ফাঁকি রোধে এনবিআরের ৮ দফা নির্দেশনা দিল রাজস্ব বোর্ড

nrbনিজস্ব প্রতিবেদক :

আয়কর, শুল্ক ও ভ্যাট ফাঁকির তদন্ত পরিচালনা এবং এ সংক্রান্ত কার্যক্রমকে অধিকতর গতিশীল করার লক্ষ্যে সংশ্লিষ্টদের ৮ দফা নির্দেশনা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

রবিবার এনবিআরের চেয়ারম্যান নজিবুর রহমান এ নির্দেশনা দেন। এনবিআর সভাকক্ষে কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি), শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর এবং ভ্যাট গোয়েন্দা অধিদফতরের মহাপরিচালকদের সঙ্গে সভা অনুষ্ঠিত হয়। সভায় মো. নজিবুর রহমান সভাপতি হিসেবে এ নির্দেশনা দেন।

মহাপরিচালক, কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) মো. বেলাল উদ্দিন, মহাপরিচালক, শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর ড. মইনুল খান এবং মহাপরিচালক, ভ্যাট গোয়েন্দা ও তদন্ত অধিদফতর ড. মো. আল-আমিন প্রামানিক উপস্থিত ছিলেন।

সভায় এনবিআরের গোয়েন্দা মহাপরিচালকরা তাদের নিজ নিজ অধিক্ষেত্রের আওতাধীন রাজস্ব ফাঁকির তদন্ত কার্যক্রমের আলোকপাত করেন। মাঠ পর্যায়ে গোয়েন্দা কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন সমস্যা, চ্যালেঞ্জ ও অন্যান্য বিষয়াদির বিস্তারিত পর্যালোচনা করা হয়।

পর্যালোচনা শেষে সিনিয়র সচিব, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও চেয়ারম্যান, জাতীয় রাজস্ব বোর্ড মো. নজিবুর রহমান রাজস্ব ফাঁকির বিষয়ে মহাপরিচালকদের বিশেষ মনোযোগী হওয়ার গুরুত্বারোপ করেন। এ সময় ৮ দফা নির্দেশনা দেন তিনি।

নির্দেশনাগুলো- অর্থপাচার রোধে সরকারের সব পক্ষের সঙ্গে প্রয়োজনীয় যোগাযোগ রক্ষা পূর্বক মাঠ পর্যায়ে নজরদারি বৃদ্ধি করে অর্থপাচারকারীদের চিহ্নিতকরণ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। একইসঙ্গে দেশের স্থল, নৌ ও বিমানবন্দরগুলো সূচারু নজরদারির আওতায় আনা।

দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ প্রাণকেন্দ্র বন্দরগুলো যাতে কোনোভাবেই চোরাকারবারিদের বিচরণক্ষেত্র না হতে পারে তা নিশ্চিত করা, ভ্যাট ফাঁকি রোধ করে পণ্যের প্রকৃত উৎপাদন ও তার থেকে নির্দিষ্ট হারে ভ্যাট আদায় নিশ্চিত করতে ভ্যাট গোয়েন্দা কার্যক্রম জোরদার করা, আয়কর, ভ্যাট ও শুল্ক বাবদ সরকারের প্রাপ্য রাজস্ব আহরণের পর নির্দিষ্ট সময়ের মধ্যে সরকারি কোষাগারে জমা নিশ্চিত করা।

আয়কর, শুল্ক ও ভ্যাট ফাঁকিবাজদের বিরুদ্ধে প্রাপ্ত অভিযোগসমূহ দ্রুত তদন্ত ও পরিচালনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা, কর ফাঁকিবাজ অসৎ ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থার পাশাপাশি সৎ ব্যবসায়ীদের সুরক্ষা নিশ্চিত করা এবং রাজস্ব ফাঁকি রোধে মাঠ পর্যায়ে যেকোনো অভিযান পরিচালনার ক্ষেত্রে কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি), শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর এবং ভ্যাট গোয়েন্দা ও তদন্ত অধিদফতর সমন্বিতভাবে কাজ করা। প্রয়োজনে যৌথ অভিযান পরিচালনা করার নির্দেশ দেন তিনি।

নজিবুর রহমান বলেন, রাজস্ব আহরণে অধিকতর গতিশীলতা আনয়ন এবং করদাতাবান্ধব পরিবেশ আনতে ‘সুশাসন ও আধুনিক ব্যবস্থাপনা’ কাঠামো অনুসরণ করতে হবে। এর আওতায় জাতীয় রাজস্ব বোর্ড রাজস্ব আদায়ের ক্ষেত্রে ‘দুষ্টের দমন ও শিষ্টের পালন’ নীতি অনুসরণ করছে।

