ম্যাকসন স্পিনিংয়ের এজিএমের দিন পরিবর্তন

Maksonsস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে বস্ত্র খাতের কোম্পানি ম্যাকসন স্পিনিং মিলস লিমিটেডের বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন পরিবর্তন করা হয়েছে। কোম্পানির এজিএমটি আগামী ২২ জানুয়ারি অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় ২১ জানুয়ারি ১৩ম এই এজিএমের সিদ্ধান্ত হয়েছিল।

তবে এই এজিএম সংক্রান্ত অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

  1. ইউনাইটেড পাওয়ার
  2. গ্রামীনফোন
  3. ড্রাগন সোয়েটার
  4. ইফাদ অটোস
  5. বারাকা পাওয়ার
  6. লাফার্জ সুরমা সিমেন্ট
  7. স্কয়ার ফার্মা
  8. প্যারামাউন্ট টেক্সটাইল
  9. রেনেটা লিমিটেড
  10. লিগ্যাসী ফুটওয়ার লিমিটেড।

শেয়ারবাজারে শেষদিনে সূচক ও লেনদেনের পতন

DSE_CSE-smbdস্টকমার্কেট প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনশেষে টাকার অংকে লেনদেন আগের দিনের চেয়ে কম হয়েছে। এদিন সূচকও আগের দিনের চেয়ে অনেকটা কমেছে। আর এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন আগের দিনের চেয়ে কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের শেষ দিনে বৃহস্পতিবার লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৫.৪২ পয়েন্ট কমে অবস্থান করছে ৬৩০২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪.৩৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪০৭ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৬.৬০ পয়েন্ট কমে অবস্থান করে ২৯৫ পয়েন্টে।

এদিন লেনদেন হয়েছে ৫১৮ কোটি ৭৬ লাখ টাকা। গতকাল বুধবার লেনদেনের পরিমাণ ছিল ৫৭৬ কোটি ৫৭ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৩৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৩৬টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৪৮টির। আর দর অপরিবর্তিত আছে ৫১টির।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – ইউনাইটেড পাওয়ার, গ্রামীনফোন, ড্রাগন সোয়েটার, ইফাদ অটোস, বারাকা পাওয়ার, লাফার্জ সুরমা সিমেন্ট, স্কয়ার ফার্মা, প্যারামাউন্ট টেক্সটাইল, রেনেটা লিমিটেড ও লিগ্যাসী ফুটওয়ার লিমিটেড।

এদিকে দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৮.৪৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১ হাজার ৭৮৭ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৩৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯০টির, কমেছে ১০৯টির ও দর অপরিবর্তিত রয়েছে ৩৭টির।

এদিন টাকায় লেনদেন হয়েছে ২১ কোটি ৬৯ লাখ টাকা। গতকাল বুধবার লেনদেন হয়েছিল ৩০ কোটি ৩০ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে অনেকটা কমেছে।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে আল আরাফাহ ইসলামী ব্যাংক ও লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এমএইচ

ইন্টারনেটের দাম বেঁধে দেওয়া হবে: মোস্তাফা জব্বার

mostafaস্টকমার্কেট প্রতিবেদক :

ইন্টারনেটের মূল্যসীমা বেঁধে দেওয়ার জন্য উদ্যোগ নেবেন বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী মোস্তাফা জব্বার। তিনি বলেছেন, ‘মোবাইল ফোনের ভয়েস কলের মূল্যসেবা বেঁধে দেওয়া হলেও ইন্টারনেটের ক্ষেত্রে এ ধরনের কোনও সীমা নেই। ফলে যে যার ইচ্ছেমতো দামে ইন্টারনেট বিক্রি করছে। আমি ইন্টারনেটের মূল্যসীমা বেঁধে দেওয়ার জন্য উদ্যোগ নেবো।’

বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে আইসিটি বিভাগ পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন।
মোস্তাফা জব্বার বলেন, ‘ইন্টারনেটের ব্যান্ডউইথ কিনে ডাটা বিক্রি করা যাবে না। গ্রাহক যদি ব্যান্ডউইথ কিনতে চায়, তাহলে তাদের সে সুযোগ থাকতে হবে। ইন্টারনেট মানুষের মৌলিক অধিকারগুলোর একটি। এই অধিকার যেন মানুষের কাছে থাকে, আমি সে চেষ্টাই করব।’

তিনি আরও বলেন, ‘কাজের জন্য এক বছর যথেষ্ট সময়। এখন থেকেই আমরা সর্বশক্তি দিয়ে কাজ শুরু করব।’

