স্বচ্চতার সাথে আইনের সর্বোচ্চ ব্যবহার করতে চেয়ারম্যানকে প্রতিমন্ত্রীর তাগিদ

mannanনিজস্ব প্রতিবেদক :

শেয়ারবাজারের স্বচ্চতার সাথে আইনের সর্বোচ্চ ব্যবহার করবেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেনকে তাগিদ দিয়েছে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) ঢাকার শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ’২০১৭ এর ৪র্থ দিনে প্রথম সেশন বিনিয়োগের বিভিন্ন পণ্য ও খাত সম্পর্কিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, বিএসইসি ভাল করছে। আমরা বিএসইসিকে শক্তিশালী করেছি।

বিএসইসি চেয়ারম্যানকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনাকে আইনের সর্বোচ্চ ব্যবহারের সুযোগ দেওয়া হয়েছে। তার সর্বোচ্চ ব্যবহার করবেন। এতে করে বিনিয়োগের পরিবেশ সৃষ্ট হবে। বিনিয়োগের পরিবেশ সৃষ্টি হলে বিনিয়োগকারীরা বাজারে ফিরবে। আমরা বিনিয়োগের সুযোগ সৃষ্টিতে আরো কোনো সিদ্ধান্ত নিতে হলে নিব।

বিনিয়োগকারীদেরর উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেন, জরনে বুঝে বিনিয়োগ করলে ভাল ডিভিডেন্ড পাবেন। আমরা এখন ক্রমবর্ধমান অর্থনীতি। আমাদের পরিশ্রমের উপর নির্ভর করতে হবে।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন বলেন, আমরা সবসময় থাকবো না। আজ আছি তো কাল নেই। কিন্তু বিনিয়োগকারীরা সবসময় থাকবেন। আমরা চাই মার্কেটটা একটা স্ট্যাবল পর্যায়ে যাক। আর মার্কেট স্থিতিশীল জায়গায় পৌঁছাতে হলে সকলকেই যে যার অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে।

অনুষ্ঠানে বিএসইসির কমাশনার স্বপন কুমার বালা, হেলাল উদ্দিন নিজামী প্রমুখ উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/মোদক

ভারতের ‘ক্যাশলেস’ ভিসা সার্ভিসের উদ্বোধন

ddস্টকমার্কেট ডেস্ক :

নগরীতে বুধবার ভারতীয় ‘ক্যাশলেস’ ভিসা সার্ভিসের উদ্বোধন করায় বাংলাদেশ এখন থেকে ক্রেডিট অথবা ডেবিট কার্ডের মাধ্যমে ভারতীয় ভিসা প্রসেসিং ফি জমা দিতে পারবে।

সফররত ভারতীয় অর্থ ও কর্পোরেট মন্ত্রী অরুন জেটলি নগরীর একটি হোটেলে এই সার্ভিসের উদ্বোধন করেন। অনুষ্ঠানে বাংলাদেশের অর্থমন্ত্রী এএমএ মুহিতও উপস্থিত ছিলেন।

ভারতীয় হাইকমিশন সূত্র জানায়, ঢাকার শ্যামলীতে ও সিলেটে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে (আইভিএসি) এই অনলাইন সার্ভিস উদ্বোধন করা হয়।
স্টেট ব্যাংক অব ইন্ডিয়া বাংলাদেশীদের যারা ভারত সফর করতে চায় তাদের জন্য এই ক্যাশলেস ভিসা সার্ভিস চালু করেছে। ১২টি ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের সবক’টিতেই অনলাইনে ভিসা ফি জমা দেয়া যাবে।

বছরে ১৪ লাখ লোক ভারত সফর করে উল্লেখ করে অরুন জেটলি বলেন, ‘দুদেশের সরকার ও জনগণের মধ্যে চমৎকার সহযোগিতা এবং সমঝোতা রয়েছে।’

অনুষ্ঠানে ভারতীয় এক্সিম ব্যাংকের ঢাকা অফিসও উদ্বোধন করা হয়। এ সময় ভারতীয় স্টেট ব্যাংকের এমডি বি. শ্রীরাম ও ভারতের এক্সিম ব্যাংকের এমডি ডেভিড রাসকুইনহা উপস্থিত ছিলেন। সূত্র : বাসস

স্টকমার্কেটবিডি.কম/এমএ

উত্তর কোরিয়া কেন্দ্রিক উত্তেজনা এশিয়ার প্রবৃদ্ধির জন্য হুমকি : বিশ্বব্যাংক

worldস্টকমার্কেট ডেস্ক :

বিশ্বব্যাংক সতর্ক করে বলেছে, উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনা এশিয়ার ক্রমবর্ধমান প্রবৃদ্ধির জন্য হুমকি হতে পারে।

ব্যাংকটির প্রধান আঞ্চলিক অর্থনীতিবিদ সুধীর শেঠি বুধবার বলেন, উন্নয়নশীল পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিশ্বের অন্য উন্নয়নশীল এলাকার চেয়ে ক্রমপ্রবৃদ্ধিশীল। প্রবৃদ্ধির এই ধারা অব্যাহত থাকতে পারে।

তবে, ব্যাংকক থেকে ভিডিও লিংকের মাধ্যমে সাংবাদিকদের তিনি সতর্ক করে বলেন, উত্তর কোরিয়াকে ঘিরে দিন দিন বেড়ে যাওয়া উত্তেজনা এ অঞ্চলের উন্নয়নের ইতিবাচক ধারাকে ব্যাহত করবে।

দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম ৫টি অর্থনীতির দেশে চলতি বছর প্রবৃদ্ধির পরিমাণ দাঁড়াচ্ছে ৫ দশমিক ১ শতাংশ। ২০১৮-১৯ সালে প্রবৃদ্ধির এ হার হবে ৫ দশমিক ২ শতাংশ। যা এপ্রিলে ঘোষিত পূর্বাভাসের কিছুটা বেশি। সূত্র : বাসস

স্টকমার্কেটবিডি.কম/এমএ

  1. উত্তরা ব্যাংক
  2. এক্সিম ব্যাংক
  3. ইউসিবি
  4. লংকাবাংলা ফাইন্যান্স
  5. ইসলামী ব্যাংক
  6. আমরা নেটওয়ার্ক
  7. প্রিমিয়ার ব্যাংক
  8. মার্কেন্টাইল ব্যাংক
  9. ট্রাষ্ট ব্যাংক
  10. বিবিএস ক্যাবলস।

ডিএসইতে ১০৫৮ ও সিএসইতে ৬১ কোটি টাকার লেনদেন

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১০৫৮ কোটি টাকার লেনদেন হয়েছে। আর এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে ৬১ কোটি টাকার। আজ বৃহস্পতিবার চলতি সপ্তাহের শেষ কার্যদিবসে সব ধরণের সূচক বেড়েছে।

লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৪২.৩৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬২০২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৫.৭৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩৩৯ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১০.৯৭ পয়েন্ট বেড়ে অবস্থান করে ২২০১ পয়েন্টে।

এদিন লেনদেন হয়েছে ১০৫৮ কোটি ৪৯ লাখ টাকা। গতকাল বুধবার লেনদেনের পরিমাণ ছিল ৮৮৪ কোটি ৪৫ লাখ টাকা।

ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হওয়া ১০টি কোম্পানি হলো  উত্তরা ব্যাংক, এক্সিম ব্যাংক লিমিটেড, ইউসিবি, লংকাবাংলা ফাইন্যান্স, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, আমরা নেটওয়ার্ক, প্রিমিয়ার ব্যাংক লিমিটেড, মার্কেন্টাইল ব্যাংক, ট্রাষ্ট ব্যাংক ও বিবিএস ক্যাবলস।

ডিএসইতে আজ ৩৩২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৪৪টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৪৯টির। দর অপরিবর্তিত আছে ৩৯টির।

এদিকে দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৮১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১ হাজার ৬৬৯ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৫৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৯টির কমেছে ১১১টির ও দর অপরিবর্তিত রয়েছে ২৬ টির।
এ দিন টাকায় লেনদেন হয়েছে ৬১ কোটি ৫৪ লাখ টাকা। যা গতদিন ছিল ৪৬ কোটি ৯৫ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে গ্রামীন ফোন ও আমরা নেটওয়ার্কস।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

ওয়াইম্যাক্স ইলেক্ট্রোডের আইপিও লটারির ফলাফল

oiআবেদনকারীদের মধ্যে শেয়ার বরাদ্দ দেয়ার জন্য ওয়াইম্যাক্স ইলেক্ট্রোড লিমিটেডের  প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) লটারির

ফলাফল জানতে নিচের লিংকে ক্লিক করুন…….

 

Stock Broker / Merchant Bank Code

General Public

Affected Investors

Non Residence Bangladeshi (NRB)

ফুয়াং ফুডের দর বাড়ার কোনো তথ্য নেই

fuwanস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুসাঙ্গিক খাতের কোম্পানি ফুয়াং ফুড লিমিটেডের শেয়ার দর সাম্প্রতিক অস্বাভাবিক হারে বাড়ার কারণ জানতে চাইলে কোম্পানিটি ডিএসইকে দর বৃদ্ধির কোনো কারণ নেই বলে জানিয়েছে। বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

শেয়ারটির এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন ডিএসই কর্তৃপক্ষ।

এরি প্রেক্ষিতে ডিএসই নোটিস করলে ফুয়াং ফুডের পক্ষ থেকে জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

শাইনপুকুর সিরামিকসের কোনো সংবেদনশীল তথ্য নেই

shine-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিরামিকস শিল্প খাতের কোম্পানি শাইনপুকুর সিরামিকস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার দর সাম্প্রতিক অস্বাভাবিক হারে বাড়ার কারণ জানতে চাইলে কোম্পানিটি ডিএসইকে দর বৃদ্ধির কোনো কারণ নেই বলে জানিয়েছে। বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

শেয়ারটির এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন ডিএসই কর্তৃপক্ষ।

এরি প্রেক্ষিতে ডিএসই নোটিস করলে শাইনপুকুর সিরামিকসের পক্ষ থেকে জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

রহিমা ফুডের মূল্য সংবেদনশীল তথ্য নেই

rahimaস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুসাঙ্গিক খাতের কোম্পানি রহিমা ফুড কর্পোরেশন লিমিটেডের সাম্প্রতিক সময়ে শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে। দর বাড়ার কারণ জানতে চাইলে কোম্পানিটির পক্ষ থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ কথা জানানো হয়েছে। বৃহস্পতিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির শেয়ারের এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই। তবে দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোন তথ্য কি তা জানতে চায় ডিএসই।

এ সময় রহিমা ফুড লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্প্রতি শেয়ারটির দর বৃদ্ধির পেছনে মূল্যসংবেদনশীল অপ্রকাশিত কোন তথ্য তাদের কাছে নেই।

স্টকমার্কেটবিডি.কম/এম/বি