তিনি বলেন, করদাতারা প্রদত্ত রাজস্বই সরকারের উন্নয়ন কার্যক্রমের প্রধান চালিকাশক্তি। একটি করবান্ধব, জনবান্ধব ও ব্যবসাবান্ধব তথা উন্নয়নবান্ধব পরিবেশ বজায় রাখার ক্ষেত্রে জাতীয় রাজস্ব বোর্ড ও করদাতারা একে অপরের পরিপূরক হিসেবে কাজ করে। যথাযথ রাজস্ব পরিশোধ ও তা জনগণের পক্ষে সুষ্ঠুভাবে আদায় করা যথাক্রমে করদাতা প্রতিষ্ঠান ও জাতীয় রাজস্ব বোর্ডের অন্যতম দায়িত্ব।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

আইসিবি’র ৮ মিউচ্যুয়াল ফান্ডের লভ্যাংশ ঘোষণা

dividendনিজস্ব প্রতিবেদক :

আইসিবি পরিচালিত ৮ মিউচ্যুয়াল ফান্ডের ৩০ জুন ২০১৭ অর্থবছরের লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। সবগুলো ফান্ড ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। ফান্ডগুলো হলো: আইসিবি এএমসিএল সেকেন্ড এনআরবি মিউচ্যুয়াল ফান্ড, আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচ্যুয়াল ফান্ড, আইসিবি এমপ্লয়ীজ প্রভিডেন্ট মিউচ্যুয়াল ফান্ড ওয়ান:স্কীম ওয়ান, প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল মিউচ্যুয়াল ফান্ড, ফিনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, আইসিবি এএমসিএল থার্ড এনআরবি মিউচ্যুয়াল ফান্ড, আইএফআইএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড এবং আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক লি: ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড। আইসিবি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আইসিবি এএমসিএল সেকেন্ড এনআরবি মিউচ্যুয়াল ফান্ড ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ফান্ডটির ইউনিট প্রতি আয় (ইউপিইউ) হয়েছে ১.১০ টাকা। এছাড়া ফান্ডটির ইউনিট প্রতি সম্পদ মূল্য হয়েছে ১৫.৪২ টাকা।

আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচ্যুয়াল ফান্ড ৬ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ফান্ডটির ইউনিট প্রতি আয় (ইউপিইউ) হয়েছে ০.৬৭ টাকা। এছাড়া ফান্ডটির ইউনিট প্রতি সম্পদ মূল্য হয়েছে ১৩.৭৪ টাকা।

আইসিবি এমপ্লয়ীজ প্রভিডেন্ট মিউচ্যুয়াল ফান্ড ওয়ান:স্কীম ওয়ান ৬.৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ফান্ডটির ইউনিট প্রতি আয় (ইউপিইউ) হয়েছে ০.৭৬ টাকা। এছাড়া ফান্ডটির ইউনিট প্রতি সম্পদ মূল্য হয়েছে ১২.৩২ টাকা।

প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল মিউচ্যুয়াল ফান্ড ৭ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ফান্ডটির ইউনিট প্রতি আয় (ইউপিইউ) হয়েছে ০.৭৯ টাকা। এছাড়া ফান্ডটির ইউনিট প্রতি সম্পদ মূল্য হয়েছে ১২.০৭ টাকা।

ফিনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ফান্ডটির ইউনিট প্রতি আয় (ইউপিইউ) হয়েছে ০.৬২ টাকা। এছাড়া ফান্ডটির ইউনিট প্রতি সম্পদ মূল্য হয়েছে ১১.৯৮ টাকা।

আইসিবি এএমসিএল থার্ড এনআরবি মিউচ্যুয়াল ফান্ড ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ফান্ডটির ইউনিট প্রতি আয় (ইউপিইউ) হয়েছে ০.৬৪ টাকা। এছাড়া ফান্ডটির ইউনিট প্রতি সম্পদ মূল্য হয়েছে ১১.৮৭ টাকা।

আইএফআইএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড ৯ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ফান্ডটির ইউনিট প্রতি আয় (ইউপিইউ) হয়েছে ০.৯০ টাকা। এছাড়া ফান্ডটির ইউনিট প্রতি সম্পদ মূল্য হয়েছে ১১.৭৭ টাকা।

আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক লি: ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ৭.৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ফান্ডটির ইউনিট প্রতি আয় (ইউপিইউ) হয়েছে ০.৮৪ টাকা। এছাড়া ফান্ডটির ইউনিট প্রতি সম্পদ মূল্য হয়েছে ১১.৫০ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

