তিন সিকিউরিটিজকে জরিমানা ও একটিকে সতর্কপত্র ইস্যু

bsecস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আইন ভঙ্গের দায়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ট্রেকহোল্ডার হ্যাক সিকিউরিটিজ, ডাইনামিক সিকিউরিটিজ কনসালটেন্টস ওহেদায়েতউল্লাহ সিকিউরিটিজকে জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। একইসঙ্গে হেদায়েতউল্লাহ সিকিউরিটিজের অনুমোদিত প্রতিনিধি হাসান মাহমুদকে সতর্কপত্র ইস্যু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিশনের ৬২৪তম নিয়মিত সভায় এইসিদ্ধান্ত নেওয়াহয়েছে।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিএসইসির নির্বাহি পরিচালক ও মূখপাত্র মো. সাইফুর রহমান সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

সমন্বিত গ্রাহক হিসাবে ঘাটতির মাধ্যমে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ রুলস, ১৯৮৭ এর রুল ৮এ(১) এবং ৮এ(২) লংঘন করেছে হ্যাক সিকিউরিটিজ। এছাড়া কর্মচারীর আত্মীয়ের নামে হিসাব পরিচালনা ও ঋণ সুবিধা প্রদানের মাধ্যমে কমিশনের নির্মেশ নং- এসইসি/সিএমআরআরসিডি/২০০১-৪৩/৩১, নগদ হিসাবে মার্জিন ঋণ প্রদানের মাধ্যমে মার্জিণ রুলস, ১৯৯৯ এর সেকশন ৩(১) এবং অনুমোদিত সীমার অতিরিক্ত মার্জিন ঋণ প্রদানের মাধ্যমে কমিশনের নির্দেশ নং- এসইসি/সিএমআরআরসিডি/২০০৯-১৯৩/১৩৫ লংঘন করা হয়েছে। এসব অনিয়মের কারনে সিকিউরিটিজ হাউজটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এদিকে ডাইনামিক সিকিউরিটিজ কনসালটেন্টস থেকে গ্রাহকদের ‘জেড’ ক্যাটাগরির শেয়ারে নেটিং সুবিধা প্রদানের মাধ্যমে কমিশনের নির্দেশ নং- এসইসি/এসআরএমআইডি/৯৪-২৩১/১৬৪০ লংঘন করা হয়েছে। এই অনিয়মের কারনে ডাইনামিক সিকিউরিটিজকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

হেদায়েতউল্লাহ সিকিউরিটিজে ‘জেড’ ক্যাটাগরির শেয়ারে নেটিং সুবিধা প্রদানের মাধ্যমে কমিশনের নির্দেশ নং- এসইসি/এসআরএমআইডি/৯৪-২৩১/১৬৪০ লংঘন করা হয়েছে। এক্ষেত্রে সিকিউরিটিজ হাউজটিকে ১ লাখ টাকা ও প্রতিষ্ঠানটিরঅনুমোদিত প্রতিনিধি হাসান মাহমুদকে সতর্কপত্র ইস্যু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/

এনভয় টেক্সটাইলের ১৫০ কোটি টাকার বন্ড অনুমোদন

envoyনিজস্ব প্রতিবেদক :

শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) তালিকাভুক্ত এনভয় টেক্সটাইলের ১৫০ কোটি টাকার জিরো কুপন বন্ডের বন্ড প্রস্তাব নুমোদন দিয়েছে। বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।

মঙ্গলবার বিএসইসির চেয়ারম্যান ড. খায়রুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ৬২৪ তম কমিশন সভায় এসব বন্ডের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

এটি একটি নন কনভার্টেবল, তালিকাভুক্ত হবে না, সম্পূর্ণ অবসায়ন যোগ্য, ফ্লটিং রেটেড, সাবওর্ডিনেটেড বন্ড। বন্ডটি ৫ বছর পরে সম্পূর্ণ অবসায়ন হবে।

বন্ডটির ট্রাস্টি হিসেবে কাজ করছে ইবিএল ইনভেষ্টমেন্ট লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

