১৫৯ কোটি টাকার রাইট অনুমোদন পেল লংকাবাংলা ফাইন্যান্স

lankaস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজার থেকে রাইট শেয়ার ছেড়ে ১৫৯ কোটি ১৩ লাখ টাকা সংগ্রহের অনুমোদন পেয়েছে লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড। কমিশন সূত্রে এ তথ্য জানা যায়।

সোমবার শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নিয়মিত সভায় এ অনুমোদন দেওয়া হয়।

লংকাবাংলা ফাইন্যান্স কোম্পানির ২টি সাধারণ শেয়ারের বিপরীতে ১টি রাইট শেয়ার ইস্যু করবে। এক্ষেত্রে ১৫ কোটি ৯১ লাখ ২৫ হাজার ৪৭০টি রাইট শেয়ার ইস্যু করা হবে। যা শুধুমাত্র অভিহিত মূল্যে ইস্যুর মাধ্যমে ১৫৯ কোটি ১৩ লাখ টাকা সংগ্রহ করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএইচ

বিচ হ্যাচারির নো ডেভিডেন্ট ঘোষণা

BEATCH-SMBDস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল শিল্প খাতের কোম্পানি বিচ হ্যাচারি লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের নো ডেভিডেন্ট ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা যায়।

আজ মঙ্গলবার অনুষ্ঠিত বোর্ড সভায় চলতি বছরের জুন মাসে শেষ হওয়া ২০১৭ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ দেয় কোম্পানিটি।

এসময় কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৩৯ পয়সা। আর কোম্পানির শেয়ার প্রতি সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১০.৮৭ টাকা।

আগামী ২৪ ডিসেম্বর কোম্পানিটি বার্ষিক সাধারণ সভা (এজিএম) দিন পরে জানানো হবে। আর রেকর্ড ডেট ২০ নভেম্বর।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

মেঘনা গ্রুপের দুই কোম্পানির লোকসান বেড়েছে

megnaস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি মেঘনা গ্রুপের দুই কোম্পানির লোকসান বেড়েছে। কোম্পানিগুলোর প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, আলোচ্য সময়ে কনডেন্সড মিল্কের শেয়ার প্রতি লোকসান হয়েছে ২ টাকা ১৪ পয়সা। গত বছরের একই সময়ে লোকসান ছিল ৬৩ পয়সা।

এছাড়া, ৩০ সেপ্টেম্বর ২০১৭ শেষে শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৩৮ টাকা ৩৩ পয়সা।

অন্যদিকে মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) শেয়ার প্রতি লোকসান হয়েছে ১০ পয়সা। গত বছরের একই সময়ে লোকসান ছিল ৯ পয়সা।

৩০ সেপ্টেম্বর ২০১৭ শেষে শেয়ার প্রতি প্রকৃত সম্পদের দায় মূল্য (এনএভি) হয়েছে ৩ টাকা ৩০ পয়সা।

স্টকমার্কেটবিডি.কম/এমএইচ

বিডি ল্যাম্পসের ১ম প্রান্তিক প্রতিবেদন প্রকাশ

bdlams-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত খাদ্য ও আনুসাঙ্গিক  খাতের কোম্পানি বিডি ল্যাম্পস  লিমিটেডের চলতি বছরের ১ম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার অনুষ্ঠিত বোর্ড সভায় ১ম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হয়। এই প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর, ১৭) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৩৫ পয়সা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ৩০ পয়সা। এ হিসাবে চলতি বছরের ১ম প্রান্তিকে কোম্পানির ইপিএস বাড়ছে।

গত ৩০ সেপ্টেম্বর কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১০২.২৯ টাকা।যা ২০১৬ সালের ৩০ জুন ছিল ৭৮.৪৫ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এমএইচ

ঢাকা ইন্স্যুরেন্সের ৩য় প্রান্তিক প্রতিবেদন প্রকাশ

dhakaস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চলতি বছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার অনুষ্ঠিত বোর্ড সভায় তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হয়। এই প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর, ১৭) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৬০ পয়সা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ৫০ পয়সা। এ হিসাবে চলতি বছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানির ইপিএস বেড়েছে।

চলতি বছরের প্রথম নয় মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১.৭০ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ০৯ পয়সা ।

গত ৩০ সেপ্টেম্বর কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৮.০৫ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এমএইচ

আরো এক ধাপ এগিয়ে আমান কটন ফাইবার্স : বিডিং শুরু ৬ নভেম্বর

Aman-Cotton-Fibrous-Ltdনিজস্ব প্রতিবেদক :

প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) মাধ্যমে বুক বিল্ডিং পদ্ধতিতে প্রক্রিয়াধীন আমান কটন ফাইবার্স লিমিটেড আরো এক ধাপ এগিয়ে গেছে। কোম্পানিটির বিডিংয়ের সময় নির্ধারণ করা হয়েছে। আগামী ৬ নভেম্বর বেলা ৫ টা হতে ৯ নভেম্বর বেলা ৫টা পর্যন্ত এই বিডিং অনুষ্ঠিত হবে।

ইলেক্ট্রনিক্স এই বিডিংয়ে দেশের সকল উপযুক্ত প্রতিষ্ঠান শর্ত মোতাবেক অংশগ্রহণ করতে পারবে। এই বিডিং পর্যালোচনা করার সুযোগ সবার জন্য উন্মুক্ত থাকবে।

এর আগে গত ১৩ সেপ্টেম্বর কমিশনের ৬১১তম সভায় কাট অফ প্রাইজ নির্ধারণ করার অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

জানা গেছে, এ কোম্পানিটি প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ারবাজার থেকে ৮০ কোটি টাকা সংগ্রহ করবে। শেয়ারবাজার থেকে সংগ্রহ করা অর্থের একটি অংশ দিয়ে কারখানায় আধুনিক মেশিনারি স্থাপন করা হবে। এতে ব্যয় হবে ৪৯ কোটি ৩৭ লাখ ৯৮ হাজার টাকা।

as

আমান কটন ফাইবার্স লিমিটেডের কারখানা

আইপিও’র মাধ্যমে উত্তোলিত অবশিষ্ট অর্থ থেকে ১৭ কোটি ১২ লাখ টাকা ব্যয় করা হবে ঋণ পরিশোধে। চলতি মূলধন হিসাবে ব্যয় করা হবে ১০ কোটি টাকা। আর আইপিও’তে ব্যয় হবে সাড়ে তিন কোটি টাকা। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশগ্রহণের মাধ্যমে আইপিও’তে শেয়ারের বিক্রয়মূল্য নির্ধারিত হবে। আর এর ওপর নির্ভর করবে আইপিও’তে কোম্পানি কতগুলো শেয়ার ইস্যু করবে।

শেয়ারবাজারে আসতে ইচ্ছুক কোম্পানিটি জুলাই ২০১৫ থেকে মার্চ ২০১৬ পর্যন্ত শেয়ারপ্রতি আয় করেছে দুই টাকা ৪৬ পয়সা, যা এর আগের বছর ছিল দুই টাকা ৪২ পয়সা। ৩০ জুন ২০১৫ সমাপ্ত হিসাববছরে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে তিন টাকা ২১ পয়সা। আলোচ্য বছরে শেয়ারপ্রতি সম্পদ মূল্য ছিল ৩১ টাকা ৮৯ পয়সা। আর কর-পরবর্তী মুনাফা ছিল ২৫ কোটি ৬৭ লাখ টাকা।

আমান কটন ফাইবার্স লিমিটেড মূলত সুতা উৎপাদনকারী প্রতিষ্ঠান। কোম্পানিটি কটন, পলিস্টার, সিল্কসহ অন্য ফাইবার উৎপাদন করে। আমান কটন ফাইবার্স লিমিটেডকে আইপিওতে আনতে ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড। আর ইস্যু রেজিস্টারের দায়িত্বে আছে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্টস লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/

এসআইবিএলের বড় পরিবর্তন : নতুন বোর্ডের সাথে গভর্ণরের সাক্ষাৎ

siblস্টকমার্কেট প্রতিবেদক :

বেসরকারি খাতের সোস্যাল ইসলামী ব্যাংকের (এসআইবিএল) পরিচালনা ও ব্যবস্থাপনায় বড় পরিবর্তন হয়েছে। এ কারণে ব্যাংকটির চেয়ারম্যান, নির্বাহী কমিটির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) হঠাৎ পদত্যাগ করতে হয়েছে। গতকাল সোমবার রাজধানীর ওয়েস্টিন হোটেলে বিশেষ নিরাপত্তাব্যবস্থার মধ্যে এক সভায় এসব সিদ্ধান্ত হয়।

মঙ্গলবার সকালে ব্যাংকটির নতুন চেয়ারম্যান আনোয়ারুল আজিম আরিফ ও নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কাজী ওসমান আলী প্রধান কার্যালয়ে যোগ দিয়েছেন। তারা বেলা ১টার দিকে প্রধান কার্যালয় থেকে বের হন। বেলা দেড়টার পর ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান আরাস্তু খানসহ বাংলাদেশ ব্যাংক কার্যালয়ে গিয়ে গভর্নর ফজলে কবিরের সঙ্গে দেখা করেন। তাঁরা ডেপুটি গভর্নর এস এম মনিরুজ্জামানের সঙ্গেও বৈঠক করেন। পরে একত্রে বেলা আড়াইটার দিকে বাংলাদেশ ব্যাংক ছেড়ে যান। তবে এ সময়ে এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম তাঁদের সঙ্গে না থাকলেও তাঁর দুই সহযোগী সব সময় ছিলেন।

পরে আরাস্তু খান সাংবাদিকদের বলেন, কেবল সৌজন্য সাক্ষাতের জন্য আমরা এসেছি। এসআইবিএলের নতুন চেয়ারম্যান ও এমডি আমার সঙ্গে ছিলেন।

সোমবারের সভায় ব্যাংকটির চেয়ারম্যান রেজাউল হক, নির্বাহী কমিটির চেয়ারম্যান আনিসুল হক, এমডি শহীদ হোসেনকে দেখা যায়নি। একই প্রক্রিয়ায় গত জানুয়ারিতে ইসলামী ব্যাংকেও পরিবর্তন আসে। এবারও এ পরিবর্তনের সঙ্গে চট্টগ্রামভিত্তিক এস আলম গ্রুপের নাম এসেছে।

নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আনোয়ারুল আজিম আরিফ। নতুন এমডি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের অতিরিক্ত এমডি কাজী ওসমান আলীকে। এ ছাড়া নির্বাহী কমিটির নতুন চেয়ারম্যান হয়েছেন এনআরবি গ্লোবাল ব্যাংকের ভাইস চেয়ারম্যান বেলাল আহমেদ। তিনি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ও এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলমের জামাতা। সভা চলাকালে সাইফুল আলমকেও হোটেল ওয়েস্টিনে দেখা গেছে।

স্টকমার্কেটবিডি.কম/শুভ