এ্যাকটিভ ফাইনের ৬ মাসে ইপিএস বেড়েছে

activeস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত রসায়ন ও ঔষধ খাতের কোম্পানি এ্যাকটিভ ফাইন লিমিটেড চলতি বছরের ২য় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। চলতি বছরের ২য় প্রান্তিক শেষে কোম্পানিটির শেয়ার প্রতি আয় বেড়েছে । কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার অনুষ্ঠিত কোম্পানিটির বোর্ড সভায় ২য় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হয়। ৬ মাসে (জুলাই-ডিসেম্বর, ১৭) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৩৩ পয়সা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ১ টাকা ৩২ পয়সা। এ হিসাবে চলতি বছরে কোম্পানির আয় ১ পয়সা বেড়েছে।

গত ৩ মাসে (অক্টোবর-ডিসেম্বর, ১৭) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬৯ পয়সা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ৭০ পয়সা।

চলতি বছরের ৩০ ডিসেম্বর কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২০.৯০ টাকা। যা গত ৩০ জুন ছিল ২৪.৪৫ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

লিবরা ইনফিউশনের বোর্ড সভা স্থগিত

libraস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষধ শিল্প খাতের কোম্পানি লিবরা ইনফিউশন লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভা ২৯ জানুয়ারি আহবান করা হলেও তা স্থগিত করা হয়েছে। সোমবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০১৭ সালের ২য় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করার কথা ছিল।

বোর্ড সভাটি অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে বলে জানা গেছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

রিজেন্ট টেক্সটাইলের বোর্ড সভার দিন পরিবর্তন

logo-regentস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র শিল্প খাতের কোম্পানি রিজেন্ট টেক্সটাইল লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভার দিন পরিবর্তন করা হয়েছে। আগামীকাল ৩০ জানুয়ারি এই সভা আহবান করা হয়েছে। সোমবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০১৭ সালের ২য় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা সোয়া ৪টায় চট্টগ্রামে কোম্পানির নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির ২য় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

এর আগে আজ ২৯ জানুয়ারি এই বোর্ড সভাটি আহবান করা হয়েছিল।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

  1. স্কয়ার ফার্মা
  2. ন্যাশনাল ব্যাংক
  3. গ্রামীন ফোন
  4. নাহী এলুমিনাম কম্পোজিট
  5. প্যারামাউন্ট টেক্সটাইল
  6. আলিফ ইন্ডাস্ট্রিজ
  7. বিডি ফাইন্যান্স
  8. মুন্নু সিরামিকস
  9. ব্র্যাক ব্যাংক
  10. ইফাদ অটোস।

ডিএসইতে ৪১৩ ও সিএসইতে ২১ কোটি টাকার লেনদেন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে টাকার অংকে লেনদেনের পরিমাণের দাঁড়িয়েছে ৪১৩ কোটি টাকা। এদিন সেখানে সবগুলো সূচক বেড়েছে। অন্যদিকে এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়লেও লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সোমবার লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৩১.৭২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬১৭৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১১.৮৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪২৫ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ১২.৮২ পয়েন্ট বেড়ে অবস্থান করে ২২৯৩ পয়েন্টে।

এদিন লেনদেন হয়েছে ৪১৩ কোটি ১৬ লাখ টাকা। গতকাল রবিবার লেনদেনের পরিমাণ ছিল ৩৫৯ কোটি ২৮ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৩৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৭০টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৪৪টির। আর দর অপরিবর্তিত আছে ৫০ টির।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – স্কয়ার ফার্মা, ন্যাশনাল ব্যাংক, গ্রামীন ফোন, নাহী এলুমিনাম কম্পোজিট, প্যারামাউন্ট টেক্সটাইল, আলিফ ইন্ডাস্ট্রিজ, বিডি ফাইন্যান্স, মুন্নু সিরামিকস, ব্র্যাক ব্যাংক ও ইফাদ অটোস।

এদিকে দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৪৪.৮৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১ হাজার ৫০১ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২২৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৯টির, কমেছে ৮৫টির ও দর অপরিবর্তিত রয়েছে ২৯টির।

