আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের ১:১ হারে রাইট অনুমোদন দিল বিএসইসি

bsecস্টকমার্কেট প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভূক্ত বস্ত্র খাতের কোম্পানি আলিফ ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড রাইট শেয়ার ছাড়ার অনুমোদন পেয়েছে । আজ মঙ্গলবার অনুষ্ঠিত কমিশনের ৬২০তম সভায় কোম্পানির রাইট অনুমোদন দেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি)। বিএসইসির নির্বাহী পরিচালক ও মূখ্যপাত্র মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

জানা যায়, বিএসইসি আলিফ ম্যানুফ্যাকচারিং কোম্পানিকে ১:১ হারে অর্থৎ বিদ্যমান ১টি শেয়ারের বিপরীতে ১টি রাইটের জন্য অনুমোদন দিয়েছে। কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যে ১০ কোটি ৯৩ লাখ ৯৬ হাজার ৮৯৫টি শেয়ার ছেড়ে ১০৯ কোটি ৩৯ লাখ ৬৮ হাজার ৯৫০ টাকা বাজার থেকে সংগ্রহ করবে। উক্ত টাকা দিয়ে কোম্পানিটি বিএমআরই এবং সক্ষমতা বাড়ানোর শর্ত পরিপালন করবে।

রাইট শেয়ার ডকুমেন্ট অনুযায়ী ৩১ মার্চ ২০১৭ অনুসারে কোম্পানিটির শেয়ার প্রতিটি সম্পদ মূল্য ছিল ১৮.৪৩ টাকা। আর ১লা জুলাই ২০১৬ থেকে ৩১ মার্চ ২০১৭ সময়কালে শেয়ার প্রতি আয় হয়েছে ১.৩১ টাকা।

কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে রয়েছে সিটিজেন সিকিউরিটিজ এন্ড ইনভেস্টমেন্ট।

স্টকমার্কেটবিডি.কম/এমএইচ

ফারমার্স ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে অপসারণ

farmarsস্টকমার্কেট প্রতিবেদক :

তারল্য ব্যবস্থাপনায় ব্যর্থতা এবং কেন্দ্রীয় ব্যাংকের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ঋণ বিতরণের দায়ে ফারমার্স ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ কে এম শামীমকে অপসারণ করেছে বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহা এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, এ সংক্রান্ত চিঠি ফারমার্স ব্যাংক কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে, ব্যাংক কর্তৃপক্ষ চিঠি পেয়েছে বলেও জানিয়েছে।

বিভিন্ন অনিয়মে সম্পৃক্ততার দায়ে কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে এর আগে গত ২৭ নভেম্বর ব্যাংকটির চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর ও অডিট কমিটির চেয়ারম্যান মাহবুবুল হক চিশতী।

গত ২৬ নভেম্বর এ কে এম শামীমকে এমডির পদ থেকে কেন অপসারণ করা হবে না- জানতে চেয়ে নোটিশ দেয় বাংলাদেশ ব্যাংক। তবে নোটিশের সন্তোষজনক জবাব দিতে না পারায় গত ১৩ ডিসেম্বর তাকে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা মোহা. রাজী হাসানের নেতৃত্বে এমডিদের অনিয়ম-দুর্নীতি প্রতিরোধে গঠিত কেন্দ্রীয় ব্যাংকের স্থায়ী কমিটির মুখোমুখি করা হয়। কমিটি সন্তোষজনক জবাব না পেয়ে তাকে অপসারণের বিষয়ে গভর্নরের কাছে সুপারিশ করে। সুপারিশের পরিপ্রেক্ষিতে গভর্নর তাতে সায় দিয়েছেন।

স্টকমার্কেটবিডি.কম/এমএইচ

রংপুর ও বগুড়ায় কনফিডেন্স পাওয়ারের ১১৩ মেগাওয়াট ২ বিদ্যুৎকেন্দ্র

electicic-smbdস্টকমার্কেট প্রতিবেদক :

১১৩ মেগাওয়াট সক্ষমতার দুইটি বিদ্যুৎকেন্দ্র স্থাপন করতে যাচ্ছে কনফিডেন্স পাওয়ার হোল্ডিংস লিমিটেড। রংপুর ও বগুড়ার এই দুই বিদ্যুৎকেন্দ্র থেকে ২০১৮ সালের মধ্যে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

