ইনভেস্টরস প্রোটেকশন ফান্ডের নতুন চেয়ারম্যান আবদুস সামাদ

dseবিশেষ প্রতিবেদক :

বিনিয়োগকারীদের সুরক্ষায় গঠিত ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ইনভেস্টরস প্রোটেকশন ফান্ডের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান পদে বিচারপতি মো. আবদুস সামাদকে চুড়ান্ত মনোনয়ন দিয়েছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বিএসইসির সম্প্রতি এক কমিশন সভায় চেয়ারম্যান পদে এক বছরের জন্য সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত এ বিচারপতিকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয় বলে জানা গেছে।

এর আগে ডিএসইর পরিচালনা পর্ষদ চুড়ান্ত অনুমোদনের জন্য আবদুস সামাদসহ দুজনের নাম বিএসইসি’তে পাঠায়। ডিএসই ইনভেস্টরস প্রোটেকশন ফান্ডের ট্রাস্টি বোর্ডের বর্তমানে চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন।

ছহুল হোসাইনের স্থলাভিষিক্ত হবেন বিচারপতি আবদুস সামাদ। আবদুস সামাদ ডিএসইর শেয়ারহোল্ডার পরিচালক নির্বাচন কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

সূচক ও শেয়ার দরের সাথে হারিয়েছে বাজার মূলধন

index smbdনিজস্ব প্রতিবেদক :

গত সপ্তাহে দেশের শেয়ারবাজারে ৫ কার্যদিবস লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরণের সূচক কমেছে। কমেছে লেনদেন ও বাজার মূলধন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গত সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন শেষে ডিএসইতে বাজার মূলধন কমে দাঁড়িয়েছে ৪,১০,৩১০ কোটি টাকা। যা এর আগের সপ্তাহে ছিল ৪,১৩,০৮৮ কোটি টাকা।

সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেন হয়েছে ৬ হাজার ১০৫ কোটি ২৪ লাখ ৫৫ হাজার ১২৮ টাকা। যা আগের সপ্তাহ থেকে ৫৯ কোটি ৫ লাখ ২৭ হাজার ৪৩০ টাকা বা ০.৯৬ শতাংশ কম। আগের সপ্তাহে লেনদেন হয়েছিলো ৬ হাজার ১৬৪ কোটি ২৯ লাখ ৮২ হাজার ৫৫৮ টাকা।

সপ্তাহজুড়ে ডিএসইতে মোট হাত বদল হয়েছে ৩৩৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের। এর মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৮৩টির, কমেছে ২৩৬টির আর অপরিবর্তিত রয়েছে ১৫টির।

সপ্তাহজুড়ে ডিএসইতে সব ধরণে সূচক কমেছে। এর মধ্যে প্রধান সূচক ডিএসইএক্স ৩৩.৪৩ পয়েন্ট বা ০.৫৪ শতাংশ কমে দাড়িয়েছে ৬১৭০.৪৮ পয়েন্টে। এছাড়া অপর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ সূচক ২৭.৬৫ বা ১.২৪ শতাংশ এবং শরিয়াহ সূচক ২৩.৩৯ বা ১.৬৯ শতাংশ কমে দাড়িয়েছে ২১৯৭.৫৪ এবং ১৩৬১.৮৯ পয়েন্টে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সব সূচক কমেছে। একই সঙ্গে কমেছে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার দর এবং টাকার পরিমাণে লেনদেনও।

সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১১৫ পয়েন্ট বা ০.৫৯ শতাংশ কমে দাড়িয়েছে ১৯১৫৩ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে সিএসই-৫০, সিএসই-৩০, সিএসইএক্স ও সিএসআই ২ পয়েন্ট বা ০.১৩ শতাংশ, ৩৩ পয়েন্ট বা ১.৯৭ শতাংশ, ৭২ পয়েন্ট বা ০.৬১ শতাংশ এবং ১৬ পয়েন্ট বা ১.৪৪ শতাংশ কমেছে।

লেনদেনে অংশ নেয়া কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৮০টির, কমেছে ২০০টির ও অপরিবর্তিত রয়েছে ১০টির।

গত সপ্তাহে সিএসইতে টাকার পরিমাণে মোট ৪৩০ কোটি ৯০ লাখ ৫৭ হাজার ২১৬ টাকার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ৯ কোটি ৭২ লাখ ৪৫ হাজার ৬৬ টাকা কম। আগের সপ্তাহে লেনদেন হয়েছিলো ৪৪০ কোটি ৬৩ লাখ ২ হাজার ২৮২ টাকার।

স্টকমার্কেটবিডি.কম/এমএ