রহিম টেক্সটাইলের ঋণমান ‘এ+’ ও ‘এসটি-৩’

rahimস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র শিল্প খাতের কোম্পানি রহিম টেক্সটাইল লিমিটেডের দীর্ঘমেয়াদি ঋণমান এসেছে ‘এ+’। সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন এন্ড সার্ভিসেস লিমিটেড। বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

একই সময়ে কোম্পানিটির ম্বল্পমেয়াদি ঋণমান দাঁড়িয়েছে ‘এসটি-৩’।

২০১৭ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে ক্রেডিট রেটিং এজেন্সি।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

অ্যাডভেন্ট ফার্মার আইপিও আবেদন শুরু ১১ ফেব্রুয়ারি

adventস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সদ্য অনুমোদন পাওয়া অ্যাডভেন্ট ফার্মা লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন নেওয়া শুরু হবে আগামী ১১ ফেব্রুয়ারি থেকে। যা চলবে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে ৬২২তম সভায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এ কোম্পানির আইপিও অনুমোদন দেয়।

জানা যায়, অ্যাডভেন্ট ফার্মা লিমিটেড আইপিওর মাধ্যমে বাজার থেকে ২০ কোটি টাকা উত্তোলন করবে। কোম্পানিটিকে ১০ টাকা অভিহিত মূল্যে ২ কোটি শেয়ার ইস্যু করার অনুমোদন দিয়েছে কমিশন। আর উত্তোলিত টাকা দিয়ে কোম্পানিটি যন্ত্রপাতি ক্রয়, ভবন নির্মান এবং আইপিওর খরচ বাবদ ব্যয় করবে।

এদিকে, ৩০ জুন ২০১৭ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ১২ টাকা ৪৫ পয়সা। এছাড়া, বিগত চার বছরের অার্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) গড় হারে হয়েছে ৯১ পয়সা।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে ইম্পেরিয়াল ক্যাপিটাল লিমিটেড, আলফা ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড এবং সিএপিএম এ্যাডভাইজরি লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এমএ/এসটি

ন্যাশনাল টির বোর্ড সভা ২৪ জানুয়ারি

NTCস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুসাঙ্গিক শিল্প খাতের কোম্পানি ন্যাশনাল টি কোম্পানি লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ২৪ জানুয়ারি আহবান করা হয়েছে। বুধবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০১৭ সালের ২য় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা সাড়ে ৩টায় রাজধানীর পল্টনে নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির ২য় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

মাংস আমদানি বন্ধে ব্যবস্থা নেবে সরকার

naraynস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

মাংস আমদানি বন্ধে সরকার ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ।

বুধবার সচিবালয়ের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সভা কক্ষে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ২০১৮ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

মাংস আমদানির বিপক্ষে আমাদের অবস্থান উল্লেখ করে তিনি বলেন, আমদানির যদি কোনো সুযোগ থাকে তাহলে সেটি রোধে ব্যবস্থা নেওয়া হবে। আইন থাকলে তা পরিবর্তন করা হবে। দেশি মাংস যাতে কম দামে মানুষ পেতে পারে এবং আমাদের দেশের খামারিরা যাতে টিকে থাকতে পারে সেটাই সরকারের লক্ষ্যে।

‘বাড়াবো প্রাণিজ আমিষ, গড়বো দেশ স্বাস্থ্য সেবা সমৃদ্ধির বাংলাদেশ’ স্লোগান নিয়ে এবারের প্রাণিসম্পদ সেবা সপ্তাহ শুরু হতে যাচ্ছে বলেও জানান মন্ত্রী।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে প্রাণিসম্পদ উন্নয়নে সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে মন্ত্রী বলেন, বর্তমান সরকার উৎপাদনশীলতা বৃদ্ধির বহুমাত্রিক পদক্ষেপ গ্রহণ করায় গত ৯ বছরে দুধ, ডিম ও মাংসের উৎপাদন বেড়েছে। ২০১৬-১৭ সালে এ উৎপাদন দাঁড়িয়েছে দুধ ৯৩ লাখ মেট্রিক টন, ডিম এক হাজার ৪৯৩ কোটি এবং মাংস ৭১ লাখ মেট্রিক টন। দেশে অর্থনৈতিক উন্নয়নে বড় ভূমিকা রাখছে এ প্রাণিসম্পদ খাত।

তিনি আরও বলেন, দেশে সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী এ সেক্টরের কর্মকাণ্ডে অধিক সংখ্যক জনগণকে সম্পৃক্ত করতে আয়োজন করা হয়েছে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ।

আগামী ২০ থেকে ২৫ জানুয়ারি দেশব্যাপী সেবা সপ্তাহ উদযাপন করা হবে। এর উদ্বোধন করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। উদ্বোধনী অনুষ্ঠানে কৃষিবিদ ইনস্টিটিউশন অডিটরিয়ামে বিকেল ৩টায় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এর আগে, প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে সকালে প্রাণিসম্পদ অধিদফতর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ/এসটি

সমৃদ্ধির পথযাত্রায় বাংলাদেশের পাশে দাঁড়ান- উন্নত দেশগুলোকে প্রধানমন্ত্রী

pmস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সমৃদ্ধির পথযাত্রায় বাংলাদেশের পাশে দাঁড়ানোর জন্য উন্নত দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার সকালে রাজধানীর প্যান-প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বাংলাদেশ উন্নয়ন ফোরাম (বিডিএফ)-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের পরিবেশের পরিবর্তন ও জলবায়ু সংক্রান্ত হুমকির মোকাবেলা করে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য তাদের (উন্নত দেশ) সহযোগিতা প্রয়োজন।

‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের বড় চ্যালেঞ্জ অর্থ সরবরাহ নিশ্চিত করা। এ জন্য উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে উন্নত দেশসমূহকে আর্থিক ও কারিগরি সহযোগিতা নিয়ে এগিয়ে আসতে হবে,’ বলেন তিনি।

শেখ হাসিনা বলেন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের দ্বারা উদ্ভূত চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য বাংলাদেশের সর্বাত্মক সহযোগিতা প্রয়োজন এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে আসন্ন সমস্যার প্রতি আরো মনোযোগ দিতে হবে।

তিনি বলেন, চলমান উন্নয়ন অগ্রযাত্রায় আমরা আর্ন্তজাতিক সহযোগী দেশ ও সংস্থাসমূহসহ ব্যক্তিখাতের অংশীদারিত্বকে গুরুত্বপূর্ণ মনে করি।

অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, মহাপরিচালক এবং সিইও অব ওপেক ফান্ড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ওএফআইডি) সুলেমান জাসির আল হার্বিশ, বিশ্ব ব্যাংকের দক্ষিণ এশীয় অঞ্চলের ভাইস-প্রেসিডেন্ট অ্যানেট ডিক্সন, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)-র ভাইস-প্রেসিডেন্ট ওয়েনচাই জ্যাং, জাপানের মিনিস্ট্রি অব ফরেন অ্যাফেয়ার্সের উপ-মহাপরিচালক মিনরু মসুজিমা এবং রেনজি তেরিঙ্ক, রাষ্ট্রদূতগণ এবং বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিগণ অনুষ্ঠানে বক্তৃতা করেন।

বৈদেশিক সম্পদ বিভাগের সচিব কাজী শফিকুল আজম অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন।

এ ছাড়া মন্ত্রী পরিষদ সদস্যবৃন্দ, জাতীয় সংসদের সদস্যবৃন্দ, বিভিন্ন দেশের কূটনিতিক এবং আন্তর্জাতিক সহযোগী সংস্থার সদস্যবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/এমএ/এসটি

বাড়ি ভাড়া নির্ধারণে রুল শুনানি বৃহস্পতিবার

courtস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

রাজধানীসহ দেশের বিভিন্ন শহরে এলাকাভেদে মতামত, যুক্তি ও গণশুনানি করে বাড়ি ভাড়া নির্ধারণে কমিশন গঠন নিয়ে পুনরায় রুল শুনানি আগামীকাল বৃহস্পতিবারের কার্যতালিকায় (কজ লিস্ট) রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বুধবার বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো. সেলিমের হাইকোর্ট বেঞ্চ এই নির্দেশ দেন। বিষয়টি বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন আইনজীবী মনজিল মোরসেদ।

এর আগেও রাজধানীসহ দেশের বিভিন্ন শহরে গণশুনানি করে ভাড়া নির্ধারণের জন্য কমিশন গঠনের রায় দেন হাইকোর্ট। রশিদ দিয়ে মানসম্মত ভাড়া আদায়, ভাড়া বৃদ্ধির ওপর বিধি নিষেধসহ আইন অমান্যে বাড়ির মালিকদের দণ্ডের বিধান রেখে করা আইন মানা হচ্ছে না। বাড়ির মালিকরা তাদের ইচ্ছা মতো যেকোনও সময় ভাড়া বাড়াচ্ছেন এবং ভাড়াটিয়াদের উচ্ছেদ করছেন। এ কারণে ২৫ বছর আগে করা বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইনের বিধান মানতে এবং প্রয়োগ করাতে ২০১৫ সালের ১ জুলাই ওই রায় ঘোষণা করা হয়।

কিন্তু রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশের আগেই মারা যান রায় দানকারী বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি। এরপর রায়টি লেখার জন্য হাইকোর্ট বিভাগের আরেক বিচারপতিকে দায়িত্ব দেওয়া হয়। কিন্তু তিনি দায়িত্বরত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞাকে জানান, শুনানি ছাড়া এ রায় লেখা যাচ্ছে না। পরে দায়িত্বরত প্রধান বিচারপতি ফের এ মামলার রুল শুনানির জন্য বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো. সেলিমের হাইকোর্ট বেঞ্চে পাঠান।

স্টকমার্কেটবিডি.কম/এমএ/এসটি

ডরিন পাওয়ারের ঋণমান ‘এএ’ ও ‘এসটি-২’

DOREEN-POWERস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানী ও শক্তি শিল্প খাতের কোম্পানি ডরিন পাওয়ার জেনারেশন এন্ড ডিস্ট্রিবিউশ কোম্পানি লিমিটেডের দীর্ঘমেয়াদি ঋণমান এসেছে ‘এএ’। সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন এন্ড সার্ভিসেস লিমিটেড। বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

একই সময়ে কোম্পানিটির ম্বল্পমেয়াদি ঋণমান দাঁড়িয়েছে ‘এসটি-২’।

২০১৭ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে ক্রেডিট রেটিং এজেন্সি।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

ভালো লভ্যাংশ দেওয়ায় ‘এন’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে বিবিএস ক্যাবলস

bbsস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল শিল্প খাতের কোম্পানি বিবিএস ক্যাবলস লিমিটেড ‘এন’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে। ভালো লভ্যাংশ দেওয়ায় কোম্পানিটিকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত করা হয়েছে। বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটি গত ৩০ জুনে সমাপ্ত অর্থ বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ বোনাস ও ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

আগামীকাল ১৮ জানুয়ারি থেকে শেয়ারবাজারে কোম্পানিটি এন এর পরিবর্তে‘এ’ ক্যাটাগরিতে লেনদেন হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ/এসটি

  1. স্কয়ার ফার্মা
  2. ড্রাগন সোয়েটার
  3. গ্রামীন ফোন
  4. ইফাদ অটোস
  5. শেফার্ড ইন্ডাস্ট্রিজ
  6. ন্যাশনাল টিউবস
  7. সিটি ব্যাংক
  8. বিডি থাই
  9. ইউনাইটেড পাওয়ার
  10. লংকা বাংলা ফাইন্যান্স।

ডিএসইতে বাড়লেও সিএসইতে কমেছে দিনের লেনদেন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে টাকার অংকে লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে। তবে এদিন সূচকের মিশ্র অবস্থায় ছিল। অন্যদিকে এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বুধবার লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৩০.৪৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৬০৯৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২.৫২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩৯২ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ১০.৯৩ পয়েন্ট কমে অবস্থান করে ২২৩৬ পয়েন্টে।

এদিন লেনদেন হয়েছে ৩৯১ কোটি ৫৫ লাখ টাকা। গতকাল মঙ্গলবার লেনদেনের পরিমাণ ছিল ৩৮৮ কোটি ৭০ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৩৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৮৯টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ২১৪টির। আর দর অপরিবর্তিত আছে ৩১ টির।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – স্কয়ার ফার্মা, ড্রাগন সোয়েটার, গ্রামীন ফোন, ইফাদ অটোস, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, ন্যাশনাল টিউবস, সিটি ব্যাংক, বিডি থাই, ইউনাইটেড পাওয়ার ও লংকা বাংলা ফাইন্যান্স।

এদিকে দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ১৭.৬৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১১ হাজার ৩৮৭ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২২৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৩টির, কমেছে ১৪১টির ও দর অপরিবর্তিত রয়েছে ২৫টির।

এদিন টাকায় লেনদেন হয়েছে ২৭ কোটি ২৩ লাখ টাকা। গতকাল মঙ্গলবার লেনদেন হয়েছিল ২৮ কোটি ৫৫ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে কম হয়েছে।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে স্কয়ার ফার্মা ও সাউথইষ্ট ব্যাংক লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এমএ