স্পট মার্কেটে যাচ্ছে বিডি ল্যাম্পস

bdlams-smbdস্টকমার্কেট ডেস্ক : শেয়ারবাজারের তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বাংলাদেশ (বিডি) ল্যাম্পস কোম্পানি লিমিটেড দুই দিনের জন্য স্পট মার্কেটে যাচ্ছে। বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা যায়, কোম্পানিটি আগামী ২৭ ও ২৮ আগস্ট টানা ২ দিন স্পট মার্কেটে লেনদেন করবে । এ কারণে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৯ আগস্ট। এদিন কোম্পানির লেনদেন বন্ধ থাকবে।

সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা বোর্ড ৩১ ডিসেম্বর, ২০১৫ সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিলো।

কোম্পানির শেষ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছিল ২০১৬ সালের ১৬ এপ্রিল।

স্টকমার্কেটবিডি.কম/মোদক

  1. বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস
  2. লংকাবাংলা ফাইন্যান্স
  3. বিবিএস ক্যাবলস
  4. এসিআই লিমিটেড
  5. প্রাইম ব্যাংক
  6. আরএসআরএম স্টীল
  7. সিএন্ডএ টেক্সটাইলস
  8. আইডিএলসি
  9. ফরচুন সুজ
  10. নাভানা সিএনজি

সূচকের উত্থানেও ডিএসইতে লেনদেন কমেছে ১০১ কোটি, সিএসইতে ২৩ কোটি

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

সপ্তাহের শেষ দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায়ও কমেছে লেনদেন। তবে বেড়েছে কোম্পানির শেয়ারদর। সেখানে ৭৮২ কোটি ১০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। এদিকে, এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই অবস্থা লক্ষ্য করা গেছে। এদিন সেখানে ৪৪ কোটি ৩৬ লাখ টাকা লেনদেন হয়েছে। ডিএসই ও সিএসই’র বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার দিন শেষে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)  ৭৮২ কোটি ১০ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ১০১ কোটি ৬১ লাখ টাকা বেশি। গতকাল বুধবার সেখানে ৮৭৬ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।

ডিএসইতে প্রধান সূচক ২৯.৫৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫৮৮৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১.৩৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩০৫ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ৯.০৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২১১১ পয়েন্টে।

তবে আজ লেনদেন হওয়া মোট ৩২৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে বেড়েছে ১৫৫টির, কমেছে ১৩৩টির আর অপরিবর্তিত থাকে ৩৯টির দর।

এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির মধ্যে রয়েছে–  বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস, লংকাবাংলা ফাইন্যান্স, বিবিএস ক্যাবলস, এসিআই লিমিটেড, প্রাইম ব্যাংক, আরএসআরএম স্টীল, সিএন্ডএ টেক্সটাইলস, আইডিএলসি, ফরচুন সুজ ও নাভানা সিএনজি।

এদিকে, আজ বৃহস্পতিবার দিনশেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৪৪ কোটি ৩৬ লাখ টাকার লেনদেন হয়েছে। যা গতকালের চেয়ে ২৩ কোটি ৭১ লাখ টাকা কম। গতকাল মঙ্গলবার এই লেনদেন ৬৮ কোটি ৭ লাখ টাকা ছিল।

এদিন দিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৯১.৬২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ২৬৮ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয় ২৬১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১১৬টির, কমেছে ১০৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির।

এদিন সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল বিএসআরএম লিমিটেড ও বিবিএস ক্যাবলস।

স্টকমার্কেটবিডি.কম/মোদক.

