‘শেয়ারবাজার রাতারাতি বড়লোক হওয়ার জায়গা না’

new takaনিজস্ব প্রতিবেদক :

শেয়ারবাজার রাতারাতি বড়লোক হওয়ার জায়গা না। ভালো কোম্পানির শেয়ারে দীর্ঘ মেয়াদে বিনিয়োগ করলে ভালো মুনাফা পাওয়া যাবে। শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) উদ্যোগে শুরু হওয়া ‘বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ’-এর দ্বিতীয় দিনে একটি সেমিনারে এসব কথা বলেন বক্তারা।

মঙ্গলবার রাজধানীর বনানীতে ফারইস্ট ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে ‘বিনিয়োগ ও ঝুঁকি’ বিষয়ক সেমিনারটির আয়োজন করে শেয়ারবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সেন্ট্রাল ডিপজিটরি বাংলাদেশ লিমিটেড বা সিডিবিএল। তাতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাহমুদ ওসমান ইমাম।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন সিডিবিএলের চেয়ারম্যান শেখ কবির হোসেন। এ ছাড়া উপস্থিত ছিলেন সিডিবিএলের ভাইস চেয়ারম্যান এ কে এম নুরুল ফজল বুলবুল, ব্যবস্থাপনা পরিচালক এম এইচ সামাদ, উপব্যবস্থাপনা পরিচালক শুভ্র কান্তি চৌধুরী প্রমুখ।

সেমিনারে বক্তারা বলেন, শেয়ারবাজার রাতারাতি বড়লোক হওয়ার জায়গা না। ভালো কোম্পানির শেয়ারে দীর্ঘ মেয়াদে বিনিয়োগ করলে ভালো মুনাফা পাওয়া যাবে। বিনিয়োগের আগে বাজারের ঝুঁকি সম্পর্কেও বিনিয়োগকারীদের যাচাই-বাছাই করতে হবে।

বক্তারা আরও বলেন, শেয়ারবাজারে বিনিয়োগের আগে বাজার সম্পর্কে জ্ঞানার্জন খুবই জরুরি। ভালোভাবে জেনে-বুঝে তারপরই বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া উচিত। বাজারে প্রতিদিন শেয়ার কেনাবেচা করাকে বিনিয়োগ বলে না। মূল প্রবন্ধে মাহমুদ ওসমান ইমাম শেয়ারবাজারে বিনিয়োগের বিভিন্ন ঝুঁকির বিষয়গুলো তুলে ধরেন। ফারইস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্যই মূলত এ সেমিনারের আয়োজন করা হয়।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

১৫ লাখ শেয়ার কিনবেন এনসিসি ব্যাংকের উদ্যোক্তা

ncc1-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি এনসিসি ব্যাংক লিমিটেডের একজন উদ্দ্যোক্তা ১৫ লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। বুধবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা যায়।

সোহেলা হোসাইন নামে এই উদ্দ্যোক্তা ১৫ লাখ শেয়ার চলমান বাজার দরে ক্রয়ের আগ্রহ প্রকাশ করেছেন।

ঘোষণার পর ৩০ কার্যদিবসের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয় করবেন বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়।

এ কোম্পানিটি এসব শেয়ার চলমান বাজার দরে পাবলিক মার্কেটে ক্রয় করবেন তিনি।

স্টকমার্কেটবিডি.কম/মোদক.

ইবনে সিনার উদ্যোক্তা শেয়ার কিনবেন

ibnস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষধ খাতের কোম্পানি ইবনে সিনা ফার্মাসিটিক্যালস লিমিটেডের একজন উদ্দ্যোক্তা শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। বুধবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা যায়।

এম আতাউর রহমান ইবনে সিনা ট্রাষ্টের প্রতিনিধিত্ব করছেন। এই উদ্দ্যোক্তা ২০০০ শেয়ার চলমান বাজার দরে ক্রয়ের আগ্রহ প্রকাশ করেছেন।

ঘোষণার পর ৩০ কার্যদিবসের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয় করবেন বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়।

এ কোম্পানিটি এসব শেয়ার চলমান বাজার দরে পাবলিক মার্কেটে ক্রয় করবেন।

স্টকমার্কেটবিডি.কম/মোদক.