চট্টগ্রামে আরএসআরএমের এজিএম ১২ অক্টোবর

RSRMস্টকমার্কেট ডেস্ক :

সমাপ্ত ২০১৭ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, লভ্যাংশ, রাইট শেয়ার ইস্যু ও অন্যান্য এজেন্ডা বাস্তবায়নে ১২ অক্টোবর বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও বিশেষ সাধারণ সভার (ইজিএম) আহ্বান করেছে রতনপুর স্টিল রি-রোলিং মিলস (আরএসআরএম) লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, চট্টগ্রামের স্মরণিকা কমিউনিটি সেন্টারে ওইদিন বেলা ১১টায় এজিএম ও দুপুর ১টায় ইজিএমটি অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট ১৯ সেপ্টেম্বর।

নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সর্বশেষ হিসাব বছরের জন্য বিনিয়োগকারীদের ৫ শতাংশ নগদ ও ১৭ শতাংশ স্টক লভ্যাংশ দেয়ার সুপারিশ করেছে আরএসআরএমের পরিচালনা পর্ষদ। কোম্পানির পরিশোধিত মূলধন বাড়াতে রাইট শেয়ার ইস্যুরও সিদ্ধান্ত নিয়েছে আরএসআরএমের পর্ষদ।

বিদ্যমান প্রতি তিনটি শেয়ারের বিপরীতে দুটি রাইট শেয়ার ইস্যুর সিদ্ধান্ত নেয়া হয়েছে। ১৫ টাকা প্রিমিয়ামসহ প্রতিটি রাইট শেয়ারের মূল্য দাঁড়াবে ২৫ টাকা। তবে এ সিদ্ধান্ত বাস্তবায়নে শেয়ারহোল্ডারদের অনুমোদনের পর নিয়ন্ত্রক সংস্থার অনুমতি প্রয়োজন হবে কোম্পানিটির। মূলধন বাজানোর পরিকল্পনা বাস্তবায়নে এরই মধ্যে কোম্পানির অনুমোদিত মূলধন ১০০ কোটি থেকে বাড়িয়ে ৫০০ কোটিতে উন্নীত করছে আরএসআরএম।

স্টকমার্কেটবিডি.কম/মোদক

রবিবার থেকে স্পট মার্কেটে যাচ্ছে আরএসআরএম স্টিল

RSRMস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি রতনপুর স্টিল রি-রোলিং মিলস্‌ লিমিটেড আগামীকাল রবিবার থেকে দুই দিন স্পট মার্কেটে যাচ্ছে। বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা যায়, কোম্পানিটি আগামী ১৭ হতে ১৮ সেপ্টেম্বর টানা ২ কার্যদিবসে স্পট মার্কেটে লেনদেন করবে । এজিএম ও ইজিএমের জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৯ সেপ্টেম্বর। এদিন কোম্পানির লেনদেন বন্ধ থাকবে। প্রস্তাবিত রাইট শেয়ার অনুমোজনের জন্য আরেকটি রেকর্ড ডেটের তারিখ বিএসইসির কাছ থেকে অনুমোদনপত্র প্রাপ্তির পর নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/মোদক.

আরো ৬ ইসলামী ব্যাংকিং উইন্ডোর অনুমোদন পেল সোনালী ব্যাংক

sonali-smbdবিশেষ প্রতিবেদক :

আরো ছয়টি ইসলামী ব্যাংকিং উইন্ডো খোলার অনুমোদন পেয়েছে রাষ্ট্র খাতের সবচেয়ে বড় ব্যাংক সোনালী ব্যাংক। জুলাই মাসের প্রথম সপ্তাহে ব্যাংকটি ১৬টি ইসলামী ব্যাংকিং উইন্ডো খোলার অনুমোদনের জন্য বাংলাদেশ ব্যাংকের কাছে আবেদন করেছিল। গত মঙ্গলবার নতুন করে আরো ছয়টি ইসলামী ব্যাংকিং ইউন্ডো খোলার অনুমোদন দেওয়া হয় ব্যাংকটিকে। বর্তমানে সোনালী ব্যাংকের পাঁচটি শাখায় প্রচলিত ধারার ব্যাংকিংয়ের পাশাপাশি ইসলামী ব্যাংকিং উইন্ডো চালু রয়েছে। নতুন করে ৬টি ‘উইন্ডো’ খোলার অনুমোদনের মধ্য দিয়ে ব্যাংকটির ইসলামী ব্যাংকিং উইন্ডোর সংখ্যা দাঁড়াল ১১টিতে।

