সরকার নিম্ন আয়ের মানুষের জন্য ৭৫ হাজার ফ্ল্যাট নির্মাণ করবে : গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী

2018-01-21_6_15204স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন ও বাস্তবায়নে ২০২১ সালের মধ্যে বস্তিবাসী ও নি¤œ আয়ের মানুষসহ সকলের জন্য ৭৫ হাজার ফ্ল্যাট নির্মাণ করা হবে।

রবিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে মিট দ্য রিপোর্টার্স-এ সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আরো বলেন, সরকার টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর জন্য শক্ত ও টেকসই বাড়ি নির্মাণ করবে। এই লক্ষ্যে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের জন্য আবাসিক ফ্ল্যাট নির্মাণের জন্যও উদ্যোগ নেয়া হবে বলে মন্ত্রী উল্লেখ করেন।

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ভূমির যথাযথ ব্যবহার করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হবে উল্লেখ করে তিনি বলেন, সরকার ইতোমধ্যে বস্তিবাসীদের জন্য ৫৫০ টি ফ্ল্যাট নির্মাণের কাজ শুরু করেছে। বস্তিবাসীর জন্য মোট ১০ হাজার ফ্ল্যাট নির্মাণ করা হবে। উত্তরা এলাকায় ৬ হাজার ৬৩৬টি ফø্যাট নির্মাণ ও বরাদ্দ দেয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, ঝিলমিল ও পূর্বাচল প্রকল্পে ৭৫ হাজার ফ্ল্যাট নির্মাণের কাজ শিগগিরই শুরু করার প্রক্রিয়া চলছে। ইতোমত্যে গ্রামের মানুষও যাতে আধুনিক টেকসই আবাসন গড়ে তুলতে পারে সেই লক্ষ্যে সরকার জেলা ও উপজেলা পর্যায়ে আবাসন নির্মাণ করার জন্য বিশেষ কর্মসুচি গ্রহণ করছে। তিনি বলেন, দেশের জনসংখ্যার তুলনায় জমির পরিমাণ কম। তাই গ্রামেও বহুতল আবাসিক ভবন নির্মাণের প্রতি গুরুত্ব দিতে হবে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সরকারি কর্মকর্তাদের জন্য বহুতল আবাসিক ভবন নির্মাণ করছে।

উত্তরা তৃতীয় পর্ব, পূর্বাচল ও ঝিলমিল আবাসিক এলাকায় প্রায় এক লাখ ফ্ল্যাট নির্মাণ করা হচ্ছে। এসব ফ্ল্যাট গ্রহণযোগ্য মূল্যে সাধারণ মানুষের মধ্যে বিক্রি করা হবে বলে তিনি উল্লেখ করেন। এজন্য সরকারের পক্ষ থেকে ব্যাংকগুলোর মাধ্যমে কম সূদে ঋণ দেয়ারও পদক্ষেপ নেয়া হবে।

মোহাম্মদপুর এলাকায় পরিত্যক্ত বাড়ি সংস্কার করে নতুন করে বরাদ্দ দেয়া হচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ঢাকার চারপাশের নদীগুলিকে দুষণমুক্ত করার উদ্যোগ নেয়া হয়েছে। পূর্বাচলকে একটি স্মাট সিটি হিসেবে গড়ে তুলতে ৪৮ কিলোমিটার লেক তৈরি করা হচ্ছে। আবাসন নির্মাণে পরিবেশ বান্ধব উপকরণ ও পরিকল্পিত নগরায়নের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, অবৈধ দখলদারদের কাছ থেকে সরকারি খাস জমি উদ্ধারের সব ধরনের পদক্ষেপ নেয়া হচ্ছে।
তিনি সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও সরকারের সাফল্য তুলে ধরে বলেন, ২০২১ সালের মধ্যে ২৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হবে এবং তখন দেশে আর বিদ্যুৎ খাটতি থাকবে না।

এ সময় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক সৈয়দ শুকুর আলী শুভ রিপোর্টারদের বিভিন্ন সমস্যা নিয়ে বক্তব্য রাখেন।

স্টকমার্কেটবিডি.কম/এমএ/এসটি

২০ লাখ শেয়ার বিক্রি করবে দুইজন উদ্দ্যোক্তা

sahjibazerস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানী ও শক্তি খাতের কোম্পানি শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেডের দুইজন উদ্দ্যোক্তা ২০ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। রবিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আনিস সালাউদ্দিন আহমেদ ও আসগর হায়দার নামে এই পরিচালকরা কোম্পানিটির ২০ লাখ শেয়ার বেচবেন। তারা যথাক্রমে ১৫ লাখ ও ৫ লাখ করে শেয়ার বিক্রি করবেন।

এই উদ্যোক্তারা আগামী ৩০ দিনের মধ্যে চলমান বাজার দরে পাবলিক মার্কেট হতে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রি করবেন।

