ইষ্টার্ণ হাউজিংয়ের শেয়ারহোল্ডারদের লভ্যাংশ ঘোষণা

ehl-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সেবা ও আবাসন শিল্প খাতের কোম্পানি ইষ্টার্ণ হাউজিং লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য ২২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার অনুষ্ঠিত বোর্ড সভায় ৩০ জুন ২০১৭ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে এই লভ্যাংশ দিয়েছে কোম্পানির পরিচালনা বোর্ড।

আগামী ৮ নভেম্বর কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। আর রেকর্ড ডেট নির্ধারণ হয়েছে ১১ অক্টোবর ।

গত বছর কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে (ইপিএস) ২.৩৩ টাকা। আর শেয়ার প্রতি সম্পদমূল্য (ন্যাভ) দাঁড়িয়েছে ৫৮.৮৭ টাকা। এই বছর এনওসিএফপিএস দাঁড়িয়েছে ১২.০৩ টাকা।

আগের বছর এই কোম্পানি শেয়ারহোল্ডারদেরকে ১৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ দেয়।

স্টকমার্কেটবিডি.কম/মোদক

বৃহস্পতিবারও লেনদেনের শীর্ষে লংকাবাংলা ফাইন্যান্স

lankaস্টকমার্কেট ডেস্ক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টানা দ্বিতীয় দিনের মত আজ লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় শীর্ষে রয়েছে লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড। আর লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির ৬টিই ব্যাংকিং খাতের। বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসইর তথ্য অনুযায়ী, এদিন লংকাবাংলা ফাইন্যান্সের ২ হাজার ২২৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার দর ৩৮ কোটি ৮ লাখ টাকা। সর্বোচ্চ দর ছিল ৬৪.৫০ টাকা। সর্বনিম্ন দর ছিল ৬৩.২০ টাকা। আর সর্বশেষ ৬৩.৫০ টাকায় লেনদেন হয়।

লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে স্কয়ার ফার্মাসিটিক্যালস লিমিটেড। এদিন কোম্পানিটির ৩ হাজার ৩০৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার দর ৩২ কোটি ১ লাখ টাকা। সর্বোচ্চ ৩১৯.৮০ টাকা। সর্বনিম্ন দর ছিল ৩০৬.৯০ টাকা। আর সর্বশেষ ৩০৭.১০ টাকায় লেনদেন হয়।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে ফার্স্ট সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড। এদিন কোম্পানিটির ২ হাজার ৪৮১টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার দর ৩১ কোটি ৪০ লাখ টাকা। সর্বোচ্চ ১৬.৮০ টাকা। সর্বনিম্ন দর ছিল ১৬ টাকা। আর সর্বশেষ ১৬.১০ টাকায় লেনদেন হয়।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সিটি ব্যাংক লিমিটেডের বাজার দর ২৯ কোটি ৬৬ লাখ টাকা,  প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের বাজার দর ২৫ কোটি ১৭ লাখ, রূপালী ব্যাংক লিমিটেডের বাজার দর ২৩ কোটি ৮৩ লাখ,  ব্রেক্সিকো ফার্মাসিটিক্যালস লিমিটেডের বাজার দর ২০ কোটি ৮৩ লাখ টাকা, সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের বাজার দর ২০ কোটি ৭৩ লাখ টাকা, সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের বাজার দর ২০ কোটি ১১ লাখ টাকা ও মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের বাজার দর ১৯ কোটি ৬৬ লাখ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/সোনিয়া/মোদক.

‘চাল নিয়ে চালবাজি শুরু করেছে ব্যবসায়ী ও মিল মালিকরা‌’

kamrul minবিশেষ প্রতিবেদক :

চালের কেজি ৭০ থেকে ৮০ টাকায় ওঠানোর চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সচিবালয়ে খাদ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এক জরুরি সভায় তিনি এ কথা বলেন। এসময় চালের দামের ঊর্ধ্বগতির জন্য অসাধু ব্যবসায়ীদের দায়ী করেন তিনি।

খাদ্যমন্ত্রী বলেন, ‘চালের কেজি ৭০ থেকে ৮০ টাকায় ওঠানোর চেষ্টা হচ্ছে। এটি হতে পারে না। চালের মূল্য বৃদ্ধির পর আমরা ট্যাক্স তুলে দিলাম।এরপর ভারত থেকে ৬ লাখ টন চাল আমদানি হয়েছে, যা ব্যবসায়ী ও আড়তদারদের কাছে আছে। তারপরও চাল নিয়ে রাজনীতি হচ্ছে। সরকারকে বিব্রত করাই এর উদ্দেশ্য।’

এসময় চালের দামের ঊর্ধ্বগতির জন্য অসাধু ব্যবসায়ীদের দায়ী করেন তিনি আরও বলেন, ‘দেশের কিছু অসাধু চাল ব্যবসায়ী ও মিল মালিক চাল নিয়ে চালবাজি শুরু করেছে। প্রতি মণ ধান উৎপাদনে কৃষকের খরচ হয় ৮০০ থেকে ৮৫০ টাকা। তিনি যদি প্রতি মণ ধান এক হাজার টাকায় বিক্রি করতে না পারেন তাহলে কীভাবে চলবে? কিন্তু তাই বলে চালের দাম কি ৭০-৮০ টাকায় উঠবে?’

সারাদেশে চাল নিয়ে চালবাজি ও রাজনীতি চলছে দাবি করে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, ‘উদ্দেশ্যমূলকভাবে দেশকে একটি অস্থির পরিস্থিতির দিকে ঠেলে দিতে সুক্ষ্ম কারচুপি হচ্ছে। সরকারকে বিব্রত করার চেষ্টা চলছে। মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে।’

এ বছর ধানের উৎপাদন প্রসঙ্গে তিনি আরও বলেন,‘আমরা এক কোটি ৯১ লাখ টন বোরো ফসল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিলাম। বন্যায় হাওরে নষ্ট হয়েছে ছয় থেকে ১০ লাখ মেট্রিক টন। এছাড়াও সারা দেশের ধানক্ষেতে ব্লাস্টসহ নানা কারণে আরও ১০-১১ লাখসহ বোরো ফসলসহ সর্বোচ্চ ২১ লাখ টন ধান নষ্ট হয়েছে । এ মুহূর্তে এক কোটি ৭০ লাখ টন বোরো ফসল ঘরে এসেছে। এবার আউশ ধান উৎপাদন হয়েছে ২২ লাখ মেট্রিক টন। বোরো ও আউশসহ আমরা এক কোটি ৯২ লাখ টন ধান পেয়েছি। ’

এদিকে দেশে চালের চাহিদা ও মজুদ প্রসঙ্গে মন্ত্রী জানান, আমরা প্রতিদিন ৮৫ হাজার মেট্রিক টন চাল খাই। গত ১৫ মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত চার মাসে আমরা এক কোটি দুই লাখ টন চাল খেয়েছি। এরপরও আমাদের প্রায় এক কোটি টন মজুদ চাল আছে। এ চাল মিল মালিক, ব্যবসায়ী, বাজার ও ভোক্তার ঘরে আছে।

এ মৌসুমে বোরো ফসল সংগ্রহের ব্যাপারে তিনি বলেন, ‘এবার লক্ষ্য অনুযায়ী আমরা সরকারের গোডাউনে বোরো ফসল সংগ্রহ করতে পারিনি। কারণ আমরা চালের দর নির্ধারণ করেছিলাম ৩৪ টাকা। কিন্তু সেই দরে চাল আমরা পাইনি। ১২ লাখ টন বোরো সংগ্রহ করতে চেয়েছিলাম, পেয়েছি মাত্র ২ লাখ টন। এজন্যই আমাকে আমদানির পথ খুঁজে নিতে হয়েছে। এছাড়া আমার আর কী পথ ছিল? আমার তো মজুদ নেই। লক্ষ্যমাত্রা অনুযায়ী চাল সংগ্রহ করতে পারলে মজুদ ভালো থাকতো।’

স্টকমার্কেটবিডি.কম/এমএ

সিএসই-৫০ ইনডেক্সে প্রাইম ব্যাংক ও হেইডেলবার্গ সিমেন্ট অর্ন্তভুক্ত

CSE-Final-Logoস্টকমার্কেট ডেস্ক :

