সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় চলছে লেনদেন

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় চলছে লেনদেন ও কোম্পানির শেয়ারদর বেড়েছে। প্রথম দুই ঘন্টায় ডিএসইতে লেনদেন হয়েছে ৬১১ কোটি ২২ লাখ টাকার শেয়ার। আর একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সব ধরনের সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় চলছে লেনদেন ও শেয়ারদর কমছে।। এসময় সেখানে লেনদেন হয়েছে ২৮ কোটি ২৫ লাখ টাকার শেয়ার। সিএসইতে ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসই সূত্রে জানা যায়, রবিবার দুপুর ১২টা ৩৫ মিনিট পর্যন্ত দেশের প্রধান শেয়ারবাজার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৩৭.৭৭ পয়েন্ট কমে ৬১৫২ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই শরিয়াহ সূচক ১৪.৭৪ বেড়ে ১৩৬২ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই-৩০ সূচক ১৪.৯৩ পয়েন্ট বেড়ে ২১৯৩ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে এসময় লেনদেন ৬১১ কোটি ২২ লাখ টাকার শেয়ার। ডিএসইতে লেনদেনকৃত ৩২৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার এ সময়ে দর বেড়েছে ১৫৪টির, কমেছে ১১৯টির ও অপরিবর্তিত ছিল ৫১টির দর।

এদিকে দেশের আরেক শেয়ারবাজার সিএসইতে সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ১১৫.১৯ পয়েন্ট কমে ১৯ হাজার ৮৮ পয়েন্টে অবস্থান করছে। এসময় লেনদেন হয়েছে ২৮ কোটি ২৫ লাখ টাকার শেয়ার। সিএসইতে এ সময়ে লেনদেনকৃত ২২২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারদর বেড়েছে ৮৭টির, কমেছে ৯৫টির ও অপরিবর্তিত ছিল ৪০টির দর।

স্টকমার্কেটকবিডি.কম/এমএ/মোদক.

নর্দার্ণ জুটের বার্ষিক বোর্ড সভা আজ

northern-juteস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত পাট শিল্প খাতের কোম্পানি নর্দার্ণ জুট ম্যানুফেকচ্যারিং লিমিটেডের বার্ষিক বোর্ড সভা আজ ১০ সেপ্টেম্বর আহবান করা হয়েছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

পাট শিল্প খাতের কোম্পানিটির বোর্ড সভা আজ রবিবার বেলা তিনটায় নিজস্ব প্রধান কার্যালয় ঢাকা পান্থপথে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৯(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির সর্বশেষ ২০১৬-২০১৭ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এই বোর্ড সভায় ৩০ জুন ২০১৭ সালের শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে।

এ সভায় সমাপ্ত বছরে কোম্পানিটি ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/শুভ/মোদক.

দ্বিতীয় সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশনের উদ্বোধন আজ

submerinবিশেষ প্রতিবেদক :

পটুয়াখালীতে দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশনের শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন লতাচাপলী ইউনিয়নের মাইটভাঙ্গা এলাকায় নির্মিত সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সাবমেরিন ক্যাবল কোম্পানির কর্মকর্তারা এ তথ্য জানান।

এ উপলক্ষে সংশ্লিষ্ট সবাইকে নিয়ে একটি প্রস্তুতিমূলক সভাও করা হয়েছে। এই সংশ্লিষ্টরা জানান, সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশনটি চালুর মাধ্যমে এক হাজার পাঁচশো জিবিপিএস ব্যান্ডউইথ সুবিধাসহ নিরবচ্ছিন্ন ইন্টারনেটে সংযুক্ত হবে। কক্সবাজারে প্রথম সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশনের চেয়ে পটুয়াখালীতে দ্বিতীয় প্রকল্পটি পাঁচ গুণ বেশি ক্ষমতা সম্পন্ন। ব্যান্ডউইথ দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রফতানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব।

বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানির তথ্য মতে, পটুয়াখালীর কুয়াকাটায় মাইটভাঙ্গা গ্রামে ২০১৩ সালের শেষের দিকে ১০ একর জমির ওপর ৬৬০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয় বাংলাদেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশনটি।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

তাল্লু স্পিনিং মিলসে্র দর বাড়ার কারণ নেই

talluস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি তাল্লু স্পিনিং মিলস্‌ লিমিটেডের সাম্প্রতিক সময়ে শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে। এ বিষয়ে গত ৭ সেপ্টেম্বর জানতে চাইলে কোম্পানিটির পক্ষ থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ কথা জানানো হয়েছে। রবিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

জানা যায়, গত ১৩ আগস্ট শেয়ার দর ছিল ৫৪ টাকা। গত ৭ সেপ্টেম্বর সর্বশেষ তা ৯৭০ টাকার উপরে লেনদেন হয়েছে। এসময়ে বেড়েছে ১৬৯৬.২৯ শতাংশ।

কোম্পানিটির শেয়ারের এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই। তবে দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোন তথ্য কি তা জানতে চায় ডিএসই।

এ সময় তাল্লু স্পিনিং মিলস্‌ লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্প্রতি শেয়ারটির দর বৃদ্ধির পেছনে মূল্য সংবেদনশীল অপ্রকাশিত কোন তথ্য তাদের কাছে নেই।

স্টকমার্কেটবিডি.কম/এম/মোদক.

মিথুন নিটিং এন্ড ডাইংয়ের মূল্য সংবেদনশীল তথ্য নেই

mithunস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি মিথুন নিটিং এন্ড ডাইং লিমিটেডের সাম্প্রতিক সময়ে শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে। এ বিষয়ে গত ৭ সেপ্টেম্বর জানতে চাইলে কোম্পানিটির পক্ষ থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ কথা জানানো হয়েছে। রবিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

জানা যায়, গত  ৩০ আগস্ট শেয়ার দর ছিল ৪৪১ টাকা। গত ৭ সেপ্টেম্বর সর্বশেষ তা ২৪৫১ টাকার উপরে লেনদেন হয়েছে। এসময় মাত্র ৮দিনের ব্যধবধানে দর বেড়েছে ৪৫৫.৭৮ শতাংশ।

কোম্পানিটির শেয়ারের এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই। তবে দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোন তথ্য কি তা জানতে চায় ডিএসই।

এ সময় মিথুন নিটিং এন্ড ডাইং লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্প্রতি শেয়ারটির দর বৃদ্ধির পেছনে মূল্য সংবেদনশীল অপ্রকাশিত কোন তথ্য তাদের কাছে নেই।

স্টকমার্কেটবিডি.কম/এম/মোদক.

সামিট এলায়েন্স পোর্টের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

Summit-Alliance-স্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সেবা ও আবাসন খাতের কোম্পানি সামিট এলায়েন্স পোর্ট লিমিটেড বিনিয়োগকারীদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। রবিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ ৩০ জুন ২০১৭ সালের জন্য কোম্পানির বোর্ড সভা এ লভ্যাংশ ঘোষণা করেছে।

এ ১৮ মাসে কোম্পানির শেয়ারপ্রতি আয় কন্সোলিডেটেড (ইপিএস) ১.১১ টাকা। আর শেয়ার প্রতি সম্পদ মূল্য ন্যাভ এসেছে ২৫.০৪ টাকা। এনওসিপিএস এসেছে ১.৭১ টাকা।

হল ২৪, সিআরবি রোড, এমএ আজিজ স্টেডিয়ামের পশ্চিশ প্রান্তে চট্টগ্রাম -৪২০৪ এ কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৫ অক্টোবর বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৫ সেপ্টেম্বর।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা

SUMMIT_POWERস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানি ও বিদ্যুৎ খাতের কোম্পানি সামিট পাওয়ার লিমিটেড বিনিয়োগকারীদের জন্য ৩০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। রবিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ ৩০ জুন ২০১৭ সালের জন্য কোম্পানির বোর্ড সভা এ লভ্যাংশ ঘোষণা করেছে।

এ ১৮ মাসে কোম্পানির শেয়ারপ্রতি আয় কন্সোলিডেটেড (ইপিএস) ৫.৫৭ টাকা। যা ২০১৫ সালের ৩১ ডিসেম্বর ছিল ৩.৭৬ টাকা। গত বছরের একই সময়ে যা ছিল ৩.৩৬ টাকা।

আর শেয়ার প্রতি সম্পদ মূল্য কন্সোলিডেটেড ন্যাভ এসেছে ২৯.০২ টাকা। যা ১৮ মাস আগে ছিল ২৯.০২ টাকা। গত বছরের একই সময়ে যা ছিল ২৬.২২ টাকা।

কন্সোলিডেটেড এনওসিপিএস এসেছে ৪.৮৫ টাকা। যা এর আগের ছিল ৩.৬৮ টাকা। আর গত বছরের একই সময়ে যা ছিল ৪.১৪ টাকা।

ফার্মগেট কৃষিবিদ ইন্সটিটিউট মিলনায়তনে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৬ অক্টোবর বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৭ সেপ্টেম্বর।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

দেশের অর্থনীতিতে ভূমিকা রাখবে আমান ইকোনোমিক জোন

amanবিশেষ প্রতিবেদক :

দেশের অর্থনৈতিক উন্নয়নে আমান ইকোনোমিক জোন ব্যাপক ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিভাগের প্রধান সমন্বয়ক আবুল কালাম আজাদ।

শনিবার নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আমান ইকোনোমিক জোনের অগ্রগতি পরিদর্শনে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ইকোনোমিক জোন অথরিটির নির্বাহী চেয়ারম্যান পবন আহমেদ, ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল হামিদ মিয়া ও অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুল আলম এবং আমান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল ইসলাম।

আবুল কালাম আজাদ পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, বর্তমান সরকার দেশের উন্নয়নে অর্থনৈতিক অবস্থার উপর গুরুত্ব দিয়েছে। এ জন্য দেশে ১০০টি ইকোনোমিক জোন গড়ে তোলা হবে। ইতিমধ্যে ১০টি জোন গড়ে তোলা হয়েছে। অর্থনৈতিক জোনের কার্যক্রম সরেজমিনে পরিদর্শনের মাধ্যমে এর অগ্রগতি ত্বরান্বিত করা হচ্ছে। তিনি বলেন, আমান ইকোনোমিক জোন ইতিমধ্যে কার্যক্রম এগিয়ে নিয়ে এসেছে। আমরা এটি নিয়ে আশাবাদী।

ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল হামিদ মিয়া বলেন, আমান ইকোনোমিক জোনে ইসলামী ব্যাংক অর্থায়ন করেছে। এরই অংশ হিসেবে আমরা এটি পরিদর্শনে এসেছি। আমান বেশ ভালোভাবে এগিয়ে চলছে।

আমান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল ইসলাম বলেন, আমান ইকোনোমিক জোনে ইতিমধ্যে আমান প্যাকেজিং, আমান আমান শীপ ইয়ার্ড ও আমান সিম কোম্পানি কার্যক্রম শুরু করেছে। সহসাই আমান ফুড অ্যান্ড বেভারেজ, একিন ফিড, একিন টেকনোলজি, আমান গ্রীন এনার্জি, আমান রিফাইনারি, আমান লজিষ্টিক ও আমান পাওয়ার কোম্পানি প্রতিষ্ঠা করা হবে।

উল্লেখ্য, নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ১৫০ একর জমির ওপর আমান ইকোনোমিক জোন প্রতিষ্ঠা করা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