কেডিএসের বাটন ও হ্যাঙ্গার বর্ধিত প্রকল্পের উৎপাদন শুরু

kds-smbdস্টকমার্কেট ডেস্ক  :

শেয়ারবাজারে প্রকৌশল খাতের তালিকাভুক্ত কোম্পানি কেডিএস এ্যাক্সোসরিজ  লিমিটেড বাটন ও হ্যাঙ্গারের বর্ধিত প্রকল্পের কাজ শেষে বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু করেছে। রবিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসই সূত্রে জানা গেছে, এই কোম্পানির পূর্ব ঘোষিত সিদ্ধান্ত মোতাবেক, কোম্পানির বাটন প্রকল্পের সম্প্রসারণ ও হ্যাঙ্গার প্রকল্প সম্পন্ন হয়েছে। সফল পরীক্ষামূলক কার্যক্রম শেষে গত ১০ আগস্ট কোম্পানি এসবের বাণিজ্যিক উৎপাদন শুরু করেছে। কারখানার সক্ষমতা পূর্ণভাবে কাজে লাগাতে পারলে প্রকল্পে প্রকল্পে প্রতিদিন মোট বাটন ২৮০ জিজি ও ১ লাখ ৫০ হাজার পিস হ্যাঙ্গার উৎপাদন করা যাবে। অানুমানিক হিসাব মোতাবেক, যার মাধ্যমে প্রতি মাসে কোম্পানির ২ কোটি ৮ লাখ  ৩০ হাজার ও বছর শেষে ২৫ কোটি টাকা মুনাফা হবে।

সম্প্রতি কোম্পানির পরিচালনা বোর্ড বাটন প্রকল্পের সম্প্ররণ ও হ্যাঙ্গার প্রকল্প আরও বাড়ানোর সিদ্ধান্ত নেয় বলে কােম্পানিটি জানিয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এম/বি/মোদক.

লিন্ডে বিডির লেনদেন ১৬ আগস্ট শুরু

lindeস্টকমার্কেট ডেস্ক  :

শেয়ারবাজারে জ্বালানি ও বিদ্যুৎ খাতের তালিকাভুক্ত কোম্পানি লিন্ডে বাংলাদেশ লিমিটেড রেকর্ড শেষে বুধবার (১৬-০৯-২০১৭) লেনদেন শুরু করবে। রবিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসই সূত্রে জানা গেছে, আজ রবিবার (১৩-০৯-২০১৭) কোম্পানিটি রেকর্ড ডেটের জন্য লেনদেন একদিন ট্রেডিং বন্ধ থাকে।  বুধবার থেকে পুনরায় কোম্পানিটি লেনদেন শুরু করে বলে বিষয়টি নিশ্চিত করেছে কোম্পানিটি।

স্টকমার্কেটবিডি.কম/এম/বি

স্পট মার্কেটে যাচ্ছে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স

shandhaninsস্টকমার্কেট ডেস্ক : শেয়ারবাজারের তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড দুই দিনের জন্য স্পট মার্কেটে যাচ্ছে। রবিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা যায়, কোম্পানিটি আগামী ১৬ ও ১৭ আগস্ট টানা ২ দিন স্পট মার্কেটে লেনদেন করবে । এ কারণে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২০ আগস্ট। এদিন কোম্পানির লেনদেন বন্ধ থাকবে।

সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা বোর্ড ৩১ ডিসেম্বর, ২০১৬ সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ বোনাস শেয়ার ঘোষণা করেছিলো।

কোম্পানির শেষ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছিল ২০১৬ সালের ১ আগস্ট।

স্টকমার্কেটবিডি.কম/মোদক.

এক্সিম ব্যাংকের নগদ লভ্যাংশ বিতরণ

exim-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি এক্সিম ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ঘোষিত নগদ লভ্যাংশ ইএফটিএনের মাধ্যমে শেয়ার বিনিয়োগকারীদের বিও একাউন্টে জমা হয়েছে। বৃহস্পতিবার সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

৩১ ডিসেম্বর ২০১৬ সালের সমাপ্ত হিসাব বছরে ন্যাশনাল ক্রেডিট ও কর্মাশিয়াল ব্যাংক লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

উল্লেখ্য, কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) গত ৬ জুলাই অনুষ্ঠিত হয়েছে। কোম্পানিটির রেকর্ড ডেট ছিল গত ১১ মে।

স্টকমার্কেটবিডি.কম/মোদক.