এদিন টাকায় লেনদেন হয়েছে ২১ কোটি ৪৯ লাখ টাকা। গতকাল রবিবার লেনদেন হয়েছিল ২৭ কোটি ২০ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে কম হয়েছে।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে স্কয়ার ফার্মা ও ন্যাশনাল ব্যাংক লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

আরএকে সিরামিক্সের বোনাস ও নগদ লভ্যাংশ ঘোষণা

RAK-CERAMIKস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিরামিকস শিল্প খাতের কোম্পানি আরএকে সিরামিক্স লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। সোমবার ডিএসই’র সূত্রে এ তথ্য জানা যায়।

গতকাল রবিবার অনুষ্ঠিত বোর্ড সভায় চলতি বছরের জুন মাসে শেষ হওয়া ২০১৭ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ দেয় কোম্পানিটি।

এসময় কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৮৮ পয়সা। আর কোম্পানির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) দাঁড়িয়েছে ১৮.২৫ টাকা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৮ এপ্রিল অনুষ্ঠিত হবে।। আর রেকর্ড ডেট ১৯ ফেব্রুয়ারি ।

স্টকমার্কেটবিডি.কম/এমএইচ.

সমতা লেদারের ২য় প্রান্তিক বোর্ড সভা ৩১ জানুয়ারি

samataস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত চামড়া শিল্প খাতের কোম্পানি সমতা লেদার লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ৩১ জানুয়ারি আহবান করা হয়েছে। সোমবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০১৭ সালের ২য় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা সাড়ে ৪টায় রাজধানীর হাজারীবাগে কোম্পানির নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির ২য় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

জুলাই-ডিসেম্বরের আর্থিক প্রতিবেদন প্রকাশ করলো ১৫ কোম্পানি

financialস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

চলতি বছরের অর্ধবার্ষিকের (জুলাই-ডিসেম্বর’২০১৭) সমাপ্ত সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ১৬ কোম্পানি। গতকাল রবিবার কোম্পানিগুলোর বোর্ড সভায় এই প্রতিবেদন প্রকাশ করা হয়।

প্রিমিয়ার সিমেন্ট:

প্রিমিয়ার সিমেন্ট মিলস লিমিটেড ২০১৭-২০১৮ অর্থবছরের অর্ধবার্ষিকের (জুলাই,২০১৭-ডিসেম্বর ২০১৭) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ০.৫২ টাকা। এর আগের বছরের একই সময়ে ছিল ১.৮৮ টাকা। ইপিএস কমেছে ৭২ শতাংশ। এছাড়া ছয় মাসে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৩৯.২২ টাকা। আর শেয়ার প্রতি নগদ কার্যকর প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ২.২১ টাকা। এদিকে, তিন মাসে (অক্টোবর-ডিসেম্বর) ইপিএস হয়েছে ০.১৬ টাকা। যা এর আগের বছর একই সময়ে ছিল ১.৩৩ টাকা। ইপিএস কমেছে ৮৮ শতাংশ।

সোনারগাঁও টেক্সটাইল:

সোনারগাঁ টেক্সটাইল লিমিটেড ২০১৭-২০১৮ অর্থবছরের অর্ধবার্ষিকের (জুলাই,২০১৭-ডিসেম্বর ২০১৭) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ০.৭৪ টাকা। এর আগের বছরের একই সময়ে লোকসান ছিল ০.৬৭ টাকা। এছাড়া ছয় মাসে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ২৮.৫১ টাকা এবং শেয়ার প্রতি নগদ কার্যকর প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ০.৩০ টাকা। এদিকে গত তিন মাসে (অক্টোবর‘১৭-ডিসেম্বর‘১৭) শেয়ার প্রতি লোকসান হয়েছে ০.৪৩ টাকা। যা এর আগের বছর একই সময়ে লোকসান ছিল ০.২২ টাকা।

অরিয়ন ইনফিউশন:

অরিয়ন ইনফিউশনের ২০১৭-২০১৮ অর্থবছরের অর্ধবার্ষিকের (জুলাই,২০১৭-ডিসেম্বর ২০১৭) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৭৯ টাকা। এর আগের বছরের একই সময়ে ছিল ০.৬৮ টাকা। এছাড়া ছয় মাসে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১১.৯৬ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ১২.৫১ টাকা। এছাড়া শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ০.৩৩ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ০.৩৪ টাকা।

