লেনদেনের শীর্ষে স্কয়ার ফার্মাসিটিক্যালস

square pharmaস্টকমার্কেট ডেস্ক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় আধিপত্য কমেছে ব্যাংক খাতের কোম্পানিগুলোর। গতকাল লেনদেনের শীর্ষে ৮টি ব্যাংক কোম্পানি ছিল। আজ তা কমে দাঁড়িয়েছে ৪টিতে। বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসইর তথ্য অনুযায়ী, শীর্ষ ১০এর তালিকায় শীর্ষে স্কয়ার ফার্মাসিটিক্যালস লিমিটেড রয়েছে। এদিন কোম্পানিটির ১ হাজার ২৩৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার দর ৩৫ কোটি ২৬ লাখ টাকা। সর্বোচ্চ দর ছিল ২৯১.৯০ টাকা। সর্বনিম্ন দর ছিল ২৮৭.৩০ টাকা। আর সর্বশেষ ২৮৭.২০ টাকায় লেনদেন হয়।

লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে প্রিমিয়ার ব্যাংক লিমিটেড। এদিন কোম্পানিটির ২ হাজার ৫৩৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার দর ৩৩ কোটি ৪৮ লাখ টাকা। সর্বোচ্চ ১৭.৯০ টাকা। সর্বনিম্ন দর ছিল ১৫.১০ টাকা। আর সর্বশেষ ১৬.২০ টাকায় লেনদেন হয়।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে সিটি ব্যাংক লিমিটেড। এদিন কোম্পানিটির ১ হাজার ৮৭৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার দর ২৯ কোটি ৪৩ লাখ টাকা। সর্বোচ্চ ৪৬.৯০ টাকা। আর সর্বনিম্ন দর ছিল ৪৪.১০ টাকা। সর্বশেষ ৪৬.২০টাকায় লেনদেন হয়।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ন্যাশনাল ব্যাংক লিমিটেড, লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড,     গ্রামীণফোন লিমিটেড, সিএন্ডএ টেক্সটাইলস লিমিটেড, এক্সিম ব্যাংক লিমিটেড, ফরচুন সুজ লিমিটেড ও মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/সোনিয়া/মোদক.

মিরাকল ইন্ডাস্ট্রিজের মূল্য সংবেদনশীল তথ্য নেই

miracleস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিবিধ কোম্পানি মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সাম্প্রতিক সময়ে শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে। এ বিষয়ে গতকাল ৬ সেপ্টেম্বর জানতে চাইলে কোম্পানিটির পক্ষ থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ কথা জানানো হয়েছে। বৃহস্পতিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

জানা যায়, গত ৩ সেপ্টেম্বর শেয়ার দর ছিল ৬৬৬ টাকা। গত ৬ সেপ্টেম্বর সর্বশেষ তা ২৯৬০ টাকার উপরে লেনদেন হয়েছে। এসময় মাত্র ৪দিনের ব্যধবধানে দর বেড়েছে ৩৪৪.৪৪ শতাংশ।

কোম্পানিটির শেয়ারের এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই। তবে দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোন তথ্য কি তা জানতে চায় ডিএসই।

এ সময় মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্প্রতি শেয়ারটির দর বৃদ্ধির পেছনে মূল্য সংবেদনশীল অপ্রকাশিত কোন তথ্য তাদের কাছে নেই।

স্টকমার্কেটবিডি.কম/এম/মোদক.

  1. স্কয়ার ফার্মাসিটিক্যালস
  2. প্রিমিয়ার ব্যাংক
  3. সিটি ব্যাংক
  4. ন্যাশনাল ব্যাংক
  5. লংকাবাংলা ফাইন্যান্স
  6. গ্রামীণফোন
  7. সিএন্ডএ টেক্সটাইলস
  8. এক্সিম ব্যাংক
  9. ফরচুন সুজ
  10. মিরাকল ইন্ডাস্ট্রিজ

ডিএসইতে লেনদেন ২২৫ কোটি টাকা কমেছে, সিএসইতে ৫ কোটি

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের সূচক ঊর্ধ্বমুখী হলেও লেনদেন ২২৫ কোটি টাকা কমেছে। বেড়েছে কোম্পানির শেয়ারদর ও অন্যান্য সূচক । এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ১১৪৪ কোটি ২৭ লাখ টাকার শেয়ার। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সব ধরনের সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদন ৫ কোটি টাকা ও কোম্পানির শেয়ারদর কমেছে। এসময় সেখানে লেনদেন হয়েছে ৫২ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়। ডিএসই সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার দেশের প্রধান শেয়ারবাজার ডিএসইতে দিন শেষে লেনদেন ১১৪৪ কোটি ২৭ লাখ টাকার শেয়ার। যা গতকালের চেয়ে ২২৫ কোটি ৫৩ লাখ টাকা কম। গতকাল বুধবার লেনদেন হয়েছিল ১৩৬৯ কোটি ৮০ লাখ।

