বৃহস্পতিবার থেকে স্পট মার্কেটে যাচ্ছে রিলায়েন্স ওয়ান

mutualfunds_421x236স্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত মিউচ্যুয়াল ফান্ডখাতের কোম্পানি রিলায়েন্স ওয়ান দা ফার্স্ট স্কিম অব রিলায়েন্স ইন্সুরেন্স মিউচ্যুয়াল ফান্ড আগামীকাল বৃহস্পতিবার থেকে দুই দিনের জন্য স্পট মার্কেটে যাচ্ছে। বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা যায়, কোম্পানিটি আগামী ১৪ হতে ১৭ সেপ্টেম্বর টানা দুই কার্যদিবসে স্পট মার্কেটে লেনদেন করবে । এ কারণে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৮ সেপ্টেম্বর। এদিন কোম্পানির লেনদেন বন্ধ থাকবে।

স্টকমার্কেটবিডি.কম/মোদক.

সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় চলছে লেনদেন

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় চলছে লেনদেন ও কোম্পানির শেয়ারদর বেড়েছে। প্রথম দুই ঘন্টায় ডিএসইতে লেনদেন হয়েছে ৪৯৩ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার। আর একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সব ধরনের সূচকের প্রবণতায় ঊর্ধ্বমুখী চলছে লেনদেন ও শেয়ারদর বাড়ছে।। এসময় সেখানে লেনদেন হয়েছে ২৮ কোটি ৮২ লাখ টাকার শেয়ার। সিএসইতে ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসই সূত্রে জানা যায়, বুধবার দুপুর ১২টা ৩ মিনিট পর্যন্ত দেশের প্রধান শেয়ারবাজার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৩২.৫০ পয়েন্ট বেড়ে ৬১৮১ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই শরিয়াহ সূচক ৮.৮৯ বেড়ে ১৩৭৪ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই-৩০ সূচক ১০.৯১ পয়েন্ট বেড়ে ২২১১ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে এসময় লেনদেন ৪৯৩ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার। ডিএসইতে লেনদেনকৃত ৩১৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার এ সময়ে দর বেড়েছে ১৪৯টির, কমেছে ১০৮টির ও অপরিবর্তিত ছিল ৬০টির দর।

এদিকে দেশের আরেক শেয়ারবাজার সিএসইতে ১২টা ১০ মিনিটে সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ১১৭.৬৭ পয়েন্ট বেড়ে ১৯ হাজার ১৬১ পয়েন্টে অবস্থান করছে। এসময় লেনদেন হয়েছে ২৮ কোটি ৮২ লাখ টাকার শেয়ার। সিএসইতে এ সময়ে লেনদেনকৃত ১৯৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারদর বেড়েছে ৯৪টির, কমেছে ৮১টির ও অপরিবর্তিত ছিল ২১টির দর।

স্টকমার্কেটকবিডি.কম/এমএ/মোদক.

আমান কটনের কাট অফ প্রাইজ নির্ধারণ করার অনুমোদন

Aman-Cotton-Fibrous-Ltdনিজস্ব প্রতিবেদক :  প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) মাধ্যমে বুক বিল্ডিং পদ্ধতিতে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার জন্য প্রক্রিয়াধীন আমান কটন ফাইবার্স লিমিটেডের কাট অফ প্রাইজ নির্ধারণ করার অনুমোদন দিয়েছেবিএসইসি। ইলেক্ট্রনিক্স বিডিংয়ের মাধ্যমে এই প্রাইজ নির্ধারণ করবে কোম্পানিটি।

গতকাল মঙ্গলবার কমিশনের ৬১১তম সভায় এই অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

জানা গেছে, এ কোম্পানিটি প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ারবাজার থেকে ৮০ কোটি টাকা সংগ্রহ করবে। শেয়ারবাজার থেকে সংগ্রহ করা অর্থের একটি অংশ দিয়ে কারখানায় আধুনিক মেশিনারি স্থাপন করা হবে। এতে ব্যয় হবে ৪৯ কোটি ৩৭ লাখ ৯৮ হাজার টাকা।

