কোরবানির পশুর চামড়া ৪০-৫৫ টাকা দর নির্ধারণ

tofailনিজস্ব প্রতিবেদক :

ঈদুল আযহার সময় পশুর চামড়ার দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। কোরবানির গরুর চামড়া প্রতি ফুট ঢাকার ভেতরে ৫০ থেকে ৫৫ টাকা এবং ঢাকার বাইরে ৪০ থেকে ৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে। আর ছাগল ও ভেড়ার ক্ষেত্রে দেশের সর্বত্র ফুটপ্রতি দাম হবে ২০ থেকে ২২ টাকা। আর বকরির চামড়ার দাম প্রতি ফুট ১৫ থেকে ১৭ টাকা।

কোরবানির পশুর চামড়ার দর সংক্রান্ত এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। রবিবার (২০ আগস্ট) বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এই সভা হয়। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সভাপতিত্বে এই সভায় আরও উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সচিব এম আবদুল্লাহ, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব সুভাশিষ বোস, পুলিশের আইজির প্রতিনিধি, র‌্যাবের ডিজির প্রতিনিধি, চামড়া শিল্পের ব্যবসায়ীসহ সংশ্লিষ্টরা।

প্রাণিসম্পদ অধিদফতরের বরাত দিয়ে মন্ত্রী জানান, এ বছর মোট কোরবানিযোগ্য পশুর সংখ্যা এক কোটি ১৫ লাখ ৫৭ হাজার। এর মধ্যে কোরবানিযোগ্য গরুমহিষ ৪৪ লাখ ৫৭ হাজার এবং ছাগল ভেড়া ৭১ লাখ। তিনি জানান, ব্যবসায়ীদের দাবির কারণে কাঁচা চামড়া ঢাকা জেলার বাইরে যেতে পারবে না বলেও নির্দেশ দেওয়া হয়েছে।

তোফায়েল আহমেদ বলেন, ‘চামড়াকে ইয়ার অব দ্য প্রোডাক্ট ঘোষণা করা হয়েছে। এ কারণে চামড়া খাতকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। ২০২১ সালের মধ্যে চামড়াজাত পণ্য রফতানি করে ৫ বিলিয়ন ডলার আয় করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। কিন্তু ট্যানারি শিল্প হাজারিবাগ থেকে সাভারে স্থানান্তরের জটিলতায় সেটি হবে না। তবে আমরা আশা করছি অন্তত ৩ বিলিয়ন ডলার আয় করবো। এ বছর চামড়াজাত পণ্য রফতানি করে ১.৫ বিলিয়ন ডলার আয় করেছি।’

তিনি বলেন, ‘চামড়া যেন নষ্ট না হয় এজন্য ৫ লাখ মেট্রিক টন লবণ আমদানির নির্দেশ দিয়েছি। আমাদের লবণের ঘাটতি ৩ লাখ টন। কিন্তু আমদানির অনুমতি দিয়েছি ৫ লাখ টন। ২৩২টি লবণ মিল মালিকের প্রত্যেককে ২ হাজার ১১৬ টন করে লবণ আমদানির অনুমতি দিয়েছি।’

স্টকমার্কেটবিডি.কম/এমএ

মার্জিনধারীদের তথ্য চায় বাংলাদেশ সাবমেরিন ক্যাবল

bsclস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত টেলিযোগাযোগ খাতের কোম্পানি বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেডের লভ্যাংশ বিতরণের জন্য ব্রোকারেজ হাউজের কাছ থেকে মার্জিনধারীদের তালিকা চেয়েছে। রবিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

কোম্পানিটি শেয়ারহোল্ডারদের বিনিফিসারি একাউন্ট (বিও), ১২ ডিজিটের ইটিআইএন আপডেট এবং ফলিও শেয়ারহোল্ডারদের ১২ ডিজিটের ইটিআইএন নাম্বার কোম্পানির শেয়ারবিভাগের নিকট ২০ আগস্টের মধ্যে জমার দেয়ার আহবান জানিয়েছে।

কোম্পানিটি ব্রোকারেজ হাউজ ও মার্চেন্ট ব্যাংকগুলোর কাছ থেকে মার্জিন ঋণধারীদের ইটিআইএন, ধারণকৃত শেয়ারেরর সংখ্যা, ফ্যাক্স নাম্বার, ইমেইল ঠিকানা, সনাম ও টেলিফোন নাম্বার ইত্যাদির বিস্তারিত তথ্য চেয়েছে।

এতে আরও আহবান জানানো হয়, আগামী ২৭ আগস্টের মধ্যে বেনিফিসারি নাম (ডিপি), ব্যাংকের নাম, ব্যাংক একাউন্ট নাম্বার ও রাউটিং নাম্বার প্রদান করতে হবে।

স্টকমার্কেটবিডি.কম/এম/মোদক.

জিকিউ বলপেনের মূল্য সংবেদনশীল তথ্য নেই

gq pen-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সাম্প্রতিক সময়ে শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে। ১৭ আগস্ট এ বিষয়ে জানতে চাইলে কোম্পানিটির পক্ষ থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ কথা জানানো হয়েছে। রবিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

জানা যায়, গত ২৩ জুলাই শেয়ার দর ছিল ১৮২.৭০ টাকা। গত ১৬ আগস্ট  সর্বশেষ তা ২১৭.৫০ টাকার উপরে লেনদেন হয়েছে।

কোম্পানিটির শেয়ারের এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই। তবে দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোন তথ্য কি তা জানতে চায় ডিএসই।

এ সময় জেএমআই সিরিঞ্জস এন্ড মেডিকেল ডিভাইস লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্প্রতি শেয়ারটির দর বৃদ্ধির পেছনে মূল্য সংবেদনশীল অপ্রকাশিত কোন তথ্য তাদের কাছে নেই।

স্টকমার্কেটবিডি.কম/এম/মোদক.

২ ঘন্টায় ডিএসইতে লেনদেন ৩৯৬ কোটি, সিএসইতে ১৬ কোটি

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের মিশ্র প্রবণতায় চলছে লেনদেন। প্রথম ২ ঘন্টায় দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ৩৯৬ কোটি ২০ লাখ টাকার শেয়ার। আর একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের মিশ্র প্রবণতায় লেনদেন হয়েছে ১৬ কোটি ৪১ লাখ টাকার শেয়ার। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসই সূত্রে জানা যায়, রবিবার দুপুর ১২টা ৩৩ মিনিট পর্যন্ত দেশের প্রধান শেয়ারবাজার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৫.৬৪ পয়েন্ট কমে ৫৮৪৫ পয়েন্টে অবস্থান করছে। স্টক ডিএসই-৩০ সূচক ৫.১২ পয়েন্ট কমে ২১০৩ পয়েন্টে অবস্থান করছে। আর আর ডিএসই শরিয়াহ সূচক ০.৪৫ বেড়ে ১৩০৪ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে এসময় লেনদেন ৩৯৬ কোটি ২০ টাকার শেয়ার। ডিএসইতে লেনদেনকৃত ৩২১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার এ সময়ে দর বেড়েছে ১২৬টির, কমেছে ১৩৭টির ও অপরিবর্তিত ছিল ৫৮টির দর।

এদিকে দেশের আরেক শেয়ারবাজার সিএসইতে সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৫৮.১৬ পয়েন্ট কমে ১৮ হাজার ১৪১ পয়েন্টে অবস্থান করছে। এসময় লেনদেন হয়েছে ১৬ কোটি ৪১ লাখ টাকার শেয়ার। সিএসইতে এ সময়ে লেনদেনকৃত ২০৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারদর বেড়েছে ৭৭টির, কমেছে ১০২টির ও অপরিবর্তিত ছিল ২৫টির দর।

স্টকমার্কেটকবিডি.কম/এমএ/মোদক.

জেএমআই সিরিঞ্জসের দর বাড়ার কারণ নেই

JMI-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি জেএমআই সিরিঞ্জস এন্ড মেডিকেল ডিভাইস লিমিটেডের সাম্প্রতিক সময়ে শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে। ১৭ আগস্ট এ বিষয়ে জানতে চাইলে কোম্পানিটির পক্ষ থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ কথা জানানো হয়েছে। রবিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

জানা যায়, গত ২৩ জুলাই শেয়ার দর ছিল ১৮২.৭০ টাকা। গত ১৬ আগস্ট  সর্বশেষ তা ২১৭.৫০ টাকার উপরে লেনদেন হয়েছে।

কোম্পানিটির শেয়ারের এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই। তবে দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোন তথ্য কি তা জানতে চায় ডিএসই।

এ সময় জেএমআই সিরিঞ্জস এন্ড মেডিকেল ডিভাইস লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্প্রতি শেয়ারটির দর বৃদ্ধির পেছনে মূল্য সংবেদনশীল অপ্রকাশিত কোন তথ্য তাদের কাছে নেই।

স্টকমার্কেটবিডি.কম/এম/মোদক.

জাহিন স্পিনিংয়ের শেয়ারহোল্ডারদের লভ্যাংশ ও রাইট শেয়ার ইস্যু

zahinনিজস্ব প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত টেক্সটাইল খাতের কোম্পানি জাহিন স্পিনিং লিমিটেডের শেয়ারহোল্ডারদের লভ্যাংশ ঘোষণা করেছে। পাশাপাশি আসন্ন রাইট শেয়ার ইস্যুতে এজিএমের আহবান করেছে কোম্পানিটি। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, গতকাল শনিবার অনুষ্ঠিত বোর্ড সভায় ২০১৭ সালের ৩০ জুন পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। এদিকে, গত ১৬ জুলাইয়ে অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভার সিদ্ধান্তের আলোকে ফেসভ্যালুতে রাইট শেয়ার ইস্যুর অনুমোদন দিয়েছে কোম্পানিটির শেয়ারহোল্ডাররা।

কোম্পানিটি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন স্বাপেক্ষে জাহিন স্পিনিং (১:১) হারে অর্থাৎ ১টি সাধারণ শেয়ারের বিপরীতে ১টি রাইট শেয়ার ইস্যু করবে। কোম্পানিটি ১০ টাকা ফেসভ্যালুতে শেয়ার ইস্যু করবে। যার বাজার দর হবে ৯৮ কোটি ৫৫ লাখ ২৭ হাজার টাকা।

রাইটস ইস্যু করে কোম্পানিটি যা করবে :

১. বর্তমান ৭৬ কোটি ৬০ লাখ ২৭ হাজার টাকার প্রকল্পের সম্প্রসারণ ২. ওর্য়াকিং ক্যাপিটাল ১৫ কোটি টাকা ৩. ৫০ কোটি টাকার টার্ম লোনের পারসিয়াল রিপেমেন্ট ৪. রাইটস ইস্যু ব্যয় (আনুমানিক) ১ কোটি ৯৫ লাখ টাকা করা হবে।

এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছিল ১৩ আগস্ট । ৯৮ কোটি টাকা ৫৫ লাখ ২৭ হাজার টাকায় পেইড আপ মূলধন শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভা ৫ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে। এদিন ধানমন্ডীতে সকাল ৯টায় সুগন্ধা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হবে এজিএমটি।

স্টকমার্কেটবিডি.কম/শুভ/মোদক.

বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের লভ্যাংশ ঘোষণা

bsclনিজস্ব প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত আইটি খাতের কোম্পানি বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস লিমিটেড লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। রবিবার সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, বৃহস্পতিবার অনুষ্ঠিত বোর্ড সভায় ৩০ জুন ২০১৭ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে এই লভ্যাংশ দিয়েছে কোম্পানির পরিচালনা বোর্ড।

আগামী ৭ অক্টোবর ঢাকায় কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। আর রেকর্ড ডেট নির্ধারণ হয়েছে ২০ সেপ্টেম্বর।

গত বছর কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১.৯৩ টাকা। আর শেয়ার প্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ৩৬.৭৪ টাকা।

আগের বছর ২০১৬ সালে এই কোম্পানি শেয়ারহোল্ডারদেরকে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

স্টকমার্কেটবিডি.কম/মোদক