রিজার্ভ চুরি : কাঠগড়ায় দাঁড়াচ্ছেন দেগুইতো

deguito_57361_1504860538বিশেষ প্রতিবেদক :

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় বিচারের কাঠগড়ায় দাঁড়াচ্ছেন ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকের অভিযুক্ত শাখা ব্যবস্থাপক মাইয়া সান্তোস দেগুইতো। দেশটির আদালতে শিগগিরই বিচার কাজ শুরু হবে।

এদিকে বৃহস্পতিবার ফিলিপাইনের ডিপার্টমেন্ট অব জাস্টিস থেকে দেগুইতোর বিরূদ্ধে সমন জারি করা হয়।

এতে বলা হয়, এই মামলায় ফিলিপাইনের বাকি অভিযুক্তদের দায়মুক্তি দেয়া হয়েছে। তাই, একমাত্র তাকেই আদালতের মুখোমুখি হতে হবে।

তবে সমন জারির প্রতিক্রিয়ায় অভিযুক্ত দেগুইতো বলেন, রাঘব-বোয়ালদের আড়াল করার জন্যই তাকে বলির পাঠা বানানো হয়েছে।

এদিকে, অর্থ উদ্ধারের বিষয়ে আলোচনা করতে বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি দল এখন ম্যানিলায় অবস্থান করছে।

গত বছর ফেব্রুয়ারি মাসে, নিউইয়র্কের ফেডারেল ব্যাংকে গচ্ছিত বাংলাদেশের ১০ কোটি ১০ লাখ ডলার চুরি হয় যার ৮ কোটি ১০ লাখ ডলারই যায় ফিলিপাইনে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

শেয়ারবাজারের সুসময় : আসছে নতুন বিনিয়োগকারীরা

DSE_CSE-smbdবিশেষ প্রতিবেদক :

সাম্প্রতিক সময়ে দেশের শেয়ারবাজারে সুসময় অতিক্রম করছে। আর এধারণা নিয়ে শেয়ারবাজারে বিনিয়োগের দিকে ঝুঁকছে নতুন নতুন বিনিয়োগকারীরা। যার কারণে বেনিফিশিয়ারি ওনার্স (বিও) অ্যাকাউন্টের সংখ্যাও দিন দিন বেড়ে চলছে। এরই ধারাবাহিকতায় শেষ ১ মাসে বিও অ্যাকাউন্টধারীর সংখ্যা বেড়েছে ২০ হাজারের বেশি। সেন্ট্রাল ডিপজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।

সেপ্টেম্বর মাসের ৭ তারিখ বিও অ্যাকাউন্টধারীর সংখ্যা দাঁড়িয়েছে ২৬ লাখ ৬৬ হাজার ৭২১টিতে। যা আগের মাসের অর্থাৎ আগস্টেও ৩ তারিখ ছিলো ২৬ লাখ ৪৬ হাজার ৪৯৮টিতে। অর্থাৎ এ সময়ে বিও অ্যাকাউন্টধারীর সংখ্যা বেড়েছে ২০ হাজার ২২৩টিতে।

শেষ এক মাসে নারী অ্যাকাউন্টধারীর সংখ্যা ৪ হাজার ৯৯২টি বেড়ে দাঁড়িয়েছে ৭ লাখ ৭ হাজার ৯৫টিতে। আগস্টের ৩ তারিখ নারী অ্যাকাউন্টধারীর সংখ্যা ছিলো ৭ লাখ ২ হাজার ১০৩টি। আর শেষ একমাসে কোম্পানি অ্যাকাউন্ট বেড়েছে ১২০টি। চলতি মাসের ৭ তারিখ এ সংখ্যা দাড়িয়েছে ১১ হাজার ৩৬৩টিতে। যা আগের মাসের ৩ তারিখ ছিলো ১১ হাজার ২৪৩টি।

২৬ লাখ ৬৬ হাজার ৭২১টির বিও অ্যাকাউন্টের মধ্যে পুরুষ অ্যাকাউন্টের সংখ্যা রয়েছে ১৯ লাখ ৪৮ হাজার ২৬৩টিতে। যা আগের মাসের ৩ তারিখ ছিল ১৯ লাখ ৩৩ হাজার ১৫২টিতে। অর্থাৎ এ সময়ে পুরুষ বিও অ্যাকাউন্টধারীর সংখ্যা বেড়েছে ১৫ হাজার ১১১টি।

এ সময়ে দেশে অবস্থানকারীরা ১৬ হাজার ৪৩৪টি বিও অ্যাকাউন্ট করেছে। যার কারণে দেশি বিনিয়োগকারীদের বিও সংখ্যা দাঁড়িয়েছে ২৫ লাখ ৪ হাজার ৬৫৫টিতে। আগের মাসে এ সংখ্যা ছিলো ২৪ লাখ ৮৮ হাজার ২২১টিতে।

আর প্রবাসী বিনিয়োগকারীরা নতুন করে ৩ হাজার ৬৬৯টি বিও অ্যাকাউন্ট করেছে শেষ এক মাসে। চলতি মাসের ৭ তারিখ প্রবাসীদের বিও দাড়িয়েছে ১ লাখ ৫০ হাজার ৭০৩টিতে। যা আগের মাসের ৩ তারিখ ছিলো ১ লাখ ৪৭ হাজার ৩৪টিতে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