বিবিএস ক্যাবলসের দর বাড়ার তদন্ত

BBS-2(1)নিজস্ব প্রতিবেদক :

সম্প্রতি শেয়াররাজারের তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বিবিএস ক্যাবলস লিমিটেডের শেয়ার দর অস্বাভাবিক বাড়ার কারণ খতিয়ে দেখতে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। মঙ্গলবার ডিএসই ওয়েবসাইটে এ তথ্য জানা যায় । এ বিষয়ে তদন্ত কমিটিকে তদন্ত প্রতিবেদন আগামী ৭ কার্যদিবসের মধ্যে বিএসইসিতে জমা দিতে বলা হয়েছে।

কমিটির সদস্যরা হলেন বিএসইসির উপ পরিচালক মো. শামসুর রহমান, সহকারী পরিচালক মো. রাকিবুর রহমান ও ঢাকা স্টক এক্সচেঞ্জের জ্যেষ্ঠ নির্বাহী কর্মকর্তা মো. আরিফুর রহমান চৌধুরী।

জানা গেছে, আজ মঙ্গলবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কর্তৃক কমিশন সভায় এ সিদ্ধান্ত জানানো হয়। সাম্প্রতিক সময়ে কোম্পানির শেয়ারদর অস্বাভাবিক দর বাড়ায় বিবিএস ক্যাবলসকে এ তদন্তের আওতায় রাখা হয়েছে।

উল্লেখ্য,  চলতি বছরের ৩১ জুলাই দেশের দুই শেয়ারবাজারে লেনদেন শুরু করেছে বিবিএস ক্যাবলস। কোম্পানিটি শেয়ারবাজারে যাত্রা শুরুর পর থেকে এর শেয়ারদর অস্বাভাবিক হারে বাড়ছে। গত ৩১ জুলাই কোম্পানির শেয়ার দর ছিল ৯০.৩০ টাকা। আজ ২২ আগস্ট সর্বশেষ তা ১৪৬.৯০ টাকার উপরে লেনদেন হয়েছে। এ সময়ে মাত্র ২৩ দিনের শেয়ারদর বেড়েছে ৬২.৬৭ শতাংশ।

স্টকমার্কেটবিডি.কম/এমএ/মোদক.

আরএকে সিরামিকসের করপোরেট পরিচালকের শেয়ার বিক্রয়ের ঘোষণা

RAK-CERAMIKস্টকমার্কেট ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিরামিকস খাতের কোম্পানি আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেডের এক করপোরেট পরিচালক শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছে। মঙ্গলবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

আরএকে সিরামিকস সিএসসি, সংযুক্ত আরব আমিরাত এই করপোরেট পরিচালক এর নিকট থাকা ২৪ কোটি ৬৪ লাখ ৮০ হাজার ৫২২টি শেয়ারের মধ্যে ৫৫ লাখ শেয়ার চলমান বাজার দরে বিক্রয়ের আগ্রহ প্রকাশ করেছেন।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রয় করবেন বলে ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়।

এ ব্যাংকটি এসব শেয়ার চলমান বাজার দরে পাবলিক মার্কেটে বিক্রয় করবেন।

স্টকমার্কেটবিডি.কম/মোদক.

দুই বছরের দর সীমা অতিক্রম করলো মুন্নু সিরামিকস

monnoস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিরামিক খাতের কোম্পানি মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ২ বছরের মধ্যে সর্বোচ্চ অবস্থানে রয়েছে মুন্নু সিরামিকের শেয়ার দর। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বারংবার নোটিশের পরও কমছে না এর শেয়ার দর । ডিএসই’র উপাত্ত পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।

জানা যায়, গত ২৩ আগস্ট ২০১৫ সালে শেয়ার দর ছিল ৪০.৩০ টাকা। আজ ২২ আগস্ট সর্বশেষ তা ৬২.১০ টাকার উপরে লেনদেন হয়েছে। এ সময়ে শতকরা হারে শেয়ারদর বেড়েছে ৫৪.০৯ শতাংশ। গত দুই বছরের মধ্যে ২০১৫ সালের ১০ অক্টোবর কোম্পানি শেয়ার সর্বোচ্চ ৫৩.৬ টাকা দরে লেনদেন হয়। এরপর গত ১ জানুয়ারি এর শেয়ার দর ৪১ টাকা হয়। আর সম্প্রতি গত  এক মাসে কোম্পানির শেয়ারদর বেড়েছে ১৫৯.৮৩ শতাংশ।