সুন্দরবনের ১০ কিলোমিটারে শিল্পকারখানা অনুমোদনের ওপর নিষেধাজ্ঞা

courtবিশেষ প্রতিবেদক :

সুন্দরবনের আশপাশের ১০ কিলোমিটার এলাকায় নতুন শিল্পকারখানা স্থাপনের অনুমোদনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট।

একই সঙ্গে সুন্দরবনের ১০ কিলোমিটার এলাকাজুড়ে কতগুলো শিল্পকারখানা রয়েছে, এর তালিকা ছয় মাসের মধ্যে আদালতে দাখিল করতে বলা হয়েছে। পরিবেশসচিব, শিল্পসচিব, ভূমিসচিব ও পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকের প্রতি এ নির্দেশ দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জেবিএম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে রুলসহ এ আদেশ দেন।

সুন্দরবনের ১০ কিলোমিটার এলাকার মধ্যে স্থাপিত শিল্পকারখানা অন্যত্র স্থাপন বা সরিয়ে নিতে নির্দেশনা চেয়ে রিট আবেদনটি করেছিলেন সেভ দ্য সুন্দরবনের সভাপতি শেখ ফরিদুল ইসলাম।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী শেখ মোহাম্মদ জাকির হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

নাইকোর সঙ্গে চুক্তি বাতিল ও সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ

courtবিশেষ প্রতিবেদক :

কানাডাভিত্তিক কোম্পানি নাইকোর সঙ্গে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) যৌথ চুক্তি অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট।

একই সঙ্গে তাদের সকল সম্পত্তি বাজেয়াপ্তেরও নির্দেশ দেয়া হয়েছে।

বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বৃহস্পতিবার এই রায় দেন।

পাশাপাশি পেট্রোবাংলার সঙ্গে নাইকোর গ্যাস সরবরাহ ও কেনা-বেচার চুক্তিও বাতিল ঘোষণা করেছেন উচ্চ আদালত।

স্টকমার্কেটবিডি.কম/শুভ/মোদক.

আমিরাতের ২টি স্টক এক্সচেঞ্জ ও ১টি ব্যাংককে কৌশলগত বিনিয়োগকারী হিসেবে পেতে আগ্রহী সিএসই

21013516_1439423406136029_1283122182_nস্টকমার্কেট ডেস্ক :

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) থেকে একটি প্রতিনিধি দল আগস্টের দ্বিতীয় সপ্তাহে (০৮-১১) সংযুক্ত আরব আমিরাতে সফর করেন। উক্ত প্রতিনিধি দলে ছিলেন এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক,এম. সাইফুর রহমান মজুমদার এফসিএ, এফসিএমএ ও হাসনাই নবারী, ডিজিএমএবং হেড অব আইটি সাভির্সেস। খবর : বিজ্ঞপ্তি।

আলোচ্য সফরে আবুধাবি সিকিউরিটিজ এক্সচেঞ্জ (এডিএক্স), গোবল ইনভেস্টমেন্টস ব্যাংক এবং দুবাই ফিনানসিয়াল মার্কেট (ডিএফএম)এর সাথে দ্বিপাক্ষিক সহযোগীতা এবং বাংলাদেশের পুঁজিবাজারে দুবাই বিনিয়োগকারীদের  অংশগ্রহণ তথা চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ-এ কৌশলগত বিনিয়োগকারী হিসেবে বিনিয়োগের ব্যাপারে আলোচনা হয়।

আবুধাবি সিকিউরিটিজ এক্সচেঞ্জ (এডিএক্স)এর  চীফ এক্সিকিউটিভ রশিদ আব্দুল করিম আলব্লুসি, অ্যাসিসটেন্ট  চীফ  এক্সিকিউটিভ ফর সাপোর্ট সর্ভিসেস আব্দুল আজিজ আব্দুল রহমান আল নিয়ামি, হেড অব ইনফরমেশন টেকনোলজি সার্ভিসেস সাইফ মোহাম্মেদ আল কাব্বি, এবং ম্যানেজার অব কর্পোরেট কমিউনেকশন এন্ড ডিজিটাল মার্কেটিং আব্দুল রহমান সালেহ আল খাতেব, এর সাথে সিএসইর ব্যবস্থাপনা পরিচালক এম. সাইফুর রহমান মজুমদার এফসিএ, এফসিএমএ ও হাসনাই নবারী, ডিজিএম এবং হেড অব আইটি সাভির্সেস বৈঠকে মিলিত হন।