এলপি গ্যাস বাজারজাতকরণে ইন্ট্রাকো রিফুয়েলিংয়ের ৩০ কোটি টাকার আইপিও অনুমোদন

intracoস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

এলপি গ্যাস বতলজাতকরণ ও বাজারজাতকরণে ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেডকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) ৩০ কোটি টাকার অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। মঙ্গলবার বিএসইসির কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয়।

জানা যায়, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড আইপিওর মাধ্যমে শেয়ারবাজার থেকে ৩০ কোটি টাকা উত্তোলন করবে। কোম্পানিটিকে ১০ টাকা অভিহিত মূল্যে ৩ কোটি শেয়ার ইস্যু করে এই পরিমাণ অর্থ নিবে।

৩০ জুন ২০১৭ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে সম্মিলিতভাবে ১.৪৩ টাকা এবং সমন্বিতভাবে ১৩.৮৭ টাকা।

আর ৩০ জুন ২০১৭ পর্যন্ত ইপিএস হয়েছে সমন্বিতভাবে ১ টাকা ৩৬ পয়সা এবং এককভাবে ২৮ পয়সা।

উল্লেখ, কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে এএফসি ক্যাপিটাল লিমিটেড এবং এশিয়ান টাইগার ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।

এই অর্থ কোম্পানিটি এলপি গ্যাস বতলজাতকরণ ও বাজারজাতকরণ প্রকল্পে ও আইপিও ব্যবস্থাপনাবাবদ ব্যয় করবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

একজন সচিবকে ঘুষের প্রস্তাব দেয় চায়না হারবার : অর্থমন্ত্রী

muhitস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

একজন সচিবকে ঘুষের প্রস্তাব দেওয়ায় চায়না হারবার কোম্পানি কালো তালিকাভুক্ত হয়েছে জানিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বাংলাদেশে তারা আর কোনো কাজ করতে পারবে না।

ওই কোম্পানিটির অধীনে যেসব কাজ চলমান রয়েছে সেগুলোর বিষয়েও বিবেচনা করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী।

বাংলাদেশ ডেভেলপমেন্ট ফোরামের (বিডিএফ) সংবাদ সম্মেলনে সোমবার (১৫ জানুয়ারি) অর্থমন্ত্রী জানিয়েছিলেন, ঢাকা-সিলেট মহাসড়ক ফোর লেন প্রকল্পে চীন অর্থায়ন করবে না, ব্ল্যাক লিস্টে দিয়েছে। এই প্রকল্প নিজস্ব অর্থায়নে বাস্তবায়ন করবে সরকার।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিকেলে সচিবালয়ে নিজ দফতরে বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট এনেট ডিক্সনের সাক্ষাৎ শেষে চায়না হারবার কোম্পানিকে কালো তালিকাভুক্তির কথা জানান তিনি।

অর্থমন্ত্রী বলেন, তারা (চায়না হারবার) সচিবকে প্রস্তাব করেছিল এবং তিনি আমাদের জানিয়েছেন। পরিমাণ নির্দিষ্ট করে বলতে না পারলেও মুহিত বলেন, ৫০ লাখ কিছু হবে বলে জানান মুহিত।

এই কোম্পানি কী এখন ব্ল্যাক লিস্টেড-এমন প্রশ্নে মন্ত্রী বলেন, ব্ল্যাক লিস্টেড। অফকোর্স। অন্য কোনো কাজ করতে পারবে কিনা- জানতে চাইলে এমএ মুহিত বলেন, নো, দে ক্যান নট।

‘তারা কিছু কাজ পেয়েছে, সেটাও দেখা যাক কী করা যায়। নরমালি নিয়ম হলো যে ব্ল্যাক লিস্টেড, মিনস ব্ল্যাক লিস্টেড।’

কেন প্রস্তাব করেছিল, কাজ পাওয়ার জন্য, না টাকা বাড়ানোর জন্য- সাংবাদিকদের এমন প্রশ্নে মন্ত্রী বলেন, কাজ তো হয়ে গেছে। পেয়ে গেছে তারা। দে আর অ্যাওয়ার্ডেড।

