কলকাতায় বিমসটেক প্রদর্শনী শুরু আজ

bimstecবিশেষ প্রতিবেদক :

ভারতের কলকাতায় আজ শুক্রবার শুরু হচ্ছে বিমসটেক প্রদর্শনী ২০১৭। এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। এ লক্ষ্যে গতকাল বৃহস্পতিবার তিনি কলকাতার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে তিন দিনব্যাপী এই প্রদর্শনী অনুষ্ঠিত হবে। ভারতের পররাষ্ট্রবিষয়ক মন্ত্রণালয়ের সহায়তায় ইন্ডিয়ান চেম্বার অব কমার্স (আইসিসি) এই প্রদর্শনীর আয়োজন করেছে। পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধান অতিথি হিসেবে এই প্রদর্শনীর উদ্বোধন করবেন। ভারত সরকার ও ইন্ডিয়ান চেম্বার অব কমার্সের আমন্ত্রণে অনুষ্ঠানে শিল্পমন্ত্রী সম্মানিত অতিথি হিসেবে যোগ দিচ্ছেন।

বিমসটেক হলো দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর একটি আঞ্চলিক অর্থনৈতিক জোট। বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মিয়ানমার ও থাইল্যান্ড এর সদস্য। বিশ্বের মোট জনসংখ্যার শতকরা ২১ ভাগ মানুষ জোটভুক্ত দেশগুলোতে বাস করছে। দেশগুলোর সমষ্টিগত জিডিপির পরিমাণ ৭৫ হাজার কোটি মার্কিন ডলার।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

আগস্ট মাসে বিদেশী বিনিয়োগকারীদের পোর্টফোলিওতে লেনদেন কম

index smbdবিশেষ প্রতিবেদক :

চলতি বছরের আগস্ট মাসে শেয়ারবাজারে বিদেশী বিনিয়োগকারীদের পোর্টফোলিওতে লেনদেন কমেছে। জুলাই মাসের তুলনায় আগস্টে লেনদেন কমেছে ২০.৬৭ শতাংশ। এ মাসে পুঁজিবাজারে বিদেশীরা মোট লেনদেন করেছে ৮৩২ কোটি ৭৪ লাখ টাকা। যা এর আগের মাস জুলাইয়ে ছিল ১ হাজার ৪৯ কোটি ৭৯ লাখ টাকা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগস্ট মাসে বিদেশী বিনিয়োগকারীদের পোর্টফোলিওতে ৪৩২ কোটি ২১ লাখ টাকার শেয়ার কেনা হয়েছে। যা জুনে ছিল ৬২৫ কোটি ৮ লাখ টাকা। সেই হিসেবে জুলাই মাসে শেয়ার ক্রয়ের হার কমেছে ৩০.৮৫ শতাংশ বা ১৯২ কোটি ৮৭ লাখ টাকা।

আর আলোচ্য মাসে বিদেশী বিনিয়োগকারীদের পোর্টফোলিওতে মোট শেয়ার বিক্রির পরিমাণ ছিল ৪০০ কোটি ৫১ লাখ টাকার। জুন মাসে এর পরিমাণ ছিল ৪২৪ কোটি ৭১ লাখ টাকা। এদিকে আলোচ্য মাসে বিদেশীদের মোট লেনদেন ও শেয়ার ক্রয়ের হার কমলেও নিট বিনিয়োগ সামান্য বেড়েছে। এ মাসে বিদেশীদের নিট বিনিয়োগ বৃদ্ধির পরিমাণ হল ৩১ কোটি ৭০ লাখ টাকা।

২০১৬-১৭ অর্থবছর শেষে ডিএসইতে বিদেশী লেনদেন ছিল ১০ হাজার ৯ কোটি ৩৭ লাখ টাকা। এর মধ্যে ক্রয় হয়েছে ৬ হাজার ১৩৮ কোটি ৯১ লাখ টাকা। আর বিক্রয় হয়েছে ৩ হাজার ৮৭০ কোটি ৪৫ লাখ টাকা। এর মধ্যে বিদেশী নিট বিনিয়োগের পরিমাণ ছিল ২ হাজার ২৬৮ কোটি ৪৬ লাখ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

দর বাড়ার শীর্ষে প্রভাতী ইন্স্যুরেন্স

provati-smbdস্টকমার্কেট ডেস্ক :

গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শীর্ষ ১০ দর বৃদ্ধির তালিকার শীর্ষে অবস্থান করছে প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এ ক্যাটাগরির এই কোম্পানিটির শেয়ারের দর বেড়েছে ১৮ দশমিক ৩৭ শতাংশ।

