কারখানা সংস্কার করে উৎপাদনে আসছে লিগ্যাসী ফুটওয়ার

legaciস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত চামড়া শিল্প খাতের কোম্পানি লিগ্যাসী ফুটওয়ারের কারখানা সংস্কার কাজ শেষ করে আগামীকাল হতে উৎপাদন শুরু করতে যাচ্ছে। মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

এর আগে দ্রুতই সমাপ্ত করে জানুয়ারি মাসেই কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত নিয়েছিল।

কোম্পানিটি কারখানা সংস্কার, মেশিনারিজ মেরামত ও আনুসাঙ্গিক কিছু কাজ সম্পন্ন করেছে। এসব কাজের শেষ করেছে কোম্পানিটির মালিক পক্ষ।

পূর্ব নির্ধারিত সময়ের চেয়ে বেশি সময় লাগলেও তারা ১০ জানুয়ারির মধ্যে এসব কাজ ১০০ ভাগ শেষ করতে পারবে বলে শেয়ারহোল্ডারদের জানায়।

স্টকমার্কেটবিডি.কম/এমএ/এলকে

কন্যাকে রতনপুর স্টিলের শেয়ার দিবে বাবা

RSRMস্টকমার্কেট ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি রতনপুর স্টিল মিলস লিমিটেডের একজন স্পন্সর নিজের হাতে থাকা শেয়ার তার কন্যাকে হস্তান্তর করা ঘোষণা করেছেন। মঙ্গলবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

মিসেস শামছুন্নাহার রহমান নামে কোম্পানিটির এই স্পন্সর পরিচালক হাতে থাকা ১০ লাখ শেয়ার তার কন্যা মদিনাতুন্নাহারকে প্রদান করবেন। তার হাতে মোট ৬৮,৮২,৪০২টি শেয়ার রয়েছে।

আগামী ৩০ কার্যদিবসের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার উপহার স্বরূপ হস্থান্তর করা হবে বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

  1. ড্রাগন সোয়েটার
  2. ইউনাইটেড পাওয়ার
  3. প্যারামাউন্ট টেক্সটাইল
  4. ব্র্যাক ব্যাংক
  5. স্কয়ার ফার্মা
  6. লাফার্জ সুরমা সিমেন্ট
  7. ন্যাশনাল টিউবস
  8. ইফাদ অটোস
  9. আলিফ ইন্ডাস্ট্রিজ
  10. গ্রামীন ফোন লিমিটেড।

ডিএসইতে ৪৪৮ ও সিএসইতে ২০ কোটি টাকার লেনদেন

DSE_CSE-smbdস্টকমার্কেট প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম দিন শেষে টাকার অংকে লেনদেন হয়েছে ৪৪৮ কোটি টাকার উপরে। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন হয়েছে ২০ কোটি টাকা। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

মঙ্গলবার লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১১.৯৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৬১৯৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩.২২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩৯১ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ১.৩৩ পয়েন্ট বেড়ে অবস্থান করে ২২৬২ পয়েন্টে।

এদিন লেনদেন হয়েছে ৪৪৮ কোটি ১২ লাখ টাকা। গতকাল সোমবার লেনদেনের পরিমাণ ছিল ৪৭৭ কোটি ৫৫ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৩৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১১৩টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৫৪টির। আর দর অপরিবর্তিত আছে ৬৮টির।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – ড্রাগন সোয়েটার, ইউনাইটেড পাওয়ার, প্যারামাউন্ট টেক্সটাইল, ব্র্যাক ব্যাংক, স্কয়ার ফার্মা, লাফার্জ সুরমা সিমেন্ট, ন্যাশনাল টিউবস, ইফাদ অটোস, আলিফ ইন্ডাস্ট্রিজ ও গ্রামীন ফোন লিমিটেড।

এদিকে দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৩০.৩০ পয়েন্ট কমে অবস্থান করছে ১১ হাজার ৫৮৮ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৩২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫২টির, কমেছে ১৪১টির ও দর অপরিবর্তিত রয়েছে ৩৮টির।

এদিন টাকায় লেনদেন হয়েছে ২০ কোটি ৭৩ লাখ টাকা। গতকাল সোমবার লেনদেন হয়েছিল ৪০ কোটি ১১ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে অর্ধেক হয়েছে।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে লাফার্জ সুরমা সিমেন্ট ও স্কয়ার ফার্মা লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

১৫-২০ বছর পর বাংলাদেশ বিশ্ব অর্থনীতিতে ২৩তম স্থান হবে: ফরাস উদ্দিন

farasuddinস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আগামী ১৫-২০ বছর পর বিশ্ব অর্থনীতিতে ২৩তম স্থান দখল করবো। তবে দেশের অর্থনীতির প্রবৃদ্ধি বাড়ার সঙ্গে বৈষম্যও বাড়ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাস উদ্দিন।