সিএসই তালিকাভূক্ত কোম্পানীগুলোর পারফরমেন্স পর্যালোচনার ভিত্তিতে সিএসই-৫০ ইনডেক্স চুড়ান্ত করা হয়েছে। নতুন করে যে কোম্পানী যুক্ত হয়েছে সেই সকল কোম্পানী গুলো হলো- প্রাইম ব্যাংক লিমিটেড এবং হেইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেড।

নিম্ন বর্নিত ৫০টি কোম্পানীকে সিএসই-৫০ ইনডেক্সের জন্য চূড়ান্ত করা হয়। এটি কার্যকরী হবে ২৪ সেপ্টেম্বর  ২০১৭ তারিখ থেকে। খবর : বিজ্ঞপ্তি।

চূড়ান্ত ৫০- ইনডেক্স এর কোম্পানীগুলো হলো : স্কয়ার ফার্মাসিটিক্যালস লি:, গ্রামীনফোন লিমিটেড, বেক্সিমকো ফার্মাসিটিক্যালস্ লি:, ব্র্যাক ব্যাংক লি:,  ইসলামী ব্যাংক বাংলাদেশ লি:, অলেম্পিক ইন্ডাসট্রিজ লি:, লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেড, দি সিটি ব্যাংক লি:, বেক্সিমকো লি:,  ন্যাশনাল ব্যাংক লি:, পূবালী ব্যাংক লি:, ইউসিবিএল, ইর্স্টান ব্যাংক লি:, সামিট পাওয়ার লি:, প্রাইম ব্যাংক লিমিটেড, তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী লি:, লংকা বাংলা ফাইন্যান্স লি:, আইডিএলসি ফাইন্যান্স লি:,  আল-আরাফাহ ইসলামী ব্যাংক, ওয়ান ব্যাংক লি:, এসিআই লি:, এমজিএল বাংলাদেশ লি:, সাউথইস্ট ব্যাংক লি:,  হেইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেড, এক্সিম ব্যাংক লি:, পদ্মা অয়েল কোম্পানী লি:, যমুনা অয়েল কোম্পানী লি:, স্যোশাল ইসলামী ব্যাংক লি:, বিএসআরএম স্টিলস লি:, মেঘনা পেট্রোলিয়াম লি:,

মার্কেন্টাইল ব্যাংক লি:, উত্তরা ব্যাংক লি:,ব্যাংক এশিয়া লি:, ওরিয়ন ফার্মা লি:, এবি ব্যাংক লি:, এনসিসি ব্যাংক লি:, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লি:, ঢাকা ব্যাংক লি:, ইউনিক হোটেল এন্ড রিসোটর্স লি:, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড, ডেসকো লি:, খুলনা পাওয়ার কোম্পানী লি:, জিপিএইচ ইস্পাত লি:, আইএফআইসি ব্যাংক লি:, শাহজালাল ইসলামী ব্যাংক লি:, ইউনাইটেড পাওয়ার জেনারেশন এন্ড ডিস্ট্রিবিউশন কো: লি:, বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস্ লি:, স্ট্যান্ডার্ড ব্যাংক লি:, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানী লি:, এবং আরএকে সিরামিকস্ (বাংলাদেশ) লি:।

এখানে উল্লেখ্য যে, সিএসই-৫০ ইনডেক্সভূক্ত কোম্পানীগুলোর বাজার মূলধন বাজারের মোট নিবন্ধিত কোম্পিানীগুলোর বাজার মূলধনের শতকরা প্রায় ৬১.৫ ভাগ এবং ফ্রি ফ্লোট বাজার মূলধন সকল নিবন্ধিত কোম্পিানীগুলোর ফ্রি ফ্লোট মূলধনের শতকরা প্রায় ৬৪.৭ ভাগ।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

পোশাকশিল্পের সামগ্রী নিয়ে তিন দিনের মেলা শুরু

melaচট্টগ্রাম প্রতিনিধি :

পোশাকশিল্পে ব্যবহৃত আধুনিক যন্ত্রপাতি, প্রয়োজনীয় কাঁচামাল, গার্মেন্টস এক্সেসরিজ, ফেব্রিকসসহ বিভিন্ন সামগ্রীর মেলা বসেছে নগরীর জিইসি কনভেনশন সেন্টারে। গতকাল বুধবার দুপুরে ‘গার্মেনটেক চিটাগং-২০১৭’ নামে তিন দিনব্যাপী এই মেলা শুরু হয়েছে।