ডিএসই’র সাপ্তাহিক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। প্রতিবেদন অনুযায়ী, সপ্তাহজুড়ে কোম্পানিটির মোট ১৮ কোটি ১০ লাখ ২২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। গড়ে প্রতিদিন কোম্পানিটির ৩ কোটি ৬২ লাখ ৪,৪০০ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে অবস্থান করছে ফাস ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। বি ক্যাটাগরির এই কোম্পানির প্রতিটি শেয়ারের দর বেড়েছে ১৬.১১ শতাংশ। সপ্তাহজুড়ে কোম্পানিটির মোট ৯০ কোটি ৩৩ লাখ ৪৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। গড়ে প্রতিদিন কোম্পানিটির ১৮ কোটি ৬ লাখ ৬৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দর বৃদ্ধির তালিকায় তৃতীয় স্থানে অবস্থান করছে স্টান্ড্যার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এ ক্যাটাগরির এ কোম্পানির শেয়ার দর ১১.৪২ শতাংশ বেড়েছে। সপ্তাহজুড়ে কোম্পানিটির মোট ৯ কোটি ২০ লাখ ৭১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। গড়ে প্রতিদিন কোম্পানিটির ১ কোটি ৮৪ লাখ ১৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া শীর্ষ ১০ দর বৃদ্ধির তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে ইন্টারন্যাশনাল লিজিং এন্ড ফাইন্যান্স সার্ভিসেস লি. ১১.২৩ শতাংশ, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লি. ৯.৫০ শতাংশ, রূপালী ব্যাংক লি. ৯.৪৯ শতাংশ, সিটি জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লি. ৮.৯৫ শতাংশ, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স কোম্পানি লি. ৮.৬২ শতাংশ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডে ৮.৬১ শতাংশ, স্কয়ার ফার্মাসিটিক্যালস লিমিটেডে ৮.২৪ শতাংশ দর বেড়েছে।

স্টকমার্কেটবিডি.কম/মোদক.

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে লংকাবাংলা ফাইন্যান্স

lankaস্টকমার্কেট ডেস্ক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ এ আধিপত্য বিস্তার করেছে ব্যাংক খাতের কোম্পানিগুলো। ৬টিই ব্যাংক কোম্পানি। গত সপ্তাহের মতো এই সপ্তাহেও লেনদেনের শীর্ষে রয়েছে লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড।

গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে অবস্থান করছে লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড। এসময়ে এ ক্যাটাগরির এই কোম্পানিটির মোট ৪ কোটি ৪৯ লাখ ৮১ হাজার ৪৫৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার দর ২৮৮ কোটি ১ লাখ ৭৮ হাজার টাকা।

ডিএসই’র সাপ্তাহিক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে স্কয়ার ফার্মাসিটিক্যালস লিমিটেড। এই সপ্তাহে কোম্পানিটির ৪ কোটি ৬৫ লাখ ৪ হাজার ৫৪৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার দর ১৪১ কোটি ৬৮ লাখ ৯১ হাজার টাকা।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে প্রিমিয়ার ব্যাংক লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির ৭ কোটি ৭৬ লাখ ৬ হাজার ১১০টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার দর ১৩১ কোটি ২২ লাখ ৫১ হাজার টাকা।

শীর্ষ ১০ এর তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর বাজার দর হচ্ছে- সিটি ব্যাংক লিমিটেডের ১২৮ কোটি ৪৫ লাখ ৭ হাজার টাকা, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের ১০৯ কোটি ১৬ লাখ ৫১ হাজার টাকা, গ্রামীণফোন লিমিটেডের ১০৮ কোটি ৬৮ লাখ ১ হাজার টাকা, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের ১০৭ কোটি ২১ লাখ ৭০ হাজার টাকা, ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ১০৫ কোটি ৮০ লাখ ৪৫ হাজার টাকা, লার্ফাজ সুরমা সিমেন্ট লিমিটেডের ১০৪ কোটি ৩৪ লাখ ৮৫ হাজার টাকা ও মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের ৯২ কোটি ৩৭ লাখ ৮১ হাজার টাকা ।

স্টকমার্কেটবিডি.কম/মোদক.

সূচকের উত্থানে সিএসইতে লেনদেন বেড়েছে ৬৬.৪৬%

CSE-Final-Logoস্টকমার্কেট :

বিগত সপ্তাহে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সব ধরনের সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায়ও লেনদেন ১৭৫ কোটি ৯৩ লাখ বা ৬৬.৪৬ শতাংশ বেড়েছে। গত ৫ কার্যদিবসে ৪৪০ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। গত ১০ সেপ্টেম্বর থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত সমাপ্ত সিএসই’র সাপ্তাহিক লেনদেনের ওপর তৈরিকৃত প্রতিবেদন পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।

এদিকে, সিএসই’র সাপ্তাহিক প্রতিবেদনে দেখা গেছে, গত সপ্তাহের ৫ কার্যদিবসে ৪৪০ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে মোট ৪ কার্যদিবসে ২১১ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়। এ সপ্তাহে লেনদেন ১৭৫ কোটি ৯৩ লাখ বা ৬৬.৪৬ শতাংশ বেড়েছে।

