ফারইষ্ট নিটিংয়ের লভ্যাংশ ঘোষণা

fekdilস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত পোশাক শিল্প খাতের কোম্পানি ফারইষ্ট নিটিংয়ের পরিচালনা বোর্ড বিনিয়োগকারীদের জন্য ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। রবিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসই সূত্রে জানা গেছে, চলতি বছরের জুন শেষ হওয়া ২০১৭ সালে ফারইষ্ট নিটিংয়ের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.১৬ টাকা। এ সময়ে শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২১.১৪ টাকা।

আগামী ১৭ ডিসেম্বর কোম্পানিটি বার্ষিক সাধারণ সভা (এজিএম) দিন নির্ধারণ করেছে। এর জন্য রেকর্ড ডেট ঘোষণা করা হয়েছে ২৬ অক্টোবর।

গত বছর কোম্পানিটি ১০ শতাংশ বোনাস ও ৫ শতাংশ নগদ মিলিয়ে ১৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।

স্টকমার্কেটবিডি.কম/এম

আমরা নেটওয়ার্কসের মূল্যসংবেদনশীল তথ্য নেই

aamra-networksস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত আইটি খাতের কোম্পানি আমরা নেটওয়ার্কস লিমিটেড সাম্প্রতিক সময়ে অস্বাভাবিক দর বাড়ার পেছনে কোনো কারণ নেই। ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ দর বাড়ার কারণ জানতে চাইলে কোম্পানির পক্ষ থেকে এ কথা জানানো হয়। রবিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসই সূত্রে জানা যায়, গত ৩ অক্টোবর কোম্পানির শেয়ারের সর্বশেষ দর ছিল ১২৯.৫০ টাকা। যা গত ৫ অক্টোবর দর বেড়ে দাঁড়িয়েছে ১৪৪.৫০ টাকা। এ দুই দিন শেয়ারটির দর টানা বেড়েছে।

ডিএসই কোম্পানিটির শেয়ারের এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে। দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কােনো কারণ আছে কি না – তা জানতে চায় ডিএসই। এ সময় আমরা নেটওয়ার্কস লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে, দর বৃদ্ধির পেছনে মূল্যসংবেদনশীল অপ্রকাশিত কোন তথ্য কোম্পানির কাছে নেই।

স্টকমার্কেটবিডি.কম/এমএ