ওয়ান ও প্রিমিয়ার ব্যাংকের টাকা আটকে রাখল কেন্দ্রীয় ব্যাংক

bbস্টকমার্কেট প্রতিবেদক :

সীমা অতিক্রম করে ঋণ বিতরণ অব্যাহত রাখায় ওয়ান ব্যাংকের ৫১ কোটি টাকা ও প্রিমিয়ার ব্যাংকের ২৫ কোটি টাকা আটকে রেখেছে কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকে রক্ষিত হিসাব থেকে এসব টাকা আটকে রেখেছে বাংলাদেশ ব্যাংক। এ ছাড়া আরও কয়েকটি ব্যাংকের বিরুদ্ধে একই শাস্তির বিষয়টি প্রক্রিয়াধীন আছে বলে জানা গেছে।

বাংলাদেশ ব্যাংকের শীর্ষ পর্যায়ের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন।

বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, প্রচলিত ধারার ব্যাংকগুলোর তার আমানতের ৮৫ শতাংশ পর্যন্ত ঋণ বিতরণ করতে পারে। ইসলামি ধারার ব্যাংকগুলোর জন্য যা ৯০ শতাংশ। তবে বেসরকারি খাতের ৮টি ব্যাংক সেই ধারা লঙ্ঘন করে ঋণ বিতরণ অব্যাহত রাখে। তাদের কয়েক দফায় সতর্ক করার পরও ব্যাংকগুলো সীমার মধ্যে আসেনি। এমন পরিস্থিতিতে মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকে রক্ষিত প্রিমিয়ার ব্যাংকের হিসাব থেকে ২৫ কোটি ও ওয়ান ব্যাংকের হিসাব থেকে ৫১ কোটি টাকা কেটে রাখে বাংলাদেশ ব্যাংক।

এর আগে সমঝোতা স্মারকের (এমওইউ) চুক্তির শর্ত না মানায় জনতা ব্যাংকের ৪১৮ কোটি টাকা জব্দ করেছিল বাংলাদেশ ব্যাংক। চুক্তির তুলনায় অতিরিক্ত ঋণ বিতরণ করেছিল ব্যাংকটি। এ জন্য বাংলাদেশ ব্যাংকের সঙ্গে থাকা জনতা ব্যাংকের হিসাব থেকে এ টাকা কেটে রাখা হয়।

এ বিষয়ে ওয়ান ও প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

মালয়েশিয়ান এয়ারলাইন্সকে ২ লাখ টাকা জরিমানা

mala-airস্টকমার্কেট প্রতিবেদক :

কুয়ালালামপুরে যাত্রীদের লাগেজ ফেলে আসায় মালয়েশিয়ান এয়ারলাইন্সকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউসুফ মালয়েশিয়ান এয়ারলাইন্সকে মঙ্গলবার রাতে এই জরিমানা করেন।

ইউসুফ বলেন, গত কয়েক মাস ধরে মালেশিয়া এয়ারলাইন্সে অস্ট্রেলিয়া, জাপান এবং ইন্দোনেশিয়া থেকে কুয়ালালামপুর হয়ে বাংলাদেশে আগত যাত্রীদের লাগেজ কুয়ালালামপুর ট্রানজিটে থেকে যাচ্ছে। প্রায় সকল ট্রানজিট যাত্রীদের ক্ষেত্রেই এটি ঘটে আসছে এবং যাত্রীরা ভোগান্তির শিকার হচ্ছেন বিধায় মঙ্গলবার রাতে এ জরিমানা করা হয়।

তিনি আরও বলেন, ইতোপূর্বে মালেশিয়া এয়ারলাইন্সকে বহুবার এ বিষয়ে ব্যবস্থা নেয়ার জন্য বলা হয়েছে। কুয়ালালামপুর গ্রাউন্ড হ্যান্ডলিং কোম্পানির দুর্বলতার কারণে এমনটি হচ্ছে মর্মে মালেশিয়া এয়ারলাইন্স জানিয়েছে এবং গ্রাউন্ড হ্যান্ডলিং কোম্পানির সঙ্গেও একাধিকবার তারা দেনদরবার করেছেন। কিন্তু পরিস্থিতির দৃশ্যমান কোনও উন্নতি হয়নি। ফলে ‘সতর্ক বার্তা’ হিসেবে মালেশিয়া এয়ারলাইন্সকে এ জরিমানা করা হয়েছে।