স্টকমার্কেটবিডি.কম/

রোহিঙ্গা সংকট তীব্র হচ্ছে, আরও সহায়তা দরকার: বিশ্বব্যাংক

worldস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

মিয়ানমার থেকে বিতাড়িত রোহিঙ্গাদের নিয়ে বাংলাদেশে সংকট তীব্র হচ্ছে। চরম দূর্দশাগ্রস্ত এই উদ্বাস্তু জনগোষ্ঠীর ব্যবস্থাপনার জন্য বাংলাদেশের জরুরিভিত্তিতে সহায়তা দরকার। বিশ্বব্যাংক রোহিঙ্গা ও তাদের আশ্রয়দাতা স্থানীয় জনগণের প্রয়োজনে বাংলাদেশ সরকারকে সহায়তা করতে প্রস্তুত রয়েছে।

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়ার ভাইস প্রেসিডেন্ট অ্যানেট ডিক্সন এসব কথা বলেন।

শনিবার ব্যাংকটির ঢাকা অফিসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান হয়। এতে বলা হয়, ১৭ ও ১৮ জানুয়ারি অনুষ্ঠিত বাংলাদেশ ডেভেলপমেন্ট ফোরামের (বিডিএফ) বৈঠক উপলক্ষে অ্যানেট ডিক্সন পাঁচ দিনের সফরে ঢাকা আসেন। বিডিএফ বৈঠকে অংশ নেয়ার পর তিনি রোহিঙ্গাদের পরিস্থিতি দেখতে কক্সবাজার যান। শনিবার ছিল তার সফরের শেষ দিন।

ডিক্সন বলেন, বিপুল সংখ্যক রোহিঙ্গা এসেছে। যতদূর চোখ যায় লাইনের পর লাইন শুধু রোহিঙ্গা আশ্রয়কেন্দ্র দেখা যাচ্ছে; যা অবকাঠামো ও পরিবেশের ওপর ব্যাপক চাপ সৃষ্টি করেছে। বর্ষাকাল শুরু হলে এসব এলাকায় রোগবালাই ও প্রাকৃতিক দূর্যোগ বাড়বে।

তিনি রোহিঙ্গা জনগোষ্ঠীকে স্থান দেওয়া ও সহায়তার জন্য বাংলাদেশ সরকার ও স্থানীয় জনসাধারণের প্রশংসা করে বলেন, এই পরিস্থিতি মোকাবেলায় বিশ্বব্যাংক সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত।

অ্যানেট ডিক্সন কক্সবাজারে নিবন্ধিত ও অস্থায়ী রোহিঙ্গা ক্যাম্প পরির্দশন করেন। রোহিঙ্গা ও স্থানীয় জনগণের সঙ্গে কথা বলেন। একইসঙ্গে নিবন্ধন কেন্দ্র, স্বাস্থ্য সেবা ও খাদ্য বিতরণ কেন্দ্র, শিশু কেন্দ্র ও মহিলাদের জন্য তৈরি বিশেষ সুবিধার কেন্দ্রও পরির্দশন করেন তিনি। পরে তিনি বলেন, এসব উদ্যোগ রোহিঙ্গাদের টিকে থাকতে সাহায্য করছে। কিন্তু তাদের আরও সাহায্য দরকার। স্থানীয় প্রশাসন এবং বাংলাদেশ ও আন্তর্জাতিক ত্রাণ সরবরাহকারি সংস্থা এবং কক্সবাজারে রোহিঙ্গাদের সহায়তায় কাজ করছে এমন এনজিওর কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন ডিক্সন।

অ্যানেট ডিক্সন সম্প্রতি অনুষ্ঠিত বাংলাদেশ উন্নয়ন ফোরামের বৈঠকে দারিদ্র্যবিমোচন ও উন্নয়নে বাংলাদেশের প্রশংসা করেন। পাঁচ দিনের সফরের শেষে তিনি বলেছেন, বাংলাদেশ হচ্ছে উন্নয়নের অনুপ্রেরণা। তবে এখনও অনেক মানুষ দারিদ্র্যসীমার নিচে। তাদের জন্য সুযোগ সৃষ্টি করতে হবে। উচ্চমধ্যম আয়ের দেশে রূপান্তরের পথে রয়েছে বাংলাদেশ। এক্ষেত্রে বিশ্বব্যাংক বাংলাদেশকে সহায়তা করবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ/এসটি

আমরা নেটওয়ার্কসের বোর্ড সভা ২৯ জানুয়ারি

amranetস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত আইটি শিল্প খাতের কোম্পানি আমরা নেটওয়ার্কস লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ২৯ জানুয়ারি আহবান করা হয়েছে। রবিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০১৭ সালের ২য় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৫টায় রাজধানীর বনানীতে নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির ২য় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

তিতাস গ্যাসের বোর্ড সভা ২৮ জানুয়ারি

titas-gasস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানী ও শক্তি শিল্প খাতের কোম্পানি তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ২৮ জানুয়ারি আহবান করা হয়েছে। রবিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০১৭ সালের ২য় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা সাড়ে ৫টায় রাজধানীর কারওয়ান বাজারে নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির ২য় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

জিবিবি পাওয়ারের বোর্ড সভা ২৪ জানুয়ারি

gbb-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানী ও শক্তি শিল্প খাতের কোম্পানি জিবিবি পাওয়ার লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ২৪ জানুয়ারি আহবান করা হয়েছে। রবিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০১৭ সালের ২য় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৩টায় রাজধানীর ধানমন্ডিতে নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির ২য় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

মিরাকল ইন্ডাস্ট্রিজের ২য় প্রান্তিকে আয় ২ পয়সা কম

miracleস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড চলতি বছরের ২য় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। রবিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

রবিবার কোম্পানিটির বোর্ড সভায় ২য় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হয়। এই প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর, ১৭) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৬ পয়সা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ২৮ পয়সা। এ হিসাবে চলতি বছরের ২য় প্রান্তিকে কোম্পানির আয় ২ পয়সা কমেছে ।

চলতি বছরের ৩০ ডিসেম্বর কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৪৪.১৩ টাকা। যা ২০১৭ সালের ৩০ জুন ছিল ৩৪.৫৫ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

রাশিয়ায় পোশাক রফতানিতে শুল্কমুক্ত সুবিধা চান বাণিজ্যমন্ত্রী

tofail Ministerস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

রাশিয়ার বাজারে বাংলাদেশের তৈরি পোশাকের শুল্কমুক্ত প্রবেশাধিকার চেয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। ২০২৫ সালের ওয়ার্ল্ড এক্সপোর আয়োজক হওয়ার প্রতিযোগিতায় বাংলাদেশের সমর্থনের আশায় ঢাকায় সফররত রাশিয়ার প্রতিনিধি দলের প্রধান ও দেশটির ডেপুটি কৃষিমিন্ত্রী লেভিন সার্গেই ইভোভিসের কাছে এ সুবিধা দাবি করেছেন বাণিজ্যমন্ত্রী।

রবিবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন লেভিন সার্গেই ইভোভিস। সেখানে তিনি বাণিজ্যমন্ত্রীকে জানান, তার দেশ ২০২৫ সালের ওয়ার্ল্ড এক্সপোর আয়োজক হতে চায়। এ জন্য বাংলাদেশের সমর্থন তাদের দরকার হবে।

এরপরই বাণিজ্যমন্ত্রী তাকে বলেন, আপনাদের দেশের সঙ্গে আমাদের সব ধরনেই সম্পর্কই ভালো। রাশিয়ায় এখন ৭১টি পণ্য শুল্কমুক্ত সুবিধা পায় বাংলাদেশ। বাংলাদেশের তৈরি পোশাকের ভালোই চাহিদা আছে রাশিয়ায়। কিন্তু সেখানে এ পণ্যটির শুল্কমুক্ত প্রবেশাধিকার নেই।

মন্ত্রী বলেন, রাশিয়ায় বাংলাদেশের তৈরি পোশাকে শুল্কমুক্ত প্রবেশাধিকার পেলে দুই দেশের বাণিজ্য সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ/এসটি

  1. স্কয়ার ফার্মা
  2. ইফাদ অটোস
  3. ন্যাশনাল ব্যাংক
  4. গ্রামীন ফোন
  5. গোল্ডেন গার্ভেষ্ট এগ্রো
  6. দেশবন্ধু পলিমার
  7. বিডি থাই
  8. ওয়েষ্টার্ণ শিপইয়ার্ড
  9. প্যারামাউন্ট টেক্সটাইল
  10. ন্যাশনাল টিউবস লিমিটেড।

ডিএসইতে ৩৪৪ ও সিএসইতে ১৭ কোটি টাকার লেনদেন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে টাকার অংকে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৩৪৪ কোটি টাকা। যা আগের দিনের চেয়ে কমেছে। তবে এদিন সেখানে সবগুলো সূচক বেড়েছে। অন্যদিকে এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে ১৭ কোটি টাকা উপরে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

রবিবার লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২৪.৯৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬১৪৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৬.০৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪১০ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ১৯.৪৬ পয়েন্ট বেড়ে অবস্থান করে ২২৬০ পয়েন্টে।

এদিন লেনদেন হয়েছে ৩৪৪ কোটি ৩৫ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেনের পরিমাণ ছিল ৩৫৮ কোটি ৯৬ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৩৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৬৮টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১১৩টির। আর দর অপরিবর্তিত আছে ৫৪টির।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – স্কয়ার ফার্মা, ইফাদ অটোস, ন্যাশনাল ব্যাংক, গ্রামীন ফোন, গোল্ডেন গার্ভেষ্ট এগ্রো, দেশবন্ধু পলিমার, বিডি থাই, ওয়েষ্টার্ণ শিপইয়ার্ড, প্যারামাউন্ট টেক্সটাইল ও ন্যাশনাল টিউবস লিমিটেড।

এদিকে দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৪৯.৭৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১ হাজার ৪৪৪ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৩৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৩টির, কমেছে ৮০টির ও দর অপরিবর্তিত রয়েছে ৩৫টির।

এদিন টাকায় লেনদেন হয়েছে ১৭ কোটি ৫৭ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ২৪ কোটি ২৪ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে কম হয়েছে।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে ন্যাশনাল ব্যাংক ও রতনপুর স্টিলস লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এমএ