মতবিনিময় সভায় মন্ত্রী আরও বলেন, ‘২০১৮ সাল সরকারের জন্য একটি চ্যালেঞ্জের বছর। এ বছরই সরকার তার মেয়াদ পূর্ণ করবে। তাই জনগণের দৃষ্টি এখন সরকারের দিকেই থাকবে। ফলে আমাদের সেভাবেই কাজ করতে হবে। আবার ২০১৯ সাল হবে বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ বছর। ওই বছর নতুন সরকার বাংলাদেরশের দায়িত্ব নেবে। বিগত দিনের অর্জনের ওপর ভিত্তি করেই আগামী বছর জনগণ তার রায় দেবে।’

আইসিটি খাতে কোন কাজগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে, জানতে চাইলে নবনিযুক্ত এই মন্ত্রী বলেন, ‘শিক্ষার ডিজিটাল রূপান্তর ও আইসিটি শিল্পখাতে অবকাঠামো তৈরিতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। স্কুল পর্যায় থেকে প্রোগ্রামিং শুরু করার বিষয়েও গুরুত্ব দিতে চাই। আমি মনে করি, বিশ্ববিদ্যালয়ে গিয়ে প্রোগ্রামিং শুরু করার মানে হয় না। প্রোগ্রামিং শুরু করতে হবে স্কুল থেকে। তাহলেই আমরা আগামীতে এই খাতে দক্ষ জনবল পাবো।’

এছাড়া, টেলিকম খাতের দৃশ্যমান সমস্যাগুলো দূর করার চেষ্টা করবেন জানিয়ে মন্ত্রী বলেন, ‘আইসিটি ও টেলিকম বিভাগের বিরোধ থাকার কোনও কারণ নেই। তবে আইসিটি বিভাগের চলমান ২২টি প্রকল্প বিষয়ে খুঁটিনাটি খোঁজখবর নেওয়া হবে।’ টেলিফোন শিল্প সংস্থাকেও (টেশিস) ব্যর্থ প্রতিষ্ঠান হতে দেবেন না উল্লেখ করে তিনি বলেন, ‘শিক্ষার্থীদের জন্য ডিজিটাল ডিভাইস তৈরি করে এই প্রতিষ্ঠানকে লাভজনক করে তোলা হবে।’

মোবাইল ফোনে যখন-তখন অনাকাঙ্ক্ষিত ও অপ্রয়োজনীয় এসএমএস আসা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার কথা জানিয়ে মোস্তাফা জব্বার বলেন, ‘১৪ কোটি মোবাইল ফোন ব্যবহারকারীর প্রাণের দাবি এটি। সবাই কমবেশি এ সমস্যায় ভোগেন। এটা দূর করতে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

মতবিনিময় সভায় আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও সচিব সুবীর কিশোর চৌধুরীসহ আইসিটি বিভাগের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে, মোস্তাফা জব্বার বুধবার সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

বাংলাদেশ বিমানকে লাভজনক করতে পারায় তৃপ্ত মন্ত্রী

bimanস্টকমার্কেট প্রতিবেদক :

বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের ৪ বছরে দায়িত্ব পালন বাংলাদেশ বিমানকে লাভজনক প্রতিষ্ঠান করতে পারা নিয়ে ‘তৃপ্ত’ বলে মনে করেন সদ্য সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী রাশেদ খান মেনন।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

রাশেদ খান মেনন বলেন, আমি দাবি করি যে, এ মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর অলাভজনক প্রতিষ্ঠানে পরিণত হওয়া বাংলাদেশ বিমান পর পর ৩ বছর মুনাফা করেছে। এছাড়া শিডিউল বিপর্যয় এড়িয়ে ৭৫ শতাংশ বিমান শিডিউল অনুযায়ী চলাচল করছে। ৭৬.৪ শতাংশ রিজিওনাল পার্কিং ব্যবস্থা করা হয়েছে।

তিনি বলেন, কিছু সমস্যার সমাধান করা যায়নি। এটার কারণ ছিল আমাদের বিমান বন্দরের অবকাঠামোর কারণে। তবে রাত ১টার দিকে কেউ আমাকে ফোন করে বলেনি, আপনার বিমান আটকে আছে।

এ সময় তিনি দেশের পর্যটন ব্যবস্থা নিয়ে বলেন, ২০১০ সালে দেশে পর্যটন নীতিমালা করা হয়। এর মধ্যে বাংলাদেশের পর্যটনখাত একটি শিল্পে পরিণত হয়েছে। শুধুমাত্র গত এক বছরে দেশের বিভিন্ন অঞ্চলে ১ কোটি পর্যটক ভ্রমণ করেছেন। কিন্তু জঙ্গিবাদী হামলার কারণে বিদেশি পর্যটকদের সংখ্যা কিছুটা কমেছে।

নতুন মন্ত্রণালয়ের দায়িত্ব সম্পর্কে মন্ত্রী বলেন, সাংবিধানিক দায়িত্ব পালনে সব সময় সচেষ্ট থাকব।

এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পাটির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা ও দলটির কয়েকজন পলিটব্যুরোর সদস্যরা।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