এদিন প্রধান সূচক ডিএসইএক্স ৪৫.৮০ পয়েন্ট কমে পয়েন্টে অবস্থান করছে ৬১১৪ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ১২.২৯ বেড়ে ১৩৪৭ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই-৩০ সূচক ১৮.০২ বেড়ে ২১৭৮ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইতে এসময় ডিএসইতে লেনদেনকৃত ৩২৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার এ সময়ে দর বেড়েছে ১৪৬টির, কমেছে ১৩৩টির ও অপরিবর্তিত ছিল ৫০টির দর।

এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির মধ্যে রয়েছে– স্কয়ার ফার্মাসিটিক্যালস, প্রিমিয়ার ব্যাংক, সিটি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, লংকাবাংলা ফাইন্যান্স, গ্রামীণফোন, সিএন্ডএ টেক্সটাইলস, এক্সিম ব্যাংক, ফরচুন সুজ ও মিরাকল ইন্ডাস্ট্রিজ।

এদিকে, আজ বৃহস্পতিবার দিনশেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৫২ কোটি ৭৩ লাখ টাকার লেনদেন হয়েছে। যা গতকালের চেয়ে ৫ কোটি ৮৩ লাখ টাকা কম। গতকালবুধবার এই লেনদেন ৫৮ কোটি ৫৬ লাখ টাকা ছিল।

এদিন দিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ১৫৬.৬৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৯৮৬ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয় ২৬২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১২৭টির, কমেছে ১০৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির।

এদিন সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল ন্যাশনাল ব্যাংক ও লংকাবাংলা ফাইন্যান্স।

স্টকমার্কেটবিডি.কম/মোদক.

সোনার দাম এক বছরে সর্বোচ্চ

goldবিশেষ প্রতিবেদক :

বিশ্ববাজারে আবার বাড়তে শুরু করেছে সোনার দাম। গতকাল বুধবার আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স (৩১.১০৩ গ্রাম) সোনা বিক্রি হয়েছে ১ হাজার ৩৩৮ মার্কিন ডলারে। গত জুলাইয়ে আউন্সপ্রতি সোনার দাম ছিল ১ হাজার ২০০ ডলারের কিছু বেশি। আর গত বছরের সেপ্টেম্বরে প্রতি আউন্স সোনার দাম ১ হাজার ৩০০ ডলার ছাড়িয়ে গিয়েছিল। অর্থাৎ এক বছরের ব্যবধানে আবার সর্বোচ্চ পর্যায়ে উঠেছে মূল্যবান এ ধাতুর দাম।

বাজার বিশেষজ্ঞরা বলছেন, মার্কিন ডলারের অব্যাহত দরপতন, প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের নেতিবাচক কর্মকাণ্ড, উত্তর কোরিয়ার অব্যাহত যুদ্ধের হুমকির মতো বেশ কিছু নেতিবাচক বিষয়ের কারণে সোনার দাম বাড়ছে। তবে মার্কিন আর্থিক প্রতিষ্ঠান গোল্ডম্যান স্যাকস বলছে, মূল্যবৃদ্ধির এ প্রবণতা অস্থায়ী। চলতি বছরের ডিসেম্বর নাগাদ সোনার দাম ১ হাজার ২৫০ ডলারে নেমে আসবে।

গোল্ডম্যান স্যাকস বলছে, ইউরো, ব্রিটিশ পাউন্ডের মতো বিভিন্ন আন্তর্জাতিক মুদ্রার বিপরীতে মার্কিন ডলারের বিনিময় মূল্য গত চার মাসের মধ্যে এখন সর্বনিম্ন পর্যায়ে আছে। এ ছাড়া যুক্তরাষ্ট্রে নিম্ন মূল্যস্ফীতির কারণে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ বা ফেড সুদ হার বাড়ানোর নীতি থেকে আপাতত সরে এসেছে। এসব বিষয় বাজারে প্রভাব ফেলেছে। কারণ, বিপদের সময় সোনার প্রতি মানুষের নির্ভরতা সব সময়ই বেড়ে যায়।

সোনার বাজারের অস্থিরতা রুপা, প্লাটিনামের মতো অন্য মূল্যবান ধাতুর বাজারে তেমন একটা নেতিবাচক প্রভাব ফেলেনি। গতকাল প্রতি আউন্স রুপা ও প্লাটিনামের দাম দশমিক ১ শতাংশ পর্যন্ত কমেছে। তবে দাম কিছুটা বেড়েছে প্যালাডিয়ামের।

