১৫ লাখ শেয়ার কিনবে যমুনা ব্যাংকের উদ্যোক্তা

jamuna -smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি যমুনা ব্যাংক লিমিটেডের উদ্যোক্তা আবু খাইর মো. শাখাওয়াত। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আবু খাইর নিজ প্রতিষ্ঠানের ১৫ লাখ শেয়ার কিনবেন। এই উদ্যোক্তা পরিচালক আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বর্তমান বাজার দরে উল্লেখিত পরিমাণ শেয়ার কিনতে পারবেন।

উল্লেখ্য, যমুনা ব্যাংকের উদ্যোক্তা পরিচালকদের হাতে ৫০.২৫ শতাংশ শেয়ার আছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১০.১১ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৩৯.৬৪ শতাংশ শেয়ার আছে।

স্টকমার্কেটবিডি.কম/

মূল্য সংবেদনশীল তথ্য নেই কেপিপিএলের

KPPL1স্টকমার্কেট ডেস্ক :

অস্বাভাবিক শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কাগজ ও মুদ্রণ খাতের কোম্পানি খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড (কেপিপিএল)। কোম্পানির শেয়ারে অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চাইলে কোম্পানি কর্তৃপক্ষ এমনটাই জানায় ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, কোম্পানির শেয়ারের অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানিটি জানায়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।

বিশ্লেষণে দেখা যায়, কেপিপিএলের শেয়ার দর গত কয়েক কার্যদিবস যাবৎ বাড়ছে। গত ২৮ আগস্ট এ কোম্পানিটির শেয়ার দর ছিল ১১ টাকা এবং ১৪ সেপ্টেম্বর দর বেড়ে লেনদেন হয়েছে ১১ টাকা ৯০ টাকায়। আলোচিত সময়ে কোম্পানিটির দর বেড়েছে ৯০ পয়সা। আর শেয়ারটির এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন ডিএসই কর্তৃপক্ষ।

স্টকমার্কেটবিডি.কম/

১ মাসে রূপালী ব্যাংকের দর বেড়েছে ৬২.১৬%

rupaliস্টকমার্কেট ডেস্ক :

গত এক মাসের ব্যবধানে শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি রূপালী ব্যাংক লিমিটেডের শেয়ার দর বেড়েছে ৬২.১৬ শতাংশ। সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

জানা যায়, গত ২০ আগস্ট শেয়ার দর ছিল ১২৮৭ টাকা। গত ১৭ সেপ্টেম্বর সর্বশেষ তা ২০৮৭ টাকার উপরে লেনদেন হয়েছে। এসময়ে দর বেড়েছে ৬২.১৬ শতাংশ।

সাম্প্রতিক সময়ে কোম্পানিটির শেয়ারের এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই। তবে দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোন তথ্য কি গত ১৭ সেপ্টেম্বর তা জানতে চায় ডিএসই।

এ সময় রূপালী ব্যাংক লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্প্রতি শেয়ারটির দর বৃদ্ধির পেছনে মূল্য সংবেদনশীল অপ্রকাশিত কোন তথ্য তাদের কাছে নেই।

স্টকমার্কেটবিডি.কম/এম/মোদক.

ডিএসই’র নোটিশের জবাব দিল এক্সিম ব্যাংক

exim-smbdস্টকমার্কেট ডেস্ক :

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পাঠানো কারণ দর্শানোর নোটিশের জবাব দিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি এক্সিম ব্যাংক লিমিটেড। সোমবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

সিএসই সূত্রে জানা যায়, গত ২০ আগস্ট কোম্পানির শেয়ার দর ছিল ৫১৪ টাকা। গত ১৭ সেপ্টেম্বর সর্বশেষ তা ২৩১৬ টাকার উপরে লেনদেন হয়েছে। এসময়ে কোম্পানির শেয়ার দর বেড়েছে ৩৫০.৫৮ শতাংশ।

কোম্পানিটির শেয়ারের এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে সিএসই। তবে দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোন তথ্য কি ১৭ সেপ্টেম্বর তা জানতে কোম্পানিটিকে কারণ দর্শানোর নোটিশ পাঠায় ডিএসই।

এ সময় এক্সিম ব্যাংক লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্প্রতি শেয়ারটির দর বৃদ্ধির পেছনে মূল্য সংবেদনশীল অপ্রকাশিত কোন তথ্য তাদের কাছে নেই।

স্টকমার্কেটবিডি.কম/এম/মোদক.