তাহলে সেটা কি অ্যাওয়ার্ড পাওয়ার জন্য- জানতে চাইলে তিনি বলেন, না।

‘এটা আমার জাস্ট মনে হয় খুশি রাখা। কাজে চুরি করবে।’ যোগাযোগ সচিবকে প্রস্তাব করেছিল- প্রশ্নে মন্ত্রী বলেন, হ্যাঁ।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

১৮ হাজার ৪৮৩ কোটি টাকার ১৪ প্রকল্প অনুমোদন

ecnecস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

১৮ হাজার ৪৮৩ কোটি টাকা ব্যয়ে ১৪টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) রাজধানীর শেরে বাংলানগরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্পের অনুমোদন দেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ১৪ প্রকল্পের অনুমোদনের কথা সাংবাদিকদের জানান।

দেশের ৩০০ সংসদীয় এলাকার প্রত্যেকটিতে ১০টি করে মোট ৩ হাজার বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের পরিকল্পনা হাতে নিচ্ছে সরকার। সার্বজনীন বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা ব্যবস্থা ও ‘ফিমেল সেকেন্ডারি বৃত্তি’ কর্মসূচি চালুর কারণে মাধ্যমিক স্তরে শিক্ষার্থীর সংখ্যা বাড়তে থাকায় তাদের জন্য অবকাঠামো সুবিধা নিশ্চিত করতে এ সংক্রান্ত একটি প্রকল্প বাস্তবায়ন হতে চলেছে। ১০ হাজার ৬৪৯ কোটি টাকার প্রকল্পটি ২০২০ সালের জুনের মধ্যেই শেষ করার পরিকল্পনা রয়েছে সংশ্লিষ্টদের। প্রকল্পটি একনেক সভায় অনুমোদন দেওয়া হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

অ্যাপে সিএনজি সেবা চালু করলো ‘হ্যালো রাইড শেয়ারিং’

helloস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সরকার ‘রাইড শেয়ারিং নীতিমালা-২০১৭’ খসড়া অনুমোদনের পরদিনই অ্যাপ সেবায় সিএনজি অটোরিকশা অন্তর্ভুক্তির ঘোষণা এল। আজ থেকে পরীক্ষামূলকভাবে অ্যাপে সিএনজি চলবে এবং আগামী মার্চ থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে।

আজ মঙ্গলবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে টপ আই আই নামের একটি প্রতিষ্ঠান ‘হ্যালো রাইড শেয়ারিং’ নামে অ্যাপ চালুর ঘোষণা দেয়। যদিও গত বছরের শেষ দিকেই তারা বলে এ সেবা চালুর কথা বলে আসছিল।

টপ আই আইয়ের কমিউনিকেশন ডিরেক্টর রোকেয়া প্রাচী সংবাদ সম্মেলনে মূল বক্তব্য পড়েন। সেখানে বলা হয়, ২০১৫ সালেই তাঁরা এ ধরনের সেবা চালুর পরিকল্পনা করেন। আজ থেকে মোবাইল ফোন ব্যবহারকারীরা ‘হ্যালো অ্যাপ’ ডাউনলোড করে সুবিধা নিতে পারবেন। এ ছাড়া চালকেরাও রেজিস্ট্রেশন করতে পারবেন।

আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এ সেবা পরীক্ষামূলকভাবে চলবে। এরপরে ১ মার্চ থেকে তা আনুষ্ঠানিকভাবে শুরু হবে। সেবা পাওয়া যাবে ঢাকা ও চট্টগ্রামে। প্রতিষ্ঠানটি ৫০০ সিএনজি অটোরিকশার চালককে প্রশিক্ষণ দিয়েছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, তাদের অ্যাপটির বাংলাও করা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের বোর্ড সভা আহবান

bsclস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত আইটি শিল্প খাতের কোম্পানি বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ২৮ জানুয়ারি আহবান করা হয়েছে। মঙ্গলবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০১৭ সালের ২য় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৩টায় ঢাকায় নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির ২য় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

ইনভেষ্টমেন্ট কর্পোরেশনের বোর্ড সভা ২৪ জানুয়ারি

icbস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি ইনভেষ্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ২৪ জানুয়ারি আহবান করা হয়েছে। মঙ্গলবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০১৭ সালের ২য় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৩টায় ঢাকায় নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির ২য় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