অরিয়ন ফার্মা:

অরিয়ন ফার্মাসিটিক্যাল লিমিটেড ২০১৭-২০১৮ অর্থবছরের অর্ধবার্ষিকের (জুলাই,২০১৭-ডিসেম্বর ২০১৭) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) ২.০৭ টাকা। এর আগের বছরের একই সময়ে ছিল ২.৪৬ টাকা। এছাড়া ছয় মাসে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৭১.৪৬ টাকা (Including Revaluation Surplus) ও (excluding Revaluation Surplus) ৬৩.০৬ টাকা। আর শেয়ার প্রতি সমন্বিত নগদ কার্যকর প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৪.৮১ টাকা।

আরএন স্পিনিং:

বস্ত্র খাতের কোম্পানি আরএন স্পিনিং মিলস লিমিটেড ২০১৭-২০১৮ অর্থবছরের অর্ধবার্ষিকের (জুলাই,২০১৭-ডিসেম্বর ২০১৭) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৪০ টাকা। এর আগের বছরের একই সময়ে লোকসান ছিল ০.০৮ টাকা। এছাড়া ছয় মাসে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৮.১৮ টাকা। এদিকে গত তিন মাসে (অক্টোবর‘১৭-ডিসেম্বর‘১৭) শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.১৪ টাকা। যা এর আগের বছর একই সময়ে আয় ছিল ০.৩২ টাকা।

বাংলাদেশ সাবমেরিন ক্যাবল:

বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল) ২০১৭-২০১৮ অর্থবছরের অর্ধবার্ষিকের (জুলাই,২০১৭-ডিসেম্বর ২০১৭) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ০.০৬ টাকা। এর আগের বছরের একই সময়ে ছিল ০.৬৭ টাকা। ইপিএস কমেছে ৯১ শতাংশ। এছাড়া ছয় মাসে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৩৫.৩০ টাকা এবং শেয়ার প্রতি নগদ কার্যকর প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ১.০৮ টাকা। এদিকে গত তিন মাসে (অক্টোবর‘১৭-ডিসেম্বর‘১৭) ইপিএস হয়েছে ০.০৪ টাকা। যা এর আগের বছর একই সময়ে ছিল ০.৩৬ টাকা। ইপিস কমেছে ৮৮ শতাংশ।

রেনেটা লিমিটেড:

রেনেটা লিমিটেড ২০১৭-২০১৮ অর্থবছরের অর্ধবার্ষিকের (জুলাই,২০১৭-ডিসেম্বর ২০১৭) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) ২০.০৮ টাকা। এর আগের বছরের একই সময়ে ছিল ১৭.৩৯ টাকা। এছাড়া ছয় মাসে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত নগদ কার্যকর প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৩১.৫১ টাকা এবং শেয়ার প্রতি সমন্বিত প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৯৭.২৮ টাকা।

এনভয় টেক্সটাইল:

এনভয় টেক্সটাইল লিমিটেড ২০১৭-২০১৮ অর্থবছরের অর্ধবার্ষিকের (জুলাই,২০১৭-ডিসেম্বর ২০১৭) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ০.৯৬ টাকা। এর আগের বছরের একই সময়ে ছিল ০.৮৮ টাকা। এছাড়া ছয় মাসে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৩৬.৯৬ টাকা। এদিকে গত তিন মাসে (অক্টোবর‘১৭-ডিসেম্বর‘১৭) ইপিএস হয়েছে ০.৪৬ টাকা। যা এর আগের বছর একই সময়ে ছিল ০.৫৬ টাকা।

মডার্ন ডাইং:

মডার্ন ডাইং এন্ড স্ক্রিন প্রিন্টিং লিমিটেড ২০১৭-২০১৮ অর্থবছরের অর্ধবার্ষিকের (জুলাই,২০১৭-ডিসেম্বর ২০১৭) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ০.৫৩ টাকা। এর আগের বছরের একই সময়ে ছিল ০.৬৭ টাকা। এছাড়া ছয় মাসে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৯.৬৪ টাকা এবং শেয়ার প্রতি নগদ কার্যকর প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ০.৮০ টাকা। এদিকে গত তিন মাসে (অক্টোবর‘১৭-ডিসেম্বর‘১৭) ইপিএস হয়েছে ০.২৭ টাকা। যা এর আগের বছর একই সময়ে ছিল ০.৩৩ টাকা।