এই সপ্তাহে ‘এ’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৯১.০৮ শতাংশ। ‘বি’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৫.০৮ শতাংশ। ‘এন’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ২ দশমিক ১০ শতাংশ। ‘জেড’ ক্যাটাগরির শেয়ার লেনদেন হয়েছে ১ দশমিক ৭০ শতাংশ।

সিএসইর অন্যান্য সূচকের মত সার্বিক সূচক ২৯৫ পয়েন্ট বা ১.৫৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ২৬৮ পয়েন্টে। যা এর আগে সপ্তাহে ছিল ১৮ হাজার ৯৭৩ পয়েন্ট।

এই সপ্তাহে কোম্পানির দর বাড়া কোম্পানির সংখ্যা কমে দাঁড়িয়েছে ১৪৪টি। এর আগের সপ্তাহে সপ্তাহে দর বাড়া কোম্পানির সংখ্যা ১৫৪টি ছিল। এ সপ্তাহে দর কমা কোম্পানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১৮টিতে। এ সপ্তাহে দর ১১২টিতে কমেছিল।

এ সপ্তাহে দর অপরিবর্তিত রয়েছে ২৬টির। এর আগের সপ্তাহে অপরিবর্তিত থাকে ১৯টির। সপ্তাহজুড়ে সিএসইতে তালিকাভুক্ত মোট ২৮৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে ২৮৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়।

স্টকমার্কেটবিডি.কম/এমএ/মোদক.

ঊর্ধ্বমুখী সূচকে ডিএসইতে লেনদেন বেড়েছে ১৬.৫৫%

DSE LOGOনিজস্ব প্রতিবেদক :

বিগত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন বেড়েছে ৮৭৫ কোটি ৫৭ লাখ টাকা বা ১৬.৫৫ শতাংশ। গত সপ্তাহের ৫ কার্যদিবসে ৬ হাজার ১৬৪ কোটি ২৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে।

গত ১০ সেপ্টেম্বর থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত ডিএসই’র সাপ্তাহিক লেনদেনের ওপর তৈরিকৃত প্রতিবেদন পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে। ডিএসই’র সাপ্তাহিক প্রতিবেদনে দেখা গেছে, গত সপ্তাহের ৫ কার্যদিবসে মোট লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। গত সপ্তাহের চেয়ে লেনদেন বেড়েছে ৮৭৫ কোটি ৫৭ লাখ টাকা বা ১৬.৫৫ শতাংশ। এর আগের সপ্তাহে ৪ কার্যদিবসে মোট ৪ হাজার ২৩০ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

এই সপ্তাহে ‘এ’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৮৯ দশমিক ১৫ শতাংশ। ‘বি’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৬ দশমিক ৪৬ শতাংশ। ‘এন’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ২ দশমিক ৭৩ শতাংশ। ‘জেড’ ক্যাটাগরির শেয়ার লেনদেন হয়েছে ১ দশমিক ৬৭ শতাংশ।

সপ্তাহজুড়ে ডিএসইতে তালিকাভুক্ত মোট ৩৩৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে ৩৩৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়। এ সপ্তাহে দর বেড়েছে ১৭৮টি কোম্পানির। এর অাগের সপ্তাহের তুলনায় গত সপ্তাহে দর বাড়া কোম্পানির সংখ্যা অপরিবর্তিত রয়েছে। এর আগের সপ্তাহে দর বেড়েছিল ১৭৮টি কোম্পানির।

এই সপ্তাহে দর কমেছে ১৩৬টি কোম্পানির ।এর অাগের সপ্তাহে দর কমেছিল ১৩৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের। এ হিসাবে দর কমা কোম্পানির সংখ্যা অপরিবর্তিত রয়েছে। দর অপরিবর্তিত রয়েছে ১৯টির। যা এর আগের সপ্তাহে ছিল ২০টি। আর লেনদেন হয়নি ২টি কোম্পানির শেয়ার।

সপ্তাহের ব্যবধানে ডিএসই ৩০ সূচক ২.১৪ শতাংশ বা ৪৬.৬৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে পয়েন্টে । যা এর আগে সপ্তাহে ছিল ২১৭৮ পয়েন্ট। ডিএসই ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৮৮.৯২ শতাংশ বা ১.৮১ বেড়ে দাঁড়িয়েছে ৬,২০৩ পয়েন্টে। যা এর আগে সপ্তাহে ছিল ৬,১১৪ পয়েন্ট। অপরদিকে শরীয়াহ বা ডিএসইএস সূচক ৩৭.৪১ বা ২.৭৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৩৮৫ পয়েন্টে। যা গত সপ্তাহে ছিল ১৩৪৭ পয়েন্ট।

স্টকমার্কেটবিডি.কম/এমএ/মোদক.