মালেশিয়ান এয়ারলাইন্স যাত্রীদের ভোগান্তি লাঘবসহ নিজেদের সুনাম বজায় রাখার উদ্দেশ্যে বিষয়টি সমাধানের চেষ্টা করবেন বলে আশা প্রকাশ করেন ইউসুফ।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

ব্যাংক ঋণের চেয়ে শেয়ারবাজার থেকে অর্থায়নে ঝুঁকি কম : শিল্পমন্ত্রী

amu----------4520140521125648স্টকমার্কেট প্রতিবেদক :

ব্যাংক থেকে ঋণের মাধ্যমে শিল্পায়ন করা হলে ঝুঁকি বাড়ে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তবে শেয়ারবাজার থেকে অর্থায়নের ক্ষেত্রে ঝুঁকি কমে।

বুধবার রাজধানীর হোটেল ওয়েস্টিনে ‘দীর্ঘমেয়াদি অর্থায়নে পুঁজিবাজারের ভূমিকা: বাংলাদেশ পরিপ্রেক্ষিত’ শীর্ষক এক সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ) এই সেমিনারের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন বিএমবিএ’র সভাপতি মো. ছায়েদুর রহমান।

শিল্পমন্ত্রী বলেন, বাংলাদেশে শিল্পায়ন এখনো ব্যাংক নির্ভর। ফলে ব্যাংকে ঝুকি বাড়ছে। তবে এই ধারা থেকে বেরিয়ে আসতে হবে। শেয়ারবাজার থেকে অর্থায়নের মাধ্যমে শিল্পায়ন করতে হবে।

তিনি বলেন, ২০১০ সালে শেয়ারবাজার অস্থিতিশীল হয়। পৃথিবীর সবদেশেই কম-বেশি এমন কারসাজি হয়। তবে বর্তমান বিএসইসি তা কাটিয়ে উঠেছে। একইসঙ্গে টেকসই শেয়ারবাজার গঠন করেছে। এছাড়া শেয়ারবাজারে স্বচ্ছতা নিশ্চেতে স্টক এক্সচেঞ্জে মালিকানা থেকে ব্যবস্থাপনা পৃথকীকরন (ডিমিউচ্যুয়ালাইজেশন) আইন, পাবলিক ইস্যু রুলস, ফিন্যান্সিয়াল রিপোর্টিং আইনসহ বিভিন্ন সংস্কার করা হয়েছে।

সেমিনারে অসুস্থতার কারনে প্রধান অতিথি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত উপস্থিত হতে পারেননি। তবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসইসির চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন ও বাংলাদেশ এসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজের (বিএপিএলসি) প্রেসিডেন্ট আজম জে চৌধুরী। এছাড়া সেমিনারে শিল্পোদ্যোক্তা, তালিকাভুক্ত কোম্পানিগুলোর প্রতিনিধি, দুই স্টক এক্সচেঞ্জের পর্ষদ ও শীর্ষ নির্বাহীরা উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের রাইট শেয়ার : সাবস্ক্রিপশন ৩০ জানুয়ারি

alifস্টকমার্কেট প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভূক্ত বস্ত্র খাতের কোম্পানি আলিফ ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড রাইট শেয়ারের সাবস্ক্রিপশন শুরু হবে ৩০ জানুয়ারি। যা আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

এর আগে গত মঙ্গলবার অনুষ্ঠিত কমিশনের ৬২০তম সভায় কোম্পানির রাইট অনুমোদন দেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি)।

জানা যায়, বিএসইসি আলিফ ম্যানুফ্যাকচারিং কোম্পানিকে ১:১ হারে অর্থৎ বিদ্যমান ১টি শেয়ারের বিপরীতে ১টি রাইটের জন্য অনুমোদন দিয়েছে। কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যে ১০ কোটি ৯৩ লাখ ৯৬ হাজার ৮৯৫টি শেয়ার ছেড়ে ১০৯ কোটি ৩৯ লাখ ৬৮ হাজার ৯৫০ টাকা বাজার থেকে সংগ্রহ করবে। উক্ত টাকা দিয়ে কোম্পানিটি বিএমআরই এবং সক্ষমতা বাড়ানোর শর্ত পরিপালন করবে।