  1. বিবিএস ক্যাবলস
  2. আইএফআইসি ব্যাংক
  3. ফরচুন সুজ
  4. সিটি ব্যাংক
  5. উত্তরা ব্যাংক
  6. ইফাদ অটোস
  7. সিএন্ড এ টেক্সটাইলস
  8. প্রাইম ব্যাংক
  9. রূপালী ব্যাংক
  10. পূবালী ব্যাংক ।

ডিএসইতে মিশ্র সূচকে লেনদেন কমেছে, সিএসইতে বেড়েছে ৮৩ কোটি

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

সপ্তাহের প্রথম দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রবণতায় লেনদেন সামান্য কমেছে। কমেছে শেয়ারদর। সেখানে ৭৭৭ কোটি ৯১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। গত কয়েকদিনের মতো অাজও সূচক ৫৮৬০ পয়েন্ট অতিক্রম করে। এদিকে, এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায়  ৮৩ কোটি ৬৫ লাখ টাকা লেনদেন বেড়েছে। এদিন ১৩৬ কোটি ৮৫ লাখ টাকার লেনদেন হয়েছে। তবে এদিন কমেছে শেয়ারদর। ডিএসই ও সিএসই’র বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা যায়, আজ রবিবার দিন শেষে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৭৭৭ কোটি ৯১ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ১৮৪ কোটি ১ লাখ টাকা কম। গত বৃহস্পতিবার সেখানে ৯৬১ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।

ডিএসইতে প্রধান সূচক ১৯.৭৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫৯২১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩.১৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩১১ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ০.৩১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২১২৬ পয়েন্টে।

তবে আজ লেনদেন হওয়া মোট ৩২৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে বেড়েছে ১০২টির, কমেছে ১৯৭টির আর অপরিবর্তিত থাকে ৩০টির দর।

এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির মধ্যে রয়েছে–  বিবিএস ক্যাবলস, আইএফআইসি ব্যাংক, ফরচুন সুজ, সিটি ব্যাংক, উত্তরা ব্যাংক, ইফাদ অটোস, সিএন্ড এ টেক্সটাইলস, প্রাইম ব্যাংক,  রূপালী ব্যাংক ও পূবালী ব্যাংক ।

এদিকে, আজ রবিবার দিনশেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ১৩৬ কোটি ৮৫ লাখ টাকার লেনদেন হয়েছে। যা গতকালের চেয়ে ৮৩ কোটি ৬৫ লাখ টাকা বেশি। গত বৃহস্পতিবার এই লেনদেন ৫৩ কোটি ২০ লাখ টাকা ছিল।

এদিন দিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৬৫.৪৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৩৭৩ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয় ২৪২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৬৭টির, কমেছে ১৫২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টির।

এদিন সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল সোস্যাল ইসমালী ব্যাংক ও ব্যাংক এশিয়া ।

স্টকমার্কেটবিডি.কম/মোদক.

দায়িত্ব হস্তান্তর করতে সুহৃদের ইজিএম ৫ অক্টােবর

Shurid-Industries-Logoস্টকমার্কেট ডেস্ক :

কোম্পানির ব্যবস্থাপনার দায়িত্ব হস্তান্তর করতে শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি সুহৃদ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৬ষ্ঠ বিশেষ সাধারণ সভা (ইজিএম) ৫ অক্টােবর আহবান করা হয়েছে। রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা যায়, এদিন গাজীপুর জেলার কোনাবাড়ির বাইপাইলে বেলা ১১টায় কারখানা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। বিশেষ সাধারণ সভার অন্য সকল তথ্য অপরিবর্তিত থাকবে। কোম্পানিটি ইউরোদেশ কনজ্যুমার প্রোডাক্টস লিমিটেডের কাছে এর ব্যবস্থাপনার দায়িত্ব হস্তান্তর করবে।  ইউরোদেশ কনজ্যুমার প্রোডাক্টস ইউরোদেশ গ্রুপের একটি প্রতিষ্ঠান।

ইজিএমের আলোচ্যসূচি : ১.  পরিচালনা বোর্ডের বর্তমান ৩ পরিচালক ও ২ স্বাধীন পরিচালকের  নিকট থেকে নিবন্ধন গ্রহণ করা ২. ৩জন নতুন পরিচালককে নিয়োগ দেওয়া ৩. ব্যবস্থাপনা পরিচালকের নিবন্ধন গ্রহণ করা এবং আর্টিকেল অব এসোসিয়েশন নং : ৮৯, ৯৪ (এ), ১২১ ও ১৫১ (এ) সংশোধন করা।

কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারিত হয়েছে ১১ সেপ্টেম্বর।

স্টকমার্কেটবিডি.কম/এম/মোদক.