এদিকে বিশ্ববাজারের প্রভাবে সর্বশেষ গত ১৩ আগস্ট দেশের বাজারে সোনার দাম বেড়েছে। সে সময় প্রতি ভরি সোনার দাম মানভেদে সর্বোচ্চ ১ হাজার ৫১৬ টাকা পর্যন্ত বৃদ্ধি করে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। গত জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দুই দফা মূল্যবৃদ্ধির পর গত ৮ মে সোনার ভরি ১ হাজার ১৬৭ টাকা পর্যন্ত কমিয়েছিল সমিতি।

বর্তমানে দেশের বাজারে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট সোনা ৪৮ হাজার ৬৩৯ টাকা, ২১ ক্যারেট ৪৬ হাজার ৪৮১ টাকা এবং ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে ৪০ হাজার ৮২৪ টাকায়। আর সনাতন পদ্ধতির সোনার ভরি বিক্রি হচ্ছে ২৬ হাজার ২৪৪ টাকায়।

স্টকমার্কেটবিডি.কম/শুভ

২টি কোম্পানির লেনদেন বন্ধ আজ

trade suspended logo mmস্টকমার্কেট ডেস্ক  :

শেয়ারবাজারে তালিকাভুক্ত মিউচ্যুয়াল ফান্ড ও ব্যাংক খাতের দুটি কোম্পানি সি এ পি এম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড ওয়ান ও সোস্যাল ইসলামী ব্যাংকের লেনদেন আজ রবিবার বন্ধ রয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসই সূত্রে জানা গেছে, আজ রবিবার কোম্পানি দুটি রেকর্ড ডেটের জন্য লেনদেন একদিন (১০.০৯.২০১৭) ট্রেডিং বন্ধ রাখবে। আগামীকাল সোমবার থেকে পুনরায় কোম্পানিগুলোর লেনদেন শুরু হবে বলে বিষয়টি নিশ্চিত করেছে কোম্পানি দুটি।

স্টকমার্কেটবিডি.কম/এম/বি

এ্যাপেক্স স্পিনিং এন্ড নিটিংয়ের দর বাড়ার কারণ নেই

apex spi-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি এ্যাপেক্স স্পিনিং এন্ড নিটিং মিলস্‌ লিমিটেডের সাম্প্রতিক সময়ে শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে। এ বিষয়ে গত ৫ সেপ্টেম্বর জানতে চাইলে কোম্পানিটির পক্ষ থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ কথা জানানো হয়েছে। বৃহস্পতিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

জানা যায়, গত ৮ আগস্ট শেয়ার দর ছিল ১৭৭ টাকা। গত ৬ সেপ্টেম্বর সর্বশেষ তা ৪৪৮ টাকার উপরে লেনদেন হয়েছে।

কোম্পানিটির শেয়ারের এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই। তবে দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোন তথ্য কি তা জানতে চায় ডিএসই।

এ সময় এ্যাপেক্স স্পিনিং এন্ড নিটিং মিলস্‌ লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্প্রতি শেয়ারটির দর বৃদ্ধির পেছনে মূল্য সংবেদনশীল অপ্রকাশিত কোন তথ্য তাদের কাছে নেই।

স্টকমার্কেটবিডি.কম/এম/মোদক.

হাক্কানী পাল্প এন্ড পেপার মিলসে্র মূল্য সংবেদনশীল তথ্য নেই

hakkaniস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কাগজ ও মুদ্রণ খাতের কোম্পানি হাক্কানী পাল্প এন্ড পেপার মিলস্‌ লিমিটেডের সাম্প্রতিক সময়ে শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে। এ বিষয়ে গতকাল ৬ সেপ্টেম্বর জানতে চাইলে কোম্পানিটির পক্ষ থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ কথা জানানো হয়েছে। বৃহস্পতিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

জানা যায়, গত ৮ আগস্ট শেয়ার দর ছিল ৬১৯ টাকা। গত ৬ সেপ্টেম্বর সর্বশেষ তা ৯৪৮ টাকার উপরে লেনদেন হয়েছে।

কোম্পানিটির শেয়ারের এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই। তবে দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোন তথ্য কি তা জানতে চায় ডিএসই।

এ সময় পাল্প এন্ড পেপার মিলস্‌ লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্প্রতি শেয়ারটির দর বৃদ্ধির পেছনে মূল্য সংবেদনশীল অপ্রকাশিত কোন তথ্য তাদের কাছে নেই।

স্টকমার্কেটবিডি.কম/এম/মোদক.

