মেঘনা পেটের নো ডেভিডেন্ট ঘোষণা

megnaস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত মেঘনা পেট লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের নো ডেভিডেন্ট ঘোষণা করেছে। রবিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

চলতি বছরের জুন মাসে শেষ হওয়া ২০১৭ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ দেয় কোম্পানিটি।

এসময় কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৪০ পয়সা। আর কোম্পানির শেয়ার প্রতি সম্পদের দায় (এনএভি) দাঁড়িয়েছে ৩.২০ টাকা।

আগামী ২৪ ডিসেম্বর কোম্পানিটি বার্ষিক সাধারণ সভা (এজিএম) দিন নির্ধারণ করেছে। আর রেকর্ড ডেট ৩০ নভেম্বর।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

দুই দিনের মধ্যে ২৭০০০ শেয়ার কিনবে ফারইষ্ট লাইফ

farest lifeস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি ফারইষ্ট লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের একজন শেয়ারধারী পরিচালক শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। রবিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, মিসেস রাবেয়া বেগম নামে এই পরিচালক প্রতিষ্ঠানের ২৭ হাজার শেয়ার কিনবেন।

এই উদ্যোক্তা পরিচালক আগামী দুই দিনের মধ্যে চলমান বাজার দরে উল্লেখিত পরিমাণ শেয়ার কিনবেন।

স্টকমার্কেটবিডি.কম/

  1. সাইফ পাওয়ারটেক
  2. ব্র্যাক ব্যাংক
  3. সিটি ব্যাংক
  4. লংকাবাংলা ফাইন্যান্স
  5. বিবিএস ক্যাবলস
  6. প্রিমিয়ার ব্যাংক
  7. আইডিএলসি
  8. বিডিকম অনলাইন
  9. শাহজালাল ব্যাংক
  10. উত্তরা ব্যাংক।

এক-তৃতীয়াংশ শেয়ারের দর কম : কমেছে লেনদেনও

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এক-তৃতীয়াংশ শেয়ারের দর কমেছে । দিনশেষে টাকার অংকে লেনদেনের পরিমাণও কমেছে। তবে এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

রবিবার লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২২.৮৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৫৯৫৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১০.৫২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩০৫ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ১৭.২৪ পয়েন্ট কমে অবস্থান করে ২১৫৬ পয়েন্টে।

এদিন লেনদেন হয়েছে ৬৪০ কোটি ৮৫ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেনের পরিমাণ ছিল ৬৬২ কোটি ৯৯ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৩২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৮২টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ২২৬টির। আর দর অপরিবর্তিত আছে ২৪টির। এহিসাবে এক-তৃতীয়াংশ শেয়ারের দর কমেছে আজ।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – সাইফ পাওয়ারটেক, ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, লংকাবাংলা ফাইন্যান্স, বিবিএস ক্যাবলস, প্রিমিয়ার ব্যাংক, আইডিএলসি, বিডিকম অনলাইন, শাহজালাল ব্যাংক ও উত্তরা ব্যাংক।

এদিকে দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৩১ য়েন্ট কমে অবস্থান করছে ১১ হাজার ২১৭ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৪৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৬টির কমেছে ১৫৮টির ও দর অপরিবর্তিত রয়েছে ২০টির।

এ দিন টাকায় লেনদেন হয়েছে ৭২ কোটি ৯৮ লাখ টাকা। যা গত বৃহস্পতিবার ছিল ৪৪ কোটি ৯৮ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে বেক্সিমকো ফার্মা লিমিটেড ও সিটি ব্যাংক লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

ড্রাগন সোয়েটারের বোর্ড সভা ৫ নভেম্বর

dragonস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র শিল্প খাতের কোম্পানি ড্রাগন সোয়েটার স্পিনিং মিলস লিমিটেডের প্রথম প্রান্তিকের বোর্ড সভা আগামী ৫ নভেম্বর আহবান করা হয়েছে। রবিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৩টায় রাজধানী মালিবাগে অবস্থিত নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির প্রথম প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

