লেনদেনের শীর্ষে ন্যাশনাল ব্যাংক

national bankস্টকমার্কেট ডেস্ক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় শীর্ষে রয়েছে ন্যাশনাল ব্যাংক লিমিটেড। মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসইর তথ্য অনুযায়ী, এদিন ন্যাশনাল ব্যাংকের ৮ হাজার ৫৬১টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার দর ৮৬ কোটি ৬৬ লাখ টাকা। সর্বোচ্চ দর ছিল ১৬ টাকা। সর্বনিম্ন দর ছিল ১৪.৭০ টাকা। আর সর্বশেষ ১৫.৫০ টাকায় লেনদেন হয়।

লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে আইএফআইসি ব্যাংক লিমিটেড। এদিন কোম্পানিটির ৭ হাজার ৩৬৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার দর ৭১ কোটি ২৫ লাখ টাকা। সর্বোচ্চ ২১.৯০ টাকা। সর্বনিম্ন দর ছিল ২১.৫০ টাকা। আর সর্বশেষ ২০.৭০ টাকায় লেনদেন হয়।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড। এদিন কোম্পানিটির ২ হাজার ৩৮৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার দর ৪৫ কোটি ৯০ লাখ টাকা। সর্বোচ্চ দর ছিল ২৭.৭০ টাকা। সর্বনিম্ন দর ছিল ২৬.২০ টাকা। আর সর্বশেষ ২৬.৮০ টাকায় লেনদেন হয়।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে-  ইফাদ অটোস লিমিটেডের বাজার দর ৪৫ কোটি ৩ লাখ টাকা,
উত্তরা ব্যাংক লিমিটেডের বাজার দর ৪২ কোটি ৩ লাখ, সিটি ব্যাংক লিমিটেডের বাজার দর ৩৮ কোটি ৪৮ লাখ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের বাজার দর ৩৭ কোটি ৯৩ লাখ টাকা, ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংক লিমিটেডের বাজার দর ৩৬ কোটি ১৭ লাখ টাকা, এক্সিম ব্যাংক লিমিটেডের বাজার দর ৩৪ কোটি ৪৭ লাখ টাকা, ও এবি ব্যাংক লিমিটেডের বাজার দর ৩৪ কোটি ৩৭ লাখ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/সোনিয়া/মোদক.

পূবালী ব্যাংক ৩ পরিচালকের শেয়ার ক্রয়-বিক্রয় সম্পন্ন

pubaliস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি পূবালী ব্যাংক লিমিটেডের তিনজন পরিচালক তাদের শেয়ার ক্রয়-বিক্রয় সম্পন্ন করেছেন। মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজিজুর রহমান কোম্পানির পরিচালকদের একজন তার মোট ২ কোটি ৩৯ লাখ ৬৭ হাজার ৭২৯টি শেয়ারের মধ্যে ৩৩ লাখ শেয়ার বিক্রয় সম্পন্ন করেছেন।

করপোরেট পরিচালকদের মধ্যে দ্যাট’ স ইট ফ্যাশনস লিমিটেড ৩০ লাখ শেয়ার শেয়ার চলমান বাজার দরে ক্রয় সম্পন্ন করেছে।

আরেক করপোরেট পরিচালক আব্দুল রাজ্জাক মন্ডল (দ্যাট’ স ইট ফ্যাশনস লিমিটেডের মনোনীত) ৩ লাখ শেয়ার শেয়ার চলমান বাজার দরে ক্রয় সম্পন্ন করেছেন।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয় করা হয় বলে ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়।

এ পরিচালক এসব শেয়ার চলমান বাজার দরে পাবলিক মার্কেটে ক্রয়-বিক্রয় করেন।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

ব্যাংক পরিচালকের ৫০ হাজার শেয়ার ক্রয় সম্পন্ন

citybank_logoস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি দ্যা সিটি ব্যাংক লিমিটেডের একজন পরিচালক শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন। মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, হোসেন খালেদ নামের এই পরিচালক তার ৫০ হাজার শেয়ার ক্রয় করেন।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয় করা হয় বলে বিমাটির পক্ষ থেকে জানানো হয়।

এ পরিচালক এসব শেয়ার চলমান বাজার দরে পাবলিক মার্কেটে ক্রয় করেন।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

বিমা পরিচালকের শেয়ার ক্রয় সম্পন্ন

PIONEER INSURANCE smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের একজন পরিচালক শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন। মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, ফাহমা খান নামের এই পরিচালক তার ২ লাখ শেয়ার ক্রয় করেন।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয় করা হয় বলে বিমাটির পক্ষ থেকে জানানো হয়।

এ পরিচালক এসব শেয়ার চলমান বাজার দরে পাবলিক মার্কেটে ক্রয় করেন।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

বেক্সিমকো সিনথেটিক্সের ঋণমান প্রকাশ

beximco

স্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ঔষধ ও রসায়ন খাতের কোম্পানি বেক্সিমকো সিনথেটিক্স লিমিটেডের ঋণমান প্রকাশ করেছে ইর্মাজিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)। সম্প্রতি এই রেটিং প্রকাশ করে ইসিআরএল। মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

২০১৬ সালের ৩০ জুন পর্যন্ত বেক্সিমকো সিনথেটিক্সের দীর্ঘমেয়াদি ঋণমাণ এ-’ ও স্বল্পমেয়াদি এসটি-৩ এসেছে।

২০১৬ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে ন্যাশনাল ক্রেডিট রেটিং লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/মোদক.

১০টি মিউচ্যুয়াল ফান্ডের নগদ লভ্যাংশ বিতরণ

mutualfunds_421x236স্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত মিউচ্যুয়াল ফান্ড খাতের ১০টি কোম্পানির ঘোষিত নগদ লভ্যাংশ সিডিবিএলের মাধ্যমে শেয়ার বিনিয়োগকারীদের বিও একাউন্টে জমা হয়েছে। মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

৩০ জুন ২০১৭ সালের সমাপ্ত হিসাব বছরে নিম্নের ৫টি মিউচুয়াল ফান্ড ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড নগদ ২ ও ১০ শতাংশ বোনাস ইস্যু, এ বি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড নগদ ২.৫ ও ১০ শতাংশ বোনাস ইস্যু, ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ড লি.  নগদ ২ ও ১০ শতাংশ বোনাস ইস্যু, ফার্স্ট জনতা ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড নগদ ৩ ও ১০ শতাংশ বোনাস ইস্যু এবং পিএইচপি ফার্স্ট মিউচুয়াল ফান্ডের নগদ ২ ও ১০ শতাংশ বোনাস ইস্যু ১৪ সেপ্টেম্বর জমা হয়েছে।
আর

এচাড়া এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড নগদ ৩.৫ ও ১০ শতাংশ বোনাস ইস্যু, পপুলার লাইফ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড নগদ ২ ও ১০ শতাংশ বোনাস ইস্যু, আইএফআইসি ১ম মিউচ্যুয়াল ফান্ড নগদ ২ ও ১০ শতাংশ বোনাস ইস্যু, ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড নগদ ২ ও ১০ শতাংশ বোনাস ইস্যু এবং ইবিএল ১ম মিউচ্যুয়াল ফান্ডের ২ শতাংশ নগদ লভ্যাংশ ১৩ সেপ্টেম্বর জমা হয়েছে।

উল্লেখ্য, ফান্ড ১০টির বার্ষিক ট্রাস্টি সভা (এজিএম) গত ১০ আগস্ট অনুষ্ঠিত হয়েছে। রেকর্ড ডেট ছিল গত ৫ সেপ্টেম্বর।

স্টকমার্কেটবিডি.কম/মোদক.

  1. এনবিএল
  2. আইএফআইসি
  3. আল-আরাফাহ্ ব্যাংক
  4. ইফাদ অটোস
  5. উত্তরা ব্যাংক
  6. সিটি ব্যাংক
  7. ফার্স্ট সিকিউরিটি ব্যাংক
  8. ইউসিবি
  9. এক্সিম ব্যাংক
  10. এবি ব্যাংক ।

ডিএসইতে দর, লেনদেন ১৭ কোটি কমলেও সিএসইতে ৯ কোটি টাকা বেড়েছে

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রবণতায় অধিকাংশ কোম্পানির শেয়ারদর কমলেও লেনদেন কমেছে মাত্র ১৭ কোটি ১৫ লাখ টাকা। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ১৫০৮ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের মিশ্র প্রবণতায় কোম্পানির শেয়ারদর কমলেও লেনদেন ৯ কোটি ৭১ লাখ টাকা বেড়েছে। এদিন সেখানে লেনদেন হয়েছে ৭৮ কোটি ১ লাখ টাকার শেয়ার।

মঙ্গলবার ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়। ডিএসই সূত্রে জানা যায়, আজ দেশের প্রধান শেয়ারবাজার ডিএসইতে দিন শেষে ১৫০৮ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা গত কার্যদিবসের চেয়ে লেনদেন ১৭ কোটি ১৫ লাখ টাকা কমেছে। গতকাল সোমবার লেনদেন হয়েছিল ১৫২৫ কোটি ৮৯ লাখ টাকা।

এদিন প্রধান সূচক ডিএসইএক্স ০.৬৪ পয়েন্ট বেড়ে পয়েন্টে অবস্থান করছে ৬২৩৬ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ৫.১০ কমে ১৩৭৫ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই-৩০ সূচক ৩.৪০ কমে ২২১৪ পয়েন্টে অবস্থান করছে। এদিন ডিএসইতে লেনদেনকৃত ৩৩০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে শেয়ার দর বেড়েছে ৭০টির, কমেছে ২৩০টির ও অপরিবর্তিত ছিল ৩০টির দর।

এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির মধ্যে রয়েছে– ন্যাশনাল ব্যাংক, আইএফআইসি ব্যাংক, আল-আরাফাহ্ ব্যাংক, ইফাদ অটোস, উত্তরা ব্যাংক, সিটি ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, ইউসিবি, এক্সিম ব্যাংক ও এবি ব্যাংক ।

এদিকে, আজ দিনশেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৭৮ কোটি ১ লাখ টাকার লেনদেন হয়েছে। যা গত কার্যদিবসের চেয়ে ৯ কোটি ৭১ লাখ বেশি। গতকাল সোমবার এই লেনদেন ছিল ৬৮ কোটি ৩৯ লাখ টাকা ।

এদিন দিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ১৬.৭০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৯ হাজার ৩৬৪ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয় ২৬২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৫১টির, কমেছে ১৬৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির।

এদিন সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল ন্যাশনাল ব্যাংক ও আইএফআইসি ব্যাংক।

স্টকমার্কেটবিডি.কম/মোদক.

লিগ্যাসি ফুটওয়ারের বোর্ড সভা ২৭ সেপ্টেম্বর

legaciস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত চামড়া শিল্প খাতের কোম্পানি লিগ্যাসি ফুটওয়ার লিমিটেডের বোর্ড সভা আগামী ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা চারটায় কোম্পানির নিজস্ব কার্যালয়ে বারিধারা, ঢাকা বোর্ডসভার সময় নির্ধারণ করেছে।

আসন্ন বোর্ড সভায় সভায় ৩০ জুন ২০১৭ সমাপ্ত বছরের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য অন্তবর্তীকালীন লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। এছাড়া বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ ও রেকর্ড ডেট ঘোষণা করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

ব্যাংক উদ্দ্যোক্তার ১ কোটি শেয়ার বিক্রয়ের ঘোষণা

exim-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি এক্সিম ব্যাংক লিমিটেডের একজন উদ্দ্যোক্তা শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

মো. আলতাফ হোসেন নামে এই উদ্দ্যোক্তা তার থাকা ৫ কোটি ৩৬ লাখ ২ হাজার ৩০১টি শেয়ারের মধ্যে এক কোটি শেয়ার চলমান বাজার দরে বিক্রয়ের আগ্রহ প্রকাশ করেছেন।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রয় করবেন বলে ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়।

এ ব্যাংকটি এসব শেয়ার চলমান বাজার দরে পাবলিক মার্কেটে বিক্রয় করবেন।

স্টকমার্কেটবিডি.কম/মোদক.