ফারমার্স ব্যাংকের এমডিকে অপসারণের নোটিশ

farmarsস্টকমার্কেট ডেস্ক :

ফারমার্স ব্যাংকফারমার্স ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) একেএম শামীমকে কেন অপসারণ করা হবে না, তা জানতে চেয়ে কারণ দর্শানো নোটিশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক কোম্পানি আইনের ৪৬ ধারা অনুযায়ী তাকে এ চিঠি দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে গত রবিবার (২৬ নভেম্বর) রাতে বাংলাদেশ ব্যাংক থেকে ফারমার্স ব্যাংকের কাছে পাঠানো এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

চিঠিতে আগামী সাত দিনের মধ্যে এমডিকে কেন অপসারণ করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। নোটিশে বলা হয়েছে, ব্যাংকে তারল্য ব্যবস্থাপনা করতে এমডি ব্যর্থ হয়েছেন। এ কারণে নগদ জমা বা সিআরআর ও সংবিধিবদ্ধ জমা বা এসএলআরের অর্থ রাখতে ব্যর্থ হয়েছে। এছাড়া কেন্দ্রীয় ব্যাংকের নিষেধাজ্ঞা সত্ত্বেও নতুন করে ঋণ বিতরণ করা হচ্ছে। এসব নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহা গনমাধ্যমকে বলেন, ‘চিঠির বিষয়ে পরিষ্কার কিছু বলতে পারব না।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

শেয়ারবাজারে সূচকের বড় পতনে লেনদেন বেড়েছে

DSE_CSE-smbdস্টকমার্কেট প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনশেষে টাকার অংকে লেনদেনের পরিমাণ বেড়েছে। যদিও এদিন ডিএসইতে সূচকের বড় পতন হয়েছে। অন্যদিকে ট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনদেন বাড়লেও কমেছে সবগুলো সূচক। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সোমবার লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৩৪.৪২ পয়েন্ট কমে অবস্থান করছে ৬৩০২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৭.২৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩৮৬ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ১২.৩৬ পয়েন্ট কমে অবস্থান করে ২২৬৭ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৯২৮ কোটি ৯১ লাখ টাকা। গতকাল রবিবার লেনদেনের পরিমাণ ছিল ৭৯০ কোটি ৮৩ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৩২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১১৩টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৭৩টির। আর দর অপরিবর্তিত আছে ৪২টির।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – লংকা-বাংলা ফাইন্যান্স, এবি ব্যাংক, ইসলামী ব্যাংক, ইউনাইটেড পাওয়ার, স্ট্যান্ডার্ড ব্যাংক, ফুয়াং ফুডস, বিডি থাই, প্যারামাউন্ট টেক্সটাইল, সিটি ব্যাংক ও ঢাকা ব্যাংক।

এদিকে দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৫৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১১ হাজার ৮০৩ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৪৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৭টির, কমেছে ১২২টির ও দর অপরিবর্তিত রয়েছে ৩৮টির।

এ দিন টাকায় লেনদেন হয়েছে ৪৪ কোটি ৮২ লাখ টাকা। গতকাল রবিবার ছিল ৩৩ কোটি ৬৮ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে লংকা-বাংলা ফাইন্যান্স ও ন্যাশনাল ব্যাংক লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এমএইচ

ন্যাশনাল ফিডের শেয়ার বিক্রি করবে স্পন্সর

national_feed_mill_939619377স্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল শিল্প খাতের কোম্পানি ন্যাশনাল ফিড মিলস লিমিটেডের একজন স্পন্সর শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। সোমবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

ইমতিয়াজ নামে এই স্পন্সর হাতে থাকা ১৮ লাখ ৬০ হাজার শেয়ার চলমান বাজার দরে বিক্রয়ের আগ্রহ প্রকাশ করেছে।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রয় করবেন বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়।

কোম্পানিটি এসব শেয়ার চলমান বাজার দরে পাবলিক মার্কেটে বিক্রয় করবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

প্রভাতী ইন্স্যুরেন্সের মূল্য সংবেদনশীল তথ্য নেই

provati-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার দর সাম্প্রতিক সময়ে অস্বাভাবিক হারে বাড়ার কারণ জানতে চাইলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কে কোনো ধরণের মূল্য সংবেদনশীল কোনো অপ্রকাশিত তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানিটি। সোমবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা যায়।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত ১১ নভেম্বর এ শেয়ারের দর ছিল ১৯.৫০ টাকা এবং গতকাল ২৬ নভেম্বর এ শেয়ারের দর সর্বশেষ বেড়ে দাঁড়ায় ২০.৯০ টাকা। এসময় শেয়ারটির দর উঠানামা করেছে।

শেয়ারটির এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন ডিএসই কর্তৃপক্ষ। এজন্য নোটিস করলে প্রভাতী ইন্স্যুরেন্স জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/এসএম

বাংলাদেশ ওয়েল্ডিংয়ের মূল্য সংবেদনশীল তথ্য নেই

bdweldinস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ বাংলাদেশ ওয়েল্ডিং ইলেক্ট্রোড লিমিটেডের সাম্প্রতিক সময়ে শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে। শেয়ারটির দর বাড়ার কারণ জানতে চাইলে কোম্পানিটির পক্ষ থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ কথা জানানো হয়েছে। সোমবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

জানা যায়, গত ১৬ নভেম্বর শেয়ার দর ছিল ২০.৮০ টাকা। গতকাল ২৬ নভেম্বর সর্বশেষ তা ২৪.৯০ টাকায় সর্বশেষ লেনদেন হয়েছে।

কোম্পানিটির শেয়ারের এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই। সম্প্রতি দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোন তথ্য কি তা জানতে চায় ডিএসই।

এ সময় বাংলাদেশ ওয়েল্ডিং ইলেক্ট্রোড লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্প্রতি শেয়ারটির দর বৃদ্ধির পেছনে মূল্য সংবেদনশীল অপ্রকাশিত কোন তথ্য তাদের কাছে নেই।

স্টকমার্কেটবিডি.কম/ এমএইচ

লভ্যাংশ বৃদ্ধি পাওয়ায় ‘বি’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে

northern-juteস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত পাট খাতের কোম্পানি নর্দার্ণ জুট ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড ভালো লভ্যাংশ দেওয়ায় ‘বি’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে উঠে এসেছে। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটি ৩০ জুন, ২০১৭ সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ নগদ এবং ২০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। গত বছর কোম্পানিটি ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

এবার লভ্যাংশের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় কোম্পানিটি ‘এ’ ক্যাটাগরিতে উঠে এসেছে।

আগামীকাল ২৮ নভেম্বর থেকে কোম্পানিটি শেয়ারবাজারে ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন করবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএইচ

সিএমসি কামালের বোর্ড সভা পূন: আহবান

cmcস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র শিল্প খাতের কোম্পানি সিএমসি কামাল টেক্সটাইল মিলস লিমিটেডের বার্ষিক বোর্ড সভা আগামী ২৭ নভেম্বর পূন: আহবান করা হয়েছে। সোমবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

এর আগে কোম্পানিটি গত ২৬ নভেম্বর বোর্ড সভাটি আহবান করলেও পরবর্তীতে তা স্থগিত করে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৯(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০১৭ সালের ৩০ জুন পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

২৭ নভেম্বর বিকাল বেলা টায় ৩০ মিনিটে রাজধানীর গুলশান অবস্থিত নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটি ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

আসন্ন বোর্ড সভায় সভায় ৩০ জুন ২০১৭ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।

এছাড়া বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ ও রেকর্ড ডেট ঘোষণা করা হবে।

গত বছর ২০১৬ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ১৩ শতাংশ বোনাস লভ্যাংশ দেয়।

স্টকমার্কেটবিডি.কম/এমএইচ

সংশোধিত বাজেট হবে ৩ লাখ ৭১ হাজার কোটি টাকার : অর্থমন্ত্রী

muhitস্টকমার্কেট প্রতিবেদক :

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, চলতি অর্থবছরের সংশোধিত বাজেটের আকার হবে ৩ লাখ ৭১ হাজার কোটি টাকার।

গতকাল রবিবার সচিবালয়ে রাজস্ব মুদ্রা বিনিময় সমন্বয় কমিটি এবং সম্পদ কমিটির এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, ২০১৮-১৯ অর্থবছরের বাজেটের আকার হবে ৪ লাখ ৬৮ হাজার কোটি টাকার। চলতি বছরের বাজেটের আকার ৪ লাখ ২৬৬ কোটি টাকার, তা সংশোধন করে করা হবে ৩ লাখ ৭১ হাজার কোটি টাকার। আগামী ফেব্রুয়ারিতে তা চূড়ান্ত করা হবে।

অর্থমন্ত্রী বলেন, চলতি অর্থবছরের প্রথম চার মাসের বাজেট বাস্তবায়নের হার আগের বছরের একই সময়ের তুলনায় ভালো। এই ভালোটা হয়েছে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন ভালো হয়েছে বলে।

রাজস্ব সংগ্রহের পরিস্থিতি কী—জানতে চাইলে মুহিত বলেন, সেটাও আগের অর্থবছরের তুলনায় ভালো।

স্টকমার্কেটবিডি.কম/এমএ