কেয়া কসমেটিকসের ১৭ লাখ শেয়ার বিক্রি সম্পন্ন

keyaস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষধ খাতের কোম্পানি কেয়া কসমেটিকস লিমিটেডের এক করপোরেট পরিচালক ১৭ লাখ শেয়ার বিক্রি সম্পন্ন করেছেন। বৃহস্পতিবার সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কেয়া ইয়ার্ন মিলস নামে এই করপোরেট পরিচালক কোম্পানিটির ১৭ লাখ শেয়ার বেচলেন। কেয়া ইয়ার্ন মিলসের নামে কোম্পানিটির মোট ১২,৪৪,০৭,১৯৩ টি শেয়ার রয়েছে।

এই করপোরেট পরিচালক আগামী ৩০ দিনের মধ্যে চলমান বাজার দরে পাবলিক মার্কেট হতে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রি করলো।

স্টকমার্কেটবিডি.কম/

নতুন মন্ত্রীকে অভিনন্দন জানালো আমরা গ্রুপ

IMG__PRস্টকমার্কেট প্রতিবেদক :

নতুন নিয়োগপ্রাপ্ত ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তফাজব্বারকে অভিন্দন জানিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত দেশখ্যাত আমরা গ্রুপ। আমরা কোম্পানিরশীর্ষ কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

মাননীয়মন্ত্রীকেঅভিনন্দন জানাতে আমরা কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ফারহাদ আহমেদ, আমরা টেকনোলজিস লিমিটেড এবং আমরা নেটওয়ার্কস লিমিটেডের চিফ অপারেটিং অফিসার সারফুল আলম, আমরা হোল্ডিংস লিমিটেডের জেনারেল ম্যানেজার এ.এম এহসানুল হক, আমরা হোল্ডিংস লিমিটেডের ডেপুটি জেনারেল ম্যানেজার মুনতাসির আহমেদ এবং আমরা নেটওয়ার্কস লিমিটেডের ডেপুটি জেনারেল ম্যানেজার মুহাম্মদ সোলাইমান উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

একমি ল্যাবের নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের প্রেরণ

acmeeস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষধ খাতের কোম্পানি একমি ল্যাবরেটরিজ লিমিটেডের ঘোষিত নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের নিকট পাঠানো হয়েছে। বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক ও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই লভ্যাংশ পাঠিয়েছে কোম্পানিটি।

৩০ জুন ২০১৭ সালের সমাপ্ত হিসাব বছরে একমি ল্যাব. লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

উল্লেখ্য, কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) গত ৪ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে। কোম্পানিটির রেকর্ড ডেট ছিল ৩১ অক্টোবর।

স্টকমার্কেটবিডি.কম/মোদক.

বিডিকম অনলাইনের বোনাস লভ্যাংশ শেয়ারহোল্ডারদের প্রদান

bdcomস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত আইটি খাতের কোম্পানি বিডিকম অনলাইন লিমিটেডের ঘোষিত বোনাস লভ্যাংশ শেয়ারহোল্ডারদের নিকট পাঠানো হয়েছে। বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কের মাধ্যমে এই লভ্যাংশ পাঠিয়েছে কোম্পানিটি।

৩০ জুন ২০১৭ সালের সমাপ্ত হিসাব বছরে বিডিকম অনলাইন লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ বোনাস ও ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

উল্লেখ্য, কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) গত ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে। কোম্পানিটির রেকর্ড ডেট ছিল ১৬ নভেম্বর।

স্টকমার্কেটবিডি.কম/মোদক.

তাল্লু স্পিনিং ও মিথুন নিটিংয়ের নাম পরিবর্তনের সিদ্ধান্ত

thস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি তাল্লু স্পিনিং ও মিথুন নিটিংয়ের পরিচালনা বোর্ড কোম্পানিগুলো নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। এ জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদের সম্মতি নিতে ইজিএম আহ্বান করেছে। বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, তাল্লু স্পিনিং লিমিটেডের নতুন নাম হবে “টয়ো স্পিনিং লিমিটেড”। আর মিথুন নিটিং লিমিটেডের নতুন নাম হবে “টয়ো নিটেক্স লিমিটেড”। শেয়ারহোল্ডারদের সম্মতি নিতে কোম্পানিগুলো ইজিএম আহ্বান করেছে।

তাল্লু স্পিনিং লিমিটেড ১৭ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১১টায় ময়মনসিংহ গৌরিপুর, কালতাপারা বাজারে কোম্পপানিটির ইজিএম অনুষ্ঠিত হবে। মিথুন নিটিং লিমিটেড ২৫ জানুয়ারি সকাল সাড়ে ১১টায় ময়মনসিংহ গৌরিপুর, কালতাপারা বাজারে কোম্পপানিটির ইজিএম অনুষ্ঠিত হবে।

এ জন্য কোম্পানিগুলোর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৫ জানুয়ারি।

স্টকমার্কেটবিডি.কম/এমএ