আজ মঙ্গলবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।  ১৭ আগস্ট এ বিষয়ে জানতে চাইলে কোম্পানিটির পক্ষ থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) জানতে চায়। এর পরও কমছে না কোম্পানিটির শেয়ার দর। কোম্পানিটির শেয়ারের এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই। এ প্রেক্ষিত গতকাল সোমবার ডিএসই আবার এর কারণ জানতে চায়। তবে এর পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই কোম্পানিটির কাছে নেই বলে জানিয়েছে। তবে দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোন তথ্য কি তা জানতে চায় ডিএসই।

এ সময় মুন্নু সিরামিসক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্প্রতি শেয়ারটির দর বৃদ্ধির পেছনে মূল্য সংবেদনশীল অপ্রকাশিত কোন তথ্য তাদের কাছে নেই।

স্টকমার্কেটবিডি.কম/এম/মোদক.

  1. বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস
  2. বিবিএস ক্যাবলস
  3. ফরচুন সুজ
  4. রংপুর ফাউন্ডারি
  5. লংকাবাংলা ফাইন্যান্স
  6. ফামালি টেক্স
  7. জেএমআই সিরিঞ্জস এন্ড মেডিকেল ডিভাইস
  8. কেয়া কসমেটিকস
  9. আরএসআরএম স্টিল
  10. আল-আরাফাহ ব্যাংক

ডিএসইতে লেনদেন ৯৭৮ কোটি, সিএসইতে ৭২ কোটি

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের সূচকের উত্থানে লেনদেন ও কোম্পানির শেয়ারদর বেড়েছে। সেখানে ৯৭৮ কোটি ৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। এদিকে, এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের সব ধরনের সূচকের উত্থানে লেনদেন ও কোম্পানির শেয়ারদর বেড়েছে। এদিন সেখানে ৭২ কোটি ২৩ লাখ টাকা লেনদেন হয়েছে। ডিএসই ও সিএসই’র বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার দিন শেষে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৯৭৮ কোটি ৮  লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ২২০ কোটি ১৩ লাখ টাকা বেশি। গতকাল সোমবার সেখানে ৭৫৮ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।

ডিএসইতে প্রধান সূচক ১৮.২২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫৮৬২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৫.০৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩০৭ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ৫.৪৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২১০৩ পয়েন্টে।

তবে আজ লেনদেন হওয়া মোট ৩৩০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে বেড়েছে ১৮৯টির, কমেছে ১০৪টির আর অপরিবর্তিত থাকে ৩৭টির দর।

এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির মধ্যে রয়েছে–  বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস, বিবিএস ক্যাবলস, ফরচুন সুজ, রংপুর ফাউন্ডারি, লংকাবাংলা ফাইন্যান্স, ফামালি টেক্স, জেএমআই সিরিঞ্জস এন্ড মেডিকেল ডিভাইস, কেয়া কসমেটিকস, আরএসআরএম স্টিল ও আল-আরাফাহ ব্যাংক।

এদিকে, আজ মঙ্গলবার দিনশেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৭২ কোটি ২৩ লাখ টাকার লেনদেন হয়েছে। যা গতকালের চেয়ে ২৫ কোটি ৩০ লাখ টাকা বেশি। গতকাল সোমবার এই লেনদেন ৪৬ কোটি ৯৩ লাখ টাকা ছিল।

এদিন দিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৫০.৩৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ২১১ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয় ২৫৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৪৩টির, কমেছে ৮৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির।

এদিন সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল আইডিএলসি ও বিবিএস ক্যাবলস।

স্টকমার্কেটবিডি.কম/মোদক.

