ইফাদ অটোসের রাইট শেয়ার বিওতে জমা

Ifad-autosনিজস্ব প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি ইফাদ অটোস লিমিটেডের ১২৪ কোটি টাকার রাইট শেয়ার বিও হিসাবে জমা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্রটি জানায়, গত ৪ জানুয়ারি এসব শেয়ার বিওতে জমা দেয় সিডিবিএল।

এর আগে কোম্পানিটির সাবস্ক্রিপশন শুরু হয় ১৯ নভেম্বর থেকে। আর তা শেষ হয় ১৪ ডিসেম্বর।

সূত্রটি জানায়, কোম্পানিটির রাইট ইস্যুর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছিল গত ১৮ অক্টোবর।

১০ টাকা প্রিমিয়ামসহ ২:৫ হারে মোট ১২৪ কোটি ৩৮ লাখ ৪০ হাজার টাকার রাইট শেয়ারের অনুমোদন দেয় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন(বিএসইসি)।

ইফাদ অটোস লিমিটেড ২রা:৫ হারে রাইট শেয়ার ছেড়ে টাকা তুলে ব্যবসা সম্প্রসারণ করবে বলে জানায় কোম্পানিটি।

কোম্পানির মুলধন বাড়ানোর লক্ষে দশ টাকা অভিহিত মুল্যের সাথে ১০ টাকা প্রিমিয়ামসহ প্রতিটি রাইট শেয়ারের ইস্যু মূল্য ২০ টাকা নির্ধারণ করতে চায় কোম্পানিটি।

রাইট শেয়ারের মাধ্যমে সংগ্রহীত এ অর্থ দিয়ে ব্যবসা বাড়ানোর সাথে সাথে ওয়ার্কিং মূলধন বৃদ্ধি ও ঋণ পরিশোধ করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

পিপিপিতে ১৩ বস্ত্রকল চালাতে চায় সরকার

millস্টকমার্কেট প্রতিবেদক :

টেক্সটাইল মিলটেক্সটাইল মিলসরকারি-বেসরকারি অংশীদারির (পিপিপি) মাধ্যমে ১৩টি বস্ত্রকল পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন সংস্থা বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনের (বিটিএমসি) আওতায় রয়েছে বস্ত্রকলগুলো।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে সম্প্রতি অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে কলগুলো পিপিপির মাধ্যমে পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৪ সালের ১২ অক্টোবর বস্ত্র ও পাট মন্ত্রণালয় পরিদর্শনকালে কলগুলো ভালোভাবে চালু করার যে নির্দেশ দিয়েছিলেন, তার অংশ হিসেবেই নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান।

বস্ত্রকলগুলো হচ্ছে চট্টগ্রামের আর আর টেক্সটাইল, আমিন টেক্সটাইল, জলিল টেক্সটাইল ও এশিয়াটিক কটন, দিনাজপুরের দিনাজপুর টেক্সটাইল, রাঙামাটি টেক্সটাইল, মাগুরা টেক্সটাইল, যশোরের নওয়াপাড়া টেক্সটাইল, রাজশাহী টেক্সটাইল, সাতক্ষীরার সুন্দরবন টেক্সটাইল, নীলফামারীর দারোয়ানি টেক্সটাইল, ফেনীর দোস্ত টেক্সটাইল ও সাভারের আফসার কটন।

বিটিএমসির তথ্যমতে, কলগুলোতে ৩৮০ দশমিক ৪৭ একর জমি রয়েছে, যার আনুমানিক মূল্য দেড় হাজার কোটি টাকারও বেশি। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পরামর্শ মেনেই এসব কল পিপিপির মাধ্যমে পরিচালনার পথে যাচ্ছে।

স্টকমার্কেটবিডি.কম/

উৎপাদন বন্ধ করেছে দেড় হাজার তৈরি পোশাক কারখানা

garmetnsস্টকমার্কেট প্রতিবেদক :

উৎপাদনে নেই দেড় হাজারেরও বেশি রফতানিমুখী তৈরি পোশাক কারখানা। এর মধ্যে কিছু কারখানা স্থায়ীভাবে বন্ধ হয়ে গেছে। কিছু কারখানায় নেই রফতানি আদেশ। কাজ না থাকায় এসব কারখানাও বন্ধ হওয়ার পথে।

প্রাথমিক সদস্যসহ বিজিএমইএর মোট সদস্য কারখানার সংখ্যা চার হাজার ৩৩৯টি। ঢাকা অঞ্চলের কারখানার সংখ্যা তিন হাজার ৬২৮টি। এর মধ্যে গত এক বছরে রফতানি আদেশের বিপরীতে ব্যবহূত কাঁচমাল আমদানির অনুমতি বা ইউডি (ইউটিলাইজেশন ডিক্লারেশন) নিয়েছে এক হাজার ৬১৮ কারখানা। মূলত এরাই সরাসরি উৎপাদন এবং রফতানি প্রক্রিয়ায় রয়েছে। ইউডি না নিলেও ৮৭২ কারখানা সাব-কন্ট্রাক্টের মাধ্যমে উৎপাদনে রয়েছে। বাকি কারখানাগুলো উৎপাদনে নেই। সরাসরি প্রতিটি কারখানা সরেজমিন পরিদর্শনের পর প্রতিবেদন তৈরি করেছে বিজিএমইএর কমপ্লায়েন্স সেল।