এই সভায় বাংলাদেশ ও দুবাই পুঁজিবাজার এবং সিএসই ও এডিএক্স-এর বর্তমান অবস্থান ও কর্মকা- আলোচিত হয়। এডিএক্স চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ-এ কৌশলগত বিনিয়োগের প্রস্তাব মূল্যায়ন করার আশ্বাস দেন এবং একই সাথে টেকনোলজি, মার্কেট উন্নয়ন,ফিউচার প্রোডাক্টস্, মার্কেট মেকিং, সেন্ট্রাল ক্লিয়ারিং কর্পোরেশন (সিসিপি) এবং পুঁজিবাজারের অন্যান্য কর্মকান্ডে যৌথভাবে কাজ করার ব্যাপারে আলোচনা হয়।

সিএসইর প্রতিনিধি দল দুবাই ফিনান্সিয়াল মার্কেট (ডিএফএম) এর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং চীফ অপারেশনস অফিসার আব্দুল রহমান আলসার কাল, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আহমেদ মোহাম্মেদ আলজাজিরি , এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আলি আল হাশিমিসি এসইর প্রতিনিধি দলের সাথে বৈঠকে মিলিত হন। ডিএফএম চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ এ কৌশলগত বিনিয়োগের প্রস্তাব বিবেচনার আশ্বাস দেন এবং একই সাথে টেকনোলজি, মার্কেট উন্নয়ন, ফিউচার প্রোডাক্টস্, মার্কেট মেকিং, সেন্ট্রাল ক্লিয়ারিং কর্পোরেশন (সিসিপি) এবংপুঁজিবাজারের অন্যান্য কর্মকান্ডে যৌথভাবে কাজ করার ব্যাপারে আলোচনা হয়।

একই সফরে, গ্লোবাল ইনভেস্টমেন্টস ব্যাংক (জিআইবি) এর চীফ এক্সিকিউটিভ অফিসার রেজা দারি, চীফ ফিনান্সিয়াল অফিসার এহসান এস. আসাদ, ভাইস প্রেসিডেন্ট সেলস এন্ড ইনভেস্টর রিলেশন আদেলা মোকরা, বিজনেস ডেভেলোপমেন্ট ডিরেক্টর দানিশরিজভি এর সাথে বৈঠকে মিলিত হন। বৈঠকে সিএসইতে কৌশলগত বিনিয়োগের বিভিন্ন দিক এবং সুযোগ-সুবিধা নিয়ে আলোচনা হয়।

এছাড়াও সিএসই প্রতিনিধি দল সংযুক্ত আরব আমিরাত-এব্লুমবার্গ অফিসিয়ালদের সাথেও এক সভায় মিলিত হন এবং প্রকৃত সময়ে সিএসই মার্কেট ডাটাব্লুমবার্গ সিস্টেমে নেওয়ার ব্যাপারে আলোচনা করা হয়।

স্টকমার্কেটবিডি.কম/শুভ/মোদক.

সব সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় চলছে লেনদেন

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

সপ্তাহের শেষ দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় চলছে লেনদেন। বাড়ছে কোম্পানির শেয়ারদর। প্রথম দুই ঘন্টায় দুপুর ১২টা পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ২৭০ কোটি ৩১ লাখ টাকার শেয়ার। আর একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সব সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় চলছে লেনদেন। এসময় সেখানে লেনদেন হয়েছে ১১ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসই সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার দুপুর ১২টা ৭ মিনিট পর্যন্ত দেশের প্রধান শেয়ারবাজার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৩.২২ পয়েন্ট বেড়ে ৫৮৬৯ পয়েন্টে অবস্থান করছে। স্টক ডিএসই-৩০ সূচক ১.৬৫ পয়েন্ট বেড়ে ২১০৩ পয়েন্টে অবস্থান করছে। আর আর ডিএসই শরিয়াহ সূচক ১.১৯ বেড়ে ১৩০৫ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে এসময় লেনদেন ২৭০ কোটি ৩১ টাকার শেয়ার। ডিএসইতে লেনদেনকৃত ৩১৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার এ সময়ে দর বেড়েছে ১৬২টির, কমেছে ৮৮টির ও অপরিবর্তিত ছিল ৬৬টির দর।

