পাঁচ তারকা মানের মোটেল নিমার্ণ করবে পর্যটন করপোরেশন

porton corpস্টকমার্কেট প্রতিবেদক :

বরিশালে পাঁচ তারকা মানের মোটেল নির্মাণ করতে যাচ্ছে বাংলাদেশ পর্যটন করপোরেশন। এ লক্ষে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কাছ থেকে বরিশাল সদরের বগুড়া-আলেকান্দা মৌজার এক একর জমি নিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।

সোমবার দুপুরে নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ পর্যটন করপোরেশন ও বিআইডব্লিউটিএ এর মধ্যে একটি চুক্তি সই হয়েছে।

নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমডোর এম মোজাম্মেল হক এবং বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান আখতারুজ্জামান খান কবির। এসময় উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন।

চুক্তি অনুযায়ী বিআইডব্লিউটিএ’র এক একর জমিতে পাঁচ তারকা মানের পর্যটন মোটেল নির্মাণের যাবতীয় ব্যয়ভার বাংলাদেশ পর্যটন করপোরেশন বহন করবে। মোটেল নির্মাণ ও পরবর্তী মেরামত, উন্নয়ন সংক্রান্ত সব কাজ পর্যটন করপোরেশন নিজ অর্থায়নে করবে। চুক্তি অনুযায়ী লাইসেন্স প্রদত্ত এ সম্পত্তির মেয়াদ হবে ৩০ বছর। পর্যটন করপোরেশন নির্ধারিত লাইসেন্স ফি বাৎসরিক ভিত্তিতে পরিশোধ করবে।

প্রতি ১০ বছর পর লাইসেন্স ফি উভয়পক্ষের সম্মতিতে বাড়বে। এছাড়া ৩০ বছর পর উভয়পক্ষের সম্মতিতে পুনরায় চুক্তিনামা সম্পাদিত হবে। তবে কোনো পক্ষ ৩০ বছর শেষে পুনঃচুক্তিনামা সম্পাদনে আগ্রহী না হলে বর্ণিত সম্পত্তি প্রথম পক্ষের সম্পত্তি হিসেবে গণ্য হবে।

এসময় পর্যটন করপোরেশন বিআইডব্লিউটিএ-কে জমি ব্যবহারের জন্য জামানত বাবদ ৫ লাখ টাকার চেক হস্তান্তর করে। চুক্তি সই অনুষ্ঠানে নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেন, দেশের সর্বত্রই এখন পর্যটনের চাহিদা দিন দিন বাড়ছে। এই মোটেল নির্মাণ হলে বরিশাল অঞ্চল অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী হবে। দক্ষিণাঞ্চলের মানুষের স্বপ্ন বাস্তবায়ন হতে চলছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএইচ

বাণিজ্য মেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

pmস্টকমার্কেট প্রতিবেদক :

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সোমবার মাসব্যাপী বাণিজ্য মেলার উদ্বোধন ঘোষণা করেন। ছবি: ফোকাস বাংলাপ্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সোমবার মাসব্যাপী বাণিজ্য মেলার উদ্বোধন ঘোষণা করেন। ছবি: ফোকাস বাংলারাজধানীর শেরেবাংলা নগরে আজ সোমবার থেকে মাসব্যাপী বাণিজ্য মেলা (ডিআইটিএফ) শুরু হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পশ্চিম পাশের মাঠে বাণিজ্য মেলার ২৩তম এই আসরের উদ্বোধন করেন।

বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) যৌথভাবে এই মেলার আয়োজক। থাইল্যান্ড, ইরান, তুরস্ক, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল, চীন, মালয়েশিয়া, ভিয়েতনাম, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, পাকিস্তান, হংকং, সিঙ্গাপুর, মরিশাস ও দক্ষিণ কোরিয়াসহ ১৭টি দেশের ৪৩টি প্রতিষ্ঠান এবারের মেলায় অংশ নিচ্ছে। এবার ৫৮৯টি বিভিন্ন ক্যাটাগরির প্যাভিলিয়ন ও স্টল নিয়ে মেলা প্রাঙ্গণ সাজানো হয়েছে। এর মধ্যে নারী উদ্যোক্তাদের জন্য ৩০টি স্টল বরাদ্দ রয়েছে।