ঝিলবাংলা সুগার:

জিলবাংলা সুগার মিলস লিমিটেড ২০১৭-২০১৮ অর্থবছরের অর্ধবার্ষিকের (জুলাই,২০১৭-ডিসেম্বর ২০১৭) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ২৯.৭২ টাকা। এর আগের বছরের একই সময়ে লোকসান ছিল ২৪.০১ টাকা। এছাড়া ছয় মাসে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৪৪৭.৭৫ টাকা (মাইনাস) এবং শেয়ার প্রতি নগদ কার্যকর প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ২৯.২২ টাকা (মাইনাস)। এদিকে গত তিন মাসে (অক্টোবর‘১৭-ডিসেম্বর‘১৭) লোকসান হয়েছে ১৪.১১ টাকা। যা এর আগের বছর একই সময়ে লোকসান ছিল ১০ টাকা।

আইটি কনসাল্টেন্টস:

আইটি কনসাল্টেন্টস লিমিটেড ২০১৭-২০১৮ অর্থবছরের অর্ধবার্ষিকের (জুলাই,২০১৭-ডিসেম্বর ২০১৭) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ০.৫৭ টাকা। এর আগের বছরের একই সময়ে ছিল ০.৪৩ টাকা। এছাড়া ছয় মাসে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৫.৬০ টাকা এবং শেয়ার প্রতি নগদ কার্যকর প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ০.৪৬ টাকা। এদিকে গত তিন মাসে (অক্টোবর‘১৭-ডিসেম্বর‘১৭) ইপিএস হয়েছে ০.৪০ টাকা। যা এর আগের বছর একই সময়ে ছিল ০.৩২ টাকা।

কোহিনূর কেমিক্যাল:

কোহিনূর কেমিক্যাল লিমিটেড ২০১৭-২০১৮ অর্থবছরের অর্ধবার্ষিকের (জুলাই,২০১৭-ডিসেম্বর ২০১৭) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ৫.১৬ টাকা। এর আগের বছরের একই সময়ে ছিল ৪.৮৬ টাকা। এছাড়া ছয় মাসে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৪৩.৩৯ টাকা এবং শেয়ার প্রতি নগদ কার্যকর প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৩.৭৭ টাকা (নেগেটিভ)। এদিকে গত তিন মাসে (অক্টোবর‘১৭-ডিসেম্বর‘১৭) ইপিএস হয়েছে ২.৫৩ টাকা। যা এর আগের বছর একই সময়ে ছিল ২.৬৫ টাকা।

অলিম্পিক এক্সসরিজ লিমিটেড

অলিম্পিক এক্সসরিজ লিমিটেড ২০১৭-২০১৮ অর্থবছরের অর্ধবার্ষিকের (জুলাই,২০১৭-ডিসেম্বর ২০১৭) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ০.৫১ টাকা। এর আগের বছরের একই সময়ে ছিল ০.৫৬ টাকা। এছাড়া ছয় মাসে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৫.২৩ টাকা এবং শেয়ার প্রতি নগদ কার্যকর প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ০.৮৯ টাকা। এদিকে গত তিন মাসে (অক্টোবর‘১৭-ডিসেম্বর‘১৭) ইপিএস হয়েছে ০.২২ টাকা। যা এর আগের বছর একই সময়ে ছিল ০.২৫ টাকা।

শ্যামপুর সুগার:

শ্যামপুর সুগার মিলস লিমিটেড ২০১৭-২০১৮ অর্থবছরের অর্ধবার্ষিকের (জুলাই,২০১৭-ডিসেম্বর ২০১৭) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান ৪০.৮৫ টাকা। এর আগের বছরের একই সময়ে লোকসান ছিল ৩৪.৯৯ টাকা। এছাড়া ছয় মাসে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৭০০.৪১ টাকা (মাইনাস) এবং শেয়ার প্রতি নগদ কার্যকর প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৪০.১৬ টাকা (মাইনাস)। এদিকে গত তিন মাসে (অক্টোবর‘১৭-ডিসেম্বর‘১৭) লোকসান হয়েছে ২৩.২১ টাকা। যা এর আগের বছর একই সময়ে লোকসান ছিল ১৮.৮৩ টাকা।

রেনউইক যঞ্জেশ্বর:

রেনউইক যঞ্জেশ্বর কোং বাংলাদেশ লিমিটেড ২০১৭-২০১৮ অর্থবছরের অর্ধবার্ষিকের (জুলাই,২০১৭-ডিসেম্বর ২০১৭) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ১.৮৭ টাকা। এর আগের বছরের একই সময়ে ছিল ১.১৭ টাকা। সে হিসেবে ৬ মাসে কোম্পানির ইপিএস বেড়েছে ৬০ শতাংশ। এছাড়া ছয় মাসে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৩০.৮৩ টাকা (মাইনাস) এবং শেয়ার প্রতি নগদ কার্যকর প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ১.৭৫ টাকা (মাইনাস)। এদিকে গত তিন মাসে (অক্টোবর‘১৭-ডিসেম্বর‘১৭) ইপিএস হয়েছে ১.২১ টাকা। যা এর আগের বছর একই সময়ে ছিল ০.৮৩ শতাংশ টাকা। সে হিসেবে ৩ মাসে কোম্পানির ইপিএস বেড়েছে ৪৬ শতাংশ।
স্টকমার্কেটবিডি.কম/এমএ/এসটি

নতুন মুদ্রানীতি ঘোষণা আজ : ঋণ প্রবাহের লাগাম টানা হতে পারে

bbস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

চলতি অর্থবছরের দ্বিতীয়ার্ধের মুদ্রানীতি ঘোষণা করা হচ্ছে আজ। বাংলাদেশ ব্যাংক মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখার কৌশল নিয়ে নির্বাচনী বছরের ঋণপ্রবাহ কমানোর ঘোষণা দিয়েছে। সর্বশেষ মুদ্রানীতিতে ঘোষিত ঋণ প্রবাহের লক্ষ্যমাত্রা প্রায় দুই শতাংশ বেশি হয়েছে। সে হিসেবে এই হার কমানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করবে বলে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, চলতি বছরে জাতীয় নির্বাচনের কারণে কালো টাকার প্রবাহ বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই বিষয়টিকে গুরুত্ব দিয়ে বাজারে নগদ অর্থের প্রবাহেও লাগাম টানার সিদ্ধান্ত নিয়েছে। তাই বেসরকারি খাতে ঋণ জোগানে সংকোচনমূলক মুদ্রানীতি ঘোষণা আসতে পারে।

এ ছাড়া নতুন মুদ্রানীতি বিভিন্ন লক্ষ্যমাত্রা প্রাক্কলনের ক্ষেত্রে পরিবর্তন না করার সম্ভাবনা রয়েছে। চলতি অর্থবছরের প্রথমার্ধের মুদ্রানীতিতে ডিসেম্বর নাগাদ বেসরকারি খাতে ঋণ জোগানের লক্ষ্যমাত্রা ধরা হয় ১৬ দশমিক ২০ শতাংশ। আর এ সময়ে প্রবৃদ্ধি হয়েছে ১৮ দশমিক ১৩ শতাংশ।

সর্বশেষ হিসাব অনুযায়ী, গত ডিসেম্বর পর্যন্ত বেসরকারি খাতে ঋণের পরিমাণ দাঁড়িয়েছে আট লাখ ৪৭ হাজার কোটি টাকা। আগের বছরের ডিসেম্বরে ঋণের পরিমাণ ছিল সাত লাখ ১৭ হাজার কোটি টাকা। এ হিসেবে ঋণ বিতরণ বেড়েছে ১৮ দশমিক ১৩ শতাংশ।

ব্যাংকগুলোর আগ্রাসী বিনিয়োগ ঠেকাতে এরই মধ্যে বিভিন্ন উদ্যোগের কথা জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এডিআর কমানো হতে পারে বলেও বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানিয়ে দিয়েছে বাণিজ্যিক ব্যাংকগুলোকে। এদিকে ঋণ বিতরণের সীমা না কমানোর জন্য দাবি জানিয়েছে ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি)।

স্টকমার্কেটবিডি.কম/এমএ/এসটি