সোনালী ব্যাংকের ঢাকার ওয়েজ আর্নার্স করপোরেট, চট্টগ্রামের আগ্রাবাদ করপোরেট, খুলনা করপোরেট, বগুড়া করপোরেট ও সিলেটের দরগাহ গেট করপোরেট শাখায় ইসলামী ব্যাংকিং উইন্ডো রয়েছে।

নতুন করে ইসলামী ব্যাংকিং উইন্ডো খোলার অনুমোদন চাওয়া হয় রংপুর করপোরেট, নোয়াখালী, বরিশাল করপোরেট, সাতক্ষীরা, কুমিল্লা করপোরেট, টাঙ্গাইল, কুষ্টিয়া, দিনাজপুর, মৌলভীবাজার, রাজশাহী করপোরেট, ময়মনসিংহ করপোরেট, যশোর করপোরেট, পাবনা, ঢাকার চকবাজার করপোরেট, কক্সবাজার ও চট্টগ্রামের বহদ্দারহাট শাখায়।

সোনালী ব্যাংকের এমডি ওবায়েদ উল্লাহ আল মাসুদ স্বাক্ষরিত আবেদনে বলা হয়েছে, ইসলামী ব্যাংকিং মানসিকতার গ্রাহকদের চাহিদা বিবেচনায় ইসলামী ব্যাংকিং ব্যবসার কর্মপরিধি বাড়াতে ব্যাংকের পরিচালনা পর্ষদ ১৬টি শাখায় ইসলামী উইন্ডো খোলার অনুমতি দিয়েছে। ব্যাংকটির পাঁচটি শাখায় আলাদা উইন্ডোর মাধ্যমে ইসলামী ব্যাংকিং কার্যক্রম শুরুর পর থেকে আমানত, বিনিয়োগ, মুনাফা ও গ্রাহকসংখ্যা বেড়েছে। এখন নতুন এসব শাখায় প্রচলিত ব্যাংকিং কার্যক্রমের পাশাপাশি ইসলামী ব্যাংকিং উইন্ডো খোলার অনুমতি দেওয়া হলে এ কার্যক্রম আরো গতিশীল হবে। এ ছাড়া ধর্মপ্রাণ জনগোষ্ঠী শরিয়াহভিত্তিক ব্যাংকিংয়ে সম্পৃক্ত হওয়ার সুযোগ পাবে।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, গত জুন পর্যন্ত দেশে ৫৭টি ব্যাংকের মধ্যে পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংকিং করছে আটটি ব্যাংক। এ ব্যাংকগুলোর শাখার সংখ্যা ১০৬৮টি। এ ছাড়া ১৬টি প্রচলিত ধারার ব্যাংক ৪৪টি ইসলামী ব্যাংকিং উইন্ডো বা শাখা খুলে ইসলামী ব্যাংকিং সেবা দিচ্ছে।

জানা গেছে, প্রচলিত ধারার ব্যাংক হিসেবে কার্যক্রম শুরু করলেও এখন পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংকিংয়ে রূপান্তরের জন্য বেসরকারি খাতের স্ট্যান্ডার্ড, যমুনা, এনসিসি, আইএফআইসি ও সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক বাংলাদেশ ব্যাংকে আবেদন করে রেখেছে। বর্তমানে পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংকিং হিসেবে কার্যক্রম পরিচালনা করছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক, শাহ্জালাল ইসলামী ব্যাংক, এক্সিম, এসআইবিএল, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় চলছে লেনদেন