আইপিও’র মাধ্যমে উত্তোলিত অবশিষ্ট অর্থ থেকে ১৭ কোটি ১২ লাখ টাকা ব্যয় করা হবে ঋণ পরিশোধে। চলতি মূলধন হিসাবে ব্যয় করা হবে ১০ কোটি টাকা। আর আইপিও’তে ব্যয় হবে সাড়ে তিন কোটি টাকা। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশগ্রহণের মাধ্যমে আইপিও’তে শেয়ারের বিক্রয়মূল্য নির্ধারিত হবে। আর এর ওপর নির্ভর করবে আইপিও’তে কোম্পানি কতগুলো শেয়ার ইস্যু করবে।

শেয়ারবাজারে আসতে ইচ্ছুক কোম্পানিটি জুলাই ২০১৫ থেকে মার্চ ২০১৬ পর্যন্ত শেয়ারপ্রতি আয় করেছে দুই টাকা ৪৬ পয়সা, যা এর আগের বছর ছিল দুই টাকা ৪২ পয়সা। ৩০ জুন ২০১৫ সমাপ্ত হিসাববছরে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে তিন টাকা ২১ পয়সা। আলোচ্য বছরে শেয়ারপ্রতি সম্পদ মূল্য ছিল ৩১ টাকা ৮৯ পয়সা। আর কর-পরবর্তী মুনাফা ছিল ২৫ কোটি ৬৭ লাখ টাকা।

আমান কটন ফাইবার্স লিমিটেড মূলত সুতা উৎপাদনকারী প্রতিষ্ঠান। কোম্পানিটি কটন, পলিস্টার, সিল্কসহ অন্য ফাইবার উৎপাদন করে। আমান কটন ফাইবার্স লিমিটেডকে আইপিওতে আনতে ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড। আর ইস্যু রেজিস্টারের দায়িত্বে আছে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্টস লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/মোদক.

আইন অমান্য করায় চার ব্রোকারেজ হাউজকে বিএসইসির জরিমানা

bsecবিশেষ প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চার ব্রোকারেজ হাউজ আইন অমান্য করেছে। ফলে ব্রোকারেজ হাউজগুলোকে জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

ব্রোকারেজ হাউজগুলো হলো— ইন্ডিকেট সিকিউরিটিজ কনসালটেন্টস লিমিটেড, মো. ফখরুল ইসলাম সিকিউরিটিজ লিমিটেড, আজম সিকিউরিটিজ লিমিটেড এবং সায়া সিকিউরিটিজ লিমিটেড। এছাড়া ইস্যুয়ার ঢাকা ফিশারিজ লিমিটেডকেও আইন অমান্য করায় জরিমানা করা হয়েছে। মঙ্গলবার বিএসইসির কমিশন সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিএসইসি জানিয়েছে, ইন্ডিকেট সিকিউরিটিজ গ্রাহকদের সমন্বিত হিসাবে ঘাটতি রাখা, ঋণ চুক্তি ছাড়া ঋণ প্রদান, পরিচালককে ঋণ প্রদান এবং গ্রাহকদের কাছ থেকে ৫ লাখ টাকার বেশি অর্থ নগদ গ্রহণ করার মাধ্যমে সিকিউরিটিজ আইন অমান্য করেছে।

ইন্ডিকেট সিকিউরিটিজকে ৩ লাখ টাকা জরিমানা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মো. ফখরুল ইসলাম সিকিউরিটিজ গ্রাহকদের সমন্বিত হিসাবে ঘাটতি রাখা, অনুমোদিত প্রতিনিধিদের নামে বিও হিসাব খোলা, কর্মচারী ও তাদের আত্মীয়দের নামে ঋণ প্রদান, নগদ হিসাবে ঋণ প্রদান, ‘জেড’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার ক্রয়ে ঋণ প্রদান এবং গ্রাহকদের সমন্বিত হিসাব থেকে প্রতিষ্ঠানের এমডির টাকা উত্তোলনের মাধ্যমে সিকিউরিটিজ আইন অমান্য করেছে। তাই এ মো. ফখরুল ইসলাম সিকিউরিটিজকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