রাইট শেয়ার ডকুমেন্ট অনুযায়ী ৩১ মার্চ ২০১৭ অনুসারে কোম্পানিটির শেয়ার প্রতিটি সম্পদ মূল্য ছিল ১৮.৪৩ টাকা। আর ১লা জুলাই ২০১৬ থেকে ৩১ মার্চ ২০১৭ সময়কালে শেয়ার প্রতি আয় হয়েছে ১.৩১ টাকা।

কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে রয়েছে সিটিজেন সিকিউরিটিজ এন্ড ইনভেস্টমেন্ট।

স্টকমার্কেটবিডি.কম/এমএইচ

শাহজিবাজারের ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা

sahjibazerস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানী ও শক্তি খাতের কোম্পানি শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেডের একজন উদ্দ্যোক্তা পরিচালক ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ফিরোজ আলম নামে এই পরিচালক কোম্পানিটির ৫ লাখ শেয়ার বেচবেন। তার হাতে কোম্পানিটির মোট ১,২৬,৫২,০৩৩ টি শেয়ার রয়েছে।

এই উদ্যোক্তা পরিচালক আগামী ৩০ দিনের মধ্যে চলমান বাজার দরে পাবলিক মার্কেট হতে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রি করবেন।

স্টকমার্কেটবিডি.কম/

  1. ন্যাশনাল টিউবস
  2. স্কয়ার ফার্মা
  3. আলিফ ইন্ড্রাস্ট্রিজ
  4. গ্রামীন ফোন
  5. সিটি ব্যাংক
  6. ইসলামী ব্যাংক
  7. রূপালী লাইফ
  8. স্কয়ার টেক্সটাইল
  9. ব্র্যাক ব্যাংক
  10. আমরা নেটওয়াকস।

২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করবো : প্রধানমন্ত্রী

PMস্টকমার্কেট প্রতিবেদক :

বাংলাদেশের অর্থনীতি এখন অনেক মজবুত ও শক্তিশালী বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘আমরা ২০২১ সালের মধ্যে দেশকে মধ্যম আয় ও ২০৪১ সালের মধ্যে উন্নত রাষ্ট্রে পরিণত করবো। বাংলাদেশ যেহেতু অর্থনৈতিকভাবে মজবুত ও শক্তিশালী তাই আমরা বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) শক্তিশালী করতে যা করা প্রয়োজন সেটা করবো।’

বুধবার সকালে বিজিবি দিবস উপলক্ষে রাজধানীর পিলখানা বিজিবি’র সদর দফতরে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এদিন সকাল ৮টায় বিজিবি’র মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন বাহিনীর রেজিমেন্টাল পতাকা উত্তোলন এবং সকাল সোয়া ৮টায় ‘সীমান্ত গৌরব’ এ মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। সকাল ১০টায় কুচকাওয়াজ পরিদর্শন এবং অভিবাদন গ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় প্রধানমন্ত্রী অনারারি সহকারী পরিচালক হতে অনারারি উপ-পরিচালক পদে পদোন্নতিপ্রাপ্তদের র‌্যাংক ব্যাজ পরিধান, অপারেশনাল কার্যক্রম, চোরাচালান নিরোধ এবং মাদকদ্রব্য আটকের ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ কাজের জন্য পুরস্কার প্রদান, মহাপরিচালকের অপারেশনাল ও প্রশাসনিক ইনসিগনিয়াসহ প্রশংসাপত্র প্রদান এবং বিজিবি’র খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা অথবা উত্তরাধিকারীদের সংবর্ধনা প্রদান করা হয়। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘ডিসেম্বর আমাদের বিজয়ের মাস। আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সব শহীদ মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি।’ এ সময় তিনি স্বাধীনতা যুদ্ধসহ বিভিন্ন কাজে বিজিবির বিভিন্ন অবদানের কথা তুলে ধরেন।

