মোজাফ্ফর স্পিনিং মিলসের বোনাস লভ্যাংশ ঘোষণা

MOZAFFOR-SPENNINGস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র শিল্প খাতের কোম্পানি মোজাফ্ফর স্পিনিং মিলস লিমিটেড পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা যায়।

শনিবার অনুষ্ঠিত বোর্ড সভায় চলতি বছরের জুন মাসে শেষ হওয়া ২০১৭ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ দেয় কোম্পানিটি।

এসময় কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৬৮ টাকা। আর কোম্পানির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) দাঁড়িয়েছে ১৭.৭০ টাকা।

আগামী ২৬ ডিসেম্বর কোম্পানিটি বার্ষিক সাধারণ সভা (এজিএম) দিন নির্ধারণ করেছে। আর রেকর্ড ডেট ২২ নভেম্বর।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

আল-হাজ্ব টেক্সটাইলের নগদ ও বোনাস লভ্যাংশ ঘোষণা

alhazস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র শিল্প খাতের কোম্পানি আল-হাজ্ব টেক্সটাইল মিলস লিমিটেড পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা যায়।

শনিবার অনুষ্ঠিত বোর্ড সভায় চলতি বছরের জুন মাসে শেষ হওয়া ২০১৭ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ দেয় কোম্পানিটি।

এসময় কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৭৪ টাকা। আর কোম্পানির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) দাঁড়িয়েছে ১৩.৫৯ টাকা।

আগামী ২১ ডিসেম্বর কোম্পানিটি বার্ষিক সাধারণ সভা (এজিএম) দিন নির্ধারণ করেছে। আর রেকর্ড ডেট ৭ ডিসেম্বর।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

সাইফ পাওয়ারটেক লিমিটেডের লভ্যাংশ ঘোষণা

SAIF powerস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সেবা ও আবাসন খাতের কোম্পানি সাইফ পাওয়ারটেক লিমিটেড পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ নগদ ও ২৮ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা যায়।

শনিবার অনুষ্ঠিত বোর্ড সভায় চলতি বছরের জুন মাসে শেষ হওয়া ২০১৭ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ দেয় কোম্পানিটি।

এসময় কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩.২২ টাকা। আর কোম্পানির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) দাঁড়িয়েছে ১৯.১১ টাকা।

আগামী ২০ ডিসেম্বর কোম্পানিটি বার্ষিক সাধারণ সভা (এজিএম) দিন নির্ধারণ করেছে। আর রেকর্ড ডেট ১৬ নভেম্বর।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

বিডিকম অনলাইনের বোর্ড সভা বিকালে : আসবে লভ্যাংশ

bdcomস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত আইটি শিল্প খাতের কোম্পানি বিডিকম অনলাইন লিমিটেডের বার্ষিক বোর্ড সভা আজ বিকালে আহবান করা হয়েছে। এ সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৯(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০১৭ সালের ৩০ জুন পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৩টায় রাজধানীর ধানমন্ডিস্থ নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটি ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

আসন্ন বোর্ড সভায় সভায় ৩০ জুন ২০১৭ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।

এছাড়া বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ ও রেকর্ড ডেট ঘোষণা করা হবে।

গত বছর ২০১৬ সালে কোম্পানিটি ৭ শতাংশ বোনাস ও ৫ শতাংশ নগদ লভ্যাংশ দেয়।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

তালিকাভুক্ত আরো ১৫ কোম্পানির লভ্যাংশ ঘোষণা

dividendস্টকমার্কেট প্রতিনিধি :

তালিকাভুক্ত ১৫ কোম্পানি ২০১৭ অর্থবছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। বৃহস্পতিবার কোম্পানিগুলোর বোর্ড সভায় লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

দেশবন্ধু পলিমার

৩০ জুন, ২০১৭ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৩৭ টাকা।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) হবে আগামী ২১ ডিসেম্বর। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২১ নভেম্বর।

ড্রাগন সোয়েটার

৩০ জুন, ২০১৭ সমাপ্ত অর্থবছরের জন্য ১৫ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। আজ অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

জানা যায়, কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.২৭ টাকা। এছাড়া শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৫.৯৪ টাকা এবং শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ০.৪৩ টাকা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ নভেম্বর সকাল ১১টায় ইমপেরিয়াল কনভেনশন সেন্টার, মালিবাগে অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট ১৫ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।

বারাকা পাওয়ার

৩০ জুন, ২০১৭ সমাপ্ত অর্থবছরের জন্য ৫ শতাংশ ক্যাশ ও ১৫ শতাংশ স্টকসহ মোট ২০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এ সময় কোম্পানির প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.৬৩ টাকা। এছাড়া শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২০.১২ টাকা এবং শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ৩.৫২ টাকা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৪ ডিসেম্বর বলো সাড়ে ১২টায় হোটেল স্টার প্যাসেফিক, সিলেটে অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট ২১ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।

এএমসিএল প্রাণ

৩০ জুন, ২০১৭ সমাপ্ত অর্থবছরের জন্য ৩২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এ সময় কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬.৮৭ টাকা। একই সময়ে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৭১.৭২ টাকা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) হবে আগামী ১৪ ডিসেম্বর। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৬ নভেম্বর।

অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

৩০ জুন, ২০১৭ সমাপ্ত অর্থবছরের জন্য ৪৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। জানা যায়, কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮.২২ টাকা। শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২৭.০৭ টাকা। এছাড়া শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ৪.৯৪ টাকা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৪ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় কোম্পানির ফ্যাক্টরী প্রাঙ্গন,কাঁচপুর,ঢাকায় অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট ২৩ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, কোম্পানিটি কিছু স্পেশাল রেজুলেশন শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য একই দিনে একই স্থানে সকাল ১০টায় বিশেষ সাধারণ সভা (ইজিএম) করবে।

গ্লোবাল হেভি কেমিক্যাল

৩০ জুন, ২০১৭ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

জানা যায়, কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.০৮ টাকা। এছাড়া শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৫৩.৮২ টাকা এবং শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ২.১৪ টাকা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২১ ডিসেম্বর সকাল ১১টায় আইডিইবি, কাকরাইল, ঢাকায় অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট ২২ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।

মুন্নু সিরামিক

৩০ জুন, ২০১৭ সমাপ্ত অর্থবছরের জন্য ৫ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ স্টকসহ মোট ১০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

জানা যায়, কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.১১ টাকা। এছাড়া শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৯৪.৩২ টাকা এবং শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ৫.৮৪ টাকা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৮ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় ইসলামপুর, ধামরাই অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট ১৬ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।

মুন্নু জুট স্টাফলার্স লিমিটেড

৩০ জুন, ২০১৭ সমাপ্ত অর্থবছরের জন্য ১৫ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে।

জানা যায়, কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৫৭ টাকা। এছাড়া শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৫২.২৫ টাকা এবং শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ৯৬.১৬ টাকা (নেগেটিভ)।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৮ ডিসেম্বর সকাল ১০টায় ইসলামপুর, ধামরাইল, ঢাকায় অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট ১৬ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।

মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড

৩০ জুন, ২০১৭ সমাপ্ত অর্থবছরের জন্য ৭ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে।

জানা যায়, কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.২৫ টাকা। শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৪৩.৫৬ টাকা। এছাড়া শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ০.৭৩ টাকা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৯ ডিসেম্বর বেলা আড়াইটায় কোম্পানির ফ্যাক্টরী প্রাঙ্গন,শ্রীপুর,গাজীপুরে অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট ১৬ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।

অলিম্পিক এক্সেসরিজ

৩০ জুন, ২০১৭ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে।

জানা যায়, কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.২৭ টাকা। এছাড়া শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৬.১৮ টাকা এবং শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ১.২০ টাকা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৭ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় আইইবি, রমনায় অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট ১৯ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।

এছাড়া কোম্পানিটি অনুমোদিত মূলধন ১৫০ কোটি টাকা থেকে ২৫০ কোটি টাকা করার সিদ্ধান্ত নিয়েছে। এর জন্য আগামী ২৭ ডিসেম্বর আইইবি, রমনায় বিশেষ সাধারণ সভা (ইজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ হয়েছে ১৯ নভেম্বর।

ফার কেমিকেল

৩০ জুন, ২০১৭ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। আজ অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

জানা যায়, কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৭৯ টাকা। এছাড়া শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৫.২৪ টাকা এবং শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ১.৯৬ টাকা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২০ ডিসেম্বর বেলা ১২টায় কুমিল্লায় অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট ১৬ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।

সেন্ট্রাল ফার্মাসিটিক্যাল

৩০ জুন, ২০১৭ সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে।

জানা গেছে, আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.০৫ টাকা। একই সময়ে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৬.৭৮ টাকা ও শেয়ার প্রতি কার্যকরি নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ০.১৯ টাকা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৭ ডিসেম্বর সকাল সাড়ে ১১টায় হল গুলশান ক্লাব, ঢাকায় অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩০ নভেম্বর।

ড্যাফোডিল কম্পিউটার্স

৩০ জুন, ২০১৭ সমাপ্ত অর্থবছরের ১৮ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এ সময় কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.১৭ টাকা। কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৩.১৯ টাকা। কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) হবে আগামী ২১ ডিসেম্বর। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৬ নভেম্বর।

আজিজ পাইপস

৩০ জুন, ২০১৭ সমাপ্ত অর্থবছরের জন্য ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। এ সময় শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৫৭ টাকা। এছাড়া শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৫৩.৭১ টাকা (নেগেটিভ) এবং শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ৯.৪৪ টাকা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৪ ডিসেম্বর সকাল ১০টায় আইডিবি ভবন, কাকরাইল, ঢাকায় অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট ২৩ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।

এফসি এগ্রো বায়োটিক

৩০ জুন, ২০১৭ সমাপ্ত অর্থবছরের জন্য ২০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। এ সময় শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩.৪৯ টাকা। এছাড়া শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৭.৪৭ টাকা এবং শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ৫.৬৬ টাকা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৪ ডিসেম্বর সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট ১৬ নভেম্বর নির্ধারণ করা হয়েছে। এজিএম ভেন্যু পরে জানানো হবে।

স্টকমার্কেটবিডি.কম/শুভ

বস্ত্র খাতের সাত কোম্পানির হাতে হাজার কোটি টাকার সম্প্রসারণ প্রকল্প

garmetnsস্টকমার্কেট প্রতিনিধি :

ব্যবসা সম্প্রসারণের উদ্দেশ্যে বস্ত্র খাতের তালিকাভুক্ত সাত কোম্পানি ১ হাজার ২২ কোটি ২২ লাখ ৮৪ হাজার টাকার প্রকল্প হাতে নিয়েছে। সংস্কার, সম্প্রসারণ ও আধুনিকায়ন (বিএমআরই) ও মূলধনি যন্ত্রপাতি আমদানিতে এ অর্থ ব্যয় করবে কোম্পানিগুলো। ব্যবসা সম্প্রসারণের উদ্যোগ নেয়া কোম্পানিগুলোর মধ্যে রয়েছে— প্যারামাউন্ট টেক্সটাইল, মোজাফফর হোসেন স্পিনিং মিলস, সিএমসি কামাল, স্কয়ার টেক্সটাইল, মালেক স্পিনিং, রহিম টেক্সটাইল ও হা-ওয়েল টেক্সটাইল। সংস্কার ও সম্প্রসারণের কাজ শেষ হলে কোম্পানির বিক্রি ও মুনাফায় ইতিবাচক প্রভাব আশা করছেন সংশ্লিষ্টরা।

প্যারামাউন্ট টেক্সটাইল: কোম্পানিটি বিএমআরই প্রকল্পের জন্য এরই মধ্যে ১০৩ কোটি ৭৪ লাখ ৮৪ হাজার ২৬০ টাকার মূলধনি যন্ত্রপাতি আমদানি করেছে। জাপান, জার্মানি, ইতালি, কোরিয়া, চীন, যুক্তরাজ্য ও সুুইজারল্যান্ড থেকে এসব যন্ত্রপাতি আমদানি করা হচ্ছে। আগামী ছয় মাসের মধ্যেই সব যন্ত্রপাতি আমদানি ও স্থাপনের প্রক্রিয়া সম্পন্ন হবে। প্রকল্পের বাস্তবায়ন শেষে উৎপাদন-সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি গ্যাস-বিদ্যুত্ সাশ্রয় হবে বলে জানিয়েছেন কোম্পানিটির কর্মকর্তারা।

মোজাফফর হোসেন স্পিনিং মিলস: উন্নত মানের সুতা উৎপাদনে নতুন কারখানা স্থাপনের উদ্যোগ নিয়েছে মোজাফফর হোসেন স্পিনিং। প্রচলিত সুতার বাইরে বিদেশী ক্রেতাদের চাহিদামতো সুতা উৎপাদনে কারখানা ও আধুনিক যন্ত্রপাতি স্থাপনে ১৬৬ কোটি টাকা ব্যয় করবে কোম্পানিটি।

বাংলাদেশ ব্যাংকের সম্মতিক্রমে সম্প্রতি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও ইসলামী উন্নয়ন ব্যাংকের (আইডিবি) বেসরকারি বিনিয়োগ উইং ইসলামিক করপোরেশন ফর দ্য ডেভেলপমেন্ট অব দ্য প্রাইভেট সেক্টর (আইসিডি) থেকে ১০৬ কোটি টাকার বৈদেশিক ঋণ নেয়ার পরিকল্পনায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিআইডিএ)। বাকি অর্থ কোম্পানির নিজস্ব তহবিল থেকে দেয়া হবে।

garments

সিএমসি কামাল: বিএমআরইর জন্য প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে শরিয়াহভিত্তিক বন্ড ইস্যু করে ৪০০ কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা করেছে কোম্পানিটি। প্রথমে বন্ডের মাধ্যমে ৩০০ কোটি টাকা সংগ্রহ করার কথা থাকলেও পরবর্তীতে সম্প্রসারণ পরিকল্পনা সংশোধনের মাধ্যমে ৪০০ কোটি টাকা সংগ্রহের ঘোষণা দেয় সিএমসি কামালের পর্ষদ।

