জেএমআই সিরিঞ্জের বোর্ড সভা ১০ অক্টোবর

JMI-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ওষধ খাতের কোম্পানি জেএমআই সিরিঞ্জ এন্ড মেডিক্যাল ডিভাইস সার্ভিসেস লিমিটেডের বার্ষিক বোর্ড সভা আগামী ১০ অক্টোবর আহবান করা হয়েছে। সোমবার সিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৯(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০১৭ সালের ৩০ জুন পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৪টায় অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটি ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

আসন্ন বোর্ড সভায় সভায় ৩০ জুন ২০১৭ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।

এছাড়া বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ ও রেকর্ড ডেট ঘোষণা করা হবে।

২০১৬ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

আইটি কন্সালটেন্সের বোর্ড সভা আহবান

ITC-Logo-230x155স্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত আইটি খাতের কোম্পানি আইটি কন্সালটেন্স লিমিটেডের বার্ষিক বোর্ড সভা আগামী ১১ অক্টোবর আহবান করা হয়েছে। সোমবার সিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৯(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০১৭ সালের ৩০ জুন পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় কোম্পানিটি ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

আসন্ন বোর্ড সভায় সভায় ৩০ জুন ২০১৭ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।

এছাড়া বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ ও রেকর্ড ডেট ঘোষণা করা হবে।

২০১৬ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

আমরা নেটওর্য়াকসের শেয়ার ১৫০ টাকায় লেনদেন

aamra-networksনিজস্ব প্রতিবেদক :

আইপিও পক্রিয়া শেষে দেশের উভয় শেয়ারবাজারে আমরা নেটওর্য়াকসের শেয়ার লেনদেন আজ সোমবার হতে শুরু হয়েছে। প্রথম দিনের দুই ঘন্টায় শেয়ারটি ১৫০ টাকায় লেনদেন হতে দেখা গেছে।

সোমবার বেলা সাড়ে ১০ টায় এই শেয়ার লেনদেন শুরু হয়। শুরুতে ডিএসইতে এই শেয়ার ৮১.১০ টাকায় লেনদেন শুরু হয়। ৫ মিনিটের মধ্যে দ্রুত গতিতে বাড়তে থাকে এই দর। একই সময় তা ১৫০ টাকাতেও লেনদেন হয়।

এর আগেই বরাদ্দকৃত শেয়ার বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসেবে পাঠিয়েছে সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল)।

গত ৭ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০ টায় রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে আইপিও লটারি ড্র অনুষ্ঠিত হয়।

কোম্পানি সূত্রে জানা যায়, ২১ কোটি ৯ লাখ টাকার বিপরীতে কোম্পানিটির আইপিও আবেদন জমা পড়েছে প্রায় মোট চাহিদার ১৮.০৭ গুণ। যা টাকার অঙ্কে দাঁড়ায় ৩৯৪ কোটি ৩৮ টাকা। আবেদনকৃতদের মধ্যে লটারির মাধ্যমে শেয়ার বন্টন করা হয়।

স্টকমার্কেটবিডি.কম/

আমরা নেটওর্য়াকসের শেয়ার লেনদেন হবে আজ

aamra-networksনিজস্ব প্রতিবেদক :

আইপিও পক্রিয়া শেষে দেশের উভয় শেয়ারবাজারে আমরা নেটওর্য়াকসের শেয়ার লেনদেন আজ সোমবার হতে শুরু হবে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা যায়।

এর আগেই বরাদ্দকৃত শেয়ার বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসেবে পাঠিয়েছে সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল)।

গত ৭ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০ টায় রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে আইপিও লটারি ড্র অনুষ্ঠিত হয়।

কোম্পানি সূত্রে জানা যায়, ২১ কোটি ৯ লাখ টাকার বিপরীতে কোম্পানিটির আইপিও আবেদন জমা পড়েছে প্রায় মোট চাহিদার ১৮.০৭ গুণ। যা টাকার অঙ্কে দাঁড়ায় ৩৯৪ কোটি ৩৮ টাকা। আবেদনকৃতদের মধ্যে লটারির মাধ্যমে শেয়ার বন্টন করা হয়।

স্টকমার্কেটবিডি.কম/

ডেসকোর শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা

descoস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানী ও শক্তি খাতের কোম্পানি ঢাকা ইলেক্ট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো) লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বোর্ড সভায় ৩০ জুন ২০১৭ পর্যন্ত সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে এই লভ্যাংশ দিয়েছে কোম্পানির পরিচালনা বোর্ড।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে। আর রেকর্ড ডেট নির্ধারণ হয়েছে আগামী ৯ নভেম্বর।

এ সময় কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৪৪ পয়সা। আর শেয়ার প্রতি সম্পদমূল্য (ন্যাভ) দাঁড়িয়েছে ৩৭.৭৮ টাকা। এই বছর এনওসিএফপিএস দাঁড়িয়েছে ৫.৯৮ টাকা।

গত বছর ২০১৬ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেয়।

স্টকমার্কেটবিডি.কম/মোদক