নাহি এ্যালুমিনিয়াম কম্পোজিটের লভ্যাংশ ঘোষণা

Nahiস্টকমার্কেট প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি নাহি এ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ বোনাস ও ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানির সূত্রে এ তথ্য জানা যায়।

মঙ্গলবার অনুষ্ঠিত বোর্ড সভায় চলতি বছরের জুন মাসে শেষ হওয়া ২০১৭ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ দেয় কোম্পানিটি।

এসময় কোম্পানিটির শেয়ার প্রতি আয়(ইপিএস) হয়েছে ২.৫৬ টাকা। আর কোম্পানির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) দাঁড়িয়েছে ১৫.৩৪ টাকা।

আগামী ২৮ ডিসেম্বর কোম্পানিটি বার্ষিক সাধারণ সভা (এজিএম) দিন নির্ধারণ করেছে। আর রেকর্ড ডেট ১২ ডিসেম্বর ।

স্টকমার্কেটবিডি.কম/এমএইচ.

লোকসান ও উৎপাদন সক্ষমতা হারিয়ে অস্তিত্ব সংকটে ইমাম বাটন

imamস্টকমার্কেট প্রতিবেদক :

পুঞ্জীভূত লোকসান ও উৎপাদন সক্ষমতার সদ্ব্যবহার করতে না পারায় অস্তিত্ব সংকটে রয়েছে রসায়ন খাতের কোম্পানি ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ধারাবাহিকভাবে কোম্পানিটির দেনা পরিশোধের সক্ষমতা কমছে। এ অবস্থায় কোম্পানিটির ভবিষ্যৎ নিয়ে আবারো শঙ্কা জানিয়েছেন নিরীক্ষক।

৩০ জুন সমাপ্ত ২০১৬-১৭ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে নিরীক্ষক জানিয়েছেন, সর্বশেষ হিসাব বছরে উৎপাদন সক্ষমতার মাত্র ২৬ শতাংশ ব্যবহার করতে পেরেছে ইমাম বাটন। কারখানার যন্ত্রপাতি অকেজো হয়ে যাওয়া, বিদ্যুৎ বিভ্রাট, চাহিদা বাড়াতে না পারার কারণে বছরজুড়েই কোম্পানির উৎপাদন কার্যক্রম ব্যাহত হয়েছে। সর্বশেষ প্রতিবেদন অনুসারে নিরীক্ষক জানায়, কোম্পানিটির লোকসান এখন ৩ কোটি ৩০ লাখ ১৬ হাজার টাকায় ঠেকেছে। এ অবস্থায় অবকাঠামোগত ও পরিচালন সমস্যার সমাধান, আর্থিক অবস্থা ও উৎপাদন সক্ষমতা বাড়ানো না হলে ভবিষ্যতে এ কোম্পানির টিকে থাকাই কঠিন হবে।

নিরীক্ষকের পর্যবেক্ষণে আরো জানা যায়, ৩০ জুন ২০১৭ পর্যন্ত কোম্পানিটির ১ টাকা দায়ের বিপরীতে সম্পদের পরিমাণ ৪৫ পয়সায় দাঁড়িয়েছে; এর আগে ৩০ জুন ২০১৬ সময়ে যা ছিল ১ টাকার বিপরীতে ৭১ পয়সা। সম্পদ কমে যাওয়ার ফলে পাওনাদাররা টাকা চাইলে তা পরিশোধ করার মতো সামর্থ্য নেই ইমাম বাটনের। এ ধরনের পরিস্থিতি অব্যাহত থাকলে অদূরভবিষ্যতে কোম্পানিটির ব্যবসায়িক অবস্থা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন নিরীক্ষক।

কোম্পানিটির কর্মকর্তারা বলছেন, যন্ত্রপাতি পুরনো হয়ে যাওয়ায় দীর্ঘদিন ধরেই কারখানায় উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে। সংস্কার ও আধুনিকায়নের উদ্যোগ নিয়েও আর্থিক দুর্বলতার কারণে তা বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না। তাছাড়া ক্রেতা কমে যাওয়ার কারণে সংকট আরো বেড়েছে।

ইমাম বাটনের আর্থিক প্রতিবেদন পর্যালোচনায় দেখা যায়, গত পাঁচ বছরের ব্যবধানে ইমাম বাটনের উৎপাদন অর্ধেকেরও বেশি কমে গেছে। ২০১০-১১ হিসাব বছরে ইমাম বাটনের বিক্রি ছিল ৯ কোটি ৩১ লাখ টাকা; সর্বশেষ ২০১৪-১৫ হিসাব বছরে যা ৩ কোটি ৬৪ লাখ টাকায় নেমে এসেছে। তাছাড়া ২০১১-১২ হিসাব বছরে কোম্পানির লোকসানের পরিমাণ ছিল ১ কোটি ২৯ লাখ টাকা, যা ২০১৫-১৬ হিসাব বছরে এসে ৭৭ লাখ টাকায় দাঁড়িয়েছে। এছাড়া সর্বশেষ ২০১৬-১৭ হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৩৮ পয়সা, যেখানে আগের হিসাব বছরে লোকসান ছিল ১ টাকা।

এদিকে পুঞ্জীভূত লোকসানের কারণে ২০১০ সালের পর থেকে শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেয়নি ইমাম বাটন।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

৭.৩০ লাখ শেয়ার কিনবে সামিট এ্যালায়েন্সের উদ্দ্যোক্তা

Summit-Alliance-স্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সেবা ও আবাসন খাতের কোম্পানি সামিট এ্যালায়েন্স পোর্ট লিমিটেডের একজন উদ্দ্যোক্তা পরিচালক ৭.৩০ লাখ শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সৈয়দ আলি জোয়ার্দার রিজভী নামে এই পরিচালক কোম্পানিটির ৭.৩০ লাখ  শেয়ার কিনবেন।

এই উদ্যোক্তা পরিচালক আগামী ৩০ দিনের মধ্যে চলমান বাজার দরে পাবলিক মার্কেট হতে উল্লেখিত পরিমাণ শেয়ার কিনবেন।

স্টকমার্কেটবিডি.কম/

পদত্যাগ করলেন মেঘনা ব্যাংকের এমডি

1e84fdcfb807e6b9e993b5855b0b7dbc-5a13dcd81408cস্টকমার্কেট প্রতিবেদক :

পদত্যাগ করেছেন মেঘনা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ নূরুল আমিন। ১৯ নভেম্বর ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় তাঁর পদত্যাগপত্রটি অনুমোদন করা হয়। ৩০ নভেম্বর থেকে তাঁর পদত্যাগপত্র কার্যকর হবে। আগামী বছরের জানুয়ারি পর্যন্ত তাঁর চাকরির মেয়াদ ছিল।

ব্যাংকের চেয়ারম্যান এইচ এন আশিকুর রহমানের সঙ্গে দুরত্ব তৈরি হওয়ায় তাঁকে পদ ছাড়তে হয় বলে বিশেষ সূত্র নিশ্চিত করেছেন।

এ বিষয়ে মোহাম্মদ নূরুল আমিন বলেন, ‘ব্যক্তিগত কারণে আমি পদত্যাগ করেছি।’

মোহাম্মদ নূরুল আমিন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) সাবেক চেয়ারম্যান। তিনি বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশনের (বাফেদা) চেয়ারম্যান। মেঘনা ব্যাংকের আগে তিনি এনসিসি ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

দ্যা ঢাকা ডায়িংয়ের ১ম প্রান্তিক বোর্ড সভা ২৬ নভেম্বর

dhakaস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি দ্যা ঢাকা ডায়িং ও ম্যানুফেকচারিং কোম্পানি লিমিটেডের প্রথম প্রান্তিকের বোর্ড সভা আগামী ২৬ নভেম্বর আহবান করা হয়েছে। মঙ্গলবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৩ টায় রাজধানীর মতিঝিল অবস্থিত নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির প্রথম প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএইচ