নাহি অ্যালুমিনাম ইলেকট্রনিক সাবস্ক্রিপশন শুরু ২৪ সেপ্টেম্বর

Nahiস্টকমার্কেট ডেস্ক :

নির্ধারিত মূল্য পদ্ধতিতে নাহি অ্যালুমিনাম কম্পোজিট প্যানেল লিমিটেডের (নাহিইএসিপি) ইলেকট্রনিক সাবস্ক্রিপশনের যাত্রা আগামী ২৪ সেপ্টেম্বর শুরু হচ্ছে। বুধবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা যায়, ইলেকট্রনিক সাবস্ক্রিপশন পদ্ধতির আওতায় অন্যান্য যোগ্য বিনিয়োগকারীর মতো নাহি অ্যালুমিনাম কম্পোজিট প্যানেল লিমিটেডের (নাহিইএসিপি) শেয়ার সাবস্ক্রিপশন হবে। এই পদ্ধতির আওতায় কোম্পানিটির শেয়ার লেনদেন ২৪ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে ৩ অক্টোবর বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত চলবে।

এতে প্রয়োজনীয় ১০০ ভাগ সাবস্ক্রিপশনকৃত পরিমাণ আইএফআইসি ব্যাংক লিমিটেড, শেয়ার বিনিময় শাখার (একাউন্ট নাম: ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড, একাউন্ট নম্বর : ১০৯০-৩৪৪০৩৯-০৪২ এবং রাউটিং নম্বর ১২০২৭১৭০৬) মাধ্যমে প্রদান করা হবে।

এটি প্রদান করতে হবে ব্যাংকিং কার্যক্রম চলাকালে ২৪ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে ৩ অক্টোবর বেলা ২টার মধ্যে। সাবস্ক্রিপশন সম্পর্কে হালনাগাদ তথ্যের জন্য http://www.bbsbangladesh.com এই ওয়েবসাইটে চোখ রাখতে হবে।

স্টকমার্কেটবিডি.কম/এম/মোদক.

সূচকের নিম্নমুখী প্রবণতায় লেনদেন চলছে

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

প্রথম দুই ঘন্টায় দেশের দুই শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের নিম্নমুখী প্রবণতায় লেনদেন হয়েছে। ডিএসইতে কোম্পানির শেয়ারদর বাড়ছে। এসময় সেখানে লেনদেন হয়েছে ৫৭৮ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার। আর সিএসইতে কোম্পানির শেয়ারদর কমছে। এসময় সেখানে লেনদেন হয়েছে ২৭ কোটি ১৯ লাখ টাকার শেয়ার। বুধবার ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসই সূত্রে জানা যায়, দুপুর ১২টা ৩৭মিনিট পর্যন্ত দেশের প্রধান এই শেয়ারবাজারে প্রধান সূচক ডিএসইএক্স ২৯.৫৫ পয়েন্ট কমে ৬২০৭ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই-৩০ সূচক ৪.২২ পয়েন্ট কমে ১৩৭১ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই শরিয়াহ সূচক ৫.৯৭ কমে ২২০৮ পয়েন্টে অবস্থান করছে।

এসময় ডিএসইতে লেনদেন হয়েছে ৫৭৮ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার। লেনদেনকৃত ৩২০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪৭টির, কমেছে ১২৭টির ও অপরিবর্তিত ছিল ৪৮টির দর।

এদিকে সিএসই সূত্রে জানা যায়, ১২টা ৪১মিনিট পর্যন্ত দেশের আরেক এই শেয়ারবাজারে সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ১২৭.০২ পয়েন্ট কমে ১৯ হাজার ২৪৫ পয়েন্টে অবস্থান করছে। এসময় লেনদেন হয়েছে ২৭ কোটি ১৯ লাখ টাকার শেয়ার। সিএসইতে লেনদেনকৃত ২০১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে শেয়ারদর বেড়েছে ৮৭টির, কমেছে ৯২টির ও অপরিবর্তিত ছিল ২২টির দর।

স্টকমার্কেটকবিডি.কম/এমএ/মোদক.

ইসলামিক ফাইন্যান্স উদ্দ্যোক্তার শেয়ার বিক্রয়ের ঘোষণা

islami fস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন-ব্যাংকিং আর্থিক খাতের কোম্পানি ইসলামিক ফাইন্যান্স ও ইনভেস্টমেন্ট লিমিটেডের একজন উদ্দ্যোক্তা শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। বুবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

মো. শফিকুল ইসলাম নামে এই উদ্দ্যোক্তা তার থাকা ৫ লাখ ৮৬ হাজার ৮৭৩টি শেয়ারের মধ্যে ১ লাখ শেয়ার চলমান বাজার দরে বিক্রয়ের আগ্রহ প্রকাশ করেছেন।

ঘোষণার পর ৩১ অক্টোবরের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রয় করবেন বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়।

এ কোম্পানিটি এসব শেয়ার চলমান বাজার দরে পাবলিক মার্কেটে বিক্রয় করবেন।

স্টকমার্কেটবিডি.কম/মোদক.

৩টি কোম্পানির লেনদেন বন্ধ বৃহস্পতিবার

trade suspended logo mmস্টকমার্কেট ডেস্ক  :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র, সিমেন্ট ও বিমা খাতের কোম্পানি সিএমসি কামাল টেক্সটাইল মিলস্‌ লিমিটেড, প্রিমিয়ার সিমেন্ট মিলস্‌, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি  লিমিটেডের লেনদেন আগামীকাল বৃহস্পতিবার বন্ধ রাখবে। বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসই সূত্রে জানা গেছে, আগামীকাল বৃহস্পতিবার কোম্পানি ৩টি রেকর্ড ডেটের জন্য লেনদেন একদিন ট্রেডিং বন্ধ রাখবে।  রবিবার থেকে পুনরায় কোম্পানির লেনদেন শুরু হবে বলে বিষয়টি নিশ্চিত করেছে কোম্পানিটি।

স্টকমার্কেটবিডি.কম/এম/বি

১ মাসে ইন্টারন্যাশনাল লিজিংয়ের দর বেড়েছে ৫৯৫.৫৩%

_International_Leasing_স্টকমার্কেট ডেস্ক :

গত এক মাসের ব্যবধানে শেয়ারবাজারে তালিকাভুক্ত নন-ব্যাংকিং আর্থিক খাতের কোম্পানি ইন্টারন্যাশনাল লিজিং এ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেডের শেয়ার দর বেড়েছে ৫৯৫.৫৩ শতাংশ। বুধবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

জানা যায়, গত ২১ আগস্ট কোম্পানির শেয়ার দর ছিল ১১২ টাকা। গত ১৯ সেপ্টেম্বর সর্বশেষ তা ৭৭৯ টাকার উপরে লেনদেন হয়েছে। এসময়ে কোম্পানির শেয়ার দর বেড়েছে ৫৯৫.৫৩ শতাংশ।

সাম্প্রতিক সময়ে কোম্পানিটির শেয়ারের এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই। তবে দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোন তথ্য কি গত ১৯ সেপ্টেম্বর তা জানতে চায় ডিএসই।

এ সময় ইন্টারন্যাশনাল লিজিং এ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্প্রতি শেয়ারটির দর বৃদ্ধির পেছনে মূল্য সংবেদনশীল অপ্রকাশিত কোন তথ্য তাদের কাছে নেই।

স্টকমার্কেটবিডি.কম/এম/মোদক.

ডিএসই’র নোটিশের জবাব দিল আল-আরাফাহ্‌ ব্যাংক

al-arafah_110114স্টকমার্কেট ডেস্ক :

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পাঠানো কারণ দর্শানোর নোটিশের জবাব দিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংক লিমিটেড। বুধবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

সিএসই সূত্রে জানা যায়, গত ২১ আগস্ট কোম্পানির শেয়ার দর ছিল ৬৩৩ টাকা। গত ১৯ সেপ্টেম্বর সর্বশেষ তা ২৩৮৫ টাকার উপরে লেনদেন হয়েছে। এসময়ে কোম্পানির শেয়ার দর বেড়েছে ২৭৬.৭৭ শতাংশ।

কোম্পানিটির শেয়ারের এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই। তবে দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোন তথ্য কি ১৭ সেপ্টেম্বর তা জানতে কোম্পানিটিকে কারণ দর্শানোর নোটিশ পাঠায় ডিএসই।

এ সময় আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংক লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্প্রতি শেয়ারটির দর বৃদ্ধির পেছনে মূল্য সংবেদনশীল অপ্রকাশিত কোন তথ্য তাদের কাছে নেই।

স্টকমার্কেটবিডি.কম/এম/মোদক.