জানা গেছে, ২০১৩ সালে রানা প্লাজা ধসের পর নিয়মিত উৎপাদনে না থাকাসহ অন্যান্য কারণে ৫৫০ কারখানার সদস্যপদ বাতিল করেছে বিজিএমইএ। ৩০০ কারখানা নিজেরাই বন্ধ করে দিয়েছে মালিক পক্ষ। নিয়মিত উৎপাদনে না থাকার কারণে ১৮০ কারখানার সদস্যপদ বাতিল করেছে বিকেএমইএ। বিকেএমইএভুক্ত ২০০ কারখানা নিজেরাই বন্ধ করে দিয়েছেন মালিকরা।

বিজিএমইএ সূত্রে জানা গেছে, গত দুই বছরে উৎপাদন ব্যয় বেড়েছে প্রায় ১৮ শতাংশ। এ সময় প্রধান দুই বাজার ইউরোপ এবং যুক্তরাষ্ট্রে দর কমেছে গড়ে প্রায় ৭ শতাংশ। আর বিশ্ববাজারে পোশাকের চাহিদা কমেছে ৮ শতাংশ। এই তিন প্রতিকূলতায় গত অর্থবছরে পোশাকের রফতানি প্রবৃদ্ধি নেমে আসে ১৫ বছরে সর্বনিল্ফেম্ন। গত বছর ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) পোশাকের দর কমেছে ৪ দশমিক ৭১ শতাংশ। যুক্তরাষ্ট্রে কমেছে ৩ দশমিক ৩০ শতাংশ। চলতি বছরও এ ধারাবাহিকতা অব্যাহত আছে।

সূূত্র অনুযায়ী, নতুন মজুরি কাঠামোর জন্য ব্যয় বেড়েছে ৩২ দশমিক ৩৫ শতাংশ। গত বছর বিদ্যুৎ বাবদ ব্যয় বেড়েছে প্রায় ১৫ শতাংশ এবং গ্যাসে বেড়েছে ৭ দশমিক ১৪ শতাংশ। সবচেয়ে বেশি ৪০ শতাংশ ব্যয় বেড়েছে ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিংসহ (সিঅ্যান্ডএফ) পরিবহন খাতে। সব খাত মিলিয়ে গত বছর উৎপাদন ব্যয় বেড়েছে আগের বছরের তুলনায় ১৮ দশমিক শূন্য এক শতাংশ।

স্টকমার্কেটবিডি.কম/

ইউনাইটেড এয়ারওয়েজের লোকসান বেড়েছে ২১গুণ

united airস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ভ্রমণ ও প্রণোদনা শিল্প খাতের কোম্পানি ইউনাইটেড এয়ারওয়েজ বিডি লিমিটেডের চলতি বছরে লোকসান আগের বছরের তুলনায় ২১গুন বেড়েছে। রবিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির ২০১৭ সালের ১য় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৪৪ পয়সা। যা গত বছর ছিল ২ পয়সা। এহিসাবে এসময় কোম্পানিটির লোকসান বেড়েছে ২১গুন।

অন্যদিকে একই বছরের ২য় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩৪ পয়সা। যা গত বছর ছিল ৫ পয়সা।

স্টকমার্কেটবিডি.কম/এমএইচ

ওয়েষ্টার্ণ মেরিন শিপইয়ার্ডের বোর্ড সভা ১১ জানুয়ারি

westernস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল শিল্প খাতের কোম্পানি ওয়েষ্টার্ণ মেরিন শিপইয়ার্ড লিমিটেডের চলতি বছরের ৩ প্রান্তিকের বোর্ড সভা আগামী ১১ জানুয়ারি আহবান করা হয়েছে। রবিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০১৭ সালের ২য় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা সাড়ে ২ টায় চট্টগ্রামে অবস্থিত নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির প্রথম প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএইচ

কুইন সাউথ টেক্সটাইলের আইপিও আবেদন ৭-১৫ জানুয়ারি

qstml logoনিজস্ব প্রতিবেদক :

শেয়ারবাজার থেকে মূলধন সংগ্রহের জন্য সদ্য আইপিও অনুমোদন পাওয়া কুইন সাউথ টেক্সটাইল লিমিটেডের সাবস্ক্রিপশন ৭ দিন চলবে। এই আইপিও আবেদন শেষ হবে আগামী ১৫ জানুয়ারি। কোম্পানি সূত্রে এ তথ্য জানা যায়।

পূর্ব ঘোষণা অনুযায়ী কোম্পানিটির আবেদন শুরু হবে আগামী ৭ জানুয়ারি। ১২ ও ১৩ জানুয়ারি শুক্র ও শনিবার হওয়ায় মোট ৭ কার্যদিবস সময় পাবে আগ্রহীরা।

সূত্রটি আরো জানায়, কোম্পানিটি ১ কোটি ৫০ লাখ সাধারণ শেয়ার ছেড়ে ১৫ কোটি টাকা সংগ্রহ করবে। শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকা। উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি ওয়ারহাউজ নির্মাণ, যন্ত্রপাতি ক্রয়, কারখানা আধুনিকায়ন, ব্যাংক ঋণ পরিশোধ এবং আইপিও খাতে ব্যয় করবে।

২০১৬ সালের ৩০ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) ১.৪২ টাকা, শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভিপিএস) ১৬.২০ টাকা।

গত ১৪ নভেম্বর অনুমোদন পাওয়া এই কোম্পানির ইস্যু ম্যানেজার আলফা ক্যাপিটাল ম্যানেজম্যান্ট লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/