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় চলছে লেনদেন ও অধিকাংশ কোম্পানির শেয়ারদর বাড়ছে। প্রথম পৌনে দুই ঘন্টায় ডিএসইতে লেনদেন হয়েছে ৪৯৭ কোটি ৯১ লাখ টাকার শেয়ার। আর সোয়া দুই ঘন্টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সব ধরনের সূচকের প্রবণতায় ঊর্ধ্বমুখী চলছে লেনদেন ও অধিকাংশ কোম্পানির শেয়ারদর বাড়ছে।। এসময় সেখানে লেনদেন হয়েছে ১২ কোটি ২১ লাখ টাকার শেয়ার। সিএসইতে ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসই সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর ১২টা ১০মিনিট পর্যন্ত দেশের প্রধান শেয়ারবাজার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৩৭ পয়েন্ট বেড়ে ৬২২১ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই শরিয়াহ সূচক ১৪.২৮ বেড়ে ১৩৮৬ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই-৩০ সূচক ১৫.২৩ পয়েন্ট বেড়ে ২২২৭ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে এসময় লেনদেন ৪৯৭ কোটি ৯১ লাখ টাকার শেয়ার। ডিএসইতে লেনদেনকৃত ৩২০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার এ সময়ে দর বেড়েছে ১৯৭টির, কমেছে ৭৭টির ও অপরিবর্তিত ছিল ৪৬টির দর।

এদিকে দেশের আরেক শেয়ারবাজার সিএসইতে ১২টা ৪৩ মিনিটে সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৮৯.২১ পয়েন্ট বেড়ে ১৯ হাজার ২৭১ পয়েন্টে অবস্থান করছে। এসময় লেনদেন হয়েছে ২৮ কোটি ৮২ লাখ টাকার শেয়ার। সিএসইতে এ সময়ে লেনদেনকৃত ২২১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারদর বেড়েছে ১১৮টির, কমেছে ৬৭টির ও অপরিবর্তিত ছিল ৩৬টির দর।

স্টকমার্কেটকবিডি.কম/এমএ/মোদক.

ডিএসই’র নোটিশের জবাব দিল প্রভাতী ইন্স্যুরেন্স

provati-smbdস্টকমার্কেট ডেস্ক :

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) পাঠানো কারণ দর্শানোর নোটিশের জবাব দিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। বৃহস্পতিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

সিএসই সূত্রে জানা যায়, ১ মাসের ব্যধবানে কোম্পানির শেয়ার দর বেড়েছে ২৮১৬ শতাংশ। গত ১৬ আগস্ট কোম্পানির শেয়ার দর ছিল ৩০ টাকা। গত ১৩ সেপ্টেম্বর সর্বশেষ তা ৮৭৫ টাকার উপরে লেনদেন হয়েছে।

কোম্পানিটির শেয়ারের এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে সিএসই। তবে দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোন তথ্য কি ১৩ সেপ্টেম্বর তা জানতে কোম্পানিটিকে কারণ দর্শানোর নোটিশ পাঠায় সিএসই।

এ সময় প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্প্রতি শেয়ারটির দর বৃদ্ধির পেছনে মূল্য সংবেদনশীল অপ্রকাশিত কোন তথ্য তাদের কাছে নেই।

স্টকমার্কেটবিডি.কম/এম/মোদক.

পূবালী ব্যাংকের ৩ পরিচালকের শেয়ার ক্রয়-বিক্রয়ের ঘোষণা

pubaliস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি পূবালী ব্যাংক লিমিটেডের তিন পরিচালক শেয়ার ক্রয়-বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

আজিজুর রহমান কোম্পানির পরিচালকদের একজন তার মোট ২ কোটি ৩৯ লাখ ৬৭ হাজার ৭২৯টি শেয়ারের মধ্যে ৩৩ লাখ শেয়ার বিক্রয়ের আগ্রহ প্রকাশ করেছেন।

করপোরেট পরিচালকদের মধ্যে দ্যাট’ স ইট ফ্যাশনস লিমিটেড ৩০ লাখ শেয়ার শেয়ার চলমান বাজার দরে ক্রয়ের আগ্রহ প্রকাশ করেছে।

আরেক করপোরেট পরিচালক আব্দুল রাজ্জাক মন্ডল (দ্যাট’ স ইট ফ্যাশনস লিমিটেডের মনোনীত) ৩ লাখ শেয়ার শেয়ার চলমান বাজার দরে ক্রয়ের আগ্রহ প্রকাশ করেছেন।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয়-বিক্রয় করা হবে বলে ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়।

এ তিন পরিচালক এসব শেয়ার চলমান বাজার দরে পাবলিক মার্কেটে ক্রয়-বিক্রয় করবেন।

স্টকমার্কেটবিডি.কম/মোদক.