৬০০ কোটি টাকার বেশি আদায়ের লক্ষ্য আয়কর মেলায়

bg20171030135200নিজস্ব প্রতিবেদক :

বাণিজ্যিক রাজধানীতে ২২ হাজার রিটার্ন দাখিলের বিপরীতে এবারের মেলায় ৬০০ কোটি টাকার বেশি আয়কর আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে আয়কর বিভাগ। ২০১৬ সালে ১৮৩৪৯টি রিটার্ন দাখিলের বিপরীতে আদায় হয়েছিল ৫১৬ কোটি ৯৬ লাখ ৯০ হাজার ৪৯১ টাকা।

সোমবার (৩০ অক্টোবর) দুপুরে আগ্রাবাদের সরকারি কার্যভবনে আয়কর বিভাগের সম্মেলন কক্ষ সাম্পানে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান কর অঞ্চল-১ এর কমিশনার মাহবুব হোসেন।

আয়কর বিভাগ চট্টগ্রামের উদ্যোগে গণসচেতনতা সৃষ্টি ও অভ্যন্তরীণ সম্পদ আহরণ কার্যক্রম বেগবান করতে বুধবার (১ নভেম্বর) শুরু হচ্ছে সাত দিনব্যাপী আয়কর মেলা। নগরীর জিইসি কনভেনশন সেন্টারে ওইদিন সকাল ১০টায় মেলার উদ্বোধন করবেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কর কমিশনার প্রদ্যুৎ কুমার সরকার, মো. মোতাহের হোসেন, মো. নাজমুল করিম, আহমদ উল্যাহ, অতিরিক্ত কর কমিশনার ও মেলা কমিটির সদস্যসচিব মুহাম্মদ মফিজ উল্যা, অতিরিক্ত কর কমিশনার মিস সফিনা জাহান প্রমুখ।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

আমরা নেটওয়ার্কসের ১ম প্রান্তিক বোর্ড সভা আহবান

amranetস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত আইটে শিল্প খাতের কোম্পানি আমরা নেটওয়ার্কস লিমিটেডের প্রথম প্রান্তিকের বোর্ড সভা আগামী ৮ নভেম্বর আহবান করা হয়েছে। রবিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৩টায় রাজধানী বনানীতে অবস্থিত নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির প্রথম প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

  1. সাইফ পাওয়ারটেক
  2. ব্র্যাক ব্যাংক
  3. সিটি ব্যাংক
  4. লংকাবাংলা ফাইন্যান্স
  5. বিবিএস ক্যাবলস
  6. প্রিমিয়ার ব্যাংক
  7. আইডিএলসি
  8. বিডিকম অনলাইন
  9. শাহজালাল ব্যাংক
  10. উত্তরা ব্যাংক।

ডিএসইতে বেড়েছে সূচক : সিএসইতে লেনদেন অর্ধেক

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনশেষে টাকার অংকে লেনদেনের পরিমাণ কমেছে এবং মূল্য সূচক কমেছে। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন আগের দিনের চেয়ে কমে অর্ধেকে নেমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সোমবার লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ০.৮৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫৯৯৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪.৫৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩১০ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৬.১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করে ২১৬২ পয়েন্টে।

এদিন লেনদেন হয়েছে ৫০৯ কোটি ৬৩ লাখ টাকা। গতকাল রবিবার লেনদেনের পরিমাণ ছিল ৬৪০ কোটি ৮৫ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৩১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৪০টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৫২টির। আর দর অপরিবর্তিত আছে ৩৯ টির।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – সাইফ পাওয়ারটেক, ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, লংকাবাংলা ফাইন্যান্স, বিবিএস ক্যাবলস, প্রিমিয়ার ব্যাংক, আইডিএলসি, বিডিকম অনলাইন, শাহজালাল ব্যাংক ও উত্তরা ব্যাংক।

এদিকে দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ১০.৭২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১ হাজার ২২৮ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৪৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৭টির কমেছে ১১৩টির ও দর অপরিবর্তিত রয়েছে ২৬টির।

এ দিন টাকায় লেনদেন হয়েছে ২৯ কোটি ১৩ লাখ টাকা। যা গতকাল রবিবার ছিল ৭২ কোটি ৯৮ লাখ টাকা। এহিসাবে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে অর্ধেক।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে ইউসিবি ও বিবিএস ক্যাবলস লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

ইষ্টার্ণ লূব্রিকেন্টসের বার্ষিক বোর্ড সভা ৯ নভেম্বর

easterস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানী ও শক্তি শিল্প খাতের কোম্পানি ইষ্টার্ণ লূব্রিকেন্টস লিমিটেডের বার্ষিক বোর্ড সভা আগামী ৯ নভেম্বর আহবান করা হয়েছে। সোমবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৯(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০১৭ সালের ৩০ জুন পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা সাড়ে ৪টায় চট্টগ্রামে নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটি ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

আসন্ন বোর্ড সভায় সভায় ৩০ জুন ২০১৭ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।

এছাড়া বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ ও রেকর্ড ডেট ঘোষণা করা হবে।

গত বছর ২০১৬ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ১০০ শতাংশ নগদ লভ্যাংশ দেয়।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

রাইটের উদ্বৃত্ত অর্থে যন্ত্রপাতি আমদানির পরিকল্পনায সাইফ পাওয়ারটেক

SAIF powerস্টকমার্কেট প্রতিনিধি :

ব্যাংক ঋণ পরিশোধের পাশাপাশি ব্যবসা সম্প্রসারণের উদ্দেশ্যে চলতি বছরের ফেব্রুয়ারিতে রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে ১৭৪ কোটি ৪৪ লাখ টাকা সংগ্রহ করে সাইফ পাওয়ারটেক লিমিটেড। তবে রাইট ইস্যুর ৮ মাসের মাথায় কোম্পানিটি জানায়, ব্যাংক ঋণ ও রাইট ইস্যু প্রক্রিয়ার খরচ বাবদ ১ কোটি ৭৯ লাখ টাকা উদ্বৃত্ত রয়েছে তাদের। এ অর্থে মূলধনি যন্ত্রপাতি আমদানির পরিকল্পনা করেছে কোম্পানির পর্ষদ। এজন্য অর্থ ব্যবহার পরিকল্পনা সংশোধনের সিদ্ধান্ত নিয়েছে তারা।

গতকাল পর্ষদ সভায় এ সিদ্ধান্তের পর সাইফ পাওয়ারটেকের কোম্পানি সচিব এফ এম সালেহীন জানান, রাইটের টাকা থেকে ৫৭ কোটি ৫০ লাখ টাকা ব্যাংক ঋণ পরিশোধের কথা ছিল। তবে নিয়মিত ঋণ পরিশোধের আওতায় এর মধ্যে ১ কোটি ৬০ লাখ টাকা রাইটের অর্থ হাতে পাওয়ার আগেই পরিশোধ করা হয়ে যায়। এতে ব্যাংক ঋণ পরিশোধ বাবদ রাইটের অর্থ থেকে প্রকৃতপক্ষে খরচ হয়েছে ৫৫ কোটি ৮৯ লাখ টাকা। তাছাড়া রাইট শেয়ার ইস্যুর খরচ বাবদ ২ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ের লক্ষ্যমাত্রা থাকলেও এ খাতে ব্যয় হয়েছে ২ কোটি ৩১ লাখ টাকা। ফলে দুই খাতে উদ্বৃত্ত থাকা ১ কোটি ৭৯ লাখ টাকা মূলধনি যন্ত্রপাতি আমদানিতে ব্যয় করার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানির পর্ষদ। এজন্য রাইটের অর্থ ব্যয়ের পরিকল্পনা সংশোধন করতে চায় কোম্পানি।

জানা গেছে, রাইটের অর্থ ব্যয়ের জন্য ২০১৯ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময়সীমা নির্ধারিত রয়েছে। এরই মধ্যে ব্যাংক ঋণ ও রাইটের খরচ বাবদ শতভাগ অর্থ ব্যয় হয়েছে। তবে যন্ত্রপাতি ও ব্যাটারি প্রকল্পের জন্য বরাদ্দ অর্থ এখনো পুরোপুরি ব্যয় করেনি কোম্পানিটি।

উল্লেখ্য, ৫৯৫তম কমিশন সভায় সাইফ পাওয়ারটেকের রাইট প্রস্তাব অনুমোদন করে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ১৫ টাকা দরে (শেয়ারপ্রতি ৫ টাকা প্রিমিয়ামসহ) বিদ্যমান প্রতিটি সাধারণ শেয়ারের বিপরীতে একটি করে রাইট শেয়ার ইস্যু করে সাইফ পাওয়ারটেক। এ প্রক্রিয়ায় ১১ কোটি ৬২ লাখ ৯৫ হাজার ৩৪৮টি শেয়ার ছেড়ে পুঁজিবাজার থেকে ১৭৪ কোটি ৪৪ লাখ ৩০ হাজার ২২০ টাকা উত্তোলন করে কোম্পানিটি।

এ অর্থে ব্যাংক ঋণ পরিশোধের পাশাপাশি ব্যবসা সম্প্রসারণের উদ্যোগ নেয়া হয়। ব্যবসা সম্প্রসারণের অংশ হিসেবে মূলত তাদের চলমান ব্যাটারি প্রকল্পের কলেবর বাড়ানো এবং মেশিনারিজ আমদানি করছে সাইফ পাওয়ারটেক।

এদিকে, চলতি বছরের ৫ আগস্ট থেকে গাজীপুরের পূবাইলে অবস্থিত সাইফ পাওয়ারটেকের ব্যাটারি প্রকল্পে উত্পাদন শুরু হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএইচ

কনফিডেন্স সিমেন্টের নগদ ও বোনাস লভ্যাংশ ঘোষণা

confidence-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিমেন্ট শিল্প খাতের কোম্পানি কনফিডেন্স সিমেন্ট লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ নগদ ও ২০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

চলতি বছরের জুন মাসে শেষ হওয়া ২০১৭ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ দেয় কোম্পানিটি।

এসময় কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১১.০৭ টাকা। আর কোম্পানির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) দাঁড়িয়েছে ৮৪.০১ টাকা।

আগামী ২৪ ডিসেম্বর কোম্পানিটি বার্ষিক সাধারণ সভা (এজিএম) দিন নির্ধারণ করেছে। আর রেকর্ড ডেট ২৩ নভেম্বর ।

স্টকমার্কেটবিডি.কম/এমএইচ

পদ্মা ওয়েলের বার্ষিক বোর্ড সভা ৭ নভেম্বর

padma1স্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানী ও শক্তি শিল্প খাতের কোম্পানি পদ্মা ওয়েল লিমিটেডের বার্ষিক বোর্ড সভা আগামী ৭ নভেম্বর আহবান করা হয়েছে। সোমবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৯(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০১৭ সালের ৩০ জুন পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা সাড়ে ৫টায় চট্টগ্রামে নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটি ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

আসন্ন বোর্ড সভায় সভায় ৩০ জুন ২০১৭ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।

এছাড়া বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ ও রেকর্ড ডেট ঘোষণা করা হবে।

গত বছর ২০১৬ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ১০০ শতাংশ নগদ লভ্যাংশ দেয়।

স্টকমার্কেটবিডি.কম/বিএ