এদিকে দেশের আরেক শেয়ারবাজার সিএসইতে সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৩৭.২২ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ২১৪ পয়েন্টে অবস্থান করছে। এসময় লেনদেন হয়েছে ১১ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার। সিএসইতে এ সময়ে লেনদেনকৃত ১৭৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারদর বেড়েছে ৯৫টির, কমেছে ৫৪টির ও অপরিবর্তিত ছিল ২৯টির দর।

স্টকমার্কেটকবিডি.কম/এমএ/মোদক.

মার্জিনধারীদের তথ্য চায় এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ড

mutualfunds_421x236স্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত মিউচ্যুয়াল ফান্ড খাতের কোম্পানি এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ড লভ্যাংশ বিতরণের জন্য মার্চেন্ট ব্যাংকস ও ডিপোজটরি পার্টিসিপেন্টসদের কাছ থেকে মার্জিনধারীদের তালিকা চেয়েছে। বৃহস্পতিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

গত ৬ আগস্টের ডিএসইর এক খবরকে উদ্ধৃত করে এ তথ্য জানিয়েছে ফান্ডটি। ডিএসই সূত্রে জানা যায়, ইউনিটধারীদের রেকর্ড ডেটের নির্ধারিত হয়েছে ২৪ আগস্ট। বিও একাউন্টস ই-টিআইনের মাধ্যমে রেকর্ড ডেটের পূর্বে তাদের ডিপি আপডেট করতে ইউনিট হোল্ডারদের অনুরোধ জানানো হয়েছে। যারা এসময়ের আপডেট করতে ব্যর্থ হবে তাদের এআইটি ১০ শতাংশের পরিবর্তে ১৫ শতাংশ কেটে নেওয়া হবে।

৩০ আগস্টের মধ্যে ইমেইলের মাধ্যমে (ইনফোএটস্ল্যাস ক্যাপিটাল.কম) এ শেয়ার ইউনিটের বিস্তারিত তথ্য প্রদানের অনুরোধ জানানো হয়েছে। এর আগের সংবাদে ভুলবশত ৩০ আগস্টের স্থলে ২০ সেপ্টেম্বর উল্লেখ করা হয়েছিল।

স্টকমার্কেটবিডি.কম/এম/মোদক.

কর্ণফুলী লাইফের করপোরেট পরিচালকের ৫ লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা

karnaphuli-smbdস্টকমার্কেট ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি কর্ণফুলী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের এক করপোরেট পরিচালক শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছে। বৃহস্পতিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

মেঘনা লাইফ ইন্স্যুরেন্স নামে বিমা কোম্পানির এ করপোরেট পরিচালক ৫ লাখ শেয়ার শেয়ার চলমান বাজার দরে ক্রয়ের আগ্রহ প্রকাশ করেছে।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রয় করা হবে বলে বিমাটির পক্ষ থেকে জানানো হয়।

এ করপোরেট পরিচালক এসব শেয়ার চলমান বাজার দরে পাবলিক মার্কেটে বিক্রয় করবে।

স্টকমার্কেটবিডি.কম/মোদক.

এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের পরিচালকের শেয়ার বিক্রয় সম্পন্ন

Asia-Pac-smbdস্টকমার্কেট ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের একজন পরিচালক শেয়ার বিক্রয় সম্পন্ন করেছেন। বৃহস্পতিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

মো. শাহজাহান মিয়া নামে বিমার এ পরিচালক মোট ১১ লাখ শেয়ার বিক্রয় করেন। ঘোষণার পর ৩০ দিনের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রয় করা হয় বলে বিমাটির পক্ষ থেকে জানানো হয়।

এ পরিচালক এসব শেয়ার চলমান বাজার দরে পাবলিক মার্কেটে ক্রয় করেন। এর আগে গত ২ আগস্ট তিনি এ সংখ্যক শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/সোনিয়া/মোদক.