জিল বাংলার দর বাড়ার কারণ নেই

zeal banglaস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুসাঙ্গিক খাতের কোম্পানি জিল বাংলা সুগার মিলস্‌ লিমিটেডের সাম্প্রতিক সময়ে শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে। এ বিষয়ে গত ২৯ আগস্ট জানতে চাইলে কোম্পানিটির পক্ষ থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ কথা জানানো হয়েছে। বুধবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

জানা যায়, গত ৩১ জুলাই শেয়ার দর ছিল ১৫৬ টাকা। গত ২৯ আগস্ট  সর্বশেষ তা ১৮৩ টাকার উপরে লেনদেন হয়েছে। এসময়ে দর বেড়েছে ১৭.৩০ শতাংশ।

কোম্পানিটির শেয়ারের এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই। তবে দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোন তথ্য কি তা জানতে চায় ডিএসই।

এ সময় জিল বাংলা সুগার মিলস্‌ লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্প্রতি শেয়ারটির দর বৃদ্ধির পেছনে মূল্য সংবেদনশীল অপ্রকাশিত কোন তথ্য তাদের কাছে নেই।

স্টকমার্কেটবিডি.কম/এম/মোদক.

সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় চলছে লেনদেন

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় চলছে লেনদেন। প্রথম দেড় ঘন্টায় দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ২৭২ কোটি  ৪৮ লাখ টাকার শেয়ার। আর একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় চলছে লেনদেন। এসময় সেখানে লেনদেন হয়েছে ১৩ কোটি টাকার শেয়ার। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসই সূত্রে জানা যায়, আজ বুধবার দুপুর ১২টা পর্যন্ত দেশের প্রধান শেয়ারবাজার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৪  পয়েন্ট বেড়ে ৫৯৬৩ পয়েন্টে অবস্থান করছে। স্টক ডিএসই-৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে ২১২৭ পয়েন্টে অবস্থান করছে। আর আর ডিএসই শরিয়াহ সূচক ৫ বেড়ে ১৩২১ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে এসময় লেনদেন ২৭২ কোটি  ৪৮ লাখ টাকার শেয়ার। ডিএসইতে লেনদেনকৃত ৩১১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার এ সময়ে দর বেড়েছে ১৫৯টির, কমেছে ৯১টির ও অপরিবর্তিত ছিল ৬১টির দর।

এদিকে দেশের আরেক শেয়ারবাজার সিএসইতে সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ২১ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৪৮৩ পয়েন্টে অবস্থান করছে। এসময় লেনদেন হয়েছে ১৩  টাকার শেয়ার। সিএসইতে এ সময়ে লেনদেনকৃত ১৭৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারদর বেড়েছে ৮৭টির, কমেছে ৫২টির ও অপরিবর্তিত ছিল ৩৪টির দর।

স্টকমার্কেটকবিডি.কম/এমএ/মোদক.

মিউচ্যুয়াল ফান্ডসহ ৪টি কোম্পানির লেনদেন বন্ধ কাল

mutualfunds_421x236স্টকমার্কেট ডেস্ক  :

শেয়ারবাজারে মিউচ্যুয়াল ফান্ড খাতের তালিকাভুক্ত ৩টি কোম্পানিসহ মোট ৪টি কোম্পানি লেনদেন বন্ধ থাকবে আগামীকাল বৃহস্পতিবার । বুবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ফান্ডগুলো হলো : প্রাইম ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানি লি:, ডিবিএইচ ফাস্ট মিউচুয়াল ফান্ড,  গ্রীন ডেল্টা মিউচুয়াল ফান্ড
ও এস ই এম এল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ড।

ডিএসই সূত্রে জানা গেছে, আগামীকাল বৃহস্পতিবার ( ৩১.০৮.২১৭) কোম্পানিটি রেকর্ড ডেটের জন্য লেনদেন একদিন ট্রেডিং বন্ধ রাখে। সোমবার থেকে পুনরায় কোম্পানির লেনদেন শুরু হবে বলে বিষয়টি নিশ্চিত করেছে ফান্ডগুলো।

স্টকমার্কেটবিডি.কম/এম/বি

ইমাম বাটনের মূল্য সংবেদনশীল তথ্য নেই

imamস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ঔষধ ও রসায়ন খাতের কোম্পানি ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সাম্প্রতিক সময়ে শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে। এ বিষয়ে জানতে চাইলে কোম্পানিটির পক্ষ থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ কথা জানানো হয়েছে। বুধবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

জানা যায়, গত ৩১ জুলাই শেয়ার দর ছিল ১৫৯ টাকা। গত ২৯ আগস্ট সর্বশেষ তা ৩০৬ টাকার উপরে লেনদেন হয়েছে। এসময়ে দর কমেছে ৯২.৪৫ শতাংশ।

কোম্পানিটির শেয়ারের এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই। তবে দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোন তথ্য কি তা জানতে চায় ডিএসই।

এ সময় ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্প্রতি শেয়ারটির দর বৃদ্ধির পেছনে মূল্য সংবেদনশীল অপ্রকাশিত কোন তথ্য তাদের কাছে নেই।

স্টকমার্কেটবিডি.কম/এম/মোদক.

কাল থেকে স্পট মার্কেটে যাচ্ছে ১০টি মিউচ্যুয়াল ফান্ড

mutualfunds_421x236স্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত মিউচ্যুয়াল ফান্ড খাতের ১০টি কোম্পানি কাল বৃহস্পতিবার থেকে দুই দিন স্পট মার্কেটে যাচ্ছে। বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র জানায়, এই তিন কোম্পানির শেয়ারের লেনদেন কাল ৩১ আগস্ট থেকে আগামী ৪ সেপ্টেম্বর পর্যন্ত স্পট মার্কেটে হবে।

উক্ত সময়ে কোম্পানিগুলোর শেয়ার ব্লক মার্কেটেও লেনদেন হবে । কোম্পানিগুলোর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৫ সেপ্টেম্বর এই দিন  ১০টি কোম্পানির লেনদেন বন্ধ থাকবে। ঈদ উপলক্ষে ১-৩ তালিখ মাকের্ট বন্ধ থাকবে।

মিউচ্যুয়াল ফান্ডগুলো হলো এ বি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ড লি., পিএইচপি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, আইএফআইসি ১ম মিউচ্যুয়াল ফান্ড, পপুলার লাইফ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড, ফার্স্ট জনতা ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড, ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ও ইবিএল ১ম মিউচ্যুয়াল ফান্ড।

স্টকমার্কেটবিডি.কম/বিএ/মোদক.

১০টি মিউচ্যুয়াল ফান্ডে টিআইএন হালনাগাদের আহ্বান

mutualfunds_421x236স্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত মিউচ্যুয়াল ফান্ড খাতের ১০টি কোম্পানি বিনিয়োগকারীদের ১২ ডিজিটের ট্যাক্স আইডিন্টিফিকেশন নম্বর (টিআইএন) হালনাগাদ করার আহ্বান জানিয়েছে। বুধবার ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

মিউচ্যুয়াল ফান্ডগুলো হলো এ বি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ড লি., পিএইচপি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, আইএফআইসি ১ম মিউচ্যুয়াল ফান্ড, পপুলার লাইফ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড, ফার্স্ট জনতা ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড, ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ও ইবিএল ১ম মিউচ্যুয়াল ফান্ড।

ডিএসই সূত্রে জানা যায়, কোম্পানিগুলোরেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৫ সেপ্টেম্বর। তাই এর আগে টিআইএন হালনাগাদ করতে হবে। এ সময় কোনো বিনিয়োগকারী টিআইএন হালনাগাদ করতে ব্যর্থ হলে লভ্যাংশের ওপর ১৫ শতাংশ কর দিতে হবে। আর টিআইএন থাকলে লভ্যাংশের ওপর ১০ শতাংশ কর কাটা হবে।

স্টকমার্কেটবিডি.কম/বিএ/মোদক.

