প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের দর প্রস্তাব আহবান : বিডিং শুরু

basondaraনিজস্ব প্রতিবেদক :

বুক বিল্ডিং পদ্ধতিতে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে অর্থ সংগ্রহের লক্ষ্যে যোগ্য বিনিয়োগকারীদের কাছ থেকে প্রস্তাবিত শেয়ারদরের ভিত্তিতে কাট অফ প্রাইস নির্ধারণে আজ থেকে বিডিং প্রক্রিয়া শুরু হচ্ছে বসুন্ধরা পেপার মিলস লিমিটেডের। আজ বিকাল ৫টা থেকে শুরু হয়ে ১৯ অক্টোবর বিকাল ৫টা পর্যন্ত বিডিং চলবে।

বিডিংয়ে অংশগ্রহণে ইচ্ছুক যোগ্য বিনিয়োগকারীদের (ইলিজিবল ইনভেস্টর) ৫ হাজার টাকা বিডিং ফি এবং বিডিং অ্যামাউন্টের ২০ শতাংশ ডিপোজিট করতে হবে, যা ১৫ অক্টোবর সকাল ১০টা থেকে ১৯ অক্টোবর বেলা ২টার মধ্যে দিতে হবে। ১৯ অক্টোবর বিকাল ৫টার পর বিডিং বন্ধ হয়ে যাবে। বিডিং পিরিয়ডের পর অফার পিরিয়ড শুরু হবে ২২ অক্টোবর সকাল সাড়ে ১০টা থেকে ২৩ অক্টোবর সকাল সাড়ে ১০টা পর্যন্ত।

বুক বিল্ডিং পদ্ধতির নিয়ম অনুসারে, ইলেকট্রনিক বিডিংয়ের মাধ্যমে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা এ কোম্পানির আইপিওতে তাদের জন্য নির্ধারিত শেয়ারের দরপ্রস্তাব করবে। সর্বশেষ যে দরে নির্ধারিত শেয়ার বিক্রির প্রস্তাব আসবে, তাই হবে কাট অফ প্রাইস। যোগ্য প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা সে দরেই কোম্পানির শেয়ার কিনবেন। তবে সাধারণ বিনিয়োগকারীদের কাছে তা ১০ শতাংশ কম দামে শেয়ার বিক্রি করতে হবে কোম্পানিকে। নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনক্রমে তখন নতুন করে চাঁদাগ্রহণ করবে বসুন্ধরা পেপারস।

বসুন্ধরা পেপার আইপিওর মাধ্যমে মোট ২০০ কোটি টাকা উত্তোলন করবে। কোম্পানিটির প্রতিটি শেয়ারের ফেসভ্যালু ১০ টাকা। এ ২০০ কোটি টাকার মধ্যে যোগ্য বিনিয়োগকারীদের জন্য ১২৫ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। আর এ অর্থের সর্বোচ্চ ২ শতাংশ একজন যোগ্য বিনিয়োগকারী আবেদন করতে পারবেন। তবে তা আড়াই কোটির বেশি হবে না। তাছাড়া একজন যোগ্য বিনিয়োগকারী একবার সর্বোচ্চ ১০ শতাংশ বিডিং প্রাইস বাড়ানোর সুযোগ পাবেন। কোম্পানিটির ১০০টি শেয়ারে একটি লট নির্ধারণ করা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

ইষ্টার্ণ লূব্রিকেন্টসের দর বাড়ার পেছনে তথ্য নেই

easterস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানী ও শক্তি খাতের কোম্পানি ইষ্টার্ণ লূব্রিকেন্টস লিমিটেডের সাম্প্রতিক সময়ে শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে। শেয়ারটির দর বাড়ার কারণ জানতে চাইলে কোম্পানিটির পক্ষ থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ কথা জানানো হয়েছে। সোমবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

জানা যায়, গত ২ অক্টোবর শেয়ার দর ছিল ৮৫২.৪০ টাকা। গত ১২ অক্টোবর আগস্ট সর্বশেষ তা ১০০৬.৩০ টাকায় সর্বশেষ লেনদেন হয়েছে।

কোম্পানিটির শেয়ারের এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই। সম্প্রতি দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোন তথ্য কি তা জানতে চায় ডিএসই।

এ সময় ইষ্টার্ণ লূব্রিকেন্টস লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্প্রতি শেয়ারটির দর বৃদ্ধির পেছনে মূল্য সংবেদনশীল অপ্রকাশিত কোন তথ্য তাদের কাছে নেই।

স্টকমার্কেটবিডি.কম/এম/মোদক.

