লভ্যাংশ কম দেওয়ায় এ থেকে বি ক্যাটাগরিতে

bd thaiস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বিডি থাই এলুমিনিয়াম লিমিটেড লভ্যাংশ কম দেওয়ায় ‘এ’ থেকে ‘বি’ ক্যাটাগরিতে নামানো হয়েছে। আগামী ১৪ ডিসেম্বর থেকে কোম্পানিটি ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন করবে উভয় শেয়ারবাজারে। বুধবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, বিডি থাই এলুমিনিয়াম লিমিটেড গত অর্থ বছরে শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করে।

এর আগে কোম্পানিটি লেনদেন এ ক্যাটাগতি লেনদেন হয়।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এএআর

শাহজিবাজারের আরো ১০ লাখ শেয়ার বিক্রির ঘোষণা

sahjibazerস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানী ও শক্তি খাতের কোম্পানি শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেডের একজন উদ্দ্যোক্তা পরিচালক আরো ১০ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। বুধবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

সূত্র জানায়, রেজাকুল হায়দার নামে এই পরিচালক কোম্পানিটির ১০ লাখ শেয়ার কিনবেন। তার হাতে কোম্পানিটির মোট ১,৩৭,২১,৪২০ টি শেয়ার ছিল।

এই উদ্যোক্তা পরিচালক আগামী ৩০ দিনের মধ্যে চলমান বাজার দরে পাবলিক মার্কেট হতে উল্লেখিত পরিমাণ শেয়ার কিনবেন।

এর আগে এই উদ্দ্যোক্তা পরিচালক ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন।

স্টকমার্কেটবিডি.কম/

  1. ইসলামী ব্যাংক
  2. শাহজিবাজার পাওয়ার
  3. বিএসআরএম লিমিটেড
  4. সিটি ব্যাংক
  5. লিগ্যাসী ফুট
  6. স্কয়ার ফার্মা
  7. ওআইম্যাক্স ইলেক্ট্রোড
  8. মিরাকল ইন্ডাস্ট্রিজ
  9. ব্র্যাক ব্যাংক
  10. বেক্স ফার্মা।

ডিএসইতে ৪০৬ ও সিএসইতে ৩০ কোটি টাকার লেনদেন

DSE_CSE-smbdস্টকমার্কেট প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনশেষে টাকার অংকে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৪০৬ কোটি টাকা। তবে এদিন সেখানে সবগুলো সূচকের পতন হয়েছে। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন একই থাকলেও সূচক আগের দিনের চেয়ে কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বুধবার লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২৭.৫২ পয়েন্ট কমে অবস্থান করছে ৬২২৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪.০৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩৭৫ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৫.৭৪ পয়েন্ট বেড়ে অবস্থান করে ২২৫১ পয়েন্টে।

এদিন লেনদেন হয়েছে ৪০৯ কোটি ৮৬ লাখ টাকা। গতকাল লেনদেনের পরিমাণ ছিল ৪৪৩ কোটি ৯০ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৩৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১০০টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৭৬টির। আর দর অপরিবর্তিত আছে ৫৯টির।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – ইসলামী ব্যাংক, শাহজিবাজার পাওয়ার, বিএসআরএম লিমিটেড, সিটি ব্যাংক, লিগ্যাসী ফুট, স্কয়ার ফার্মা, ওআইম্যাক্স ইলেক্ট্রোড, মিরাকল ইন্ডাস্ট্রিজ, ব্র্যাক ব্যাংক ও বেক্স ফার্মা।

এদিকে দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৬২.২৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১ হাজার ৬৩৯ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৪৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭১টির, কমেছে ১৩১টির ও দর অপরিবর্তিত রয়েছে ৪২টির।

এদিন টাকায় লেনদেন হয়েছে ৩০ কোটি ২২ লাখ টাকা। গতকাল সোমবার লেনদেন হয়েছিল ৩০ কোটি ৫ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে বেক্সিমকো লিমিটেড ও ফনিক্স ফাইন্যান্স।

স্টকমার্কেটবিডি.কম/এমএইচ

ইউনিক হোটেলের ঋণমান প্রকাশ

uniq-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত আবাসন ও সেবা খাতের কোম্পানি ইউনিক হোটেল এন্ড রিসোর্ট লিমিটেডের ঋণমান প্রকাশ করেছে ক্রেডিট রেটিং ইনফর্মেশন সার্ভিস লিমিটেড। সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

২০১৭ সালের ৩০ জুন পর্যন্ত অনুযায়ী এসআলম কোল্ড রি-রোলিং স্টিলস লিমিটেডের দীর্ঘমেয়াদি ঋণমাণ এএ+’ ও স্বল্পমেয়াদি এসটি-১ এসেছে।

২০১৭ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছর নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও ৩০ সেপ্টেম্বর অনিরীক্ষিত প্রতিবেদন ও উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে ক্রেডিট রেটিং ইনফর্মেশন সার্ভিস লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এমএইচ

শ্যামপুর সুগার মিলের মূল্য সংবেদনশীল তথ্য নেই

Shyampur Sugar Mills Limited_company_logoস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুসাঙ্গিক খাতের কোম্পানি শ্যামপুর সুগার মিলস লিমিটেডের সাম্প্রতিক সময়ে শেয়ার দর বাড়ার পেছনে কোনো কারণ তথ্য নেই বলে জানিয়েছে। দর বাড়ার কারণ জানতে চাইলে কোম্পানিটির পক্ষ থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ কথা জানানো হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত ২২ নভেম্বর কোম্পানির শেয়ারের দর ছিল ২৬.২০ টাকা। টানা দর বেড়ে গতকাল ১৩ ডিসেম্বর কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়িয়েছে ৫৭.৪০ টাকায়।

কোম্পানিটির শেয়ারের এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই। শেয়ারের দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোন তথ্য কি তা জানতে চায় ডিএসই। এ সময় শ্যামপুর লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে, দর বৃদ্ধির পেছনে মূল্যসংবেদনশীল অপ্রকাশিত কোন তথ্য তাদের কাছে নেই।

স্টকমার্কেটবিডি.কম/এম/বি

ঝিল-বাংলা সুগার মিলের মূল্য সংবেদনশীল তথ্য নেই

zeal sugar mill-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ঝিল-বাংলা সুগার মিলস লিমিটেডের সাম্প্রতিক সময়ে শেয়ার দর বাড়ার পেছনে কোনো কারণ তথ্য নেই বলে জানিয়েছে। দর বাড়ার কারণ জানতে চাইলে কোম্পানিটির পক্ষ থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ কথা জানানো হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত ২২ নভেম্বর কোম্পানির শেয়ারের দর ছিল ৫৭.২০ টাকা। টানা দর বেড়ে গতকাল ১৩ ডিসেম্বর কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়িয়েছে ৮৮.৮০ টাকায়।

কোম্পানিটির শেয়ারের এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই। শেয়ারের দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোন তথ্য কি তা জানতে চায় ডিএসই। এ সময় ঝিল-বাংলা লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে, দর বৃদ্ধির পেছনে মূল্যসংবেদনশীল অপ্রকাশিত কোন তথ্য তাদের কাছে নেই।

স্টকমার্কেটবিডি.কম/এম/বি