হোলসিমের ৮৮ হাজার শেয়ার অধিকরণের অনুমতি পেল লাফার্জ সুরমা

lafarge-holcim-smbdস্টকমার্কেট ডেস্ক :

হোল্ডারফিন বিভি থেকে হোলসিম সিমেন্ট (বাংলাদেশ) লিমিটেডের (এইচবিএল) ১০০ ভাগ শেয়ার অধিকরণের জন্য শেয়ারবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের কোম্পানি লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেডকে অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক।  ডিএসইর ২০১৬ সালের ১৫ ডিসেম্বরের এক নোটিশকে উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে কোম্পানিটি।

সোমবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে। কোম্পানিটি জানায়, ১১৭ কোটি মার্কিন ডলার অর্থমূল্যের শেয়ার হস্তান্তরের একটি আবেদন অনুমোদনের জন্য বাংলাদেশ ব্যাংকের নিকট জমা ছিল। কেন্দ্রিয় ব্যাংক বিষয়টির আইনগত ডিলার স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংকের কাছে একটি পত্র দিয়ে ৮৮ হাজার ২৪৪টি শেয়ার হস্তান্তরের বিষয়টি অবহিত করেছে। এর ফলে এইচবিএলের এই সংখ্যক শেয়ার লাফার্জ সুরমার নিকট হস্তান্তরিত হবে। এতে কোম্পানির অর্থের পরিমাণ দাঁড়াবে ৫০৪ কোটি ৭৮ লাখ ১৯ হাজার ৯৪০ টাকা। গতকাল বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত বিনিময় হার অনুসারে মার্কিন ডলারে এ অর্থের পরিমাণ দাঁড়ায় ৬ কোটি ২৫ লাখ  টাকা।

কোম্পানিটি আরো জানিয়েছ, বিক্রেতা হোল্ডারফিন বিভি কোম্পানি ও ক্রেতা লার্ফাজ সুরমার প্রস্তাবিত এই লেনদেন বিষয়ে পরর্তীতে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে ধারাবাহিকভাবে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া  হবে।। এ বিষয়টি পূর্ণ বিবেচনার পুনরাবৃত্তির জন্য অনুমোদন না পাওয়া পর্যন্ত বিক্রেতা ও ক্রেতা তাদের অন্যান্য ব্যবসায়িক পক্ষের সাড়ার বিষয়টি মূল্যায়ন করার প্রয়োজন পড়ত বলে জানা গেছে

স্টকমার্কেটবিডি.কম/শুভ/মোদক.

ওয়ান স্টপ সেবা দিতে স্টক এক্সচেঞ্জকে বিএসইসির নির্দেশ

bsecনিজস্ব প্রতিবেদক :

দেশের উভয় স্টক এক্সচেঞ্জকে সাত দিনের মধ্যে বিনিয়োগকারীদের সহযোগিতার জন্য পরামর্শ ডেস্ক ও ওয়ান স্টপ সার্ভিস প্রদানের নির্দেশ দিয়েছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সরকারের ‘ইজ অব ডুয়িং বিজনেস’ প্রকল্প বাস্তবায়নের আওতায় সংস্থাটি এ উদ্যোগ নিয়েছে।

গত বুধবার এক চিঠির মাধ্যমে এ নির্দেশ দেওয়া হয়। ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক বরাবর পাঠানো চিঠিতে বলা হয়, ইজ অব ডুয়িং বিজনেস বিষয়ে কমিশনের কর্মপরিকল্পনায় বিনিয়োগকারীদের সেবা প্রদানের লক্ষ্যে পরামর্শ ডেস্ক ও ওয়ান স্টপ সার্ভিস চালু করতে নির্দেশ দেওয়া হলো।

এদিকে প্রতিবছর বিশ্বব্যাংক ব্যবসায় পরিবেশ সূচকের (ডুয়িং বিজনেস ইনডেক্স) যে তালিকা তৈরি করে, সে তালিকায় বাংলাদেশের অবস্থান ১০০-এর নিচে নামিয়ে আনতে চায় সরকার। আগামী ২০২১ সালের মধ্যেই তা করার চেষ্টা করা হবে। বিশ্বব্যাংক গত বছর ব্যবসায় পরিবেশের যে তালিকা করেছে, তাতে ১৮৯টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল ১৭৬তম।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

বিবিএস ক্যাবলসের অফিস পরিবর্তন

bbsস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বিবিএস ক্যাবলস লিমিটেডের অফিস পরিবর্তন করা হয়েছে। গতকাল ১৭ সেপ্টেম্বর হতে এই নতুন অফিসে কার্যক্রম শুরু করেছে। সোমবার ডিএসই সূত্রে এসব তথ্য জানা যায়।

সূত্র জানায়, কোম্পানিটির করপোরেট অফিস রাজধানী হতে সরিয়ে গাজীপুরে কারখানা প্রাঙ্গনে স্থানান্তর করা হয়েছে।

তবে শেয়ারহোল্ডারদের জন্য একটি অফিস গুলশান লিংক রোডে হোমস্টিড গুলশান লিংক টাওয়ারে রাখা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/বিএ/মোদক.