মঙ্গলবার (০৯ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত ‘সেদিনের স্বপ্ন, আজকের বাস্তবতা’ শীর্ষক সেমিনারে এ মন্তব্য করেন তিনি।

দেশের অর্থনীতির অগ্রগতির কথা উল্লেখ করে ফরাস উদ্দিন বলেন, আমাদের জিডিপি’র প্রবৃদ্ধি বিশ্বের মধ্যে রোল মডেল। এখন আমরা ভারত ও চীন থেকে এগিয়ে আছি। এভাবে দেশ এগিয়ে গেলে আগামী ১৫-২০ বছর পর বিশ্ব অর্থনীতিতে ২৩তম স্থান দখল করবো। সিঙ্গাপুর, মালয়েশিয়া আমাদের চেয়ে পিছিয়ে পড়বে।

বাংলাদেশ মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র আয়োজিত সেমিনারে বিশিষ্ট কলামিস্ট ও লেখক আবুল মকসুদ বলেন, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের ফলে বাংলাদেশকে অনেকগুলো দেশ দ্রুত স্বীকৃতি দিয়েছে। সবাই যুদ্ধের অস্ত্র জমা দিয়েছেন। গৃহযুদ্ধ থেকে দেশ মুক্ত হয়ে জাতীয় ঐক্য গড়ে উঠেছে। তিনি স্বদেশ প্রত্যাবর্তন না করলে এটা সম্ভব হতো না।

প্রতিষ্ঠানের সভাপতি অধ্যাপক ড. আবু সাইয়িদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক পররাষ্ট্র সচিব মহিউদ্দিন আহমেদ, জাতীয় প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমান এবং প্রাইম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মীর শাহাবুদ্দিন প্রমুখ।

স্টকমার্কেটবিডি.কম/এম/এসটি

ন্যাশনাল পলিমারের ঋণমান ‘এ+’ ও ‘এসটি-২’

nationalস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল শিল্প খাতের কোম্পানি ন্যাশনাল পলিমার লিমিটেডের দীর্ঘমেয়াদি ঋণমান এসেছে ‘এ+’। সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে ইমাজিং ক্রেডিট রেটিং লিমিটেড। মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

একই সময়ে কোম্পানিটির ম্বল্পমেয়াদি ঋণমান দাঁড়িয়েছে ‘এসটি-২’।

২০১৭ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে ক্রেডিট রেটিং এজেন্সি।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

ইউনাইটেড এয়ারের নো ডেভিডেন্ট ঘোষণা

unitedস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ভ্রমণ ও প্রমোদ শিল্প খাতের কোম্পানি ইউনাইটেড এয়ারওয়েজ (বিডি) লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেয়নি। কোম্পানি সূত্রে এ তথ্য জানা যায়।

সোমবার অনুষ্ঠিত কোম্পানিটির বোর্ড সভায় চলতি বছরের জুন মাসে শেষ হওয়া ২০১৭ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই নো ডেভিডেন্ট ঘোষণা দেয় কোম্পানিটি।

এ সময় কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১.৬৮ টাকা। আর কোম্পানির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) দাঁড়িয়েছে ৭.১৪ টাকা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন আর রেকর্ড ডেট পরে জানানো হবে ।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

লভ্যাংশ দিয়ে জেড থেকে বি ক্যাটাগরিতে আজিজ পাইপস

Aziz-Pipies-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল শিল্প খাতের কোম্পানি আজিজ পাইপস লিমিটেড ‘বি’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে। এই কোম্পানি সমাপ্ত অর্থবছরে ৫ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়ে ‘জেড’ থেকে ‘বি’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে। মঙ্গলবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা গেছে, আগামীকাল ১০ জানুয়ারি থেকে এই কোম্পানি ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন করবে শেয়ারবাজারে।

উল্লেখ্য, ইতোমধ্যে বিনিয়োগকারীদের নিজ নিজ বিওতে এই লভ্যাংশ পাঠিয়েছে কোম্পানিটি।

স্টকমার্কেটবিডি.কম/এলকে

এস আলম কোল্ড রি-রোলিং স্টিলসের বোর্ড সভা ১২ জানুয়ারি

boardস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল শিল্প খাতের কোম্পানি এস আলম কোল্ড রি-রোলিং স্টিলস লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ১২ জানুয়ারি আহবান করা হয়েছে। মঙ্গলবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০১৭ সালের ২য় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা তিন টায় বন্দরনগরীতে অবস্থিত নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির ২য় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএইচ