতির হার ৬ দশমিক ৯৫ শতাংশ। আর খাদ্য বহির্ভূত খাতে এ হার ৩ দশমিক ৫৩ শতাংশ।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

পপুলার লাইফ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৩.৫% লভ্যাংশ

dividendস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত মিউচ্যুয়াল ফান্ড খাতের কোম্পানিপ পপুলার লাইফ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি কমিটি ইউনিট হোল্ডারদের ৩.৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ট্রাস্টি সভায় ২০১৬ সালের জুলাই থেকে ৩০ জুন ২০১৭ সাল পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে এই লভ্যাংশ দিয়েছে মিউচ্যুয়াল ফান্ডটি।

২০১৬ সালের জুলাই থেকে ২০১৭ সালের জুন পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী মিউচ্যুয়াল ফান্ডটির ইউনিট প্রতি আয় (ইপিইউ) এসেছে ১.৩০ টাকা। যা আগের বছর একই সময় ছিল ৬০ পয়সা।

একই বছরে ফান্ডটির এনওসিএফপিইউ ইউনিট প্রতি দাঁড়িয়েছে ১.২৩ টাকা। যা আগের বছর একই সময় ছিল ৫৩ পয়সা।

২০১৭ সালের ৩০ জুন পর্যন্ত এই ফান্ডটির ইউনিট প্রতি বাজারমূল্য (ন্যাভ) এসেছে ১২.১৪ টাকা। যা আগের বছর একই সময় ছিল ১১.০৭ টাকা।

আর ৩০ জুন পর্যন্ত এই ফান্ডটির ইউনিট প্রতি ক্রয়মূল্য (ন্যাভ) এসেছে ১১.৭২ টাকা। যা আগের বছর একই সময় ছিল ১১.১৬ টাকা।

আর আগামী ৫ সেপ্টেম্বর আগষ্ট ফান্ডটি রেকর্ড ডেট নির্ধারণ হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/শুভ/মোদক.

পিএইচপি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ২.৫ শতাংশ লভ্যাংশ

dividendস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত মিউচ্যুয়াল ফান্ড খাতের কোম্পানি পিএইচপি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি কমিটি ইউনিট হোল্ডারদের ২.৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ট্রাস্টি সভায় ২০১৬ সালের জুলাই থেকে ৩০ জুন ২০১৭ সাল পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে এই লভ্যাংশ দিয়েছে মিউচ্যুয়াল ফান্ডটি।

২০১৬ সালের জুলাই থেকে ২০১৭ সালের জুন পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী মিউচ্যুয়াল ফান্ডটির ইউনিট প্রতি আয় (ইপিইউ) এসেছে ১.২২ টাকা। যা আগের বছর একই সময় ছিল ৬৮ পয়সা।

একই বছরে ফান্ডটির এনওসিএফপিইউ ইউনিট প্রতি দাঁড়িয়েছে ৭৭ পয়সা। যা আগের বছর একই সময় ছিল ৫০ পয়সা।

২০১৭ সালের ৩০ জুন পর্যন্ত এই ফান্ডটির ইউনিট প্রতি বাজারমূল্য (ন্যাভ) এসেছে ১১.৮৬ টাকা। যা আগের বছর একই সময় ছিল ১০.৯০ টাকা।

আর ৩০ জুন পর্যন্ত এই ফান্ডটির ইউনিট প্রতি ক্রয়মূল্য (ন্যাভ) এসেছে ১১.৪৬ টাকা। যা আগের বছর একই সময় ছিল ১১.৩৯ টাকা।

আর আগামী ৫ সেপ্টেম্বর আগষ্ট ফান্ডটি রেকর্ড ডেট নির্ধারণ হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/শুভ/মোদক.

এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের লভ্যাংশ ঘোষণা

dividendস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত মিউচ্যুয়াল ফান্ড খাতের কোম্পানি এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি কমিটি ইউনিট হোল্ডারদের ৩ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ট্রাস্টি সভায় ২০১৬ সালের জুলাই থেকে ৩০ জুন ২০১৭ সাল পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে এই লভ্যাংশ দিয়েছে মিউচ্যুয়াল ফান্ডটি।

২০১৬ সালের জুলাই থেকে ২০১৭ সালের জুন পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী মিউচ্যুয়াল ফান্ডটির ইউনিট প্রতি আয় (ইপিইউ) এসেছে ১.২৮ টাকা। যা আগের বছর একই সময় ছিল ৫৪ পয়সা।

একই বছরে ফান্ডটির এনওসিএফপিইউ ইউনিট প্রতি দাঁড়িয়েছে ১.২৬ টাকা। যা আগের বছর একই সময় ছিল ৫৩ পয়সা।