উদ্যোক্তারা বলেন, ‘আমরাও পারি’ থিম নিয়ে আয়োজিত ২৩তম বাণিজ্য মেলার মূল ফটকটি পদ্মা সেতুতে স্থাপিত প্রথম স্প্যানটির আদলে নির্মাণ করা হয়েছে। মেলার ভেতরটায় বেশ ফাঁকা জায়গা রেখে এর দুই প্রান্ত সুন্দরবন ইকোপার্কের আদলে তৈরি করা হয়েছে। মেলায় দুটি শিশু পার্ক, রক্ত সংগ্রহ কেন্দ্র, মা ও শিশু কেন্দ্র এবং একটি প্রাথমিক চিকিৎসা কেন্দ্র রয়েছে। রয়েছে অর্কিড বাগান।

গত বছরের তুলনায় এ বছর বঙ্গবন্ধু প্যাভিলিয়নের আকার দ্বিগুণ করা হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধুর ১৯৭১ সালের ৭ মার্চের ভাষণকে ইউনেসকো বিশ্ব ঐতিহ্যের প্রামাণ্য দলিল হিসেবে স্বীকৃতি দেওয়ায় প্যাভিলিয়নটি নান্দনিক করে সাজানো হয়েছে। সূত্র : বাসস

স্টকমার্কেটবিডি.কম/এমএইচ

২০১৭ সালে দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর বেড়েছে পরিচালন মুনাফা

bankস্টকমার্কেট প্রতিবেদক :

বিদায়ী ২০১৭ সালে দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর পরিচালন মুনাফা বেড়েছে। বছরের শেষ দিন গতকাল রবিবার বিভিন্ন ব্যাংক তাদের পরিচালন মুনাফার প্রাথমিক হিসাব জানিয়েছে। এতে দেখা যায়, প্রায় সব ব্যাংকের মুনাফাই আগের বছরের চেয়ে বেড়েছে।

ব্যাংকগুলো বলছে, বাড়তি মুনাফা এসেছে মূলত পণ্যবাণিজ্য থেকে। সদ্য বিদায় নেওয়া বছরে আমদানি বেশ বেড়েছে। এতে ব্যাংকগুলোও ভালো ব্যবসা করতে পেরেছে। এদিকে খেলাপি ঋণ পুনঃ তফসিল করার সুযোগ দিতে গত শনিবার বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগ খোলা ছিল। এ সুযোগ নিয়ে বিভিন্ন ব্যাংক প্রায় দেড় শ প্রতিষ্ঠানের খেলাপি ঋণ পুনঃ তফসিল করে নিয়মিত করেছে। ফলে তারা বাড়তি মুনাফা দেখাতে পেরেছে। কারণ পুনঃ তফসিল করায় খেলাপি ঋণের বিপরীতে প্রভিশন বা মুনাফা থেকে টাকা সঞ্চিতি রাখতে হয়নি।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত গত রাতে সব ব্যাংকের পরিচালন মুনাফার হিসাব পাওয়া যায়নি। যেসব ব্যাংকের হিসাব পাওয়া গেছে, তার মধ্যে সবচেয়ে বেশি মুনাফা করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। এ ব্যাংকটির মুনাফা হয়েছে ২ হাজার ৪২০ কোটি টাকা, যা আগের বছর ছিল ২ হাজার ৩ কোটি টাকা।

