ঈদের আগেই বেতন পরিশোধ করতে মালিকদের অনুরোধ করেছি : স্বরাষ্ট্রমন্ত্রী

kamal minবিশেষ প্রতিনিধি :

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ঈদের প্রাক্কালে মহাসড়কগুলোতে যানজট এড়াতে ২৮ আগস্ট থেকে কয়েক ধাপে শ্রমিকদের ঈদের ছুটি দেয়ার জন্য কারখানা মালিকদের পাশাপাশি বিজিএমইএ, বিকেএমইএ ও এফবিসিসিআই নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন।

গতকাল রবিবার ঈদকে সামনে রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ব্যবসায়ী নেতৃবৃন্দ ও কারখানা মালিকদের সঙ্গে বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রী তার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের বলেন, ‘আমরা তৈরি পোশাক খাতের শ্রমিকদের বেতন-ভাতা নিয়ে কারখানা মালিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করেছি। শ্রমিকরা যাতে করে ঈদ উদযাপন করতে পারে সেজন্য ঈদের আগেই তাদের বেতন-ভাতা পরিশোধ করার জন্য আমরা মালিকদের অনুরোধ করেছি।’

এ সময় পুলিশের মহাপরিদর্শক একেএম শহীদুল হক, মন্ত্রণালয়ের নিরাপত্তা বিভাগের সচিব ডঃ কামাল উদ্দিন আহমেদ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন, বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল আওরঙ্গজেব চৌধুরী, বাংলাদেশ আনসার ও ভিডিপি’র মহাপরিচালক মেজর জেনারেল শেখ পাশা হাবিব উদ্দিন, অতিরিক্ত আইজিপি ডঃ জাভেদ পাটোয়ারি, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর মহাপরিচালক বেনজির আহমেদ এবং মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, মানুষ যেন নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে পবিত্র ঈদ-উল-আজহা উদ্যাপন করতে পারে সেজন্য সরকার দেশব্যাপী বিশেষ নিরপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।

তিনি বলেন, চাঁদাবাজি বন্ধে এবং চামড়া ছিনতাই ও পাচার রোধে প্রয়োজনীয় ওয়াট টাওয়ার, সিসিটিভি ক্যামেরা ও চেক পোস্ট স্থাপন করা হবে। ঈদের সময় সব ধরনের অপরাধমূলক তৎপরতা বন্ধে মহাসড়ক পুলিশ, নৌপুলিশ, কোস্টগার্ড, র‌্যাব ও আনসার তাদের টহল জোরদার করবে।

আসাদুজ্জামান খান বলেন, মহাসড়কগুলোর কাছেই ১৩০টি পশুর হাট ও ২২৬টি ছোট হাট (হাট-বাজার) বসানো হয়েছে। আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা মহাসড়কের পাশে কোন ধরনের পশুর হাট বা হাট-বাজার বসতে দেবে না। যানজট এড়াতে ঈদের তিন দিন আগে থেকে ওষুধ, খাবার ও পশুবাহী ট্রাক ছাড়া সড়ক ও মহাসড়কগুলোতে অন্য কোন যানবাহন চলাচল করতে দেয়া হবে না। ওই সময়ে বালুবোঝাই জলযানও চলাচল করতে দেয়া হবে না।

মন্ত্রী বলেন, অজ্ঞানপার্টির সদস্যদের সনাক্ত করতে ও ছিনতাই প্রতিরোধে অস্থায়ী পশুর হাটগুলোতে সিসিটিভি ক্যামেরা বসানো হবে।বাংলাদেশ ব্যাংক পশুর হাটগুলোতে জালনোট সনাক্তকরণ মেশিন সরবরাহ করবে। রাজধানীতে ঈদ উপলক্ষে ২৩টি অস্থায়ী পশুর হাট বসানো হবে।

মন্ত্রী নিশ্চিত করেন, ঈদে ঘরমুখী মানুষের জন্য লঞ্চ ও বাসগুলোতে অতিরিক্ত যাত্রী বহন করা যাবে না। ‘মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব উপলক্ষে ঘরমুখী মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে সরকার পদক্ষেপ নিয়েছে।’ নির্বিঘেœ ঈদ উদ্যাপনের নিশ্চিত করার জন্য এ সময়ে বাস টার্মিনাল, নৌবন্দর, ফেরীঘাট ও রেলস্টেশনসহ গুরুত্বপূর্ণ স্থানে র‌্যাব, পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থাগুলোর সদস্যরা ইউনিফর্মের পাশাপাশি সাদা পোশাকে মোতায়েন থাকবে বলে উল্লেখ করেন তিনি।

সূত্র : বাসস
স্টকমার্কেটবিডি.কম/এমএ

দর বাড়ার শীর্ষে বিবিএস ক্যাবলস

BBS-2(1)স্টকমার্কেট ডেস্ক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার শীর্ষ ১০ কোম্পানির দর বাড়ার শীর্ষে রয়েছে প্রকৌশল খাতের কোম্পানি বিবিএস ক্যাবলস লিমিটেড । কোম্পানিটির শেয়ার দর ১৩.৬০ টাকা বা ৯  দশমিক ৯৯ শতাংশ বেড়েছে। সোমবার ডিএসই’র দিনের দর বাড়ার শীর্ষ ১০ কোম্পানির  উপাত্ত পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।

জানা গেছে,  কোম্পানিটির শেয়ার আজ সর্বশেষ ১৪৯.৭০ টাকা দরে লেনদেন হয়। আর সর্বনিম্ন ১৩৭.২০ টাকায় শেয়ার লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৫ হাজার ৮৯৩ বারে ৩৩ লাখ ৫২ হাজার ৩৬৮টি শেয়ার লেনদেন করে। যার বাজার দর ৪৮ কোটি ৭৬ লাখ টাকা।

দর বাড়ার দ্বিতীয় স্থানে রয়েছে সিরামিক খাতের মুন্নু সিরামিকস লিমিটেড। এদিন কোম্পানিটির দর বেড়েছে ৫.১০টাকা বা ৯ দশমিক ৯২ শতাংশ।

আজ কোম্পানিটি সর্বশেষ ৫৬.৫০ টাকা পয়সা দরে লেনদেন হয়। আর সর্বনিম্ন ৫১ টাকায় শেয়ার লেনদেন হয়। এক হাজার ৪৯২ বারে কোম্পানিটি ১১ লাখ ৪১ হাজার ৪১৭টি শেয়ার লেনদেন করে। যার বাজার দর ৬ কোটি ১৬ লাখ টাকা।

তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি জেএমআই সিরিঞ্জস এন্ড মেডিকেল ডিভাইস লিমিটেড। আজ কোম্পানিটি সর্বশেষ ২২৮.৯০ টাকা দরে লেনদেন হয়। আর সর্বনিম্ন ২০৯.৫০ টাকায় শেয়ার লেনদেন হয়। কোম্পানিটির ১৮ টাকা ৪০ পয়সা বা  ৮ দশমিক ৭৪ শতাংশ দর বেড়েছে। আজ কোম্পানিটির এক হাজার ৬৭২ বারে  ৯ কোটি ৩৭ লাখ  টাকার ‌শেয়ার লেনদেন হয়েছে।

দর বাড়ার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ফ্যামিলি টেক্স, ফু-ওয়াং ফুড, স্ট্যান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ফাইন ফুডস, বাংলাদেশ অটোকার্স লিমিটেড, মুন্নু জুট স্ট্যাফলার্স ও এসইএমএল আইবিবিএল শরীয়াহ ফান্ড।

স্টকমার্কেটবিডি.কম/এম/মোদক.

