ফারইষ্ট লাইফের বোর্ড সভা ৩০ অক্টোবর

farest lifeস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি ফারইষ্ট লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের তৃতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ৩০ অক্টোবর আহবান করা হয়েছে। বুধবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৪টায় রাজধানীর পল্টনে অবস্থিত নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির তৃতীয় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

  1. বিবিএস ক্যাবলস
  2. ইফাদ অটোস
  3. লংকাবাংলা ফাইন্যান্স
  4. ব্র্যাক ব্যাংক
  5. আমরা নেটওয়ার্কস
  6. ন্যাশনাল ব্যাংক
  7. উত্তরা ব্যাংক
  8. গ্রামীনফোন লিমিটেড
  9. রংপুর ফাউন্ড্রি
  10. আইডিএলসি।

ডিএসইতে লেনদেন কমলেও সিএসইতে বেড়েছে

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সুচক ও টাকার অংকে লেনদেনের পরিমাণ বেড়েছে। তবে এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন আগের দিনের চেয়ে কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের চতূর্থ কার্যদিবস বুধবার লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৩৩.৫০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬০০১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২.৩০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩২৩ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৮.৬৭ পয়েন্ট বেড়ে অবস্থান করে ২১৮১ পয়েন্টে।

এদিন লেনদেন হয়েছে ৫৮২ কোটি ৮৩ লাখ টাকা। গতকাল মঙ্গলবার লেনদেনের পরিমাণ ছিল ৫৩৬ কোটি ৭ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৩১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৭৩টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১১০টির। আর দর অপরিবর্তিত আছে ৪৮টির।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – বিবিএস ক্যাবলস, ইফাদ অটোস, লংকাবাংলা ফাইন্যান্স, ব্র্যাক ব্যাংক, আমরা নেটওয়ার্কস, ন্যাশনাল ব্যাংক, উত্তরা ব্যাংক, গ্রামীনফোন লিমিটেড, রংপুর ফাউন্ড্রি ও আইডিএলসি।

এদিকে দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৪৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১ হাজার ২৩৯ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৩৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩৫টির কমেছে ৭৭টির ও দর অপরিবর্তিত রয়েছে ২৫টির।

এ দিন টাকায় লেনদেন হয়েছে ৩৩ কোটি ২৭লাখ টাকা। যা গতকাল মঙ্গলবার ছিল ১২৭ কোটি ৮৩ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে উত্তরা ব্যাংক লিমিটেড ও বিবিএস ক্যাবলস লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ অক্টোবর

bni-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স লিমিটেডের তৃতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ৩০ অক্টোবর আহবান করা হয়েছে। বুধবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৪টায় রাজধানীর মতিঝিলে অবস্থিত নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির তৃতীয় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

স্ট্যান্ডার্ড ব্যাংকের বোর্ড সভা ৩০ অক্টোবর

standardস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত আবাসন ও সেবা খাতের কোম্পানি স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের প্রথম প্রান্তিকের বোর্ড সভা আগামী ৩০ অক্টোবর আহবান করা হয়েছে। বুধবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৩টায় রাজধানীর মতিঝিলে অবস্থিত নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির প্রথম প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

জুলাইয়ে ডিএসইর রাজস্ব আদায় ২৫ কোটি টাকা

taxস্টকমার্কেট প্রতিনিধি :

চলতি বছরের জুলাই মাসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে ২৫ কোটি ১৮ লাখ ২৩ হাজার ৮৯০ টাকা রাজস্ব আদায় হয়েছে। এই টাকা সরকারি কোষাগারে জমা দিয়েছে ডিএসই কর্তৃপক্ষ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই’র তথ্য মতে, নতুন অর্থবছরের (২০১৭-১৮) প্রথম মাস অর্থাৎ জুলাইয়ে ব্রোকারেজ হাউজগুলোর টার্নওভার থেকে ডিএসই সরকারকে ২০ কোটি ৯২ লাখ ৬৭ হাজার ৮৯০ টাকা রাজস্ব আদায় করেছে।

এ ছাড়াও উদ্যোক্তা শেয়ারহোল্ডারদের শেয়ার বিক্রি থেকে ৪ কোটি ২৫ লাখ ৫৬ হাজার ৫৮৭ টাকা রাজস্ব আদায় করেছে।

এর আগে চলতি বছরের জানুয়ারি-জুন পর্যন্ত মোট ৬ মাসে ১৫৭ কোটি ৯৭ লাখ ২৩ হাজার ১৭টাকা রাজস্ব আদায় করেছে।

এর মধ্যে চলতি বছরের প্রথম ৬ মাসে ডিএসই সদস্য প্রতিষ্ঠানগুলো থেকে রাজস্ব এসেছে ১১৩ কোটি ১১ লাখ ৩৫ হাজার ৯৬৫ টাকা।

অন্যদিকে উদ্যোক্তা পরিচালক ও প্লেসমেন্ট শেয়ারধারীদের কাছ থেকে রাজস্ব আদায় হয়েছে ৪৪ কোটি ৮৫ লাখ ৮৭ হাজার ৫২ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/শুভ

ইউনাইটেড পাওয়ারের বাের্ড সভা স্থগিত

UPGDস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানী ও শক্তি খাতের কোম্পানি ইউনাইটেড পাওয়ার জেনারেশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের প্রথম প্রান্তিকের বোর্ড সভা স্থগিত করেছে। আগামী ২৯ অক্টোবর আহবান করা হয়েছিল। বুধবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

পরে এই বোর্ড সভা সংক্রান্ত তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

সমতা লেদারের বার্ষিক বোর্ড সভা ৩১ অক্টোবর

samataস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত চামড়া শিল্প খাতের কোম্পানি সমতা লেদার কমপ্লেক্স লিমিটেডের বার্ষিক বোর্ড সভা আগামী ৩১ অক্টোবর আহবান করা হয়েছে। মঙ্গলবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৯(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০১৭ সালের ৩০ জুন পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৪টায় রাজধানীতে নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটি ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

আসন্ন বোর্ড সভায় সভায় ৩০ জুন ২০১৭ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।

এছাড়া বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ ও রেকর্ড ডেট ঘোষণা করা হবে।

গত বছর ২০১৬ সালে কোম্পানিটি কোনো লভ্যাংশ দেয় নাই।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

ইষ্টার্ণ হাউজিংয়ের বোর্ড সভা ১ নভেম্বর

ehl-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত আবাসন ও সেবা খাতের কোম্পানি ইষ্টার্ণ হাউজিং কোম্পানি লিমিটেডের প্রথম প্রান্তিকের বোর্ড সভা আগামী ১ নভেম্বর আহবান করা হয়েছে। বুধবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।
.
ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৩টায় রাজধানীর বনানীতে অবস্থিত নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির প্রথম প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

সমরিতা হসপিটালের নগদ ও বোনাস লভ্যাংশ ঘোষণা

samaritaস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত আবাসন ও সেবা খাতের কোম্পানি সমরিতা হসপিটাল লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। বুধবার কোম্পানি সূত্রে এ তথ্য জানা যায়।

চলতি বছরের জুন মাসে শেষ হওয়া ২০১৭ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ দেয় কোম্পানিটি।

এসময় কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.৩৪ টাকা। এ সময়ে শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৫২.৩০ টাকা।

আগামী ২১ ডিসেম্বর কোম্পানিটি বার্ষিক সাধারণ সভা (এজিএম) দিন নির্ধারণ করেছে। আর রেকর্ড ডেট ১৬ নভেম্বর।

স্টকমার্কেটবিডি.কম/বিএ