মেলায় বিশ্বের ১০টি দেশের শতাধিক প্রতিষ্ঠান পোশাকশিল্পের বিভিন্ন সামগ্রী প্রদর্শন করছে। বাংলাদেশ ও ভারতের যৌথ মালিকানাধীন কোম্পানি এএসকে ট্রেড অ্যান্ড এক্সিবিশন প্রাইভেট লিমিটেড এই মেলার আয়োজন করে। প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর প্রথম সহসভাপতি মইনুদ্দিন আহমেদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পোশাক খাতের সরঞ্জাম প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএপিএমইএর সভাপতি আবদুল কাদের খান, এএসকে ট্রেড অ্যান্ড এক্সিবিশনের পরিচালক টিপু সুলতান ভূঁইয়া, নন্দ গোপাল প্রমুখ।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশ দ্বিতীয় সর্বোচ্চ তৈরি পোশাকশিল্প রপ্তানিকারক দেশ। তাই এ মেলা পোশাকশিল্প উদ্যোক্তাদের জন্য গুরুত্বপূর্ণ। পোশাকশিল্পে ব্যবহৃত যন্ত্রপাতি, সরঞ্জাম, ফেব্রিকসসহ বিভিন্ন পণ্য এক ছাতার নিচে পাওয়া যাবে। এ মেলা থেকে পোশাকশিল্পের মালিকেরা যন্ত্রপাতি, সুতা, বোতাম ইত্যাদি পণ্যের গুণগত মান, দাম সম্পর্কে ধারণা নিতে পারবেন।

মেলায় বাংলাদেশ, ভারত, চীন, তাইওয়ান, হংকং, সিঙ্গাপুর, জাপান, কোরিয়া, জার্মানিসহ বিভিন্ন দেশের পণ্যসামগ্রী নিয়ে শতাধিক স্টল রয়েছে। মেলা চলবে কাল শুক্রবার পর্যন্ত।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

বিমা পরিচালকের শেয়ার হস্তান্তর সম্পন্ন

central-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি সেন্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের একজন পরিচালক শেয়ার হস্তান্তর সম্পন্ন করেছেন। বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, শাহবিরুল কবির নামের এই পরিচালকের হাতে থাকা ১২ লাখ ৪ হাজার ৯৯১টি শেয়ারের মধ্যে ৫০ হাজার শেয়ার তার পিতা কবির আহমেদকে হস্তান্তর করেন।

ডিএসই জানায়, লেনদেনের পদ্ধতির বাইরে উপহার হিসেবে তার ঘোষণার ৩০ কার্যদিবসের মধ্যে এই হাতবদল প্রক্রিয়া সম্পন্ন করলেন। এর আগে গত ৩১ আগস্ট তিনি এই সংখ্যক শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

বিআইএফসির এজিএমের স্থান নির্ধারণ

bifcস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানখাতের কোম্পানি বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেডের বার্ষিক সাধারণ সভার (এজিএম) স্থান নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানির এজিএমটি ঢাকার রমনা ইস্কাটন গার্ডেন, পুলিশ কনভেনশন হলে ২০ সেপ্টেবর বেলা ১০টায় অনুষ্ঠিত হবে। আর পূর্বের দেওয়া সকল তথ্য অপরিবর্তিত থাকবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

২টি মিউচ্যুয়াল ফান্ডের নগদ লভ্যাংশ বিতরণ

mutualfundsস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত মিউচ্যুয়াল ফান্ড খাতের কোম্পানি এনএলআই ফাস্ট মিউচ্যুয়াল ফান্ড ও সাউথইস্ট ব্যাংক ১ম মিউচ্যুয়াল ফান্ডের ঘোষিত নগদ লভ্যাংশ বিইএফটিএনের মাধ্যমে শেয়ার বিনিয়োগকারীদের বিও একাউন্টে জমা হয়েছে। বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

যাদের বিইএফটিএন একাউন্টে লভ্যাংশ যায়নি তাদেরকে গ্রাহক একাইন্টস চেক প্রদান করা হচ্ছে। ইউনিট হোল্ডারদের ২১ সেপ্টেম্বরের মধ্যে কোম্পানির অফিস থেকে চেক সংগ্রহের অনুরোধ জানানো হয়েছে।

৩০ জুন ২০১৭ সালের সমাপ্ত হিসাব বছরে ফান্ড দুইটি যথাক্রমে শেয়ারহোল্ডারদের জন্য ১৫ ও ১৩.৫০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

উল্লেখ্য, ফান্ড দুইটির বার্ষিক ট্রাস্টি সভা (এজিএম) গত ২৫ জুলাই অনুষ্ঠিত হয়েছে। রেকর্ড ডেট ছিল গত ২২ আগস্ট।

স্টকমার্কেটবিডি.কম/মোদক.

  1. লংকাবাংলা ফাইন্যান্স
  2. স্কয়ার ফার্মাসিটিক্যালস
  3. ফার্স্ট সোস্যাল ব্যাংক
  4. সিটি ব্যাংক
  5. প্রিমিয়ার ব্যাংক
  6. রূপালী ব্যাংক
  7. ব্রেক্সিকো ফার্মা
  8. সিঙ্গার বিডি
  9. সিআইবিএল
  10. মার্কেন্টাইল ব্যাংক।

ডিএসইতে লেনদেন ২১ শতাংশ কমেছে, সিএসইতে বেড়েছে ৯৯ শতাংশ

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় কোম্পানির শেয়ারদর বাড়লেও লেনদেন ৩০০ কোটি ১৫ লাখ  টাকা বা ২১.০৮ শতাংশ কমেছে। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ১১২৪ কোটি ২১ লাখ টাকার শেয়ার। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সব ধরনের সূচকের প্রবণতায় কোম্পানির শেয়ারদর বাড়ার পাশাপাশি লেনদেন ৭৭৬ কোটি ৪১ লাখ টাকা বা ৯৯.৪৮ শতাংশ বেড়েছে। এদিন সেখানে লেনদেন হয়েছে ১৫৫ কোটি ৩২ লাখ টাকার শেয়ার।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়। ডিএসই সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার দেশের প্রধান শেয়ারবাজার ডিএসইতে দিন শেষে ১১২৪ কোটি ২১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা গতকালের চেয়ে ৩০০ কোটি ১৫ লাখ  টাকা বা ২১.০৮ শতাংশ কমেছে। গতকাল বুধবার লেনদেন হয়েছিল ১৪২৪ কোটি ৩৬ লাখ টাকা।

এদিন প্রধান সূচক ডিএসইএক্স ১৯.৩৩ পয়েন্ট বেড়ে পয়েন্টে অবস্থান করছে ৬২০৩ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ১২.৯৭ বেড়ে ১৩৮৫ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই-৩০ সূচক ১৩.০৫ বেড়ে ২২২৫ পয়েন্টে অবস্থান করছে। এদিনডিএসইতে লেনদেনকৃত ৩৩২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৮২টির, কমেছে ১১২টির ও অপরিবর্তিত ছিল ৩৮টির দর।

এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির মধ্যে রয়েছে– লংকাবাংলা ফাইন্যান্স, স্কয়ার ফার্মাসিটিক্যালস, ফার্স্ট সোস্যাল ব্যাংক, সিটি ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, রূপালী ব্যাংক, ব্রেক্সিকো ফার্মা, সিঙ্গার বিডি, সিআইবিএল ও মার্কেন্টাইল ব্যাংক।

এদিকে, আজ বৃহস্পতিবার দিনশেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ১৫৫ কোটি ৩২ লাখ টাকার লেনদেন হয়েছে। যা গতকালের চেয়ে ৭৬ কোটি ৪১ লাখ টাকা বা ৯৯.৪৮ শতাংশ বেশি। গতকাল বুধবার এই লেনদেন ছিল ৭৭ কোটি ৮৬ লাখ টাকা ।

এদিন দিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৭২.৫৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ২৫৪ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয় ২৬৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৪৮টির, কমেছে ৯৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টির।

এদিন সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল সিআইবিএল ও ব্রেক্সিকো ফার্মা।

স্টকমার্কেটবিডি.কম/মোদক.