পাঁচতারকা হোটেলের জন্য বিডাব্লিউডিবির জমি লিজ নিল দ্যা পেনিনসুলা

the-peninsula-chittagongনিজস্ব প্রতিবেদক :

বন্দরনগরীতে একমাত্র ও সর্বপ্রথম পাঁচতারকা হোটেল তৈরির কাজ শুরু করেছে দ্যা পেনিনসুলা চিটাগং লিমিটেড। পেনিনসুলার পাঁচতারকা এই হোটেল বানানোর জন্য বিডাব্লিউডিবির জমি লিজ নিয়েছে কোম্পানিটি। রবিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

নির্মানাধীন দ্যা পেনিনসুলা চিটাগং-এয়ারপোর্ট গার্ডেন হোটেল নামে এই হোটেলের জন্য কোম্পানিটি ১.২৪৫ একর জমি লিজ নিল। বিডাব্লিউডিবির এসব জমি প্রাথমিকভাবে ৩ বছরের জন্য লিজ নেওয়ার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

এসব জমি লিজ নিতে কোম্পানিটির খরচ হবে ৬৯ লাখ ৭ হাজার ৮৮৭ টাকা।

সম্প্রতি দ্যা পেনিনসুলার বোর্ড সভায় জমি লিজ নেওয়ার চুড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এক একর জায়গার উপর নির্মিতব্য হোটেলটির নির্মাণ কাজ নভেম্বর মাসে শুরু হবে বলে জানানো হয়।

পেনিনসুলা কোম্পানির সচিব মোহাম্মদ নূরুল আজিম স্টকমার্কেটবিডিকে বলেন, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর রোডস্থ ‘পেনিনসুলা এয়ারপোর্ট গার্ডেন’ নামে এই হোটেল নিমাণ করা হবে। ইতোমধ্যে পেনিনসুলার বোর্ড সভায় জমি লিজ নেওয়ার চুড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। হোটেলটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে প্রায় ১৪১ কোটি টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

ইনফরমেশন সার্ভিসেসের ১ম প্রান্তিক প্রতিবেদন প্রকাশ

Informationস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত আইটি শিল্প খাতের কোম্পানি ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেডের চলতি বছরের ১ম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। রবিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বৃহস্পতিবার অনুষ্ঠিত বোর্ড সভায় ১ম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হয়। এই প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর, ১৭) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ২১ পয়সা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) ছিল ২ পয়সা। এ হিসাবে লোকসান আগের চেয়ে বেড়েছে।

গত ৩০ সেপ্টেম্বর কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৩.৯৯ টাকা।যা ২০১৭ সালের ৩০ জুন ছিল ১৪.২০ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এমএইচ