ব্যাংক গ্যারান্টি দিতে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন লাগবে না

bbবিশেষ প্রতিবেদক :

ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রেড ফাইন্যান্স করপোরেশনের (আইআইটিএফসি) স্বল্প মেয়াদের বায়ার্স ক্রেডিটে গ্যারান্টি প্রদানের ক্ষেত্রে এখন থেকে ব্যাংকগুলোকে আর বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিতে হবে না। ব্যাংকগুলো নিজেরাই শিল্পপ্রতিষ্ঠানে ব্যবহারের জন্য কাঁচামাল আমদানিতে ১৮০ দিন পর্যন্ত এই প্রতিষ্ঠানটির বায়ার্স ক্রেডিটে গ্যারান্টি দিতে পারবে।

বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এসংক্রান্ত একটি সার্কুলার জারি করে বিদেশি মুদ্রায় লেনদেনে নিয়োজিত অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোর প্রধান নির্বাহীরা পাঠিয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, স্বল্প মেয়াদে শিল্পে ব্যবহৃত কাঁচামাল আমদানিতে আইআইটিএফসির অনুকূলে ব্যাংকগুলো গ্যারান্টি ইস্যু করতে পারবে। এ জন্য বাংলাদেশ ব্যাংকের কোনো অনুমোদনের প্রয়োজন হবে না। তবে ব্যাংককে অবশ্যই ঋণ নিয়মাচার যথাযথভাবে পরিপালন করতে হবে। সে ক্ষেত্রে একক গ্রাহক ঋণসীমা কোনো অবস্থায় অতিক্রম করে অর্থায়ন করা যাবে না। সার্কুলারে আরো বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংক কোনো প্রয়োজনে এ ধরনের বায়ার্স ক্রেডিটের তথ্য চাইলে ব্যাংকগুলোকে আমদানির বিল অব এন্ট্রিসহ সংশ্লিষ্ট নথিপত্র জমা দিতে হবে।

প্রসঙ্গত, বায়ার্স ক্রেডিটের মাধ্যমে দেশের আমদানিকারকরা বিদেশি কোনো প্রতিষ্ঠান থেকে বিদেশি মুদ্রায় ঋণ নিতে পারে। মূলধনী যন্ত্রপাতি আমদানির ক্ষেত্রে দেশের আমদানিকারকরা স্থানীয় ব্যাংকের গ্যারান্টি সাপেক্ষে বিদেশি প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে ওই পণ্য আমদানি করতে পারে। এ ক্ষেত্রে সুদহার হয় সর্বোচ্চ ৬ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, নিজস্ব শিল্পপ্রতিষ্ঠানে ব্যবহারের লক্ষ্যে কাঁচামাল আমদানির প্রস্তাব খুব বেশি নেই। তবে আইআইটিএফসির মতো কিছু প্রতিষ্ঠান এ সুবিধা দেওয়ার প্রস্তাব দিয়েছে। সে বিবেচনায় শিল্পপ্রতিষ্ঠানের স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানা গেছে, জেপি মরগান, আইএফসি, আইডিবি, এইচএসবিসি, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠান বাংলাদেশের আমদানিকারকদের বায়ার্স ক্রেডিট সুবিধা দিচ্ছে। ২০১২ সালের ফেব্রুয়ারিতে বায়ার্স ক্রেডিট গ্রহণের ব্যবস্থা চালু করে এক সার্কুলার জারি করে বাংলাদেশ ব্যাংক।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

ইসলামিক ফাইন্যান্স উদ্দ্যোক্তার ২ লাখ শেয়ার ফের বিক্রয়ের ঘোষণা

islami fস্টকমার্কেট ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং আর্থিক খাতের কোম্পানি ইসলামিক ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের এক উদ্দ্যোক্তা নির্দিষ্ট সময়সীমা মধ্যে বিক্রি করতে ব্যর্থ হওয়া ২ লাখ শেয়ার পুনরায় বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের গত ২০১৬ সালের ২৫ অক্টোবরের এক সংবাদের উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানানো হয়েছে। মো. ফজলুল হক নামে কোম্পানির এক উদ্দ্যোক্তা ২ লাখ শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছিলেন। কিন্তু তিনি নির্ধারিত সময়সীমার তার উল্লিখিত পরিমাণ শেয়ার বিক্রয় করতে ব্যর্থ হন।

এই উদ্দ্যোক্তা বাংলাদেশ সিকিউরিটিস এন্ড একচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমতি সাপেক্ষে ফের একই সংখ্যক শেয়ার বিক্রয়ের আগ্রহ প্রকাশ করেছেন।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রয় করা হবে বলে আর্থিক খাতের প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়।

এ উদ্দ্যোক্তা এসব শেয়ার চলমান বাজার দরে পাবলিক মার্কেটে বিক্রয় করবেন।

স্টকমার্কেটবিডি.কম/মোদক.

