কনফিডেন্স সিমেন্টের ৬ মাসের ইপিএস ২.৯৯ টাকা

confidence-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত সিমেন্ট শিল্প খাতের কোম্পানি কনফিডেন্স সিমেন্ট লিমিটেড চলতি বছরের ২য় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। চলতি বছরের ২য় প্রান্তিক শেষে কোম্পানিটির শেয়ার প্রতি আয় ২.৯৯ টাকা এসেছে । কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার অনুষ্ঠিত কোম্পানিটির বোর্ড সভায় ২য় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হয়। ৬ মাসে (জুলাই-ডিসেম্বর, ১৭) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৯৯ পয়সা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ৪ টাকা ৬ পয়সা। এ হিসাবে চলতি বছরের ৬ মাসে কোম্পানির শেয়ার প্রতি আয় কমেছে।

তবে গত ৩ মাসে (অক্টোবর-ডিসেম্বর, ১৭) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৭৫ পয়সা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ২ টাকা ৭৬ পয়সা।

চলতি বছরের ৩০ ডিসেম্বর কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৭১.৯৪ টাকা। যা গত ৩০ জুন ছিল ৮৪.০৯ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

২০১৮-১৯ অর্থবছরে বাজেট হবে ৪ লাখ ৬৮ হাজার কো‌টি টাকার মধ্যে

muhitস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আগামী ২০১৮-১৯ অর্থবছরে বা‌জেটের আকার ৪ লাখ ৬৮ হাজার কো‌টি টাকার ভেত‌রে হ‌বে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

সোমবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক প্রাক বাজেট আলোচনার শুরুতে তিনি একথা জানান।

তিনি বলেন, বাজেটে মানবসম্পদ উন্নয়ন‌ অগ্রা‌ধিকার খাত হিসেবে থাক‌বে। এর ম‌ধ্যে স্বাস্থ্য শিক্ষা স্যানিটেশন ও হাউ‌জিং‌কে রাখা হয়েছে। আগামী অর্থবছরের বাজেট হবে স‌র্বোচ্চ হ‌বে ৪ লাখ ৬৮ হাজার কোটি। এর বাইরে যা‌বে না। তবে কম হ‌তে পা‌রে।

‘আমা‌দের শক্ত প‌য়েন্ট হ‌লো সামা‌জিক নিরাপত্তা। এ খাতে প্র‌তিবছরই আমরা ‌বে‌শি বরাদ্দ রা‌খি। চলতি অর্থবছ‌রে এ‌টি ছি‌লো ২১ হাজার ৫০০ কো‌টি টাকা।’

চলতি ২০১৭-১৮ অর্থবছরের জাতীয় বাজেটের আকার ৪ লাখ ২৬৬ কোটি টাকা। এর মধ্যে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ধরা হয়েছে ১ লাখ ৫৩ হাজার কোটি টাকা। বাজেটে ঘাটতি ধরা হয়েছে ১ লাখ ১২ হাজার কোটি টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এমএ/এসটি

বিডিকম অনলাইনের ২য় প্রান্তিক ইপিএস বেড়েছে

bdcomস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত আইটি খাতের কোম্পানি বিডিকম অনলাইন লিমিটেড চলতি বছরের ২য় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। চলতি বছরের ২য় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় বেড়েছে । কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার অনুষ্ঠিত কোম্পানিটির বোর্ড সভায় ২য় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হয়। ৬ মাসে (জুলাই-ডিসেম্বর, ১৭) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে৬৬ পয়সা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ৭১ পয়সা। এ হিসাবে চলতি বছরের ৬ মাসে কোম্পানির শেয়ার প্রতি আয় কমেছে।

তবে গত ৩ মাসে (অক্টোবর-ডিসেম্বর, ১৭) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪২ পয়সা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ২৯ পয়সা।

চলতি বছরের ৩০ ডিসেম্বর কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৫.৯৪ টাকা। যা গত ৩০ জুন ছিল ১৫.২৯ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

আরডি ফুডের ৬ মাসের ইপিএস ২ পয়সা বেড়েছে

RD-Milkস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত খাদ্য ও আনুসাঙ্গিক কোম্পানি আরডি ফুড লিমিটেড চলতি বছরের ২য় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। চলতি বছরের ২য় প্রান্তিক শেষে কোম্পানিটির শেয়ার প্রতি আয় বেড়েছে । কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার অনুষ্ঠিত কোম্পানিটির বোর্ড সভায় ২য় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হয়। ৬ মাসে (জুলাই-ডিসেম্বর, ১৭) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২২ পয়সা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ২০ পয়সা। এ হিসাবে চলতি বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় ২ পয়সা বেড়েছে।

গত ৩ মাসে (অক্টোবর-ডিসেম্বর, ১৭) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ পয়সা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ৬ পয়সা।

চলতি বছরের ৩০ ডিসেম্বর কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৫.৪৫ টাকা। যা গত ৩০ জুন ছিল ১৬.৭৬ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

  1. গ্রামীন ফোন
  2. সিটি ব্যাংক
  3. মুন্নু সিরামিকস
  4. নাহী এলুমিনাম কম্পোজিট
  5. বিডি ফাইন্যান্স
  6. আমরা নেটওয়ার্কস
  7. স্কয়ার ফার্মা
  8. ন্যাশনাল টিউবস
  9. পপুলার লাইফ
  10. ইফাদ অটোস।

ডিএসইতে ৩৯৯ ও সিএসইতে ৩২ কোটি টাকার লেনদেন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে টাকার অংকে লেনদেনের পরিমাণের দাঁড়িয়েছে ৩৯৯ কোটি টাকা। এদিন সেখানে সবগুলো সূচক কমেছে। অন্যদিকে এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমলেও লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

মঙ্গলবার লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৪৮.৬৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৬১২৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১০.৯৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪১৪ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ২৬.৯৬ পয়েন্ট কমে অবস্থান করে ২২৬৭ পয়েন্টে।

এদিন লেনদেন হয়েছে ৩৯৯ কোটি ২২ লাখ টাকা। গতকাল সোমবার লেনদেনের পরিমাণ ছিল ৪১৩ কোটি ১৬ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩২৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৯৬টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ২০১টির। আর দর অপরিবর্তিত আছে ৪০ টির।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – গ্রামীন ফোন, সিটি ব্যাংক, মুন্নু সিরামিকস, নাহী এলুমিনাম কম্পোজিট, বিডি ফাইন্যান্স, আমরা নেটওয়ার্কস, স্কয়ার ফার্মা, ন্যাশনাল টিউবস, পপুলার লাইফ ও ইফাদ অটোস।

এদিকে দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৫১.৯৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১১ হাজার ৪৯৯ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২২৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৯টির, কমেছে ৮৫টির ও দর অপরিবর্তিত রয়েছে ২৯টির।

এদিন টাকায় লেনদেন হয়েছে ৩২ কোটি ১৮ লাখ টাকা। গতকাল সোমবার লেনদেন হয়েছিল ২১ কোটি ৪৯ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে কম হয়েছে।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে গ্রামীন ফোন ও স্কয়ার ফার্মা লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

চট্টগ্রাম বন্দরের নতুন চেয়ারম্যান জুলফিকার আজিজ

10e3851b36c5c90ac816d903b8f83b1c-5a6fc845b783cস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

চট্টগ্রাম বন্দরের নতুন চেয়ারম্যান হিসেবে কমোডোর জুলফিকার আজিজ যোগদান করেছেন। সোমবার (২৯ জানুয়ারি) বিকালে বিদায়ী চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম খালেদ ইকবালের কাছ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন।

পোর্ট সেক্রেটারি ওমর ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, নতুন বন্দর চেয়ারম্যান সোমবার বিকালে দায়িত্ব বুঝে নিয়েছেন। মঙ্গলবার থেকে তিনি অফিস করবেন। নতুন চেয়ারম্যান ২০১২ সাল থেকে প্রেষণে চট্টগ্রাম বন্দরের সদস্য (প্রকৌশল) হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

কমোডোর জুলফিকার আজিজ ১৯৬৩ সালের ১৮ অক্টোবর পাবনা জেলায় জন্মগ্রহণ করেন। নটরডেম কলেজ থেকে এইচএসসি পাসের পর ১৯৮৪ সালের জানুয়ারি মাসে ক্যাডেট হিসেবে বাংলাদেশ নৌবাহিনীতে যোগ দেন।

১৯৮৯ সালে বুয়েট থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসিতে প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হন। পরে মেকাট্রনিক্সে মাস্টার্স ডিগ্রি লাভের পর ১৯৯২ সালে ভারতে মেরিন ইঞ্জিনিয়ারিং স্পেশালাইজেশন ডিগ্রি নেন। স্টাফ কলেজসহ নৌবাহিনীতে বিভিন্ন প্রশিক্ষণ সমাপ্ত করেন। এছাড়া ২০১৬ সালে আয়ারল্যান্ডে পোর্ট ম্যানেজমেন্টের ওপর প্রশিক্ষণ নেন।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

ডিএসইতে ৮ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ

dseস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানির অর্ধবার্ষিকের (জুলাই’২০১৭-ডিসেম্বর’২০১৭) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে । নিম্নে কোম্পানিগুলোর প্রান্তিক প্রতিবেদনের চিত্র তুলে ধরা হলো:

এটলাস বাংলাদেশ লিমিটেড :

কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান ১.১২ টাকা। এর আগের বছরের একই সময়ে লোকসান ছিল ১.৩৬ টাকা। এদিকে তিন মাসে (অক্টোবর-ডিসেম্বর) শেয়ার প্রতি লোকসান ০.৪৬ টাকা। এর আগের বছর একই সময়ে লোকসান ছিল ০.৭৭ টাকা। এছাড়া ছয় মাসে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৪৯ টাকা। আর শেয়ার প্রতি নগদ কার্যকর প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ১.৩৯ টাকা।

নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট লিমেটেড:

কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ১.৫৩ টাকা। এর আগের বছরের একই সময়ে ছিল ১.১৯ টাকা। এদিকে তিন মাসে (অক্টোবর-ডিসেম্বর) শেয়ার প্রতি আয় ০.৭৭ টাকা। এর আগের বছর একই সময়ে ছিল ০.৬১ টাকা। এছাড়া ছয় মাসে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৩.৯৮ টাকা। আর শেয়ার প্রতি নগদ কার্যকর প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ০.৬৩ টাকা।

শাহজিবাজার পাওয়ার লিমিটেড:

কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ২.৮২ টাকা। এর আগের বছরের একই সময়ে ছিল ৩.৬৬ টাকা। এদিকে তিন মাসে (অক্টোবর-ডিসেম্বর) শেয়ার প্রতি আয় ১.৪৫ টাকা। এর আগের বছর একই সময়ে ছিল ১.৭৯ টাকা। এছাড়া ছয় মাসে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২৪.৬২ টাকা।

একমি ল্যাবরেটরিজ লিমিটেড:

আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩.৮১ টাকা। এর আগের বছরের একই সময়ে যা ছিল ৩.৬০ টাকা। আর শেষ ৩ মাসে (অক্টোবর-ডিসেম্বর’ ১৭) কোম্পানির ইপিএস হয়েছে ১.৮২ টাকা। এর আগের বছরের একই সময়ে যা ছিল ১.৮১ টাকা। এছাড়া ছয় মাসে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৮০.৪৭ টাকা।

আমরা নেটওয়ার্কস:

কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ২.৫১ টাকা। এর আগের বছরের একই সময়ে ছিল ১.২৬ টাকা। এছাড়া ছয় মাসে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৩০.৮৩ টাকা এবং এনওসিএফপিএস ০.০২ টাকা।

লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেড:

আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ০.২৬ টাকা (বেসিক)। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ০.০৯ টাকা। এদিকে দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর’১৭-ডিসেম্বর’১৭) কোম্পানিটির ইপিএস হয়েছে ০.৩৭ টাকা (নেগেটিভ)। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ০.০২ টাকা। ছয় মাসে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ০.৩০ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ০.০৩ টাকা (নেগেটিভ)। ৩১ ডিসেম্বর ২০১৭ অনুযায়ী কোম্পানির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৬.৫৬ টাকা। ৩০ জুন,২০১৭ সমাপ্ত অর্থবছরে যার পরিমাণ ছিল ১৮.৫১ টাকা।

স্ট্যান্ডার্ড সিরামিকস লিমিটেড:

কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান ০.২৪ টাকা। এর আগের বছরের একই সময়ে লোকসান ছিল ২.৪৪ টাকা। এছাড়া ছয় মাসে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৩.২৭ টাকা। আর শেয়ার প্রতি নগদ কার্যকর প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ১.৫৯ টাকা (নেগেটিভ)।এদিকে তিন মাসে (অক্টোবর-ডিসেম্বর) শেয়ার প্রতি আয় (ইপিএস) ০.১৬ টাকা। এর আগের বছর একই সময়ে লোকসান ছিল ০.৭৪ টাকা।

বেক্সিমকো লিমিটেড:

কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ০.৬৮ টাকা। এর আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ০.৫৩ টাকা।
এদিকে তিন মাসে (অক্টোবর-ডিসেম্বর) শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৩৫ টাকা। যা এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ০.২১ টাকা। এছাড়া ছয় মাসে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৭১.৬৭ টাকা। আর শেয়ার প্রতি নগদ কার্যকর প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ০.৫০ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এমএ