২০১৭ সালের ৩০ জুন পর্যন্ত এই ফান্ডটির ইউনিট প্রতি বাজারমূল্য (ন্যাভ) এসেছে ১২.৭৮ টাকা। যা আগের বছর একই সময় ছিল ১১.৬৭ টাকা।

আর ৩০ জুন পর্যন্ত এই ফান্ডটির ইউনিট প্রতি ক্রয়মূল্য (ন্যাভ) এসেছে ১১.৯৬ টাকা। যা আগের বছর একই সময় ছিল ১১.৩৩ টাকা।

আর আগামী ৫ সেপ্টেম্বর আগষ্ট ফান্ডটি রেকর্ড ডেট নির্ধারণ হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/শুভ/মোদক.

ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ডের লভ্যাংশ ঘোষণা

dividendস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত মিউচ্যুয়াল ফান্ড খাতের কোম্পানি ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি কমিটি ইউনিট হোল্ডারদের ২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ট্রাস্টি সভায় ২০১৬ সালের জুলাই থেকে ৩০ জুন ২০১৭ সাল পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে এই লভ্যাংশ দিয়েছে মিউচ্যুয়াল ফান্ডটি।

২০১৬ সালের জুলাই থেকে ২০১৭ সালের জুন পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী মিউচ্যুয়াল ফান্ডটির ইউনিট প্রতি আয় (ইপিইউ) এসেছে ১.১৪ টাকা। যা আগের বছর একই সময় ছিল ৫৬ পয়সা।

একই বছরে ফান্ডটির এনওসিএফপিইউ ইউনিট প্রতি দাঁড়িয়েছে ১.১৫ টাকা।  যা আগের বছর একই সময় ছিল ৪১ পয়সা।

২০১৭ সালের ৩০ জুন পর্যন্ত এই ফান্ডটির ইউনিট প্রতি বাজারমূল্য (ন্যাভ) এসেছে  ১১.৮৬ টাকা। যা আগের বছর একই সময় ছিল ১০.৮৬ টাকা।

আর ৩০ জুন পর্যন্ত এই ফান্ডটির ইউনিট প্রতি ক্রয়মূল্য (ন্যাভ) এসেছে ১১.৫১ টাকা। যা আগের বছর একই সময় ছিল ১০.৮৫ টাকা।

আর আগামী ৫ সেপ্টেম্বর আগষ্ট ফান্ডটি রেকর্ড ডেট নির্ধারণ হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/শুভ/মোদক.

পৌর উন্নয়নে এডিবির ২০ কোটি ডলারের ঋণ অনুমোদন

adbবিশেষ প্রতিবেদক :

বাংলাদেশে পৌরসভার অবকাঠামো সেবা প্রদান ও পরিচালনা কার্যক্রম জোরদার করতে ২০ কোটি ডলার প্যাকেজ ঋণ অনুমোদন করেছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)।

ঋণ অনুমোদনের পর এডিবির আরবান ডেভেলপমেন্ট স্পেশালিস্ট আলেকজান্ড্রা ভোগল বলেন, “এই অতিরিক্ত অর্থায়ন তৃতীয় আরবান গভর্নেন্স অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট বাস্তবায়নে সহায়তা করবে। এর মাধ্যমে পৌরসভাগুলোর সেবা প্রদান কার্যক্রম ও পরিবেশ উন্নয়নে জোর দেয়া হবে।”

এডিবি প্রথম পর্বে ২০০৩-২০০৭ সালে ২৭টি পৌরসভায় সাড়ে ছয় কোটি ডলার ও দ্বিতীয় পর্বে ২০০৮-২০১৬ সালে ৫১ পৌরসভায় আট কোটি ৭০ লাখ ডলার ঋণ দিয়েছে।

২০১৪ সালে ১২৫ মিলিয়ন ডলার ঋণে বাস্তবায়নাধীন তৃতীয় পর্বে এই অতিরিক্ত অর্থায়নে জলবায়ু সহিষ্ণুতা ও বৈশ্বিক সমতার ওপর গুরুত্বারোপ করা হবে। তৃতীয় পর্বে রয়েছে মোট ৩০ কোটি ১০ লাখ জনসংখ্যার ৩৫টি পৌরসভা।

এই অতিরিক্ত অর্থায়নের মাধ্যমে তৃতীয় পর্বে এডিবির মোট ঋণের পরিমাণ দাঁড়ালো ৩২ কোটি ৫০ লাখ ডলার। এ দিয়ে ৬০০ কিলোমিটার সড়ক, ৩০০ কিলোমিটার নর্দমা এবং ১৮০ কিলোমিটার পানি সরবরাহ পাইপ লাইন স্থাপন, সংস্কার ও নির্মাণ করা হবে।