ফার্স্ট ফাইন্যান্সের পুন:নির্ধারিত এজিএমও ২ মাসের জন্য স্থগিত

first-finance-smbdনিজস্ব প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান ফার্স্ট ফাইন্যান্স লিমিটেডের পুন:নির্ধারিত বার্ষিক সাধারণ সভা (এজিএম) আরও একবার দুই মাসের জন্য স্থগিত করে দিয়েছেন আদালত। গতকাল সোমবার এক শেয়ারহোল্ডারের রিট আবেদনের শুনানি শেষে স্থগিতাদেশ দেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ।

সূত্রে জানা যায়, আজ বুধবার সকাল সাড়ে ১১টায়  ট্রাস্ট মিলোনায়তন, পুরাতন বিমানবন্দর রোড, ঢাকা বীর শ্রেষ্ঠ শহীদ জাহাঙ্গীর গেট, ক্যান্টনমেন্টে কোম্পানির ২৪তম হওয়ার এজিএম কথা ছিল।

এর আগে আরও একবার সঞ্চিতি ঘাটতি সত্ত্বেও লভ্যাংশ ঘোষণার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে একজন শেয়ারহোল্ডারের দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে গত ১৫ জুন অনুষ্ঠিতব্য ফার্স্ট ফিন্যান্সের এজিএম ৬ মাসের জন্য স্থগিত করেছিলেন হাইকোর্ট। ১৩ আগস্ট প্রতিষ্ঠানটি জানিয়েছিল, প্রতিষ্ঠানটির ২৪তম এজিএমের ওপর সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ এর স্থগিতাদেশ তুলে নিয়েছেন।

এরপর ২৪তম বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন পুনরায় নির্ধারণ করে ফার্স্ট ফাইন্যান্স লিমিটেডের পরিচালনা বোর্ড। আর গতকাল সোমবার এক শেয়ারহোল্ডার রিট আবেদন করেন। এ শুনানি শেষে আজ অনুষ্ঠিত হওয়ার কথা এ এজিএম ফের দুই মাসের জন্য স্থগিতাদেশ দেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, ফার্স্ট ফাইন্যান্স নিম্নমানের ‘জেড’ শ্রেণির কোম্পানি। কোম্পানিটি গত এপ্রিলে ৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করে। এরপর থেকে এই শেয়ারের দাম বাড়তে থাকে। বিনিয়োগকারীরা বলছেন, এজিএমে ৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন পেলে কোম্পানিটি ‘বি’ শ্রেণিতে উন্নীত হতো।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ৩১ ডিসেম্বরভিত্তিক কোম্পানিটির সঞ্চিতি ঘাটতি ৬ কোটি ৭০ লাখ টাকা। বাংলাদেশ ব্যাংক গত ১৯ এপ্রিল এক চিঠিতে কোম্পানিটিকে আগামী ডিসেম্বরের মধ্যে চার কিস্তিতে ঘাটতির পুরো টাকা সংরক্ষণ করতে বলেছে।

জানা গেছে, আর্থিক প্রতিষ্ঠানে আমানতের বিপরীতে সুদ সঞ্চিতি করার নিয়ম বাধ্যতামূলক থাকলেও ফার্স্ট ফাইন্যান্স তাও করেনি। এটা করা হলে ঘাটতির আকার আরও বাড়বে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ/মোদক.

দেশবন্ধু পলিমারের ক্রেডিট রেটিং ‘এ+’

deshbandhuস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি দেশবন্ধু পলিমার লিমিটেড ক্রেডিট রেটিং সম্পন্ন করেছে। বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, ন্যাশনাল ক্রেডিট রেটিং লিমিটেডের (এনসিআরএল) রেটিং অনুযায়ী কোম্পানিটির দীর্ঘমেয়াদে রেটিং হয়েছে ‘এ+’ আর স্বল্পমেয়াদী ঋণমান হয়েছে (এসটি-২)।

৩১ ডিসেম্বর, ২০১৬ সমাপ্ত অর্ধবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও অন্যান্য তথ্য উপাত্তের আলোকে এই রেটিং করা হয়েছে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