৮ ব্যাংকের নিয়োগ পরীক্ষা বাতিল করল কেন্দ্রীয় ব্যাংক

bbস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

নিয়োগ পরীক্ষা বাতিলের সিদ্ধান্তের পর পরীক্ষার্থীদের উল্লাস। রাষ্ট্রমালিকানাধীন আট ব্যাংকের জ্যেষ্ঠ কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরীক্ষার্থীদের বিক্ষোভের মুখে আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে গভর্নর ফজলে কবিরের সভাপতিত্বে জরুরি সভা করে রাষ্ট্রমালিকানাধীন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর নিয়োগের দায়িত্বে থাকা ব্যাংকার্স সিলেকশন কমিটি, ১৪টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীরা এ সিদ্ধান্ত নেন।

বাংলাদেশ ব্যাংকের ডাকা ওই সভায় পরীক্ষা ব্যবস্থাপনার দায়িত্বে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

তিনটি সিদ্ধান্ত দিয়ে সভা শেষ হয়। প্রথমত, পরীক্ষা বাতিল করা হয়েছে। দ্বিতীয়ত, একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই তদন্ত কমিটি দুই সপ্তাহের মধ্যে প্রতিবেদন দাখিল করবে। সেই প্রতিবেদনের ভিত্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের কাছে ব্যাখ্যা চাওয়া হবে। তৃতীয়ত, এরপর সিদ্ধান্ত হবে পরবর্তী সময়ে কী প্রক্রিয়ায় এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র জি এম আবুল কালাম আজাদ সাংবাদিকদের এসব তথ্য জানান।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

ফেসবুকের লোকসান ৩৩০ কোটি ডলার

face-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

বছরের শুরুতেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুককে আরও বন্ধুত্বপূর্ণ করে তোলার সিদ্ধান্ত নেয় প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। ব্র্যান্ড, ব্যবসা ও মিডিয়ার পেজগুলোর পোস্ট কমিয়ে বন্ধুদের দেওয়া স্ট্যাটাস, মন্তব্য, ভিডিও বেশি দেখানোর সিদ্ধান্ত নিয়েছিল ফেসবুক। এতে মানুষের মধ্যে সামাজিক যোগাযোগ বাড়বে, এমনটা মনে করেন ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। এ ব্যাপারে নিজের ব্যক্তিগত ফেসবুক পেজ থেকে গত বৃহস্পতিবার একটি স্ট্যাটাসও দেন তিনি।

আর ওই স্ট্যাটাস কাল হয়ে দাঁড়াল। জাকারবার্গ ওই ঘোষণা দেওয়ার পর এক দিনেই পুঁজিবাজারে ফেসবুকের শেয়ারের দাম ৪ শতাংশ কমে যায়। আর তাতে ফেসবুকের লোকসান হলো প্রায় ৩৩০ কোটি মার্কিন ডলার।

তবে এমন কিছু যে হতে চলেছে তা আগেই জানতেন জাকারবার্গ। তিনি তাঁর স্ট্যাটাসে এ বিষয়ে বলেছিলেন, ‘নিউজফিডে পরিবর্তন এলে আপনারা ব্যবসা, ব্র্যান্ড ও মিডিয়ার পোস্ট কম দেখতে পাবেন। কিন্তু আমি জানি এতে মানুষ ফেসবুকে কম সময় ব্যয় করবে, যা বেশ কিছু বিষয়ে প্রভাব ফেলবে। তবে মানুষ যতটুকু সময়ই ফেসবুক ব্যবহার করবে, সে সময়টা যেন ভালো কাটে, সেটা আমরা নিশ্চিত করব।’

ফেসবুকের হঠাৎ এমন লোকসানের খবরে আঁতকে উঠেছেন এর অংশীদারেরা। তবে ফেসবুক এখনো প্রায় ৫২০ কোটি ডলারের বিশ্বের সবচেয়ে মূল্যবান সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠান। সেই সঙ্গে মার্ক জাকারবার্গ এখনো পৃথিবীর শীর্ষ দশ ধনীর একজন।

স্টকমার্কেটবিডি.কম/