এ ছাড়া পূবালী ব্যাংক এ বছর ৯১৫ কোটি টাকা মুনাফা করেছে, যা আগের বছর ছিল ৭০৩ কোটি টাকা। ২০১৭ সালে মেঘনা ব্যাংক ১০২ কোটির জায়গায় ১১০ কোটি, মার্কেন্টাইল ব্যাংক ৪৩৯ কোটির জায়গায় ৭১১ কোটি, মিডল্যান্ড ব্যাংক ১১০ কোটির জায়গায় ১২০ কোটি, মধুমতি ব্যাংক ৯২ কোটির জায়গায় ১৫১ কোটি, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ৩৪৯ কোটির জায়গায় ৪১৭ কোটি, এনআরবি ব্যাংক ৮১ কোটির জায়গায় ৯৭ কোটি, এনআরবি কমার্শিয়াল ব্যাংক ১৭১ কোটি টাকার জায়গায় ২০২ কোটি, এনআরবি গ্লোবাল ৯৮ কোটির জায়গায় ১৬১ কোটি, সাউথ বাংলা এগ্রিকালচার ১৫৪ কোটির জায়গায় ১৮২ কোটি, প্রিমিয়ার ব্যাংক ৩৩২ কোটির জায়গায় ৪৫০ কোটি, ইউনিয়ন ব্যাংক ১৮৫ কোটির জায়গায় ২৩০ কোটি এবং রূপালী ব্যাংক ৫১১ কোটি টাকা মুনাফা করেছে। এনসিসি ব্যাংক এ বছর মুনাফা করেছে ৫৩০ কোটি টাকা, যা আগের বছর ৪৫৬ কোটি টাকা ছিল।

এ ছাড়া ইস্টার্ন ব্যাংক ৭৪৯ কোটি, ফার্স্ট সিকিউরিটি ব্যাংক ৪৭০ কোটি, ব্যাংক এশিয়া ৬৭০ কোটি, আল-আরাফাহ্‌ ইসলামী ৮০৯ কোটি, ডাচ্‌-বাংলা ব্যাংক ৭৫০ কোটি, যমুনা ব্যাংক ৪৮৫ কোটি, আইএফআইসি ৫০৪ কোটি, স্ট্যান্ডার্ড ব্যাংক ৩৬০ কোটি ও শাহজালাল ব্যাংক ৩৬০ কোটি টাকা মুনাফা করেছে। এখন পর্যন্ত পাওয়া হিসাবে সবচেয়ে কম মুনাফা করেছে ফারমার্স ব্যাংক। এ ব্যাংকের মুনাফা হয়েছে ২৬ কোটি টাকা। অন্যদিকে সিটি ব্যাংকের মুনাফা কমেছে। ২০১৬ সালে ব্যাংকটি ৭৫৬ কোটি টাকা মুনাফা করেছিল, যা এ বছর ৬৯৭ কোটি টাকায় দাঁড়িয়েছে।

ব্যাংকের মুনাফার এ হিসাব প্রাথমিক। চূড়ান্ত হিসাব শেষে পরিচালন মুনাফা থেকে সঞ্চিতি ও কর কেটে প্রকৃত মুনাফার হিসাব করা হবে। পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকগুলোর মুনাফা থেকে কর বাবদ কর্তন করা হবে ৪০ শতাংশ। তালিকাবহির্ভূত ব্যাংকের ক্ষেত্রে এ হার হবে সাড়ে ৪২ শতাংশ।

স্টকমার্কেটবিডি.কম/এমএইচ

কেয়া কসমেটিকসের ১৭ লাখ শেয়ার বিক্রির ঘোষণা

keyaস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষধ খাতের কোম্পানি কেয়া কসমেটিকস লিমিটেডের এক করপোরেট পরিচালক ১৭ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কেয়া ইয়ার্ন মিলস নামে এই করপোরেট পরিচালক কোম্পানিটির ১৭ লাখ শেয়ার বেচবে। কেয়া ইয়ার্ন মিলসের নামে কোম্পানিটির মোট ১২,৪৪,০৭,১৯৩ টি শেয়ার রয়েছে।

এই করপোরেট পরিচালক আগামী ৩০ দিনের মধ্যে চলমান বাজার দরে পাবলিক মার্কেট হতে উল্লেখিত পরিমাণ শেয়ার কিনবেন।

স্টকমার্কেটবিডি.কম/

দ্যা পেনিনসুলার নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের প্রদান

the-peninsula-chittagongস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ভ্রমণ প্রণোদনা খাতের কোম্পানি দ্যা পেনিনসুলা চিটাগাং লিমিটেডের ঘোষিত নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের নিকট পাঠানো হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক ও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই লভ্যাংশ পাঠিয়েছে কোম্পানিটি।

৩০ জুন ২০১৭ সালের সমাপ্ত হিসাব বছরে দ্যা পেনিনসুলা চিটাগাং লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

উল্লেখ্য, কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) গত ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে। কোম্পানিটির রেকর্ড ডেট ছিল ৬ নভেম্বর।

স্টকমার্কেটবিডি.কম/মোদক.