মুন্নু সিরামিকের মূল্য সংবেদনশীল তথ্য নেই

monnoস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিরামিক খাতের কোম্পানি মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সাম্প্রতিক সময়ে শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে। ১৭ আগস্ট এ বিষয়ে জানতে চাইলে কোম্পানিটির পক্ষ থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ কথা জানানো হয়েছে। সোমবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

জানা যায়, গত ২৩ জুলাই শেয়ার দর ছিল ২৩.৯০ টাকা। গত ২১ আগস্ট সর্বশেষ তা ৫৬.৫০ টাকার উপরে লেনদেন হয়েছে। এ সময়ে শতকরা হারে শেয়ারদর বেড়েছে ১৩৬.৪০ শতাংশ।

কোম্পানিটির শেয়ারের এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই। তবে দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোন তথ্য কি তা জানতে চায় ডিএসই।

এ সময় মুন্নু সিরামিসক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্প্রতি শেয়ারটির দর বৃদ্ধির পেছনে মূল্য সংবেদনশীল অপ্রকাশিত কোন তথ্য তাদের কাছে নেই।

স্টকমার্কেটবিডি.কম/এম/মোদক.

  1. বিবিএস ক্যাবলস
  2. কেয়া কসমেটিকস
  3. লংকাবাংলা ফাইন্যান্স
  4. আরএসআরএম স্টিল
  5. সিএন্ডএ টেক্সটাইলস
  6. ইফাদ অটোস
  7. আইএফআইসি ব্যাংক
  8. ফুয়াং ফুড
  9. আইডিএলসি
  10. ফরচুন সুজ

ডিএসইতে লেনদেন কমলেও বেড়েছে সিএসইতে

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

সপ্তাহের দ্বিতীয় দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচকের বড় উত্থানে লেনদেন কমেছে। তবে বেড়েছে কোম্পানির শেয়ারদর। সেখানে ৭৫৮ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। এদিকে, এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের মিশ্র প্রবণতায়ও লেনদেন বেড়েছে। এদিন সেখানে ৪৬ কোটি ৯৩ লাখ টাকা লেনদেন হয়েছে। এদিন বেড়েছে শেয়ারদর। ডিএসই ও সিএসই’র বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা যায়, আজ সোমবার দিন শেষে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৭৫৮ কোটি ৬৭ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ১০ কোটি ২৫ লাখ টাকা কম। গত রবিবার সেখানে ৭৬৮ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।

ডিএসইতে প্রধান সূচক ২৪.৮৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫৮৪৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১.২৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩০২ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ০.৯১ পয়েন্ট কমে অবস্থান করছে ২০৯৭ পয়েন্টে।

তবে আজ লেনদেন হওয়া মোট ৩৩১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে বেড়েছে ১৬০টির, কমেছে ১২৯টির আর অপরিবর্তিত থাকে ৪২টির দর।

এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির মধ্যে রয়েছে–  বিবিএস ক্যাবলস, কেয়া কসমেটিকস, লংকাবাংলা ফাইন্যান্স, আরএসআরএম স্টিল, সিএন্ডএ টেক্সটাইলস, ইফাদ অটোস, আইএফআইসি ব্যাংক, ফুয়াং ফুড, আইডিএলসি  ও  ফরচুন সুজ।

এদিকে, আজ সোমবার দিনশেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৪৬ কোটি ৯৩ লাখ টাকার লেনদেন হয়েছে। যা গতকালের চেয়ে ৯ কোটি ৮১ লাখ টাকা বেশি। গতকাল রবিবার এই লেনদেন ৩৭ কোটি ১২ লাখ টাকা ছিল।

এদিন দিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৯১.৮৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ১৭০ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয় ২৫৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১২৬টির, কমেছে ৯৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির।

এদিন সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল বিবিএস ক্যাবলস ও ব্যাংক এশিয়া ।

স্টকমার্কেটবিডি.কম/মোদক.

শ্রম কল্যাণ তহবিলে লাফার্জ সুরমা ও গ্ল্যাক্সোস্মিথক্লাইনের দুই কোটি টাকা জমা

mujibulবিশেষ প্রতিনিধি :

শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে লাফার্জ হোলসিম সুরমা ও গ্ল্যাক্সোস্মিথক্লাইনসহ তিনটি প্রতিষ্ঠান গত এক বছরের লভ্যাংশের ৫ শতাংশের এক-দশমাংশ হিসাবে প্রায় ২ কোটি ১ হাজার টাকা জমা দিয়েছে।

সচিবালয়ে গতকাল রবিবার শ্রম প্রতিমন্ত্রী মো. মুজিবুল হকের কাছে লাফার্জ হোলসিম, গ্ল্যাক্সোস্মিথক্লাইন (জিএসকে) ও সিনজেনটা বাংলাদেশের প্রতিনিধিরা নিজ নিজ প্রতিষ্ঠানের লভ্যাংশের চেক হস্তান্তর করেন। মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

লাফার্জ হোলসিম বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক আরিফ ভূঁইয়ার নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধিদল শ্রম প্রতিমন্ত্রীর হাতে লাফার্জ সুরমা সিমেন্টের গত এক বছরের লভ্যাংশের নির্দিষ্ট অংশ ১ কোটি ১৭ হাজার ৪৪২ টাকা এবং হোলসিম সিমেন্টের ২৯ লাখ ৬৭ হাজার ৭৭৩ টাকার চেক হস্তান্তর করেন। জিএসকের পরিচালক এইচ আর নূর মোহাম্মদের নেতৃত্বে সাত সদস্যের প্রতিনিধিদল তাদের প্রতিষ্ঠানের ৪৪ লাখ ৫০ হাজার ২৯১ টাকার চেক দিয়েছে।

এ ছাড়া সিনজেনটা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মো. সাজ্জাদ হাসানের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধিদল তাদের প্রতিষ্ঠানের এক বছরের লভ্যাংশের নির্দিষ্ট অংশ ২৫ লাখ ৮২ হাজার ৪৭ টাকার চেক শ্রম প্রতিমন্ত্রীর কাছে হস্তান্তর করেন।

চেক প্রদান অনুষ্ঠানে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক এ এম এম আনিসুল আউয়াল, লাফার্জ হোলসিমের মানবসম্পদ কর্মকর্তা মোহাম্মদ শরিফুল ইসলাম, জিএসকের ফিন্যান্স ম্যানেজার সামছুল আলম, সিনজেনটার হেড অব ফিন্যান্স মশিউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

২ দিন স্পট মার্কেটে যাচ্ছে রূপালী লাইফ

rupaliস্টকমার্কেট ডেস্ক : শেয়ারবাজারের তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড দুই দিনের জন্য স্পট মার্কেটে যাচ্ছে। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা যায়, কোম্পানিটি আগামী ২২ ও ২৩ আগস্ট টানা ২ দিন স্পট মার্কেটে লেনদেন করবে । এ কারণে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৪ আগস্ট। এদিন কোম্পানির লেনদেন বন্ধ থাকবে।

রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা বোর্ড ৩১ ডিসেম্বর, ২০১৬ সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিলো।

কোম্পানির শেষ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছিল ২০১৬ সালের ২৬ আগস্ট।

স্টকমার্কেটবিডি.কম/মোদক.

দুটি মিউচ্যুয়াল লেনদেন বন্ধ কাল

mutualfundsস্টকমার্কেট ডেস্ক  :

শেয়ারবাজারে মিউচ্যুয়াল ফান্ড খাতের তালিকাভুক্ত কোম্পানি সাউথইস্ট ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ও এনএলআই  ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন বন্ধ থাকবে আগামীকাল মঙ্গলবার । সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসই সূত্রে জানা গেছে, আগামীকাল মঙ্গলবার (২২.০৮.২১৭) কোম্পানিটি রেকর্ড ডেটের জন্য লেনদেন একদিন ট্রেডিং বন্ধ রাখে। বুধবার থেকে পুনরায় কোম্পানির লেনদেন শুরু হবে বলে বিষয়টি নিশ্চিত করেছে ফান্ড দুটি।

স্টকমার্কেটবিডি.কম/এম/বি

শেয়ারদরের ঊর্ধ্বমুখী প্রবণতায় চলছে লেনদেন

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ঊর্ধ্বমুখি প্রবণতায় চলছে লেনদেন। প্রথম দেড় ঘন্টায় দুপুর ১২টা পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ২৭৪ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার। বাড়ছে শেয়ারদর। আর একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) ঊর্ধ্বমুখি প্রবণতায় চলছে লেনদেন। এসময় সিএসইতে লেনদেন হয়েছে ১২ কোটি ৮২ লাখ টাকার শেয়ার। বাড়ছে শেয়ারদর। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসই সূত্রে জানা যায়, সোমবার দুপুর ১২টা ১ মিনিট পর্যন্ত দেশের প্রধান শেয়ারবাজার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২১.৯০ পয়েন্ট বেড়ে ৫৮৪১ পয়েন্টে অবস্থান করছে। স্টক ডিএসই-৩০ সূচক ৩.৫৭ পয়েন্ট বেড়ে ২১০২ পয়েন্টে অবস্থান করছে। আর আর ডিএসই শরিয়াহ সূচক ১.৩১ বেড়ে ১৩০২ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে এসময় লেনদেন ২৭৪ কোটি ৪৯ টাকার শেয়ার। ডিএসইতে লেনদেনকৃত ৩০৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার এ সময়ে দর বেড়েছে ১৪৪টির, কমেছে ১০১টির ও অপরিবর্তিত ছিল ৬৩টির দর।

এদিকে দেশের আরেক শেয়ারবাজার সিএসইতে সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৯০.১০ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ১৬৮ পয়েন্টে অবস্থান করছে। এসময় লেনদেন হয়েছে১২ কোটি ৮২ লাখ টাকার শেয়ার। সিএসইতে এ সময়ে লেনদেনকৃত ১৮০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারদর বেড়েছে ৮৩টির, কমেছে ৬৪টির ও অপরিবর্তিত ছিল ৩৩টির দর।

স্টকমার্কেটকবিডি.কম/এমএ/মোদক.

২০১৫-১৬ অর্থবছরে ১৯৩ প্রতিষ্ঠানকে বিএসইসির জরিমানা করে বিএসইসি

bsecবিশেষ প্রতিনিধি :

শেয়ারবাজার সংশ্লিষ্ট ১৯৩ প্রতিষ্ঠানকে জরিমানা করেছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। একইসঙ্গে ৬০ প্রতিষ্ঠানকে সতর্কীকরন করা হয়েছে।

বিএসইসির প্রকাশিত সর্বশেষ ২০১৫-১৬ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে।

বিএসইসি ২০১৫-১৬ অর্থবছরে মোট ২৫৩টি প্রতিষ্ঠানকে জরিমানা ও সতর্কীকরণ করেছে। এরমধ্যে ১৯৩ প্রতিষ্ঠানকে জরিমানা ও ৬০ প্রতিষ্ঠানকে সতর্কীকরন করা হয়েছে।

জরিমানা করা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে- ১৭৪টি ইস্যুয়ার কোম্পানি, ১২টি স্টক ব্রোকার/স্টক ডিলার, অন্যান্য ৪টি ও ৩টি মার্চেন্ট ব্যাংক। অন্যদিকে সতর্কীকরন করা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে- ৩৩টি স্টক ব্রোকার/স্টক ডিলার, ১৪টি ইস্যুয়ার কোম্পানি, অন্যান্য ১১টি, ১ টি অনুমোদিত প্রতিনিধি ও ১টি মার্চেন্ট ব্যাংক।

স্টকমার্কেটবিডি.কম/এমএ