ন্যাশনাল লাইফের উদ্দ্যোক্তা পরিচালকের শেয়ার ক্রয়ের ঘোষণা

national-smbdস্টকমার্কেট ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের এক উদ্দ্যোক্তা পরিচালক শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

মোরশেদ আলম নামে কোম্পানির এ উদ্দ্যোক্তা পরিচালক ৭ হাজার ৯০০টি শেয়ার শেয়ার চলমান বাজার দরে ক্রয়ের আগ্রহ প্রকাশ করেছেন।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রয় করা হবে বলে ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়।

এ করপোরেট উদ্দ্যোক্তা এসব শেয়ার চলমান বাজার দরে পাবলিক মার্কেটে বিক্রয় করবেন।

স্টকমার্কেটবিডি.কম/মোদক.

মার্জিনধারীদের তথ্য চায় দুটি মিউচ্যুয়াল ফান্ড

mutualfundsস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত মিউচ্যুয়াল ফান্ড খাতের কোম্পানি সাউথইস্ট ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ও এনএলআই ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড লভ্যাংশ বিতরণের জন্য মার্চেন্ট ব্যাংকস ও ডিপোজটরি পার্টিসিপেন্টসদের কাছ থেকে মার্জিনধারীদের তালিকা চেয়েছে। মঙ্গলবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

ডিএসই সূত্রে জানা যায়, ইউনিটধারীদের রেকর্ড ডেটের পূর্বে ২৮ আগস্টের মধ্যে ইমেইলের মাধ্যমে (ইনফোএটভিআইপিএএমসি.কম) অথবা ফ্যাক্সে (নং ৫৮৮১২৬৯৪) শেয়ার ইউনিটের বিস্তারিত তথ্য প্রদানের অনুরোধ জানানো হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এম/মোদক.

সূচকের উত্থানে চলছে লেনদেন

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ঊর্ধ্বমুখি প্রবণতায় চলছে লেনদেন। বেড়েছে অধিকাংশ কোম্পানির শেয়ারদর। প্রথম দেড় ঘন্টায় দুপুর ১২টা পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ৩৭৬ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার। আর একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) মূল্য সূচকের ঊর্ধ্বমুখি প্রবণতায় চলছে লেনদেন। এসময় সেখানে লেনদেন হয়েছে ১৭ কোটি ৫ লাখ টাকার শেয়ার। সিএসইতে বেড়েছে অধিকাংশ কোম্পানির শেয়ারদর ও মূল্য সূচক। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসই সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর ১২টা ৩ মিনিট পর্যন্ত দেশের প্রধান শেয়ারবাজার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২২.৭ পয়েন্ট বেড়ে ৫৮৬৬ পয়েন্টে অবস্থান করছে। স্টক ডিএসই-৩০ সূচক ৬.৫০ পয়েন্ট বেড়ে ২১০৪ পয়েন্টে অবস্থান করছে। আর আর ডিএসই শরিয়াহ সূচক ৪.৫২ বেড়ে ১৩০৬ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে এসময় লেনদেন ৩৭৬ কোটি ৭৭ টাকার শেয়ার। ডিএসইতে লেনদেনকৃত ৩১২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার এ সময়ে দর বেড়েছে ২০১টির, কমেছে ৭৯টির ও অপরিবর্তিত ছিল ৩২টির দর।

এদিকে দেশের আরেক শেয়ারবাজার সিএসইতে সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৪৬.৫৪ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ২০৯ পয়েন্টে অবস্থান করছে। এসময় লেনদেন হয়েছে ১৭ কোটি ৫ লাখ টাকার শেয়ার। সিএসইতে এ সময়ে লেনদেনকৃত ১৮৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারদর বেড়েছে ১০৩টির, কমেছে ৫৪টির ও অপরিবর্তিত ছিল ২৭টির দর।

স্টকমার্কেটকবিডি.কম/এমএ/মোদক.