  1. লাফার্জ সুরমা সিমেন্ট
  2. প্যারামাউন্ট টেক্সটাইল
  3. বেক্সিমকো লিমিটেড
  4. ইসলামী ব্যাংক
  5. ন্যাশনাল ব্যাংক
  6. ড্রাগন সোয়েটার
  7. আলিফ ইন্ডাস্ট্রিজ
  8. মার্কেন্টাইল ব্যাংক
  9. সিটি ব্যাংক
  10. রূপালী ব্যাংক লিমিটেড।

১১ কোম্পানির ২০১৭ সালের ঋণমান প্রকাশ

creditস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ১১ কোম্পানি গত বছরের ও চলতি বছরের প্রথম প্রান্তিকের ঋণমান প্রকাশ করেছে। কোম্পানিগুলো হলো:- ফেডারেল ইন্স্যুরেন্স, স্কয়ার টেক্সটাইল, ফার্মা এইডস, বিবিএস ক্যাবলস, এসিআই, এসিআই ফরমুলেশন, ফরচুন সু, প্রাইম ইন্স্যুরেন্স, অগ্নি সিস্টেমস, সিটি জেনারেল ইন্স্যুরেন্স এবং এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ফেডারেল ইন্স্যুরেন্স লিমিটেড:

ক্রেডিট রেটিং ইনফরমেশন সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল) রেটিং অনুযায়ী ফেডারেল ইন্স্যুরেন্সের দীর্ঘমেয়াদে ঋণমান হয়েছে “এ”। ৩১ ডিসেম্বর, ২০১৬ পর্যন্ত নিরীক্ষিত এবং ৩০ সেপ্টেম্বর, ২০১৭ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের আলোকে এই ঋণমান প্রকাশ করা হয়েছে।

স্কয়ার টেক্সটাইল লিমিটেড:

ক্রেডিট রেটিং ইনফরমেশন সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল) ঋণমান অনুযায়ী স্কয়ার টেক্সটাইলের দীর্ঘমেয়াদে ঋণমান হয়েছে “এএ”।৩১ ডিসেম্বর, ২০১৬ পর্যন্ত নিরীক্ষিত এবং ৩০ সেপ্টেম্বর, ২০১৭ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের আলোকে এই ঋণমান প্রকাশ করা হয়েছে।

ফার্মা এইডস লিমিটেড:

ন্যাশনাল ক্রেডিট রেটিং লিমিটেড (এনসিআর) রেটিং অনুযায়ী ফার্মা এইডসের দীর্ঘমেয়াদে ঋণমান হয়েছে “এ-”। আর স্বল্পমেয়াদে ঋণমান হয়েছে “এসটি- ৩”। ৩০ জুন ২০১৭ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের আলোকে এই ঋণমান করা হয়েছে।

বিবিএস ক্যাবলস লিমিটেড:

ন্যাশনাল ক্রেডিট রেটিং লিমিটেড (এনসিআর) ঋণমান অনুযায়ী বিবিএস ক্যাবলসের দীর্ঘমেয়াদে ঋণমান হয়েছে “এ+”। আর স্বল্পমেয়াদে ঋণমান হয়েছে “এসটি-২”। ৩০ জুন ২০১৭ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের আলোকে এই ঋণমান প্রকাশ করা হয়েছে।

এসিআই লিমিটেড:

ক্রেডিট রেটিং ইনফরমেশন সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল) ঋণমান অনুযায়ী এসিআই লিমিটেডের দীর্ঘমেয়াদে রেটিং হয়েছে “এএ-”। আর স্বল্পমেয়াদে ঋণমান হয়েছে “এসটি- ২”। ৩০ জুন ২০১৭ পর্যন্ত নিরীক্ষিত এবং ৩০ সেপ্টেম্বর, ২০১৭ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের আলোকে এই ঋণমান করা হয়েছে ।

