সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় চলছে লেনদেন

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় চলছে লেনদেন ও কোম্পানির শেয়ারদর বেড়েছে। প্রথম সোয়া দুই ঘন্টায় ডিএসইতে লেনদেন হয়েছে ৬১৬ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার। আর একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সব ধরনের সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় চলছে লেনদেন ও শেয়ারদর বাড়ছে।। এসময় সেখানে লেনদেন হয়েছে ২৭ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার। সিএসইতে ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসই সূত্রে জানা যায়, সোমবার দুপুর ১২টা ৪৫ মিনিট পর্যন্ত দেশের প্রধান শেয়ারবাজার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১.০৬ পয়েন্ট বেড়ে ৬১৬৮ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই শরিয়াহ সূচক ৮.৯৯ বেড়ে ১৩৭৭ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই-৩০ সূচক ১০.৩৫ পয়েন্ট বেড়ে ২২১১ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে এসময় লেনদেন ৬১৬ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার। ডিএসইতে লেনদেনকৃত ৩২৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার এ সময়ে দর বেড়েছে ১৫৬টির, কমেছে ১৩৫টির ও অপরিবর্তিত ছিল ৩৫টির দর।

এদিকে দেশের আরেক শেয়ারবাজার সিএসইতে সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৩৭.৯৪ পয়েন্ট বেড়ে ১৯ হাজার ১৫৩ পয়েন্টে অবস্থান করছে। এসময় লেনদেন হয়েছে ২৭ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার। সিএসইতে এ সময়ে লেনদেনকৃত ২৩৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারদর বেড়েছে ১১৬টির, কমেছে ৯৪টির ও অপরিবর্তিত ছিল ২৩টির দর।

স্টকমার্কেটকবিডি.কম/এমএ/মোদক.

ইন্টারন্যাশনাল লিজিংয়ের ঋণমান প্রকাশ

ilf-stockmarketbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন-ব্যাংকিং খাতের আর্থিক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল লিজিং এ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেডের ঋণমান প্রকাশ করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিং লিমিটেড (এনসিআর)। সম্প্রতি এই রেটিং প্রকাশ করে এনসিআর। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

২০১৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত রূপালী ব্যাংকটির স্বল্পমেয়াদের ঋণমাণ ‘এ+’ ’ এবং দীর্ঘমেয়াদি এসটি-২‘ ঋণমান  এসেছে।

২০১৬ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে ন্যাশনাল ক্রেডিট রেটিং লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/মোদক.

রূপালী ব্যাংকের ঋণমান প্রকাশ

rupaliস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান রূপালী রূপালী ব্যাংক লিমিটেডের ঋণমান প্রকাশ করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিং লিমিটেড (এনসিআর)। সম্প্রতি এই রেটিং প্রকাশ করে এনসিআর। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

২০১৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত রূপালী ব্যাংকটির স্বল্পমেয়াদের ঋণমাণ ‘এসটি-১’ এবং দীর্ঘমেয়াদি ‘ ঋণমান এ-১’ এসেছে।

২০১৬ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে ন্যাশনাল ক্রেডিট রেটিং লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/মোদক.

অ্যারামিট সিমেন্টের মূল্য সংবেদনশীল তথ্য নেই

aramits-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের কোম্পানি আরামিট সিমেন্ট লিমিটেডের সাম্প্রতিক সময়ে শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে। এ বিষয়ে গত ১০ সেপ্টেম্বর জানতে চাইলে কোম্পানিটির পক্ষ থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ কথা জানানো হয়েছে। সোমবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

জানা যায়, গত ১৩ আগস্ট শেয়ার দর ছিল ২১১ টাকা। গত ১০ সেপ্টেম্বর সর্বশেষ তা ১৯৭৭ টাকার উপরে লেনদেন হয়েছে। এসময়ে বেড়েছে ৮৩৬.৯৬ শতাংশ।

কোম্পানিটির শেয়ারের এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই। তবে দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোন তথ্য কি তা জানতে চায় ডিএসই।

এ সময় অ্যারামিট সিমেন্ট লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্প্রতি শেয়ারটির দর বৃদ্ধির পেছনে মূল্য সংবেদনশীল অপ্রকাশিত কোন তথ্য তাদের কাছে নেই।

স্টকমার্কেটবিডি.কম/এম/মোদক.

নর্দার্ণ জুট মিলসের শেয়ারহোল্ডারদের বোনাস ও নগদ লভ্যাংশ

northern-juteস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত পাট শিল্প খাতের কোম্পানি নর্দার্ণ জুট ম্যানফেকচারিং মিলস লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ বোনাস ও ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, বোর্ড সভায় ৩০ জুন ২০১৭ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে এই লভ্যাংশ দিয়েছে কোম্পানির পরিচালনা বোর্ড।

আগামী ১০ অক্টোবর কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। আর রেকর্ড ডেট নির্ধারণ হয়েছে ২৮ সেপ্টেম্বর ।

গত বছর কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে (ইপিএস) ৫.১৩ টাকা। যা আগের বছর একই সময় ছিল ৭২ পয়সা।

আর শেয়ার প্রতি সম্পদমূল্য (ন্যাভ) দাঁড়িয়েছে ৯১.০৩ টাকা। যা আগের বছর একই সময় ছিল ৮৫.৯৪ টাকা।

এই বছর এনওসিএফপিএস দাঁড়িয়েছে ঋণাত্ক ৯১.০৯ টাকা। যা আগের বছর একই সময় ছিল ৪.৮৬ টাকা।

আগের বছর এই কোম্পানি শেয়ারহোল্ডারদেরকে ৫ শতাংশ নগদ লভ্যাংশ দেয়।

স্টকমার্কেটবিডি.কম/মোদক