চাঙ্গা মেঘনা লাইফ : তহবিল বেড়ে ১৫০০ কোটি টাকা

megna-smbdস্টকমার্কেট ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিকে বিমা তহবিলের পরিমাণ প্রায় ১৫০০ কোটি টাকার কাছাকাছি দাঁড়িয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

চলতি বছের তৃতীয় প্রান্তিকে বিমাটির তহবিলের অর্জন হয়েছে ১ হাজার ৪৯৪ কোটি ৩৩ লাখ টাকা। আগের বছর তহবিলের পরিমাণ ছিল ১ হাজার ৩৭৩ কোটি ১০ লাখ টাকা।

এসময় বিমাটির প্রিমিয়াম হিসাব সংখ্যা দাড়িয়েছে ৬ কোটি ৯ লাখ । আগের বছর একই সময় কোম্পানির প্রিমিয়াম হিসাব ছিল ৪ কোটি ৮৯ লাখ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

কহিনুর কেমিক্যালসের বার্ষিক বোর্ড সভা ৩০ অক্টোবর

kohiস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষধ শিল্প খাতের কোম্পানি কহিনুর কেমিক্যালস লিমিটেডের বার্ষিক বোর্ড সভা আগামী ৩০ অক্টোবর আহবান করা হয়েছে। বৃহস্পতিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৯(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০১৭ সালের ৩০ জুন পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৫টায় রাজধানীর নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটি ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

আসন্ন বোর্ড সভায় সভায় ৩০ জুন ২০১৭ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।

এছাড়া বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ ও রেকর্ড ডেট ঘোষণা করা হবে।

গত বছর ২০১৬ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য কােনাে লভ্যাংশ দেয়নি।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

ন্যাশনাল ফিড মিলসের ১০% লভ্যাংশ ঘোষণা

national_feed_mill_939619377স্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল শিল্প খাতের কোম্পানি ন্যাশনাল ফিড মিলস লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। রবিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

চলতি বছরের জুন মাসে শেষ হওয়া ২০১৭ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ দেয় কোম্পানিটি।

এসময় কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.১১ টাকা। আর কোম্পানির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) দাঁড়িয়েছে ১৩.৯০ টাকা।

আগামী ১৪ ডিসেম্বর কোম্পানিটি বার্ষিক সাধারণ সভা (এজিএম) দিন নির্ধারণ করেছে। আর রেকর্ড ডেট ১৬ নভেম্বর।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

বিডি থাই লিমিটেডের লভ্যাংশ ঘোষণা

bd thaiস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল শিল্প খাতের কোম্পানি বিডি থাই লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। রবিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

চলতি বছরের জুন মাসে শেষ হওয়া ২০১৭ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ দেয় কোম্পানিটি।

এসময় কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭১ পয়সা। আর কোম্পানির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) দাঁড়িয়েছে ২৯.১২ টাকা।

আগামী ১৩ ডিসেম্বর কোম্পানিটি বার্ষিক সাধারণ সভা (এজিএম) দিন নির্ধারণ করেছে। আর রেকর্ড ডেট ১৬ নভেম্বর।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

বারাকা পাওয়ারের নগদ ও বোনাস লভ্যাংশ ঘোষণা

স্baraka-smbdটকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানী শক্তি খাতের কোম্পানি বারাকা পাওয়ার লিমিটেড পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ নগদ ও ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

শনিবার অনুষ্ঠিত বোর্ড সভায় চলতি বছরের জুন মাসে শেষ হওয়া ২০১৭ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ দেয় কোম্পানিটি।

এসময় কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.৬৩ টাকা। আর কোম্পানির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) দাঁড়িয়েছে ২০.১২ টাকা।

আগামী ১৪ ডিসেম্বর কোম্পানিটি বার্ষিক সাধারণ সভা (এজিএম) দিন নির্ধারণ করেছে। আর রেকর্ড ডেট ২১নভেম্বর ।

স্টকমার্কেটবিডি.কম/