এসিআই ফুরমুলেশন লিমিটেড:

ক্রেডিট রেটিং ইনফরমেশন সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল) রেটিং অনুযায়ী এসিআই ফুরমুলেশনের দীর্ঘমেয়াদে ঋণমান হয়েছে “এএ-”। আর স্বল্পমেয়াদে ঋণমান হয়েছে “এসটি- ৩”। ৩০ জুন ২০১৭ পর্যন্ত নিরীক্ষিত এবং ৩০ সেপ্টেম্বর, ২০১৭ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের আলোকে এই ঋণমান প্রকাশ করা হয়েছে।

ফরচুন সু লিমিটেড:

ক্রেডিট রেটিং ইনফরমেশন সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল) ঋণমান অনুযায়ী ফরচুন সু‘র দীর্ঘমেয়াদে রেটিং হয়েছে “এ-”। আর স্বল্পমেয়াদে ঋণমান হয়েছে “এসটি- ৩”। ৩০ জুন ২০১৭ পর্যন্ত নিরীক্ষিত এবং ৩০ সেপ্টেম্বর, ২০১৭ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের আলোকে এই ঋণমান করা হয়েছে।

অগ্নি সিস্টেমস লিমিটেড:

ক্রেডিট রেটিং ইনফরমেশন সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল) ঋণমান অনুযায়ী অগ্নি সিস্টেমসের দীর্ঘমেয়াদে রেটিং হয়েছে “এ”। আর স্বল্পমেয়াদে ঋণমান হয়েছে “এসটি- ৩”। ৩০ জুন ২০১৭ পর্যন্ত নিরীক্ষিত এবং ৩০ সেপ্টেম্বর, ২০১৭ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের আলোকে এই ঋণমান করা হয়েছে।

এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেড:

ক্রেডিট রেটিং ইনফরমেশন সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল) ঋণমান অনুযায়ী এশিয়া ইন্স্যুরেন্সের দীর্ঘমেয়াদে ঋণমান হয়েছে “এএ-”। ৩১ ডিসেম্বর, ২০১৬ পর্যন্ত নিরীক্ষিত এবং ৩০ সেপ্টেম্বর, ২০১৭ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের আলোকে এই ঋণমান প্রকাশ করা হয়েছে।

প্রাইম ইন্স্যুরেন্স লিমিটেড:

ক্রেডিট রেটিং ইনফরমেশন সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল) ঋণমান অনুযায়ী প্রাইম ইন্স্যুরেন্স দীর্ঘমেয়াদে ঋণমান হয়েছে “এ+”। ৩১ ডিসেম্বর, ২০১৬ পর্যন্ত নিরীক্ষিত এবং ৩০ সেপ্টেম্বর, ২০১৭ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের আলোকে এই ঋণমান প্রকাশ করা হয়েছে।

সিটি জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেড:

ক্রেডিট রেটিং ইনফরমেশন সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল) ঋণমান অনুযায়ী সিটি জেনারেল ইন্স্যুরেন্স দীর্ঘমেয়াদে ঋণমান হয়েছে “এ+”।৩১ ডিসেম্বর, ২০১৬ পর্যন্ত নিরীক্ষিত এবং ৩০ সেপ্টেম্বর, ২০১৭ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের আলোকে এই ঋণমান প্রকাশ করা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএইচ

ইউনাইটেড এয়ারের বোর্ড সভা ৪ জানুয়ারি

united airস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সেবা শিল্প খাতের কোম্পানি ইউনাইটেড এয়ারওয়েজ বিডি লিমিটেডের চলতি বছরের ৩ প্রান্তিকের বোর্ড সভা আগামী ৪ জানুয়ারি আহবান করা হয়েছে। সোমবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০১৭ সালের ১ম, ২য় ও ৩য় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৩ টায় রাজধানীতে অবস্থিত নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির প্রথম প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএইচ