বসুন্ধরা পেপারের বিডিংয়ে ৩৪ প্রতিষ্ঠান : সর্বোচ্চ দর ৯০ টাকা

basondaraনিজস্ব প্রতিবেদক :

বুক বিল্ডিং পদ্ধতিতে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে অর্থ সংগ্রহের লক্ষ্যে যোগ্য বিনিয়োগকারীদের কাছ থেকে প্রস্তাবিত শেয়ারদরের ভিত্তিতে কাট অফ প্রাইস নির্ধারণে আজ থেকে বিডিং প্রক্রিয়া শুরু করেছে বসুন্ধরা পেপার মিলস লিমিটেডের। বিডিংয়ের পর এখন পর্যন্ত মোট ৩৪ প্রতিষ্ঠান দর প্রস্তাব করেছে। আর সর্বোচ্চ দর ৯০ টাকা উঠে এসেছে।

গতকাল সোমবার বিকাল ৫টা থেকে শুরু হয়ে ১৯ অক্টোবর বিকাল ৫টা পর্যন্ত বিডিং চলবে। প্রতিবেদনটি লেখা পর্যন্ত আজ মঙ্গলবার বেলা ৪টায় মোট ৩৪ টি প্রতিষ্ঠান বিডিংয়ে অংশগ্রহণ করে। এর মধ্যে ৯০ টাকায় সর্বোচ্চ দর প্রস্তাব করা হয়েছে। এই দরে আগ্রহী প্রতিষ্ঠানটি মোট ২,৭৭,৭০০ টি শেয়ার নেওয়ার প্রস্তাব করে। এছাড়া ৮৮ টাকায় বিড করে একটি প্রতিষ্ঠান, ৮৬ টাকায় একটি প্রতিষ্ঠান, ৮৩ টাকায় একটি প্রতিষ্ঠান, ৮২ টাকায় ১ টি প্রতিষ্ঠান, ৮১ টাকায় ৩টি প্রতিষ্ঠান, ৮০ টাকায় ৯টি প্রতিষ্ঠান, ৬৩ টাকায় একটি প্রতিষ্ঠান, ৩৩ টাকায় একটি প্রতিষ্ঠান দর পস্তাব করে।

বিডি শুরু হয় সর্বোনিম্ন ২০ টাকায়। সর্বোচ্চ শেয়ারের প্রস্তাব আসে ২৫ টাকায়। এদরে শেয়ার নেওয়ার প্রস্তাব করে ১১টি প্রতিষ্ঠান। আজ কোনো এক সময় ১২ টাকায় ও ২১ টাকায়ও দুটি প্রতিষ্ঠান শেয়ার ক্রয়ের প্রস্তাব দিয়েছে।

বিডিংয়ে অংশগ্রহণে ইচ্ছুক যোগ্য বিনিয়োগকারীদের (ইলিজিবল ইনভেস্টর) ৫ হাজার টাকা বিডিং ফি এবং বিডিং অ্যামাউন্টের ২০ শতাংশ ডিপোজিট করতে হবে, যা ১৫ অক্টোবর সকাল ১০টা থেকে ১৯ অক্টোবর বেলা ২টার মধ্যে দিতে হবে। ১৯ অক্টোবর বিকাল ৫টার পর বিডিং বন্ধ হয়ে যাবে। বিডিং পিরিয়ডের পর অফার পিরিয়ড শুরু হবে ২২ অক্টোবর সকাল সাড়ে ১০টা থেকে ২৩ অক্টোবর সকাল সাড়ে ১০টা পর্যন্ত।

বুক বিল্ডিং পদ্ধতির নিয়ম অনুসারে, ইলেকট্রনিক বিডিংয়ের মাধ্যমে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা এ কোম্পানির আইপিওতে তাদের জন্য নির্ধারিত শেয়ারের দরপ্রস্তাব করবে। সর্বশেষ যে দরে নির্ধারিত শেয়ার বিক্রির প্রস্তাব আসবে, তাই হবে কাট অফ প্রাইস। যোগ্য প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা সে দরেই কোম্পানির শেয়ার কিনবেন। তবে সাধারণ বিনিয়োগকারীদের কাছে তা ১০ শতাংশ কম দামে শেয়ার বিক্রি করতে হবে কোম্পানিকে। নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনক্রমে তখন নতুন করে চাঁদাগ্রহণ করবে বসুন্ধরা পেপারস।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

  1. ইফাদ অটোস
  2. উত্তরা ব্যাংক লিমিটেড
  3. আমরা নেটওয়ার্কস
  4. ব্র্যাক ব্যাংক
  5. স্কয়ার ফার্মা
  6. বিবিএস ক্যাবলস
  7. মার্কেন্টাইল ব্যাংক
  8. এমটিবি
  9. সিটি ব্যাংক
  10. লংকাবাংলা ফাইন্যান্স।

ডিএসইতে ৬১৫ ও সিএসইতে ৪০ কোটি টাকার লেনদেন

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৬১৫ কোটি। আর এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে ৪০ কোটি টাকা। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৭.৮৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬০৩১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৬.৯০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩২৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৭.২৩ পয়েন্ট কমে অবস্থান করে ২১৮১ পয়েন্টে।

এদিন লেনদেন হয়েছে ৬১৫ কোটি ৬৮ লাখ টাকা। গতকাল সোমবার লেনদেনের পরিমাণ ছিল ৫০২ কোটি ৯৬ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৩১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ২২৩টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ৮৪টির। দর অপরিবর্তিত আছে ২৪টির।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০ টি কোম্পানি হলো – ইফাদ অটোস, উত্তরা ব্যাংক লিমিটেড, আমরা নেটওয়ার্কস, ব্র্যাক ব্যাংক, স্কয়ার ফার্মা, বিবিএস ক্যাবলস, মার্কেন্টাইল ব্যাংক, এমটিবি, সিটি ব্যাংক ও লংকাবাংলা ফাইন্যান্স।

এদিকে দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৪১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১ হাজার ৩২৮ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৩৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫৬টির কমেছে ৬৫টির ও দর অপরিবর্তিত রয়েছে ১৩টির।

এ দিন টাকায় লেনদেন হয়েছে ৪০ কোটি ৫৯ লাখ টাকা। যা গতকাল সোমবার ছিল ৩২ কোটি ৭৮ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে ইউসিবিএল ও আমরা নেটওয়ার্কস লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

গ্লোবাল হ্যাবি কেমিক্যালসের বার্ষিক বোর্ড সভা আহবান

Global-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষধ শিল্প খাতের কোম্পানি গ্লোবাল হ্যাবি কেমিক্যালস মিলস লিমিটেডের বার্ষিক বোর্ড সভা আগামী ২৬ অক্টোবর আহবান করা হয়েছে। মঙ্গলবার সিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৯(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০১৭ সালের ৩০ জুন পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৩টায় রাজধানীর সেগুনবাগিচায় নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটি ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

আসন্ন বোর্ড সভায় সভায় ৩০ জুন ২০১৭ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।

এছাড়া বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ ও রেকর্ড ডেট ঘোষণা করা হবে।

গতবছর ২০১৬ সালে কোম্পানিটি ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দেয়।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

মোজাফ্ফর হোসেন স্পিনিংয়ের বার্ষিক বোর্ড সভা

MOZAFFOR-SPENNINGস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র শিল্প খাতের কোম্পানি মোজাফ্ফর হোসেন স্পিনিং মিলস লিমিটেডের বার্ষিক বোর্ড সভা আগামী ২৮ অক্টোবর আহবান করা হয়েছে। মঙ্গলবার সিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৯(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০১৭ সালের ৩০ জুন পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ১১টায় রাজধানীর বারিধারায় নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটি ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

আসন্ন বোর্ড সভায় সভায় ৩০ জুন ২০১৭ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।

এছাড়া বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ ও রেকর্ড ডেট ঘোষণা করা হবে।

গতবছর ২০১৬ সালে কোম্পানিটি ৫ শতাংশ নগদ লভ্যাংশ দেয়।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

এশিয়া ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৫ অক্টোবর

Asia-Insurance-Limited SMBDস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেডের তৃতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ২৫ অক্টোবর আহবান করা হয়েছে। মঙ্গলবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৩টায় রাজধানীর কারওয়ানবাজারে অবস্থিত নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির তৃতীয় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এ

স্ট্যান্ডার্ড সিরামিকসের বোর্ড সভা ২৮ অক্টোবর

Standard-Ceramic-Industries-Ltd-jobs-circularস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিরামিকস শিল্প খাতের কোম্পানি স্ট্যান্ডার্ড সিরামিকস লিমিটেডের বার্ষিক বোর্ড সভা আগামী ২৮ অক্টোবর আহবান করা হয়েছে। মঙ্গলবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৯(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০১৭ সালের ৩০ জুন পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ১১টায় রাজধানীর মতিঝিলে নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটি ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

আসন্ন বোর্ড সভায় সভায় ৩০ জুন ২০১৭ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।

এছাড়া বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ ও রেকর্ড ডেট ঘোষণা করা হবে।

গতবছর ২০১৬ সালে কোম্পানিটি ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেয়।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

সিটি জেনারেল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২২ অক্টোবর

citi-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি সিটি জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেডের তৃতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ২২ অক্টোবর আহবান করা হয়েছে। মঙ্গলবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৩টায় রাজধানীর মতিঝিলে অবস্থিত নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির তৃতীয় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এ

স্কুল ব্যাংকিংয়ে হিসাব সংখ্যা বেড়েছে ২৮.২০ শতাংশ

bbস্টকমার্কেট প্রতিনিধি :

বাণিজ্যিক ব্যাংকগুলোতে স্কুল শিক্ষার্থীদের একাউন্টস বাড়ছে। ২০১৭ সালের জুন পর্যন্ত সময়ে আগের বছরের একই সময়ের তুলনায় স্কুল ব্যাংকিং এ্যাকাউন্টস বেড়েছে ২৮ দশমিক ২০ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের (বিবি) আর্থিক অন্তর্ভুক্তি সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের জুন পর্যন্ত সময়ে দেশের ৫৬টি তফসিলী ব্যাংকের ১৩ লাখ ৩৪ হাজার ৩৪৩টি স্কুল ব্যাংকিং এ্যাকাউন্টসে ১ হাজার ১২৮ কোটি ৭৩ লাখ টাকা জমা পড়েছে। আগের বছর একই সময়ে ১১ লাখ ৮২ হাজার ১৭৯টি স্কুল ব্যাংকিং একাউন্টসে জমা হয়েছিল ৮৮০ কোটি ৪০ লাখ টাকা।

পল্লী এলাকার চেয়ে শহরাঞ্চলে স্কুল ব্যাংকিং সার্ভিস অধিক জনপ্রিয় এ কথা উল্লেখ করে বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়, ১৩ লাখ ৩৪ হাজার ৩৪৩টি স্কুল ব্যাংকিং একাউন্টসের মধ্যে শহর এলাকায় ৮ লাখ ১২ হাজার ৪২৩টি এবং পল্লী অঞ্চলে ৫ লাখ ২১ হাজার ৯১৫টি একাউন্টস খোলা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

ইউনাইটেড ইন্স্যুরেন্সের বোর্ড সভা ১৯ অক্টোবর

united-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি ইউনাইটেড ইন্স্যুরেন্স লিমিটেডের তৃতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ১৯ অক্টোবর আহবান করা হয়েছে। মঙ্গলবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৩টায় রাজধানীতে অবস্থিত নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির তৃতীয় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/বিএ