এ প্রকল্পে বস্তি আছে এমন পৌরসভায় বস্তি উন্নয়ন এবং ১৪ পৌর প্রকল্পে আবর্জনা ও ২০ পৌর প্রকল্পে কঠিন বর্জ্য ব্যবস্থাপনার স্থান নির্মাণ বা উন্নয়ন করা হবে।

তৃতীয় পর্বে কর রেকর্ড ও বিল প্রদান ব্যবস্থা কম্পিউটারাইজেশনের চলমান কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে দারিদ্র্য হ্রাস, লৈঙ্গিক বিষয়, বস্তি উন্নয়ন, সামাজিক অংশগ্রহণ এবং পৌরসভার আর্থিক ব্যবস্থাপনার গতিশীলতার ওপর জোর দেয়া হবে। এই প্রকল্পের বাস্তবায়নের সময় হচ্ছে ২০১৭ সালের আগস্ট থেকে ২০২১ সালে জুন পর্যন্ত।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

সরকার নিউক্লিয়ার ও কয়লা বিদ্যুৎ কেন্দ্রের কাজ শুরু করে দিয়েছে : নসরুল হামিদ

nasrulবিশেষ প্রতিবেদক :

বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, সরকার ২০৪১ সালের মধ্যে ৬০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।

তিনি বলেন, বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে এ লক্ষ্যমাত্রা অর্জনে সরকার নিউক্লিয়ার বিদ্যুৎ কেন্দ্র, কয়লা বিদ্যুৎ কেন্দ্রের মতো বড় বড় নানা প্রকল্প গ্রহণ করে ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে।

ইংরেজি পত্রিকা ডেইলি সান আয়োজিত এক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এক কথা বলেন।

মঙ্গলবার দুপুরে রাজধানীর বসুন্ধরায় পত্রিকাটির কার্যালয়ে এ বৈঠকের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদক এনামুল হক চৌধুরী।

বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের অর্জন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে পাওয়ার সেলের মহাপরিচালক প্রকৌশলী মোহাম্মদ হোসেন ‘জ্বালানি নিরাপত্তা ও ভিশন ২০৪১’ শীর্ষক মূলপ্রবন্ধ উপস্থাপন করেন।

ডেইলি সানের নির্বাহী সম্পাদক শিয়াবুর রহমান শিহাবের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বিদ্যুৎ বিভাগের সচিব ড. আহমেদ কায়কাউস, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মঈন উদ্দিন, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান খালেদ মাহমুদ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) খনিজসম্পদ বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ তামিম, বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের (বিআইএসপিসিএল) ব্যবস্থাপনা পরিচালক উজ্জ্বল কান্তি ভট্টাচার্য, বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম, বিজিএমইএ’র সহসভাপতি মোহাম্মদ নাছির, বাংলাদেশ অটো রি-রোলিং অ্যান্ড স্টিল মিলস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শহিদুল্লাহ প্রমুখ বক্তৃতা করেন।

নসরুল হামিদ বলেন, সরকার সার্কের পাশাপাশি বিমসটেককে কাজে লাগিয়ে চায়নাকে বিদ্যুৎ শেয়ারের অফার দিয়েছে। মিয়ানমার ও কম্বোডিয়া থেকেও বিদ্যুৎ আনার কথা চলছে বলে জানান।

বর্তমানে ১৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, তারপরও প্রতিনিয়ত বিদ্যুতের চাহিদা বাড়ছে। এক সময় আরইবি’র ৩ হাজার মেগাওয়াট চাহিদা ছিল, এখন সাড়ে ৬ হাজার মেগাওয়াট দিয়েও সে চাহিদা পূরণ করা যাচ্ছে না। তাদের আরো বিদ্যুৎ চাহিদা আছে বলে তিনি জানান।

যত্রতত্র (আন প্ল্যান ওয়েতে) কলকারখানা স্থাপন না করার পরামর্শ দিয়ে প্রতিমন্ত্রী বলেন, সরকার আগামী জুন থেকে কলকারখানায় নতুন গ্যাস সংযোগ দেয়া শুরু করবে। তবে ইকোনোমি জোন ছাড়া কোন কলকারখানায় গ্যাস সংযোগ দেয়া হবে না।

