শেষ হলো নাহি অ্যালুমিনামের আইপিও আবেদন

Nahiনিজস্ব প্রতিবেদক :

নাহি অ্যালুমিনাম কম্পোজিট প্যানেল লিমিটেডের শেয়ারবাজার থেকে অর্থ সংগ্রহে প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) আবেদন গ্রহণ শেষ হয়েছে। গত ২৪ সেপ্টেম্বর হতে শুরু হওয়া এই পক্রিয়া আজ ৩ অক্টোবর শেষ হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা যায়।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৬০৮তম সভায় এ কোম্পানিটির আইপিও অনুমোদন দেওয়া হয়।

কোম্পানিটিকে ১০ টাকা অভিহিত মূল্যে ১ কোটি ৫০ লাখ শেয়ার ইস্যু করার অনুমোদন দিয়েছে কমিশন। এসব শেয়ারের দর আসে ১৫ কোটি টাকা।

সূত্রটি জানায়, কোম্পানিটি ব্যবসা সম্প্রসারণ, নতুন মেশিনারিজ আমদানি, বিল্ডিং নির্মাণ, ঋণ পরিশোধ এবং আইপিওর খরচ বাবদ এই টাকা ব্যয় করবে।

৩০ জুন, ২০১৬ সমাপ্ত হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয় ২ টাকা ৩৩ পয়সা। এসময়ে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) ১২ টাকা ৭৮ পয়সা।

আর ৯ মাসে অর্থাৎ ৩১ মার্চ, ২০১৭ শেষে কোম্পানির ইপিএস ছিল ১ টাকা ৮৪ পয়সা। এসময় এনএভি হয় ১৪ টাকা ৬২ পয়সা।

কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে বানকো ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/শুভ

ব্যবসা সম্প্রসারণে শেয়ারবাজার থেকে অর্থ নিবে ইন্দো বাংলা ফার্মা

indoনিজস্ব প্রতিবেদক :

ইন্দো বাংলা ফার্মাসিটিক্যালস লিমিটেডকে আইপিও আবেদন অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যে ২ কোটি শেয়ার ছেড়ে মোট ২০ কোটি টাকা শেয়ারবাজার থেকে উত্তোলন করবে।

কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছে এএফসি ক্যাপিটাল, ইবিএল ইনভেস্টম্যান্ট ও সিএপিএম অ্যাডভাইজরি লিমিটেড।

আইপিওর মাধ্যমে উত্তোলিত এ অর্থ দিয়ে কোম্পানিটি ব্যবসা সম্প্রসারণ, ভবন নিমার্ণ ও ঋণ পরিশোধ করবে।

গত ২০১৬ সালে ৩০ জুন কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ২ টাকা ৬২ পয়সা। এ সময় পর্যন্ত কোম্পানির শেয়ার প্রতি সম্পদ মূল্যের পরিমাণ (এনএভি) ১১.৬৩ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এ

শেফার্ড ইন্ডাস্ট্রিজের বার্ষিক বোর্ড সভা ১০ অক্টোবর

sherpard-300x137স্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি শেফার্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বার্ষিক বোর্ড সভা আগামী ১০ অক্টোবর আহবান করা হয়েছে। মঙ্গলবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৯(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০১৭ সালের ৩০ জুন পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৩টায় রাজধানীর উত্তরায় নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

আসন্ন বোর্ড সভায় সভায় ৩০ জুন ২০১৭ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য প্রথমবারের মতো লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।

এছাড়া বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ ও রেকর্ড ডেট ঘোষণা করা হবে।

২০১৭ সালে কোম্পানিটি শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়েছিল।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

একমি ল্যাবরেটরিজের বার্ষিক বোর্ড সভা আহবান

acmeeস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষধ খাতের কোম্পানি একমি ল্যাবরেটরিজ লিমিটেডের বার্ষিক বোর্ড সভা আগামী ৯ অক্টোবর আহবান করা হয়েছে। মঙ্গলবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৯(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০১৭ সালের ৩০ জুন পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা সাড়ে ৩টায় রাজধানীতে নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

আসন্ন বোর্ড সভায় সভায় ৩০ জুন ২০১৭ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।

এছাড়া বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ ও রেকর্ড ডেট ঘোষণা করা হবে।

গত বছর ২০১৬ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

  1. এক্সিম ব্যাংক
  2. প্রিমিয়ার ব্যাংক
  3. ন্যাশনাল ব্যাংক
  4. ইসলামী ব্যাংক বাংলাদেশ
  5. লংকা বাংলা ফাইন্যান্স,
  6. ঢাকা ব্যাংক
  7. আইএফআইসি
  8. শাহজালাল ইসলামী ব্যাংক
  9. উত্তরা ব্যাংক
  10. এনসিসি ব্যাংক।

দুই শেয়ারবাজার বেড়েছে সূচক ও শেয়ারের দর

high indexনিজস্ব প্রতিবেদক :

সূচক বেড়েছে দুই শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)। আজ মঙ্গলবার চলতি সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সূচকের সঙ্গে সঙ্গে বেড়েছে বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর।

লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৪০ দশমিক ২৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬১৩৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৬.৫৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩৪১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৪.৮৫ পয়েন্ট বেড়ে অবস্থান করে ২১৮১ পয়েন্টে।

এদিন লেনদেন হয়েছে ৮০১ কোটি ২৩ লাখ টাকা। গতকাল সোমবার লেনদেনের পরিমাণ ছিল ৯২৫ কোটি ৮৮ লাখ টাকা।

ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হওয়া ১০টি কোম্পানি হলো এক্সিম ব্যাংক লিমিটেড, প্রিমিয়ার ব্যাংক লিমিটেড, ন্যাশনাল ব্যাংক লিমিটেড, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, লংকা বাংলা ফাইন্যান্স, ঢাকা ব্যাংক লিমিটেড, আইএফআইসি, শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড, উত্তরা ব্যাংক লিমিটেড ও এনসিসি ব্যাংক লিমিটেড।

ডিএসইতে আজ ৩৩০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ২৪০টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ৬৫টির। দর অপরিবর্তিত আছে ২৫টির।

এদিকে দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৮৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১ হাজার ৫১৪ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৫১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৭০টির কমেছে ৫৮টির ও দর অপরিবর্তিত রয়েছে ২৩ টির। যা টাকায় লেনদেন হয়েছে ৩৯ কোটি ৮৬ লাখ টাকা। যা গতদিন ছিল ৫৬ কোটি ৮১ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে আমরা নেটওয়ার্কস ও ন্যাশনাল ব্যাংক।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

বিদ্যুতের দাম ১০.৩৬ শতাংশ বাড়ানোর প্রস্তাব ওজোপাডিকোর

rrrবিশেষ প্রতিবেদক :

গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম ইউনিট প্রতি ১০ দশমিক ৩৬ শতাংশ বাড়ানোর প্রস্তাব করেছে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো)। চলমান গণশুনানিতে দাম বৃদ্ধির এ প্রস্তাব করেছে কোম্পানিটি।

মঙ্গলবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনে (বিইআরসি) গণশুনানিতে এ প্রস্তাব তুলে ধরেন ওজোপাডিকো’র ডিজিএম (বাণিজ্যিক) রবীন্দ্রনাথ দত্ত।

প্রস্তাব অনুযায়ী ইউনিট প্রতি দাম দাঁড়ায় দশমিক ৬৬ টাকা। বর্তমান বিদ্যুতের পাইকারি দরের ভিত্তিতে এই প্রস্তাব করেছে ওজোপাডিকো। নতুন করে পাইকারি দাম বৃদ্ধি হলে যোগ করে বৃদ্ধির আবেদন করেছে খুলনা, ফরিদপুর ও বরিশাল অঞ্চলের ২১ জেলায় বিতরণের দায়িত্বে থাকা কোম্পানিটি।

প্রস্তাবে বলা হয়েছে, পিডিবি ইতোমধ্যে পাইকারি বিদ্যুতের দাম বৃদ্ধির জন্য আবেদন করেছে। সেই আবেদনের প্রেক্ষিতে গণশুনানিতে বিইআরসি কারিগরি মূল্যায়ন কমিটি দাম বাড়ানোর সুপারিশ করেছে। পাইকারি দাম বাড়লে সমন্বয় করে দাম বাড়ানোর আবেদন করছি।

রবীন্দ্রনাথ দত্ত বলেন, বেশি দামে বিদ্যুৎ কিনে কম দামে বিক্রির কারণে ২০১৬-১৭ অর্থবছরে ৭১ কোটি ৬৩ লাখ টাকা লোকসান হয়েছে। এতে করে ২০১৬-১৭ অর্থবছরে ডিএসএল বাবদ সরকারকে ১৩ কোটি ৬৮ লাখ টাকা জমা দেওয়ার কথা থাকলেও সম্ভব হয়নি। জমা দেওয়া হয়েছে মাত্র ১ কোটি ১২ লাখ টাকা।

গণশুনানিতে উপস্থিত রয়েছেন বিইআরসি চেয়ারম্যান মনোয়ার ইসলাম, সদস্য মিজানুর রহমান, রহমান মুরশেদ, আবদুল আজিজ খান ও মাহমুদউল হক ভুইয়া। ব্যবসায়ী সংগঠন ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত আছেন।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

ভারতের অর্থমন্ত্রী অরুণ জেটলি ঢাকায় আসছেন

jetlyবিশেষ প্রতিবেদক :

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের আমন্ত্রণে তিনদিনের সফরে আজ মঙ্গলবার ঢাকায় আসছেন ভারতের অর্থ ও কর্পোরেট বিষয়ক মন্ত্রী অরুণ জেটলি।

অরুণ জেটলির সাথে ভারত সরকারের অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক বিভাগের সচিব সুভাষ চন্দ্র গর্গ ও অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তা এবং ভারতীয় শিল্প ও বণিক সমিতির (এফআইসিসিআই) ৩০ সদস্যের উচ্চ পর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিদল থাকবে। গতকাল ঢাকায় ভারতীয় হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

এতে বলা হয়, বাংলাদেশের অর্থমন্ত্রী এবং সংশ্লিষ্ট অন্যদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে করবেন ভারতের অর্থ ও কর্পোরেট বিষয়ক মন্ত্রী অরুণ জেটলি। দুই অর্থমন্ত্রী ২০১৫ সালের জুনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর এবং ২০১৭ সালের এপ্রিলে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরকালে গৃহীত অর্থনৈতিক সহযোগিতা এবং উন্নয়ন অংশীদারিত্ব উদ্যোগসমূহের অবস্থা পর্যালোচনা করবেন।

এতে আরও বলা হয়, বুধবার ভারত ও বাংলাদেশের অর্থমন্ত্রীদের উপস্থিতিতে চারশ’ কোটি মার্কিন ডলারের তৃতীয় ঋণরেখা বাস্তবায়নের জন্য চুক্তি স্বাক্ষরিত হবে। চলতি বছরের এপ্রিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরকালে বাংলাদেশের জন্য সাড়ে চারশ’ কোটি মার্কিন ডলারের এই ঋণরেখা ঘোষণা করা হয়। তৃতীয় ঋণরেখা চুক্তিটি স্বাক্ষরিত হলে বাংলাদেশের অগ্রাধিকারপ্রাপ্ত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্পের বাস্তবায়ন সম্ভব হবে।

এছাড়াও দু’দেশের অর্থ মন্ত্রীর উপস্থিতিতে বিনিয়োগ বৃদ্ধি ও সুরক্ষার জন্য ভারত ও বাংলাদেশের মধ্যে চুক্তির উপর যৌথ ব্যাখ্যামূলক নোট স্বাক্ষরিত হবে।

ঢাকা সফরকালে ভারতের অর্থ ও কর্পোরেট বিষয়ক মন্ত্রী অরুণ জেটলি ‘পলিসি রিসার্চ ইন্সটিটিউট অফ বাংলাদেশ’ এবং ভারতীয় হাইকমিশনের উদ্যোগে ‘ভারত সরকারের ম্যাক্রোইকনোমিক ইনিশিয়েটিভ’ শীর্ষক অনুষ্ঠানে বক্তব্য রাখবেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতীয় হাইকশিনের পক্ষ থেকে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া’র ক্যাশলেস ভিসা সার্ভিস পরিচালনার লক্ষ্যে একটি নুতন স্কিম সেবা যৌথভাবে উদ্বোধন করবেন দু’দেশের অর্থমন্ত্রী। এছাড়া তারা এক্সিম ব্যাংক অফ ইন্ডিয়ার ঢাকা কার্যালয়ও উদ্বোধন করবেন।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

নতুন অর্থসচিব মোহাম্মদ মুসলিম চৌধুরী

sacibস্টকমার্কেট ডেস্ক :

নতুন অর্থসচিব হয়েছেন মোহাম্মদ মুসলিম চৌধুরী। তিনি আগে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অতিরিক্ত সচিব ছিলেন।

আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় তাঁকে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ভারপ্রাপ্ত সচিব নিয়োগ দিয়ে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করে।

বর্তমান অর্থসচিব হেদায়েতুল্লাহ আল মামুনের মেয়াদ শেষ হচ্ছে আজ।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

দ্যা পেনিনসুলার বোর্ড সভা ৮ অক্টোবর

the-peninsula-chittagongস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সেবা ও আবাসন খাতের কোম্পানি দ্যা পেনিনসুলা চিটাগং লিমিটেডের বার্ষিক বোর্ড সভা আগামী ৮ অক্টোবর আহবান করা হয়েছে। মঙ্গলবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৯(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০১৭ সালের ৩০ জুন পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা পৌনে ৩টায় বন্দরনগরীর নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটি ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

আসন্ন বোর্ড সভায় সভায় ৩০ জুন ২০১৭ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।

এছাড়া বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ ও রেকর্ড ডেট ঘোষণা করা হবে।

গতবছর ২০১৬ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

স্টকমার্কেটবিডি.কম/বিএ