আমরা নেটওয়ার্কসের আইপিও লটারির ফলাফল প্রকাশ

lotery-300x225নিজস্ব প্রতিবেদক :

আমরা নেটওয়ার্কস লিমিটেডের শেয়ারবাজার থেকে অর্থ সংগ্রহে প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) লটারির ফলাফল প্রকাশ করেছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় এই অনুষ্ঠান শুরু হয়।

কোম্পানিটি জানায়, এদিন সকাল সাড়ে ১০ টায় রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে এই লটারি ড্র অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে কোম্পানির এমডি-চেয়ারম্যানসহ শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া ইস্যু ম্যানেজার, ডিএসই-সিএসই-সিডিবিএলের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

আইপিও বিজয়ীদের তালিকা দেখতে ক্লিক করুন….

সাধারণ বিনিয়োগকারী

প্রবাসী বিনিয়োগকারী

ট্রেকহোল্ডার ও মার্চেন্ট ব্যাংকের তালিকা

ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারী

কোম্পানি সূত্রে জানা যায়, ২১ কোটি ৯ লাখ টাকার বিপরীতে কোম্পানিটির আইপিও আবেদন জমা পড়েছে প্রায় মোট চাহিদার ১৮.০৭ গুণ। যা টাকার অঙ্কে দাঁড়ায় ৩৯৪ কোটি ৩৮ টাকা। আবেদনকৃতদের মধ্যে লটারির মাধ্যমে শেয়ার বন্টন করা হবে।

গত ১৪ জুন অনুষ্ঠিত কমিশনের ৬০৬তম সভায় বুক বিল্ডিং পদ্ধতিতে এ কোম্পানির আইপিও অনুমোদন দেয়া হয়। এই আইপিও এর মাধ্যমে কোম্পানিটি ৫৬ কোটি ২৫ লাখ টাকা উত্তোলন করে ব্যাংক ঋণ পরিশোধ, ব্যবসা সম্প্রসারণ, ডাটা সেন্টার ও ওয়াই-ফাই হটস্পট স্থাপন এবং প্রাথমিক গণ প্রস্তাবের খরচ খাতে ব্যয় করবে।

আবেদনকারীদের নিকট হতে প্রতি লটের জন্য ৩৫০০ টাকা জমা নিবে কোম্পানিটি। কোম্পানিটির ৩১ ডিসেম্বর ২০১৫ তারিখে সমাপ্ত বছরের আর্থিক বিবরণী অনুযায়ী শেয়ার প্রতি নেট এ্যাসেট ভ্যালু (এনএভি) ২১.৯৮ টাকা এবং বিগত ৫ বছরের ওয়েটেড এভারেজ শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.৫২ টাকা।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে লংকাবাংলা ইনভেস্টমেন্ট লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/শুভ

সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় চলছে লেনদেন

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় চলছে লেনদেন। কোম্পানির শেয়ারদর বেড়েছে। সাড়ে দুপুর ১২টা পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ৪৬৬ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার। আর একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের মিশ্র প্রবণতায় চলছে লেনদেন। কোম্পানির শেয়ারদর বেড়েছে। এসময় সেখানে লেনদেন হয়েছে ১৯ কোটি ৫১ লাখ টাকার শেয়ার।

সিএসইতে ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়। ডিএসই সূত্রে জানা যায়, প্রথম দুই ঘন্টায় বৃহস্পতিবার সাড়ে দুপুর ১২টা পর্যন্তপর্যন্ত দেশের প্রধান শেয়ারবাজার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৯.৬৪ পয়েন্ট বেড়ে ৬০৮৮ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই শরিয়াহ সূচক ৫.৯৬ বেড়ে ১৩৪১ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই-৩০ সূচক ২.১৮ পয়েন্ট বেড়ে ২১৬২ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে এসময় লেনদেন ৪৬৬ কোটি ৩৩ টাকার শেয়ার। ডিএসইতে লেনদেনকৃত ৩২২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার এ সময়ে দর বেড়েছে ১৬৮টির, কমেছে ১০৪টির ও অপরিবর্তিত ছিল ৫০টির দর।

এদিকে, দেশের আরেক শেয়ারবাজার সিএসইতে সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৩৮.১৪ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৮৬৭ পয়েন্টে অবস্থান করছে। এসময় লেনদেন হয়েছে ১৯ কোটি ৫১ লাখ টাকার শেয়ার। সিএসইতে এ সময়ে লেনদেনকৃত ২১৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারদর বেড়েছে ১০৩টির, কমেছে ৮২টির ও অপরিবর্তিত ছিল ৩১টির দর।

স্টকমার্কেটকবিডি.কম/এমএ/মোদক.