বৈঠকে অন্যান্য বক্তারা ২০২১ সালের মধ্যে দেশকে মধ্যম আয়ের ও ২০৪১ সালের মধ্যে উন্নত রাষ্ট্রে উন্নীত করতে জ্বালানি নিরাপত্তার উপর গুরুত্বারোপ করেন। বক্তারা জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জরুরী-স্বল্প-মধ্যম ও দীর্ঘ মেয়াদী বিদ্যুৎ উৎপাদন পরিকল্পনা, জ্বালানিতে বৈচিত্র্যতা আনয়ন এবং গ্যাসের চাহিদা পূরণে প্রাকৃতিক তরলীকৃত গ্যাস (এলএনজি) আমদানির উপর গুরুত্বারোপ করেন।
বক্তারা সরকারের পাওয়ার সিস্টেম মাস্টার প্ল্যান (পিএসএমপি ২০১৬) বাস্তবায়নের উপর জোর দিয়ে প্রতিবেশি দেশসমূহ থেকে বিদ্যুৎ আমদানিরও পরামর্শ দেন।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

  1. জেনারেশন নেক্সট ফ্যাশনস
  2. সিএন্ড এ টেক্সটাইলস
  3. ইফাদ অটোস
  4. বিবিএস ক্যাবলস
  5. কনফিডেন্ট সিমেন্ট
  6. আইএফআইসি ব্যাংক
  7. সিটি ব্যাংক
  8. লংকাবাংলা ফাইন্যান্স
  9. ন্যাশনাল টিউবস
  10. মার্কেন্টাইল ব্যাং ব্যাংক।

সূচকের মিশ্র অবস্থায় লেনদেন সামান্য কমেছে

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রবণতায় লেনদেনে সামান্য পতন হয়েছে । কমেছে শেয়ারদর। সেখানে ৮৬৬ কোটি ১০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। গত কয়েকদিনের মতো অাজও সূচক ৫৮৬০ পয়েন্ট অতিক্রম করে। এদিকে, এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের নিম্নমুখী প্রবণতায় কমেছে লেনদেন। এদিন ৫২ কোটি ৭৫ লাখ টাকার লেনদেন হয়েছে। তবে এদিন কমেছে শেয়ারদর। ডিএসই ও সিএসই’র বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা যায়, আজ বুধবার দিন শেষে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ৭৮ কোটি ৬৫ লাখ টাকা কম। গতকাল মঙ্গলবার সেখানে ৯৪৪ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।

ডিএসইতে প্রধান সূচক ৭.৫৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৫৮৯০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১.৮৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩১১ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ১.৫৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২১২১ পয়েন্টে।

তবে আজ লেনদেন হওয়া মোট ২২৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে বেড়েছে ১১৫টির, কমেছে ১৮৬টির আর অপরিবর্তিত থাকে ২৮টির দর।

এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির মধ্যে রয়েছে–  জেনারেশন নেক্সট ফ্যাশনস, সিএন্ড এ টেক্সটাইলস, ইফাদ অটোস, বিবিএস ক্যাবলস, কনফিডেন্ট সিমেন্ট, আইএফআইসি ব্যাংক, সিটি ব্যাংক, লংকাবাংলা ফাইন্যান্স, ন্যাশনাল টিউবস ও মার্কেন্টাইল ব্যাংক ।

এদিকে, আজ বুধবার দিনশেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৫২ কোটি ৭৫ লাখ টাকার লেনদেন হয়েছে। যা গতকালের চেয়ে ২ কোটি ৪৯ লাখ টাকা কম। গতকাল মঙ্গলবার এই লেনদেন ৫৫ কোটি ২৪ লাখ টাকা ছিল।

এদিন দিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ২৬.৩৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ২৭৬ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয় ২৬৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৯০টির, কমেছে ১৪৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির।

এদিন সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল বিবিএস ক্যাবলস ও টাস্ট্র ব্যাংক ।

স্টকমার্কেটবিডি.কম/মোদক.

এপেক্স ট্যানারির বার্ষিক বোর্ড সভা ১৭ আগস্ট

APEXTANRY-230x130স্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ট্যানারি শিল্প খাতের কোম্পানি বাংলাদেশ এপেক্স ট্যানারি লিমিটেডের বার্ষিক বোর্ড সভা আগামী ১৭ আগস্ট আহবান করা হয়েছে। বুধবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৯(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় ট্যানারির চলতি বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

ট্যানারি শিল্প খাতের কোম্পানিটির বোর্ড সভা এদিন বেলা সাড়ে তিনটায় হাজারীবাগে নিজস্ব প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

এ সভায় চলতি বছরের ৩০ জুন ২০১৭ পর্যন্ত সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/শুভ/মোদক.