আজম সিকিউরিটিজ গ্রাহকদের সমন্বিত হিসাবে ঘাটতি রাখা, অনুমোদিত প্রতিনিধিদের নামে বিও হিসাব খোলা, পরিচালক ও তাদের আত্মীয়দের হিসাবে ঋণ প্রদান এবং ‘জেড’ ক্যাটাগরির কোম্পানির শেয়ারে ঋণ প্রদান করার মাধ্যমে আইন অমান্য করেছে। তাই এ সিকিউরিটিজ হাউজকে ৫ লাখ টাকা জরিমানা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আর সায়া সিকিউরিটিজ লিমিটেড গ্রাহকদের সমন্বিত হিসাবে ঘাটতি রাখা, আর্থিক বিবরণীতে মিথ্যা তথ্য প্রদান, নগদ হিসাবে ঋণ প্রদান এবং ‘জেড’ ক্যাটাগরির শেয়ারে ঋণ প্রদান করার মাধ্যমে আইন অমান্য করেছে। তাই এ প্রতিষ্ঠানটিকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

৯ মাসে ইপিএস ও ন্যাভ প্রকাশ করবে ওয়েষ্টার্ণ মেরিন

westernস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি ওয়েষ্টার্ণ মেরিন শিপইয়ার্ড লিমিটেড অর্থ বছরের প্রথম ৯ মাসের শেয়ার প্রতি আয় ও সম্পদের পরিমাণ জানাবে। আজ ১৩ সেপ্টেম্বর আহবান করা হয়েছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০১৬ সালের জুলাই হতে ২০১৭ সালের মার্চ পর্যন্ত ৯ তিন প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

প্রকৌশল খাতের কোম্পানিটির বোর্ড সভা এদিন বেলা তিনটায় চট্টগ্রামে নিজস্ব প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

এ সভায় কোম্পানিটি তিন প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

চারজন পারিবারিক পরিচালক রাখার বিধান রেখে সংশোধন বিল উত্থাপন

perlaবিশেষ প্রতিবেদক :

ব্যাংক কোম্পানিতে একক পরিবারের দু’জনের স্থলে চারজনকে পরিচালক করার বিধানের প্রস্তাব করে গতকাল মঙ্গলবার সংসদে ব্যাংক কোম্পানী সংশোধন বিল-২০১৭ উত্থাপন করা হয়েছে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বিলটি উত্থাপন করেন।

বিলে বিদ্যমান ব্যাংক কোম্পানী আইনের ধারা ৩-এর উপধারা (৩)-এর সংশোধনের প্রস্তাব করা হয়েছে। এছাড়া বিদ্যমান আইনের ধারা ৭-এর উপধারা (৩)-এর সংশোধনের প্রস্তাব করা হয়েছে।

বিলে একইভাবে বিদ্যমান আইনের ধারা ৮-এর শতাংশের দফা (ক)-তে উল্লেখিত ধারা-২৬ (১)-এর সংশোধনের প্রস্তাব করা হয়েছে। এছাড়া বিদ্যমান আইনের ধারা ১৫-এর উপধারা ৪-এ উল্লেখিত প্রধান নির্বাহী কর্মকর্তা শব্দগুলোর পর নির্বাচন বা ক্ষেত্রমত মনোনয়নের পর শব্দগুলো সন্নিবেশিত করার প্রস্তাব করা হয়।

বিলে বিদ্যমান আইনের ধারা ১৫-এর উপধারা ১০-এ উল্লেখিত দু’জনের শব্দটির পরিবর্তে চারজনের শব্দটি প্রতিস্থাপনের প্রস্তাব করা হয়েছে। এর ফলে বিলে ব্যাংক কোম্পানীর কোন একক পরিবারের দু’জন পরিচালক রাখার বিদ্যমান বিধান সংশোধন করে চারজন করার বিধানের প্রস্তাব করা হয়েছে।

পরীক্ষা-নিরীক্ষা করে ২ মাসের মধ্যে সংসদে রিপোর্ট প্রদানের জন্য অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে প্রেরণ করা হয়েছে।

এছাড়া আজ সংসদে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বাংলাদেশ সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশনের বার্ষিক প্রতিবেদন ২০১৫-২০১৬ উপস্থাপন করেন। পাশাপাশি অর্থমন্ত্রী ৭৯টি অডিট ও হিসাব রিপোর্ট উপস্থাপন করেন।

স্টকমার্কেটবিডি.কম/এমএ