অর্থ আত্মসাতের অভিযোগে পদ্মা অয়েলের এমডি গ্রেপ্তার

padma1নিজস্ব প্রতিবেদক :

তিন কোটি ৮ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগে করা মামলায় পদ্মা অয়েল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবুল খায়েরকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা যায়।

দুদকের জনসংযোগ বিভাগের উপপরিচালক প্রণব কুমার ভট্টাচার্য আবুল খায়েরকে গ্রেপ্তারের বিষয়টি জানিয়েছেন।

গতকাল বুধবার গভীর রাতে রাজধানীর গুলশানের বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

স্টকমার্কেটবিডি.কম/

ব্যবসা ভালো করেও শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দিতে অনীহা

Evince-Textile-220x140নিজস্ব প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ইভিন্স টেক্সটাইল লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। যা আগের বছরের তুলনায় অর্ধেক। বুধবার কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার অনুষ্ঠিত বোর্ড সভায় ৩০ জুন ২০১৭ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে এই লভ্যাংশ দিয়েছে কোম্পানির পরিচালনা বোর্ড। আগের বছর ২০১৬ সালে এই কোম্পানি শেয়ারহোল্ডারদেরকে ২০ শতাংশ বোনাস লভ্যাংশ দেয়। সে বছর কোম্পানিটি নগদ লভ্যাংশও দিয়েছিল।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ৩০ অক্টোবর অনুষ্ঠিত হবে। আর রেকর্ড ডেট নির্ধারণ হয়েছে আগামী ১২ অক্টোব ।

গত বছর কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১.২৮ টাকা। আর শেয়ার প্রতি সম্পদমূল্য (ন্যাভ) দাঁড়িয়েছে ১৪.৭৩ টাকা। একই বছর এনওসিএফপিএস দাঁড়িয়েছে ২.৭৮ টাকা।

আগের বছর ২০১৬ সালে এই কোম্পানি শেয়ারহোল্ডারদেরকে ২০ শতাংশ বোনাস ও ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেয়।

গত বছর কোম্পানিটির কর পরবর্তী মুনাফা দাঁড়িয়েছে ১৫ কোটি ৭০ লাখ টাকার বেশি। আর সর্বশেষ বছরে এই মুনাফা বেড়ে দাড়িয়েছে ১৬ কোটি ১ লাখ টাকা। মুনাফা বেশি করেও শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দিতে অনীহা প্রকাশ করে কোম্পানিটি। গত বছর ব্যবসা ভালো করেও শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দিতে অনীহা প্রকাশ করেছে কোম্পানিটির মালিকপক্ষ।

স্টকমার্কেটবিডি.কম/মোদক