শেয়ার লেনদেনে নতুন কোম্পানির আধিপত্য : বাড়ছে দর

high indexবিশেষ প্রতিবেদক :

দেশের শেয়ারবাজারে গত সপ্তাহে লেনদেন কমলেও নতুন কোম্পানির প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ সবচেয়ে বেশি দেখা গেছে। প্রকৌশল খাতের বিবিএস কেবলের তালিকাভুক্তির পর থেকেই এই ক্যাটাগরির প্রতি বিনিয়োগকারীদের চাহিদা বেড়েছে। গত সপ্তাহে অন্যান্য ক্যাটাগরির তুলনায় নতুন কোম্পানি অর্থাৎ ‘এন’ ক্যাটাগরির লেনদেন সবচেয়ে বেশি বেড়েছে। সপ্তাহজুড়ে ঢাকা স্টক একচেঞ্জে (ডিএসই) ‘এন’ ক্যাটাগরিতে লেনদেন বেড়েছে ১৪.২৮ শতাংশ। গত সপ্তাহে ‘এন’ ক্যাটাগরির টার্নওভার বেড়েছে ৪৫ কোটি ৬১ লাখ ৫২ হাজার টাকা। ডিএসইর সাপ্তাহিক বাজার বিশ্লেষণে এ তথ্য বেরিয়ে এসেছে।

সূত্র মতে, গত সপ্তাহে ‘এন’ ক্যাটাগরির লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৩১৯ কোটি ৩৭ লাখ ৬০ হাজার টাকা। তার আগের সপ্তাহে যার পরিমাণ ছিল ২৭৩ কোটি ৭৬ লাখ ৮ হাজার টাকা। এদিকে গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) যে পরিমাণ লেনদেন হয়েছে তার ৬.৫৫ শতাংশ অবদান রেখেছে ‘এন’ ক্যাটাগরি।

ডিএসইতে বর্তমানে এন ক্যাটাগরিতে ৫ কোম্পানি রয়েছে। এগুলো হলো – বিবিএস কেবল, ফরচুন সুজ, নূরানী ডাইং, প্যাসিফিক ডেনিম এবং শেফার্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এর মধ্যে বিবিএস কেবলের শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে। গত সপ্তাহে কোম্পানির শেয়ার দর বেড়েছে ২৯.৮৯ শতাংশ। এতে কোম্পানিটি দর বৃদ্ধির শীর্ষে ও লেনদেনের দ্বিতীয় স্থানে উঠে এসেছে।

আলোচ্য সপ্তাহে বিবিএস কেবল ১ কোটি ৬৫ লাখ ৪ হাজার ২২৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৬৭ কোটি ৯৮ লাখ ৫ হাজার টাকা। যা প্রতিদিন গড়ে ৩৩ কোটি ৫৯ লাখ ৬১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিটির সাপ্তাহিক দর বাড়ার পরিমাণছিল ৩.৪৪ শতাংশ।

এছাড়া বিদায়ী সপ্তাহে নূরানী ডাইং অ্যান্ড সোয়েটারের শেয়ার দর বেড়েছে ৪.২৭ শতাংশ। সপ্তাহজুড়ে কোম্পানির ১ কোটি ৪৯ লাখ ৪ হাজার ৫৩৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৩৬ কোটি ৫২ লাখ ৯ হাজার টাকা। শেফার্ড ইন্ডাস্ট্রিজের শেয়ার দর বেড়েছে ৩.৪৩ শতাংশ। সপ্তাহজুড়ে কোম্পানির ৩৩ লাখ ৩ হাজার ৪৫৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৩ কোটি ৮৭ লাখ ১ হাজার টাকা।

ফরচুন সুজের শেয়ার দর বেড়েছে ২.৫৪ শতাংশ। সপ্তাহজুড়ে কোম্পানির ১ কোটি ৬০ লাখ ২৬ হাজার ৫৬৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৮৮ কোটি ৮৭ লাখ ৮৪ হাজার টাকা। কোম্পানিটির সাপ্তাহিক দর বাড়ার পরিমাণ ১.৮২ শতাংশ। এতে কোম্পানিটি লেনদেনের ১০ম স্থানে উঠে এসেছে।

এদিকে গত সপ্তাহে শুধু প্যাসিফিক ডেনিমের শেয়ার দর কমেছে ২.৭৮ শতাংশ। গত সপ্তাহে কোম্পানির ৪৮ লাখ ৮৭ হাজার ৮৩০টি শেয়ার লেনদেন হয়।

স্টকমার্কেটবিডি.কম/এমএ