শেখ হাসিনা বলেন, ‘১৯৯৬ সালে সরকারে আসার পর এ বাহিনীর অনেক উন্নয়ন করেছি। ২০০৯ সালে ক্ষমতা নেওয়ার পর একটা অনভিপ্রেত ঘটনা (বিডিআর বিদ্রোহ) ঘটে যায়। যেখানে ৫৭ জন কর্মকর্তা নিহত হন। আমি তাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। তারা নিয়ম শৃঙ্খলা মান্য করবে বলে আমি আশা করছি।’

তিনি আরও বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বিজিবি ভূমিকা রাখবে। মানুষকে হত্যা করা, আগুন দিয়ে রেল, গাড়ি পোড়ানোর ঘটনায় বিজিবি মানুষের জানমাল রক্ষায় কাজ করেছে। আমাদের দুর্ভাগ্য যে, দেশের সাধারণ মানুষ যখন একটু ভালো থাকার চেষ্টা করে তখনই দেশের স্বাধীনতার বিরোধীতাকারীরা মানুষের ওপর নির্মমভাবে অত্যাচার চালিয়েছে। দেশের মানুষকে অত্যাচার থেকে রক্ষায় বিজিবি কাজ করে যাচ্ছে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু সীমান্ত আইন করে গিয়েছিলেন। আমরা সেটা বাস্তবায়ন করেছি। ভারতের সঙ্গে ছিটমহল বিনিময় হয়েছে। যেখানে বিজিবি সক্রিয় ভূমিকা পালন করে। যা পৃথিবীর মধ্যে বিরল। তাছাড়া মিয়ানমার সীমান্তে উত্তেজনা চলাকালে বিজিবি বলিষ্ট ভূমিকা পালন করেন।’

এ সময় তিনি বিজিবির উন্নয়নে সরকারের বিভিন্ন কাজের চিত্র তুলে ধরেন।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

ইবনে সিনার নমিনী পরিচালকের শেয়ার ক্রয়ের ঘোষণা

ibnস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষধ খাতের কোম্পানি ইবনে সিনা ফার্মাসিটিক্যালস লিমিটেডের একজন নমিনী পরিচালক শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। বুধবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা যায়।

কাজী হারুন অর রশিদ ইবনে সিনা ট্রাষ্টের প্রতিনিধিত্ব করছেন। এই উদ্দ্যোক্তা ৭৭৫০টি শেয়ার চলমান বাজার দরে ক্রয়ের আগ্রহ প্রকাশ করেছেন।

ঘোষণার পর ৩০ কার্যদিবসের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয় করবেন বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়।

এ কোম্পানিটি এসব শেয়ার চলমান বাজার দরে পাবলিক মার্কেটে ক্রয় করবেন।

স্টকমার্কেটবিডি.কম/এসএম

ইয়ার্ণ ডায়িংয়ের জমি গ্রহণ করবে ফার ইষ্ট নিটিং এন্ড ডায়িং

fareastস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ফার ইষ্ট নিটিং এন্ড ডায়িং ইন্ডাস্ট্রি লিমিটেড জমি গ্রহণ করবে। এসব জমি কোম্পানি ফার ইষ্ট ইয়ার্ণ ডায়িং ইন্ডাস্ট্রিজের নিকট হতে নিবে। বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র থেকে জানা যায়, কোম্পানিটি ৪৯,৮৫১ বর্গফুটের একটি ৪তলা বিল্ডিংসহ ৩৫ ডিসিমল জমি নিবে। এসব জমির বর্তমান মূল্য প্রায় ১৩.৫০ কোটি টাকা।

গাজীপুর কালিয়াকৈরে অবস্থিত এসব জমি ফার ইষ্ট ইয়ার্ণ ডায়িং ইন্ডাস্ট্রিজের মালিকানাধীন। এসব জমির দাগ নং এসএ/আরএস-৪৪৬/৬৮৪ এবং এসএ/আরএস খতিয়ান নম্বর ৩১৭/৩৭৯।

স্টকমার্কেটবিডি.কম/এমএ