নিজস্ব প্রতিবেদক :
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনশেষে টাকার অংকে লেনদেনের পরিমাণ বেড়েছে। এদিন প্রধান মূল্য সূচকের বড় উত্থান হয়েছে। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র লক্ষ করা গেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
বুধবার লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৫২.৭৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬০৭২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৫.২৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩২১ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ২০.৯৬ পয়েন্ট বেড়ে অবস্থান করে ২১৮৮ পয়েন্টে।
এদিন লেনদেন হয়েছে ৬৬৩ কোটি ৭৪ লাখ টাকা। গতকাল মঙ্গলবার লেনদেনের পরিমাণ ছিল ৫৩৭ কোটি ৪৬ লাখ টাকা।
ডিএসইতে আজ ৩৩৩ টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ২১০টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ৭৮ টির। আর দর অপরিবর্তিত আছে ৪৫টির।
এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – লংকাবাংলা ফাইন্যান্স, ব্র্যাক ব্যাংক, ওয়েষ্টার্ণ শিপইয়ার্ড, খুলনা পাওয়ার, আইডিএলসি, ন্যাশনাল ব্যাংক, ইউসিবি, পাওয়ার গ্রিড, এক্সিম ব্যাংক ও সিটি ব্যাংক।
এদিকে দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ১৪০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১ হাজার ৪১২ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ২৪১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬৭টির কমেছে ৫১ টির ও দর অপরিবর্তিত রয়েছে ২৩ টির।
এ দিন টাকায় লেনদেন হয়েছে ৭৪ কোটি ৫২ লাখ টাকা। যা গতকাল রবিবার ছিল ৬৫ কোটি ৭৪ লাখ টাকা। এহিসাবে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে অর্ধেক।
দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও সিটি ব্যাংক লিমিটেড।
স্টকমার্কেটবিডি.কম/এমএ