শ্রমিক কল্যাণ তহবিলে বাটা ও ম্যারিকোর ১.৭৬ কোটি টাকা জমা

bmস্টকমার্কেট প্রতিবেদক :

সরকারের শ্রমিক কল্যাণ তহবিলে মুনাফা থেকে এক কোটি ৭৬ লাখ ২৯ হাজার ২৫৮ টাকা জমা দিয়েছে দুই কোম্পানি। ২০১৬-১৭ অর্থবছরের মুনাফা থেকে কোম্পানি দুটি এ টাকা জমা দিয়েছে। কোম্পানি দুটি হলো- বাটা সু কোম্পানি লিমিটেড এবং ম্যারিকো বাংলাদেশ লিমিটেড।

রবিবার সকালে সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক চুন্নুর হাতে কোম্পানির পক্ষ থেকে সমপরিমান অর্থের চেক হস্তান্তর করা হয়। বাটার পক্ষে কোম্পানির এমডি চিটপাং কানাহাসিরি ৭৪ লাখ ৮৭ হাজার ৩২৭ টাকা এবং মারিকোর পক্ষে অর্থ অফিসার ইলিয়াস আহমেদ এক কোটি এক লাখ ৪১ হাজার ৯৩১ টাকার চেক হস্তান্তর করেন।

পরে শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু সাংবাদিকদের বলেন, ‘এটা একটা ইউনিক আইন। এ আইনে একটি কোম্পানির কর্মচারী সারাবছর যে টাকা বেতন পান অনেক কোম্পানির কর্মচারীরা লভ্যাংশের টাকা বাবদ তার চেয়ে বেশি পান। আইন অনুসারে একটি কোম্পানির বছরে মোট মুনাফার পাঁচ শতাংশের এক দশমাংশ এ তহবিলে জমা দেয়। এটা তারই অংশ।

স্টকমার্কেটবিডি.কম/এমএইচ

একমি ল্যাবরেটরিজের ঋণমান প্রকাশ

acmeeস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষধ খাতের কোম্পানি দ্যা একমি ল্যাবরেটরিজে লিমিটেডের ঋণমান প্রকাশ করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন এন্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল)। সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে সিআরআইএসএল। রবিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

২০১৭ সালের ৩০ জুন পর্যন্ত অনুযায়ী তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের দীর্ঘমেয়াদি ঋণমাণ এএ-’ ও স্বল্পমেয়াদি এসটি-৩ এসেছে।

২০১৭ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছর নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও ৩০ সেপ্টেম্বর অনিরীক্ষিত প্রতিবেদন ও উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে ক্রেডিট রেটিং ইনফরমেশন এন্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল)।

স্টকমার্কেটবিডি.কম/এমএইচ

ফু-ওয়াং ফুডের এজিএম ও ইজিএমের তারিখ পরিবর্তন

fuwanস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে খাদ্য ও আনুসাঙ্গিক খাতের কোম্পানি ফু-ওয়াং ফুডস লিমিটেডের বার্ষিক সাধারণ সভার (এজিএম) ও বিশেষ সাধারণ সভার (ইজিএম) দিন পরিবর্তন করা হয়েছে।। রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

আগামী ২৯ ডিসেম্বর ২০১৭ অনুষ্ঠিত হবে। এজিএম অনুষ্ঠিত হবে সকাল ১০ টায় এবং ইজিএম অনুষ্ঠিত হবে সকাল ১১ টায়।

এর আগে কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় ২৬ ডিসেম্বরের ৪র্থতম ইজিএম এবং ২১তম এজিএমের সিদ্ধান্ত হয়েছিল। ঢাকা আর্মি গলফ ক্লাব বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠিত হবে।

তবে এই এজিএম সংক্রান্ত অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে। কোম্পানিটির রেকর্ড ৬ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/বি

  1. বিডি থাই
  2. ব্র্যাক ব্যাংক
  3. শাহজালাল ব্যাংক
  4. লংকাবাংলা ফাইন্যান্স
  5. এবি ব্যাংক
  6. গ্রামীনফোন
  7. সিএমসি কামাল
  8. ইউনাইটেড পাওয়ার জেনারেশন
  9. ফু ওয়াং ফুড
  10. ন্যাশনাল টিউব।

সূচকের মিশ্রাবস্থায় দুই শেয়ারবাজারেই লেনদেন কমেছে

DSE_CSE-smbdস্টকমার্কেট প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনশেষে টাকার অংকে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৫৭৩ কোটি টাকা। এদিন সিএসইতেও ডিএসইর মতো লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

রবিবার লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১০.৬৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৬২৯৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১.২৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩৮২ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৩.৮৩ পয়েন্ট বেড়ে অবস্থান করে ২২৭৩ পয়েন্টে।

এদিন লেনদেন হয়েছে ৫৭৩ কোটি ৭৬ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেনের পরিমাণ ছিল ৬২০ কোটি ৭ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩২৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৩১টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৫২টির। আর দর অপরিবর্তিত আছে ৪৫টির।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – বিডি থাই, ব্র্যাক ব্যাংক, শাহজালাল ব্যাংক, লংকাবাংলা ফাইন্যান্স, এবি ব্যাংক, গ্রামীনফোন,সিএমসি কামাল, ইউনাইটেড পাওয়ার জেনারেশন, ফু ওয়াং ফুড ও ন্যাশনাল টিউব।

এদিকে দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ১৫.৫৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১১ হাজার ৭৮৮ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৪১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৯টির, কমেছে ১১৩টির ও দর অপরিবর্তিত রয়েছে ৩৯টির।

এদিন টাকায় লেনদেন হয়েছে ২২ কোটি ৭২ লাখ টাকা। গত বুধবার ছিল ৩০ কোটি ৭৫ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে গোল্ডেন হার্ভেস্ট ও লংকাবাংলা ফাইন্যান্স ।

স্টকমার্কেটবিডি.কম/এমএইচ

ঢাকা শহরে ৭ মিনিটের মধ্যে গাড়ি পাওয়া সম্ভব : উবার

uberস্টকমার্কেট প্রতিবেদক :

অন-ডিমান্ড রাইড শেয়ারিং কোম্পানি উবার আজ ঢাকায় প্রতিষ্ঠানটির কার্যক্রমের এক বছর পূর্তি উদযাপন করেছে। ২০১৬ সালের ২২ নভেম্বর ঢাকায় কার্যক্রম শুরু করে উবার। বিশেষ প্রযুক্তির সহায়তায় যাত্রীদের সহজে যাতায়াতের সুযোগ প্রদান করার মাধ্যমে শহরের পরিবহন ব্যবস্থার উন্নয়ন করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

এ উপলক্ষে রাজধানীর হোটেল সোনারগাঁয়ে আয়োজিত এক অনুষ্ঠানে উবার ইন্ডিয়া এন্ড সাউথ এশিয়ার সেন্ট্রাল অপারেশনের হেড প্রদীপ পরমেশ্বরণ বলেন, ‘প্রতিনিয়ত গাড়ির সংখ্যা বেড়ে চলা ঢাকা শহরের যাতায়াত ব্যবস্থায় পরিবর্তন আনতে গিয়ে আমরা চ্যালেঞ্জের সম্মুখীন হই। স্মার্টফোনের আধুনিক প্রযুক্তি ও বর্তমান অবকাঠামো ব্যবহার করেই জনসাধারণের জন্য উপযুক্ত যাতায়াত ব্যবস্থা তৈরি করা সম্ভব।’

ঢাকায় উবারের ৩৬৫ দিন সম্পর্কে জানাতে গিয়ে তিনি বলেন, ঢাকা শহরে গড়ে ৭ মিনিট সময়ের মধ্যে উবারের গাড়ি পাওয়া সম্ভব। সপ্তাহের অন্য দিনগুলির তুলনায় ছুটির দিনগুলোতে উবার ব্যবহারের মাত্রা বেশি।

প্রদীপ পরমেশ্বরণ বলেন, ২০১৭ সালের নভম্বের মাসেই ১৬ লাখ বার উবার ডাকা হয়েছে, শুধুমাত্র ২০১৭ সালের নভেম্বর মাসেই ২ লাখেরও বেশি মানুষ উবারে ভ্রমণ করেছেন। প্রতি মাসে ১০ হাজারের বেশি চালক এবং প্রতিদিন শত শত চালক উবার যোগদান করছেন। গন্তব্য হিসেবে উত্তরা, বনানী ও গুলশান-১-এ সবচেয়ে বেশি সংখ্যক যাত্রী যাতায়াত করে থাকেন।

এই অনুষ্ঠানে আরও জানানো হয়েছে, বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ চালক হিসেবে উবারের সাথে যুক্ত হয়েছেন। উবারের ড্রাইবার পার্টনারদের মধ্যে আছে ফ্লিটের ড্রাইভার ও ব্যক্তিগত গাড়ির মালিক। এছাড়া মোবাইল কোম্পানি ও ব্যাংকের চাকরিজীবী এবং ছাত্ররাও বাড়তি আয়ের জন্য উবারে যোগ দিয়েছেন।
স্টকমার্কেটবিডি.কম/এমএ

২০২১ সালে রফতানি ৬০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে : বাণিজ্যমন্ত্রী

tofailস্টকমার্কেট প্রতিবেদক :

বাংলাদেশ ভবিষ্যতে দরিদ্র দেশের জন্য মডেল হতে যাচ্ছে। যারা বলতেন, বাংলাদেশ তলাবিহীন ঝুড়ি, তাদের আমি সারা বিশ্বে খুঁজে বেড়াই’। বাংলাদেশ ২০২১ সালে রফতানি ৬০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে।

রবিবার রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সেন্টার, বসুন্ধরায় প্রাইম ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে এ মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘অর্থনীতির সব ক্ষেত্রে এখন আমরা পাকিস্তানের চেয়ে এগিয়ে। মাতৃমৃত্যুর হার ভারতের চেয়ে কম। স্বাধীনতার পর আমাদের জনপ্রতি আয় ছিল ৭০ ডলার আর বাজেট ছিল ৭০ মিলিয়ন ডলার বা ৭২৮ কোটি টাকা। সেখানে এবারের বাজেট হবে ৪ লাখ কোটি টাকা। এখন রফতানি করি ৩৫ বিলিয়ন ডলার। ২০২১ সালে রফতানি ৬০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে’।

তবে গ্যাসের অভাবে রফতানি একটু বাধাগ্রস্ত হচ্ছে বলে স্বীকার করেন তিনি।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের উদ্দেশ্যে তোফায়েল আহমেদ বলেন, ‘জীবনে কোনোদিনই হাল ছাড়তে নেই। আমি ব্যক্তিগতভাবে খালি পায়ে স্কুলে গিয়েছি। আত্মীয়ের বাড়িতে ঘরের বারান্দায় থেকে পড়াশোনা করেছি। তখন যদি ত্যক্ত-বিরক্ত হয়ে পড়ালেখা বাদ দিতাম, তাহলে আজ আমার কি হতো?’

‘এটা খুবই আনন্দের বিষয় যে, প্রাইম ব্যাংক ১১ বছর ধরে এ পর্যন্ত ৩ হাজার ১৪৫ জনকে শিক্ষাবৃত্তি দিয়েছে। এ বছর পাচ্ছে ৩৪০ জন। আশা করি, প্রাইম ব্যাংক তাদের এ মহতী উদ্যোগ অব্যাহত রাখবে’।

প্রাইম ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান আজম জে চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আহমেদ কামাল খান চৌধুরী, প্রাইম ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যন মো. নাদের খান, ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. ইকবাল আনোয়ার।
স্টকমার্কেটবিডি.কম/এমএইচ.

তসরিফা ইন্ডাস্ট্রিজের ডায়িংয়ের উৎপাদন শুরু ৩০ নভেম্বর

tasrifস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি তসরিফা ইন্ডাস্ট্রিজের ডায়িং ইউনিটের বাণিজ্যিক উৎপাদন শুরু করা হয়েছে। গত ৩০ নভেম্বর থেকে এই ইউনিটের কার্যকম শুরু করেছে কোম্পানিটি। রবিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে গত ২ অক্টোবর এক নোটিসে ডিএসই জানায়, শেয়ারবাজার এবং অন্য উৎস থেকে টাকা এনে গাজীপুরে ডাইংয়ের এই ইউনিটটি নির্মাণ করা হয়েছে।

এর আগে তসরিফার মালিকানাধীন কোনো ডায়িং কারখানা ছিল না।

গাজীপুর শ্রীপুরে অবস্থিত এই ডায়িং ইউনিটে প্রতিদিন ১৫ হাজার মেট্রিক টন পণ্য ডায়িং করা সম্ভব বলে কোম্পানির পক্ষ থেকে জানানাে হয়েছো।

স্টকমার্কেটবিডি.কম/এমএইচ.

গুলশানে এজিএম ও ইজিএম করবে সিএমসি কামাল

cmcস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র শিল্প খাতের কোম্পানি সিএমসি কামাল টেক্সটাইল মিলস লিমিটেডের পরিচালনা বোর্ড বার্ষিক সাধারণ সভার (এজিএম) এবং বার্ষিক সাধারণ সভার (ইজিএম) ভেন্যু ঘোষণা করেছে।

গুলশানে ড্যাফোডিল রুফ টপ, হাউজ নং-১৫, রোড-৪২ অবস্থিত হোটেল লেক ব্রিজ পূর্বনির্ধারিত দিনে এই সভাগুলো অনুষ্ঠিত হবে।

সর্বশেষ বছরে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১১ শতাংশ নগদ লভ্যাংশ দেয়। এ সময় কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৪৫ পয়সা। আর কোম্পানির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) দাঁড়িয়েছে ১৯.৪৫ টাকা।

আগামী ৩১ ডিসেম্বর কোম্পানিটি বার্ষিক সাধারণ সভা (এজিএম) দিন নির্ধারণ করেছে। আর রেকর্ড ডেট ১৭ ডিসেম্বর ।

স্টকমার্কেটবিডি.কম/এমএইচ.

সোনালী আঁশের ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

Sonali_Aanshস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত পাট শিল্প খাতের কোম্পানি সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। রবিবার ডিএসই’র সূত্রে এ তথ্য জানা যায়।

অনুষ্ঠিত বোর্ড সভায় চলতি বছরের জুন মাসে শেষ হওয়া ২০১৭ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ দেয় কোম্পানিটি।

এসময় কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৬৫ টাকা। আর কোম্পানির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) দাঁড়িয়েছে ২২৫.১৯ টাকা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।। আর রেকর্ড ডেট ২০ ডিসেম্বর ।

স্টকমার্কেটবিডি.কম/এমএইচ.