এ বিষয়ে গত ১১ ডিসেম্বর বিদ্যুৎ বিভাগ ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) সঙ্গে দুইটি চুক্তি সই করেছে কনফিডেন্স পাওয়ার। এর মধ্যে বিদ্যুৎ বিভাগের সঙ্গে সই হয়েছে বাস্তবায়ন বিষয়ক চুক্তি বা ইমপ্লিমেন্টেশন এগ্রিমেন্ট (আইএ)। আর বিপিডিবি’র সঙ্গে সই হয়েছে উৎপাদিত বিদ্যুৎ বিক্রির চুক্তি বা পাওয়ার পারচেজ এগ্রিমেন্ট (পিপিএ)।

বিপিডিবি’র সচিব মিনা মাসুদ উজ্জামান ও কনফিডেন্স পাওয়ার হোল্ডিংসের ব্যবস্থাপনা পরিচালক খালিদ ইসলাম নিজ নিজ পক্ষে চুক্তিতে সই করেন। এসময় বিদ্যুৎ সচিব ড. আহমদ কায়কাউস, বিপিডিবি চেয়ারম্যান প্রকৌশলী খালেদ মাহমুদ, কনফিডেন্স পাওয়ার হোল্ডিংসের ভাইস চেয়ারম্যান ইমরান করিমসহ অন্যরা উপস্থিত ছিলেন।

কনফিডেন্স পাওয়ার হোল্ডিংসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিদ্যুৎকেন্দ্র দুইটিতে ফার্নেস তেল দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হবে। এই বিদ্যুৎকেন্দ্রগুলো স্থাপন করতে প্রাথমিক ব্যয় ধরা হয়েছে প্রায় ১৬ কোটি মার্কিন ডলার। কনফিডেন্স পাওয়ার হোল্ডিংসের আওতায় কনফিডেন্স পাওয়ার বগুড়া ১১৩ লিমিটেড ও কনফিডেন্স পাওয়ার রংপুর ১১৩ লিমিটেড নামে কেন্দ্রটি দুইটি স্থাপন করা হবে। এই কেন্দ্র স্থাপনে ইউরোপের ‘ম্যান’ ও ‘রোলস-রয়েস’ ইঞ্জিন ব্যবহার করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএইচ

কেয়া কসমেটিকসের প্রথম প্রান্তিক প্রতিবেদন প্রকাশ

keyaস্টকমার্কেট প্রতিবেদক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত রসায়ন ও ঔষধ খাতের কোম্পানি কেয়া কসমেটিকম লিমিটেডের চলতি বছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার অনুষ্ঠিত বোর্ড সভায় প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হয়। এই প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর, ১৭) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৬৬ পয়সা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ৬৩ পয়সা। এ হিসাবে চলতি বছরের প্রথম প্রান্তিকে কোম্পানির ইপিএস বেড়েছে।

চলতি বছরের প্রথম তিন মাসে কোম্পানিটির টার্ণওভার ৩০১ কোটি টাকা ছাড়িয়েছে। যা গত বছরের একই সময়ে ২৭৬ কোটি টাকা ছিল।

গত ৩০ সেপ্টেম্বর কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৬.০২ টাকা। যা ২০১৬ সালের ৩০ জুন পর্যন্ত ছিল ১৫.৩৭ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এমএইচ

  1. ইসলামী ব্যাংক
  2. ন্যাশনাল টিউবস
  3. আমরা নেটওয়াকস
  4. ন্যাশনাল ব্যাংক
  5. ব্র্যাক ব্যাংক
  6. স্কয়ার ফার্মা
  7. ইষ্টার্ণ ব্যাংক
  8. সিটি ব্যাংক
  9. গ্রামীন ফোন
  10. রূপালী ব্যাংক।

রিজেন্ট টেক্সটাইলের এজিএম ও ইজিএমের স্থান পরিবর্তন

logo-regentস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি রিজেন্ট টেক্সটাইল লিমিটেডের পরিচালনা বোর্ড বার্ষিক সাধারণ সভার (এজিএম) এবং বার্ষিক সাধারণ সভার (ইজিএম) ভেন্যু পরিবর্তন করেছে। মঙ্গলবার সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বন্দনগরীর স্মরনিকা কমিউনিটি সেন্টারের পূর্বনির্ধারিত দিনে এই সভাগুলো অনুষ্ঠিত হবে। এর আগে এই ভেন্যু চট্টগ্রামের রিমা কনভেনশন সেন্টারে করার ঘোষণা দেয়।

সর্বশেষ বছরে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেয়।

আগামী ২১ ডিসেম্বর কোম্পানিটি বার্ষিক সাধারণ সভা (এজিএম) দিন নির্ধারণ করেছে। আর রেকর্ড ডেট ২৩ নভেম্বর ।

স্টকমার্কেটবিডি.কম/এমএইচ.