ইউনাইটেড ফাইন্যান্সের ৩য় প্রান্তিক বোর্ড সভা আহবান

united-finance-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং আর্থিক খাতের কোম্পানি ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেডের তৃতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ১৯ অক্টোবর আহবান করা হয়েছে। সোমবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৩টায় রাজধানীতে অবস্থিত নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির তৃতীয় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

মেঘনা কনডেন্স মিল্কের মূল্য সংবেদনশীল তথ্য নেই

megnaস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত  কোম্পানি মেঘনা কনডেন্স মিল্ক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সাম্প্রতিক সময়ে শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে। শেয়ারটির দর বাড়ার কারণ জানতে চাইলে কোম্পানিটির পক্ষ থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ কথা জানানো হয়েছে। সোমবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

জানা যায়, গত ২ অক্টোবর শেয়ার দর ছিল ১৩.৯০ টাকা। গত ১২ অক্টোবর আগস্ট সর্বশেষ তা ১৭.৫০ টাকায় সর্বশেষ লেনদেন হয়েছে।

কোম্পানিটির শেয়ারের এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই। সম্প্রতি দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোন তথ্য কি তা জানতে চায় ডিএসই।

এ সময় মেঘনা কনডেন্স মিল্ক লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্প্রতি শেয়ারটির দর বৃদ্ধির পেছনে মূল্য সংবেদনশীল অপ্রকাশিত কোন তথ্য তাদের কাছে নেই।

স্টকমার্কেটবিডি.কম/এম/মোদক.

ডাচ-বাংলা ব্যাংকের মূল্য সংবেদনশীল তথ্য নেই

dutch-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের সাম্প্রতিক সময়ে শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে। শেয়ারটির দর বাড়ার কারণ জানতে চাইলে কোম্পানিটির পক্ষ থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ কথা জানানো হয়েছে। সোমবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

জানা যায়, গত ২৫ সেপ্টেম্বর শেয়ার দর ছিল ১৩০.৭০ টাকা। গতকাল ১৪ অক্টোবর আগস্ট সর্বশেষ তা ১৭১.২০ টাকায় লেনদেন হয়েছে।

কোম্পানিটির শেয়ারের এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই। সম্প্রতি দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোন তথ্য কি তা জানতে চায় ডিএসই।

এ সময় ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্প্রতি শেয়ারটির দর বৃদ্ধির পেছনে মূল্য সংবেদনশীল অপ্রকাশিত কোন তথ্য তাদের কাছে নেই।

স্টকমার্কেটবিডি.কম/এম/মোদক.

সমরিতা হসপিটালের বোর্ড সভা ২৪ অক্টোবর

samaritaস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে সেবা খাতের কোম্পানি সমরিতা হসপিটাল লিমিটেডের বোর্ড সভা আগামী ২৪ অক্টোবর আহবান করা হয়েছে। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ওইদিন সন্ধ্যা সাড়ে ৭টায় কোম্পানিটির এই বোর্ড সভা হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন, ২০১৫ এ ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় গত ৩০ সেপ্টেম্বর শেষ হওয়া ২০১৬ সালের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনটি পর্যালোচনা করা হবে।

এছাড়া ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন, ২০১৫ এ ১৯(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় গত ৩০ জুলাই শেষ হওয়া ২০১৫ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনটি পর্যালোচনা করা হবে।

এ সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে কোম্পানিটি। এছাড়া এজিএম সংক্রান্ত ঘোঘণা আসতে পারে একই সভায়।

গত ২০১৬ সালে কোম্পানিটি ১০ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল।

স্টকমার্কেটবিডি.কম/এমএ