স্কয়ার টেক্সটাইল: ব্যবসা সম্প্রসারণের জন্য ২০১৬ সালের আগস্টে ২৫ কোটি টাকায় বিএমআরই ও জমি কেনার সিদ্ধান্ত নেয় কোম্পানিটির পর্ষদ। এতে উৎপাদন ও আয় বাড়বে বলে জানিয়েছে কোম্পানিটি।

মালেক স্পিনিং: মূল কোম্পানি এবং দুই সাবসিডিয়ারি প্রতিষ্ঠান সালেক স্পিনিং মিলস লিমিটেড ও জেএম ফ্যাব্রিকস লিমিটেডের ব্যবসা সম্প্রসারণে ২৬৯ কোটি ৯৫ লাখ টাকা ব্যয় করবে মালেক স্পিনিং মিলস লিমিটেড। এর মধ্যে ৩২ কোটি ৭৫ লাখ টাকায় মালেক স্পিনিংয়ের বিএমআরই প্রকল্পের বাস্তবায়ন কার্যক্রম অব্যাহত রয়েছে। সাবসিডিয়ারি কোম্পানি সালেক টেক্সটাইল লিমিটেডের ফ্যাব্রিকস ইউনিটের সম্প্রসারণে ১৪৪ কোটি ৫৮ লাখ টাকা বিনিয়োগ করা হবে।

অপর সাবসিডিয়ারি জেএম ফ্যাব্রিকস লিমিটেডের পর্ষদ নিজেদের বার্ষিক উৎপাদনক্ষমতা ১ কোটি ৩০ লাখ পিস বাড়াতে ৯২ কোটি ৬২ লাখ টাকা ব্যয়ে কারখানার সংস্কার, সম্প্রসারণ ও আধুনিকায়নের (বিএমআরই) পরিকল্পনা অনুমোদন করেছে। বিদ্যমান কারখানায় নতুন একটি প্রডাক্ট লাইন চালু করা হবে। প্রকল্প বাস্তবায়নের পর কোম্পানিটির বার্ষিক উৎপাদন-সক্ষমতা ৪ কোটি ৩৬ লাখ ৮০ হাজার পিস থেকে বেড়ে ৫ কোটি ৬৬ লাখ ৮০ হাজার পিসে উন্নীত হবে।

উল্লেখ্য, সালেক টেক্সটাইলের ৯৭ দশমিক ৯৩ শতাংশ ও জেএম ফ্যাব্রিকস লিমিটেডের ৯৯ দশমিক ৯৯ শতাংশ শেয়ারের মালিকানা রয়েছে মালেক স্পিনিংয়ের কাছে।

রহিম টেক্সটাইল: বার্ষিক উৎপাদনক্ষমতা ২ কোটি ৬৫ লাখ ২০ হাজার গজ থেকে ৪ কোটি ৯৯ লাখ ২০ হাজার গজে উন্নীত করার লক্ষ্যে কারখানার বিএমআরই পরিকল্পনা গ্রহণ করেছে কোম্পানির পর্ষদ। পরিকল্পনা অনুযায়ী, কোম্পানিটি জমি ক্রয়, নতুন ভবন নির্মাণ, নতুন যন্ত্রপাতি স্থাপন করবে। আর এতে মোট ব্যয় ধরা হয়েছে ৫৭ কোটি ৫৩ লাখ টাকা। কোম্পানিটি নিজস্ব তহবিল এবং ব্যাংক থেকে ঋণের মাধ্যমে এ প্রকল্প বাস্তবায়ন করা হবে। নতুন এ প্রকল্প বাস্তবায়িত হলে উৎপাদিত পণ্যের গুণগত মান, কোম্পানির উৎপাদনক্ষমতা বাড়বে বলে কোম্পানির কর্মকর্তারা জানান।

হা-ওয়েল টেক্সটাইল: ব্যবসা সম্প্রসারণের জন্য কোম্পানিটি বিএমআরই প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। প্রকল্পের জন্য জমি ক্রয় বাবদ কোম্পানিটি এ পর্যন্ত প্রায় দেড় কোটি টাকা ব্যয় করেছে।

স্টকমার্কেটবিডি.কম/শুভ